ব্যবস্থাপনার ক্ষেত্রে গতানুগতিকতা পরিহার করে বিজ্ঞান বা পরীক্ষা-নিরীক্ষা ও বিচার বিশ্লেষণের আলোকে সঙ্ঘবদ্ধ জ্ঞানের প্রয়োগকেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে ।
কার্যক্ষেত্রে গতানুগতিক হাতুড়ে পদ্ধতি পরিহার পূর্বক চিন্তাভাবনা, বিচার-বিশ্লেষণ ও গবেষণার আলোকে উত্তম পদ্ধতি নির্বাচন ও তার প্রয়োগেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল বিষয় । এফ ডব্লিউ টেইলার এরূপ ব্যবস্থাপনার জনক । তিনি এরূপ ব্যবস্থাপনার দুটি দিক, মানবিক ও বস্তুগত্য- উভয় ক্ষেত্রে উন্নয়নের দিক নির্দেশ করেন । এজন্য বিভিন্ন গবেষণার মধ্য দিয়ে সকল কাজের পদ্ধতিগত উন্নয়ন সাধিত হয় ।
আরো পড়ুন :
➡️মানবসম্পদ উন্নয়নে ব্যবস্থাপনা কিভাবে ভূমিকা রাখে ?
➡️এফ ডব্লিউ টেইলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন ব্যবস্থাপনা নীতি বলতে কি বুঝায় ?
নিয়মিত পড়াশুনার সম্পর্কিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ ।