ইন্টারভিউ কিংবা বিভিন্ন জায়গাতে পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন হল নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে বলা। আপনি যত সুন্দর এবং গুছিয়ে nijer somporke bola english বাক্যগুলো বলতে পারবেন আপনার চাকরির নিশ্চয়তা বা পড়াশোনার ক্ষেত্রে সেই কাজটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই কিভাবে নিজের সম্পর্কে ১০টি বাক্য ইংরেজিতে বলা যায় তা আজ আমরা এই আর্টিকেলে জানব। ক্ষেত্রবিশেষে কিছু কিছু বাক্য ভিন্ন হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে একরকম হয়।
তাহলে চলুন দেখে আসি নিজের সম্পর্কে দশটি ইংরেজিতে বাক্য গুলো:
নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে – nijer somporke bola english
1. My name is Saifur Rahman Arif = আমার নাম সাইফুর রহমান আরিফ
2. My Nickname is Arif = আমার ডাক নাম আরিফ
3. I am from Chittagong = আমি চট্টগ্রাম থেকে এসেছি
4. My Father MD.Faruk Ahemd is businessman = আমার বাবা মো:ফারুক আহম্মেদ একজন ব্যবসায়ী ।
5. My Mother Mrs.Kohinur Begum is a housewife = আমার মা মোছা:কৌহিনূর বেগম একজন গৃহিণী।
6. There are 5 members in my Family = আমাদের পরিবারে সদস্য সংখ্যা পাঁচজন।
7. I have completed graduation and post graduation from National University In ( Your pass year ) . = আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছি ( পাশের সাল ) সালে।
8. At present I am a freelancer = বর্তমানে আমি একজন ফ্রিলানসার ।
9. My dream is want to be a successfull businessman = আমার স্বপ্ন হলো একজন সফল ব্যবসায়ী হওয়া ।
10. I love to read book = আমি বই বেশ পড়তে পছন্দ করি
উপরিউক্ত বাক্যগুলো খুব সাধারণ। একজন মানুষকে যখন নিজের সম্পর্কে কিছু বলতে বলে সাধারণত সে যেগুলো করতে পছন্দ করে সেগুলোই বলে থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে এগুলো একটু পরিবর্তনও হয়। কারণ একেক মানুষ একেক ধরনের হয়ে থাকে। সব মানুষ তো আর একরকম হয় না।
পরিশেষে – Finally
নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে বলা আমাদের এই আর্টিকেলটিতে আমরা সাধারণত প্রত্যেকের পছন্দের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। সচরাচর মানুষ যেগুলো করতে পছন্দ করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।
নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে আর্টিকেলটি ভালো লাগলে বন্ধু-বান্ধব এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে ফলো করুন। ধন্যবাদ
আরো পড়ুন :
➡️বাংলাদেশ সম্পর্কে ১০টি বাক্য ইংরেজিতে ।
➡️সুন্দরবন সম্পর্কে ১০টি বাক্য বাংলা ও ইংরেজিতে ।