ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি

আজকের ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি ব্লগপোস্টটি বিশেষ করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে লেখা হয়েছে ।  আপনাদের মধ্যে অনেক ছাত্র-ছাত্রী ভাইয়েরা কিছু ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি সম্পর্কে জানতে চেয়েছেন ।

 

আমাদের আজকের এই আর্টিকেলে আমরা ছাত্রদের জন্য কিছু প্রয়োজনীয় ও উপকৃত পার্টটাইম জবের কথা উল্লেখ করব ।

 

পড়াশোনা শেষ করে যখন ছাত্ররা চাকুরী জীবনে প্রবেশ করতে যায় তখন বাংলাদেশের ছাত্রছাত্রীরা বিশাল বড় সমস্যার সম্মুখীন হয় । কারণ সকল প্রতিষ্ঠান বা কোম্পানিগুলোই অভিজ্ঞতা ছাড়া কোন কর্মী নিয়োগ দিতে চায় না ।

 

ছাত্র অবস্থায় থাকাকালীন পড়াশোনার পাশাপাশি ছোটখাটো পার্ট টাইম চাকরি করলে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করা সম্ভব হবে । যার ফলে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের পড়াশোনার খরচ বহন করার পাশাপাশি তারা তাদের পরিবারকেও সহযোগিতা করতে পারে ।

 

এবং ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করার ফলে মানি ম্যানেজমেন্ট ( Money Management ) সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হবে । যা ছাত্রজীবনের পরবর্তী সময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । 

 

এছাড়াও কমিউনিকেশন স্কিল  ( Communication skill ),  মানুষের সাথে মিশতে পারার দক্ষতা ,  এবং দায়িত্ব নেওয়ার মন মানসিকতা তৈরি হবে যা পরবর্তী সাংসারিক জীবনে শান্তি ও শৃঙ্খলা নিয়ে আসতে অবদান রাখবে ।

 

Table of Contents

পার্ট টাইম চাকরি মানে কি ?

 

পার্টটাইম ( part time ) হলো একটি ইংরেজী শব্দ যার বাংলা অর্থ হল সময়ের অংশ । আমরা সবাই জানি এক দিন সমান ২৪ঘন্টা এবং এই একদিনের ২৪ঘন্টা সময়ের মধ্যে থেকে কয়েক ঘন্টা সময় ব্যয় করে কোন কাজ করে আয় করাকে পার্ট টাইম চাকরি বলা হয় । অন্যদিকে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার পাশাপাশি দিনের কিছু সময়ের জন্য কোন কাজ করে যে উপায়ে অর্থ উপার্জন করে তাকে ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি বলা হয় । 

 

ছাত্রজীবনে পার্ট টাইম চাকরির উপায়সমূহ 

 

 ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি প্রধানত দুটি উপায় অবলম্বন করে করা যেতে পারে । যেমন :

 

  • অনলাইন পার্ট টাইম চাকরি
  • অফলাইন পার্ট টাইম চাকরি

 

অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পার্ট টাইম চাকরি করে অর্থ উপার্জন করতে পারবে । 

ছাত্রদের জন্য অনলাইন চাকরি

 

শুরুতে কিছু অনলাইনে করা যায় এমন পার্ট টাইম চাকরির সাথে আপনাদের পরিচয় করে দি ।  তাহলে চলুন বন্ধুরা এবার কয়েকটি জনপ্রিয় ছাত্রজীবনের পার্টটাইম চাকরি দেখে নেওয়া যাক : 

 

১/ কনটেন্ট রাইটিং পার্ট টাইম জব

কনটেন্ট রাইটিং পার্ট টাইম জব
কনটেন্ট রাইটিং পার্ট টাইম জব

 

আপনি যদি কোন একটি বিষয়কে খুব ভালোভাবে গুছিয়ে আলোচনা করতে পারেন সেক্ষেত্রে আপনি কন্টেন্ট রাইটিং কাজটি করে পার্ট টাইম জব করতে পারেন ।

 

ইন্টারনেটে কোটি কোটি ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি একজন কনটেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারবেন । বিভিন্ন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে প্রতিনিয়ত কন্টেন্ট রাইটিংয়ের প্রচুর কাজের পোস্ট করা হয় । 

 

কনটেন্ট রাইটিং এর জন্য কি কি প্রয়োজন ?

  • ইন্টারনেট কানেকশন
  • কম্পিউটার অথবা ল্যাপটপ
  • তথ্য বিশ্লেষণ করে এবং গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত করে বিস্তারিত একটি আর্টিকেল লেখার দক্ষতা থাকতে হবে ।
  • আর্টিকেল লিখে তা সার্চ ইঞ্জিরের জন্য অপটিমাইজেশন করতে হবে ।  যাতে লিখাটি গুগলে সার্চ করলে সহজে খুঁজে পায় ।
  • ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে [  যদি ইংরেজিতে কনটেন্ট রাইটিং কাজ করতে চান ]
  • নিয়মিত কাজ করার ধৈর্য এবং সময় জ্ঞান সম্পর্কে সতর্ক থাকতে হবে ।

 

উপরোক্ত ইলেকট্রনিক্স ডিভাইস এবং দক্ষতাগুলো থাকলে আপনিও একজন কনটেন্ট রাইটার হিসেবে কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন । 

 

একজন ছাত্রের জন্য কনটেন্ট রাইটিং কাজটি অত্যন্ত সহায়ক একটি কাজ ।  কনটেন্ট রাইটিং কাজের ফলে তথ্য বিশ্লেষণ করার দক্ষতা , কমিউনিকেশন স্কিল ,  এবং একটি বিষয়কে আলোচনা করার ক্ষমতা অর্জন করা যায়

 

কন্টেন্ট রাইটিং এর কাজ কোথায় পাবো ? 

  •  ফাইবার ডটকম
  •  লিঙ্কডইন ডটকম
  •  আপওয়ার্ক ডটকম
  •  ফ্রিল্যান্সার ডটকম
  •  পিপলপারআওয়ার ডটকম

 

এবং কি ফেসবুকেও কনটেন্ট রাইটিংয়ের প্রচুর কাজ পাওয়া যায় ।  ফেসবুকে বিভিন্ন ধরনের কনটেন্ট রাইটিং গ্রুপ রয়েছে যেখানে নিয়মিত কনটেন্ট রাইটারদের খোঁজ এবং নিয়োগ করা হয়ে থাকে ।

 

কয়েকটি কনটেন্ট রাইটিং ফেসবুক গ্রুপ হলো : 

 

? https://www.facebook.com/groups/431762993880640

 

? https://www.facebook.com/groups/freelancerpeople/

 

কন্টেন্ট রাইটিং করে কেমন ইনকাম করা যায় ? 

 

আপনি যদি ইংরেজি ভাষায় কনটেন্ট রাইটিং করেন সেক্ষেত্রে তুলনামূলক বাংলার চেয়ে ভালো পেমেন্ট পাবেন ।  বিশেষ করে ইংরেজিতে একটি ১০০০ শব্দের আর্টিকেলের জন্য ৫০ থেকে ২০০ ডলার পর্যন্ত ইনকাম করা যায় । 

 

অন্যদিকে একটি ১ হাজার শব্দের বাংলা আর্টিকেল লেখার বিপরীতে আপনি ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন । 

 

কন্টেন্ট রাইটিং কাজ জানলে আপনি অন্যদের ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশ করেও টাকা ইনকাম করতে পারবেন ।

 

বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করার কয়েকটি ওয়েবসাইট হলো : 

  • Goafta ডটকম
  • গ্রাথোর 
  • জে আইটি 
  • টেকটিউনস
  • ট্রিকবিডি ডটকম

 

এই ওয়েবসাইটগুলোতে আপনি বাংলা আর্টিকেল লিখে টাকা উপার্জন করতে পারবেন । এবং সেই টাকা বিকাশ , নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উইথড্র করতে পারবেন । 

 

২/ডিজিটাল মার্কেটিং জবস – Digital Marketing Jobs

 

ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করার অন্যতম আরো একটি জনপ্রিয় কাজ হলো ডিজিটাল মার্কেটিং জব ।  বর্তমানে বাংলাদেশের তরুণ-তরুণীদের কাছে ডিজিটাল মার্কেটিং কাজটি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে ।

 

বাংলাদেশে বর্তমানে প্রায় ৭লক্ষ ৫০হাজার ফ্রিল্যান্সার কর্মরত রয়েছে যারা দেশে বসে বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছে ।  বাংলাদেশের এই বিশাল ফ্রিল্যান্সারদের মধ্যে বেশিরভাগ ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে ।

 

ডিজিটাল মার্কেটিং বলতে বুঝায় অনলাইনের মাধ্যমে পণ্য ও সেবার প্রচার-প্রচারণা করার উপায়কে ।  বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে পণ্য সামগ্রীগুলো মানুষের নিকট পৌঁছে দেওয়া বা পণ্য ও সেবা সম্পর্কে গ্রাহককে অবগত করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ।

 

তাই ছাত্র অবস্থায় থাকাকালীন ডিজিটাল মার্কেটিং কাজটি শিখে পড়াশোনার পাশাপাশি ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করা যেতে পারে ।  এবং এই কাজটি একটি ভবিষ্যৎ সম্ভাবনাময় কাজ হওয়ার কারণে ছাত্ররা পরবর্তীতে এটিকে ফুলটাইম প্রফেশন হিসেবেও নিতে পারবে ।

 

আরো পড়ুন : ১৩টি সেরা অনলাইন টাইপিং জবস ।

 

৩/ওয়েব ডিজাইন জব – Web Design

 

অনলাইনে আমরা কমবেশি যা কিছুই দেখি বা ব্রাউজ করি তার সবকিছুই ওয়েবসাইট সম্পর্কিত ।  এবং এই ওয়েবসাইটগুলো ডিজাইন ও ডেভলপ করে থাকে বিভিন্ন ধরনের ওয়েব ডিজাইনাররা ।

 

বর্তমানে ছোট-বড় সকল প্রতিষ্ঠানই তাদের ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরি করছে ।  যার ফলে ওয়েব ডিজাইনারদের চাহিদা দিন দিন বেড়েই চলছে । 

 

বিশেষ করে ২০১৯ সালের ৩১ ডিসেম্বরে করোনাভাইরাসের আগমনের ফলে সকল প্রতিষ্ঠান তাদের কার্যক্রম অনলাইনমুখী করে তুলে ।  যার ফলে ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা আকাশচুম্বী হয়ে ওঠে ।

 

তাই নিজেকে একজন ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে তুলতে পারলে পড়াশোনার পাশাপাশি ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করে ভালো পরিমাণ অর্থ উপার্জন করা যাবে ।

 

ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইন এর প্রচুর কাজ পাওয়া যায় ।

 

এছাড়াও  আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি আফিলিয়েট মারকেটিং ,  ব্লগিং করেও অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন ।

 

৪/এসইও অপটিমাইজ জব – SEO  Optimization

 

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো ডিজিটাল মার্কেটিং এর একটি বিশাল অংশ ।  আর এই কারণেই এটিকে আলাদা পয়েন্ট করে দেখানো হলো ।

 

আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর শুধুমাত্র এসইও কাজটি ভালো করে জানেন তাহলেই আপনি অনলাইনের মাধ্যমে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন । 

 

একজন এসইও অপটিমাইজার ফ্রিল্যান্সিং, ব্লগিং, আফিলিয়েট মারকেটিং করে অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারে । 

 

অনলাইনে কোটি কোটি ওয়েবসাইট রয়েছে এবং এই ওয়েবসাইটগুলোতে নিয়মিত শত শত আর্টিকেল পাবলিশ হয় । এবং এই আর্টিকেলগুলোকে গুগল সার্চ ইঞ্জিনে রেংক করাতে একজন এসইও অপটিমাইজার ( ‍SEO Optimizer ) প্রচুর ভূমিকা রাখে । 

 

৫/ভিডিও এডিটিং পার্ট টাইম চাকরি – Video Editing Jobs

 

বর্তমান সময়ে ভিডিও কনটেন্ট এর সবচেয়ে চাহিদা বেশি ।  ইউটিউব, ফেইসবুক ,  টিকটক, ইনস্টাগ্রাম সবখানেই এখন ভিডিও কনটেন্ট এর ছড়াছড়ি ।

 

তাই নিজেকে একজন প্রফেশনাল মানের ভিডিও এডিটর হিসেবে তৈরি করতে পারলে সুন্দর একটি ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব ।

 

এছাড়াও ভিডিও এডিটিং এর দক্ষতাকে কাজে লাগিয়ে  ইউটিউবে , ফেসবুকে  ব্লগিং করে অর্থ উপার্জন করতে পারবেন ।

 

বর্তমানে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী ইউটিউব ,  ফেসবুক,  ইনস্টাগ্রাম,  টিকটক ব্যবহার করে অর্থ উপার্জন করছে ।

 

এছাড়াও  ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে ভিডিও  এডিটিং এর প্রচুর কাজ পাওয়া যায় ।

 

আরো পড়ুন : বায়োডাটা লেখার নিয়ম ।

 

৬/ গ্রাফিক ডিজাইন চাকরি – Graphic Design

 

ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করার আরো একটি জনপ্রিয় কাজ হলো গ্রাফিক ডিজাইন ।  গ্রাফিক ডিজাইনের কাজ শিখে ঘরে বসে ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে কাজ করে টাকা উপার্জন করতে পারবে ।

 

বিভিন্ন ধরনের  ব্যানার ,  পোস্টার ,  বিজনেস কার্ড ,  লোগো ডিজাইন করা হয় গ্রাফিক ডিজাইন চাকরিতে ।

 

গ্রাফিক ডিজাইন কাজ জানা থাকলে অনলাইনের পাশাপাশি অফলাইনে দোকান দিয়েও ব্যবসা করা যেতে পারে । 

 

অফলাইন পার্ট টাইম চাকরিসমূহ 

 

অনলাইনে পাশাপাশি অফলাইনেও ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করার প্রচুর সুযোগ সুবিধা রয়েছে ।  চলুন অফলাইনের পার্টটাইম চাকরিগুলো দেখে নেওয়া যাক ।

 

১/ ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি হলো ফটোগ্রাফি জব

 

অফলাইনে ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করার অন্যতম একটি জব হল ফটোগ্রাফি জব । ফটো তোলা যদি আপনার শখের কাজ হয়ে থাকে তাহলে আপনি এই শখের কাজটি দিয়ে পার্ট টাইম জব করতে পারেন ।

 

অথবা একটি ভালো মানের ডিএসএলআর ( DSLR ) ক্যামেরা ক্রয় করে বিভিন্ন বিয়ের প্রোগ্রামের, কর্পোরেট অফিসের অনুষ্ঠানের এবং আপনার এলাকার সাংবাদিকের ক্যামেরাম্যান হিসেবে কাজ করতে পারেন ।

 

এছাড়াও আপনার তোলা ছবিগুলো আপনি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারবেন ।

 

 অনলাইনে ফটো বিক্রি করার কয়েকটি ওয়েবসাইট হলো :  shutterstock , 500px , istockphoto ,etsy , stocksy , alamy ইত্যাদি । 

 

২/ বাইক রাইডিং জবস – Bike Riding Jobs

 

বর্তমানে অফলাইনে ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করার জনপ্রিয় একটি কাজ হলো বাইক রাইডিং জবস । আপনি যদি বাইক রাইডিং করতে পছন্দ করে থাকেন অথবা আপনার কাছে যদি একটি মোটরসাইকেল থাকে সেক্ষেত্রে আপনি বাইক রাইডিং করে ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করতে পারেন ।

 

 বাইক রাইডিং জবস করার জন্য বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন:  পাঠাও ,উবার ইত্যাদি ।

 

বাইক রাইডিং জবস করতে কি কি প্রয়োজন ?

 

  • বাইক রাইডিং জব করতে একটি স্মার্টফোন থাকতে হবে ।
  • এবং আপনার স্মার্টফোনে পাঠাও ও উবারের অ্যাপসটি ইন্সটল করে রাখতে হবে ।
  • এবং অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স প্রয়োজন হবে ।

 

উপরের এই শর্তগুলো পূরণ করতে পারলে আপনিও একজন বাইক রাইডার হিসেবে পাঠাও এবং উভারে জব করতে পারবেন ।

 

পাঠাও এবং উবার কেমন পেমেন্ট দেয় ?

 

পাঠাও এবং উবার বাইক রাইডিং কোম্পানিগুলো প্রায় ২০% চার্জ কেটে থাকে । আপনি যদি একজন যাত্রীকে এক স্থান থেকে অন্য একটি গন্তব্য স্থানে পৌঁছে দিয়ে ৫০০টাকা ভাড়া নিয়ে থাকেন তাহলে পাঠাও এবং উবার কোম্পানিগুলো সেই ভাড়া থেকে ২০% অর্থ্যাৎ ১০০টাকা কেটে নিবে ।

 

বর্তমানে অনেকেই পড়াশোনার পাশাপাশি বাইক রাইডিং কাজটি করে ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করছি । তাই আপনিও চাইলে প্রয়োজনীয় ডকুমেন্টস ও কাগজপত্রগুলো জমা দিয়ে একজন বাইক রাইডার হিসেবে পাঠাও এবং উবারের মতো বাইক রাইডিং কোম্পানিগুলোতে কাজ করতে পারেন ।

 

৩/ কোচিং সেন্টার এবং টিউশনি করানো

 

আপনি যেহেতু আমাদের আজকের ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি এই লেখাটি পড়ছেন এর মানে হচ্ছে আপনি একজন ছাত্র ।  তাই একজন ছাত্র হিসেবে আপনার এমন কিছু করা দরকার যা আপনার পড়াশোনা সম্পর্কিত ।

 

ঠিক তেমনি ছাত্রজীবনের চাকরি করার একটি কাজ হল  টিউশনি অথবা কোচিং সেন্টারে গিয়ে  টিউশনি করানো । এতে করে আপনি কিছু অর্থ উপার্জন করার পাশাপাশি পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকতে পারবেন ।

 

আপনি অবশ্যই আপনার নিচের ক্লাসের ছাত্র ছাত্রীদের টিউশনি করাবেন এতে করে আপনি  নিজের মেধাকে আরও সচল রাখতে পারবেন ।  যা আপনার পড়াশোনার পরবর্তী চাকরি জীবনে প্রচুর কাজে আসবে ।

 

কোচিং সেন্টারে  টিউশনি করে মাসে আনুমানিক ১০থেকে ১৫হাজার টাকা ইনকাম করতে পারবেন । প্রতিটি ছাত্র থেকে যদি ৫০০ টাকা করে বেতন নেন এবং ২০জন ছাত্র – ছাত্রীকে যদি কোচিং করাতে পারেন তাহলে মাসে প্রায় আপনি ১০হাজার টাকা আয় করতে পারবেন । 

 

৪/ হোটেল / রেস্টুরেন্ট ও ফ্যাশন হাউজে চাকরি

 

ছাত্রজীবনের পার্টটাইম চাকরিগুলোর মধ্যে অন্যতম আরো একটি জব হচ্ছে হোটেল / রেস্টুরেন্ট এবং ফ্যাশন হাউজে একজন part-time কর্মী হিসেবে কাজ করা । 

 

বিশেষ করে আপনি যদি একজন মিশুক প্রকৃতির মানুষ হয়ে থাকেন অথবা মানুষের সাথে সহজে মেলামেশা করার গুন আপনার মধ্যে থাকে সেক্ষেত্রে হোটেল /  রেস্টুরেন্ট এবং ফ্যাশন হাউজে পার্ট টাইম চাকরি করাটা আপনার জন্য উপযুক্ত একটি সিদ্ধান্ত হবে । 

 

তবে আমাদের বাংলাদেশের ছাত্র ছাত্রীদের হোটেল /  রেস্টুরেন্ট এবং ফ্যাশন হাউজে কাজ করা  নিয়ে কথা বললে তারা লজ্জাবোধ করে । কিন্তু এটি মোটেই ভালো লক্ষণ নয়,  ছাত্র অবস্থা বা ছাত্র জীবন হচ্ছে শিক্ষা গ্রহণের সময় ।

 

এই বয়সে যদি লজ্জা শরমকে দূরে ঠেলে কাজ করার মানসিকতা গড়ে না তোলা যায় তা পরবর্তীতে  বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে । পরবর্তীতে দেখা যাবে লোকলজ্জার ভয়ে অনেক কাজ করে ওঠা সম্ভব হবে না ।

 

আপনি যদি লক্ষ্য করেন আমাদের বাংলাদেশের প্রচুর ছাত্রছাত্রীরা প্রতিবছর বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যায় ।  এবং তাদের বেশিরভাগ ছাত্র-ছাত্রীরা সেখানে বিভিন্ন  হোটেল / রেস্টুরেন্ট এবং ফ্যাশন হাউসে পার্ট টাইমার হিসেবে কাজ করে নিজেদের পড়ালেখার খরচ বহন করে ।

 

তাই লোকলজ্জা ভুলে আপনিও বিভিন্ন হোটেল/ রেস্টুরেন্ট এবং ফ্যাশন হাউসে ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করতে পারেন ।

 

৫/ ডাক্তারদের চেম্বারে পার্ট টাইম চাকরি 

 

ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করার আরো একটি দারুন উপায় হল বিভিন্ন ডাক্তারদের চেম্বারে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা ।  এতে করে পড়াশোনার পাশাপাশি কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করা যাবে ।

 

এবং প্রতিনিয়ত নানান ধরনের মানুষের সাথে দেখা সাক্ষাত ও কমিউনিকেশন করার ফলে ছাত্র-ছাত্রীদের যোগাযোগ দক্ষতা উন্নত হবে ।  এছাড়াও নানান সময়ে বিভিন্ন সমস্যার সমাধান করার ফলে প্রবলেম সলভিং স্কিল তৈরি হবে ।

 

ডাক্তারদের চেম্বারে পার্ট টাইমার হিসেবে কাজ করতে ইচ্ছুক হলে নিয়মিত বিভিন্ন জব পোর্টাল সাইট গুলোর উপর চোখ রাখুন ।  এবং ডাক্তারদের চেম্বারে যোগাযোগ করুন তাদের কোন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন কিনা ।

 

তবে যোগাযোগ করার পূর্বে অবশ্যই নিজের একটি সিভি তৈরি করে রাখুন । এবং সিভিটিতে আপনার শিক্ষাগত যোগ্যতা ,  দক্ষতা ,  ব্যক্তিগত পরিচয়  দিয়ে তথ্যবহুল করে তুলুন । যাতে আপনার সিভিটি যেকোনো নিয়োগকর্তা দেখার সাথে সাথে আকর্ষিত হয় ।

 

৬/ হিসাব রক্ষক সহকারি পার্ট টাইম চাকরি

 

বিভিন্ন স্কুল , কলেজ , দোকান ও ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান হিসাবরক্ষক সহকারি হিসেবে পার্ট টাইম চাকরি করতে পারেন ।  এই ধরনের প্রতিষ্ঠানগুলো প্রায় সময় ছাত্র-ছাত্রীদের পার্ট টাইম হিসেবে কাজ করার জন্য নিয়োগ দিয়ে থাকে ।

 

তাই সব সময় খোঁজ রাখুন কোথায় হিসাবরক্ষক সরকারি নিয়োগ দেয়া হচ্ছে ।  একজন হিসাবরক্ষক সহকারি হিসেবে পার্ট টাইম চাকরি করার ফলে আপনার চাকরি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন হবে ।

 

যা পরবর্তীতে আপনাকে ভালো একটি চাকরি পেতে সাহায্য করবে ।

 

মেয়েদের পার্ট টাইম জব ২০২২

 

আজকের ছাত্রজীবনের পার্টটাইম চাকরি আর্টিকেলে অনলাইনে পার্ট টাইম জব এবং অফলাইনে পার্ট টাইম জবগুলোর সবগুলোই যে কোন মেয়ে চাইলে করতে পারবে ।

 

তবে মেয়েদের জন্য অনলাইনের পার্ট টাইম জবগুলো বেশি সহায়ক হবে । 

 

উপরোক্ত জবসগুলো করার পাশাপাশি মেয়েরা চাইলে বিভিন্ন ধরনের ব্যবসা করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবে । আমাদের ওয়েবসাইটে মেয়েদের ব্যবসার আইডিয়া নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে । 

 

পরিশেষে – Finally

 

আজকের আর্টিকেলটিতে আমরা ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করার অনলাইন এবং অফলাইন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ।

 

আজকের আর্টিকেলে দেওয়া পার্ট টাইম জব গুলোর মধ্যে আপনার কাছে কোন ছাত্রজীবনে পার্ট টাইম চাকরিটি ভালো লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন ।

 

এছাড়াও আগামীতে কি ধরনের ব্লগপোস্ট বা আর্টিকেল পড়তে চান তাও নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না । এছাড়াও নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল ও আপডেট পেতে ফলো করুন ফেসবুকে । 

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

3 thoughts on “ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি ২০২৩ – Best Part time jobs for students”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *