13টি সেরা টাকা ইনকাম করার ওয়েবসাইট

অনলাইন থেকে টাকা ইনকাম করার ওয়েবসাইটসহ হাজার হাজার উপায় রয়েছে তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও র্কাযকরী একটি উপায় হচ্ছে ওয়েবসাইটে কাজ করার মাধ্যমে টাকা ইনকাম করা । 

আজকের আর্টিকেলে বন্ধুরা আপনাদের সাথে এমন ১৫টি টাকা ইনকাম করার ওয়েবসাইট এর সাথে পরিচয় করে দিব যেখান থেকে আপনি লাইফটাইম ডলার ও টাকা আয় করতে পারবেন ।

আজকের আর্টিকেলে আমরা কিছু বাংলাদেশী টাকা ইনকাম করার ওয়েবসাইট এবং কিছু ইন্টারন্যাশনাল অর্থাৎ ডলার ইনকাম করার ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব ।

আজকের আর্টিকেলটি শুরু করার পূর্বে আপনাকে বলে দিতে চাই ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই কোনো নিদিষ্ট কাজের উপর নিজেকে পারদর্শী করে তুলতে হবে । 

 মূলত আপনি যে কাজটি সম্পর্কে দক্ষ সেই সার্ভিস ওয়েবসাইটগুলোর মাধ্যমে প্রদান করতে পারেন । এবং সার্ভিস চার্জ হিসেবে আপনি ডলার বা টাকা ইনকাম করতে পারবেন সেই ওয়েবসাইটগুলো থেকে ।

Table of Contents

ওয়েবসাইটের মাধ্যমে ডলার ও টাকা ইনকাম করতে যা যা প্রয়োজন :

  • ইন্টারনেট কানেকশন যুক্ত একটি কম্পিউটার অথবা স্মার্টফোন ।
  • বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কমিউনিকেশন করার মতো দক্ষতা ।
  • নির্দিষ্ট কোনো একটি কাজের উপর দক্ষতা থাকতে হবে ।  

যেমন :  ওয়েব ডিজাইন , গ্রাফিক ডিজাইন , ডিজিটাল  মার্কেটিং ,  এসইও ,  টাইপিং স্কিল , ডাটা এন্ট্রি কাজ , ডাটা এনালাইসিস  ইত্যাদি সার্ভিস প্রদান করে আপনি এই ওয়েবসাইট গুলো থেকে অর্থ উপার্জন করতে পারবেন ।

  • ওয়েবসাইটগুলোতে কাজ করার পূর্বে নিজের একটি ইমেইল অথবা জি-মেইল এর মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে । পরবর্তীতে সার্ভিসগুলোকে সুন্দরভাবে প্রোফাইলে সাজিয়ে রাখতে হবে ।

এবার চলুন বন্ধুরা দেখে নেয়া যাক কিছু বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস বা ওয়েবসাইট যেখানে আপনি সার্ভিস প্রদান করে অর্থ উপার্জন করতে পারবেন ।

ডলার ইনকাম করার ওয়েবসাইট ২০২২

ডলার হচ্ছে একটি ইন্টারন্যাশনাল কারেন্সি ।  এটি মূলত যুক্তরাষ্ট্রের মুদ্রা ।  আমাদের বাংলাদেশের মুদ্রাকে বলা হয় টাকা । ডলারের প্রতি আমাদের এত বেশি আগ্রহের কারণ হচ্ছে টাকার তুলনায় ডলারের মূল্য অনেক বেশি ।

তাই অল্প ডলার আয় করলেও তা টাকাতে কনভার্ট হয়ে আমাদের জন্য ভালো একটি এমাউন্ট হিসেবে তৈরি হয় । যার কারণে আমাদের বাঙ্গালীদের কাছে ডলার আয় করা অনেক বড় একটা স্বপ্নের মত ।

আজকের আর্টিকেলের এই অংশে আমরা আপনাদের সাথে বিশ্বস্ত কিছু ডলার আয় করার ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিব । তাহলে চলুন বিস্তারিত দেখে নেয়া যাক ।

১/ ফাইবার – Fiverr

fiverr-website-make-money
fiverr-website-make-money

ফাইবার হচ্ছে একটি অনলাইন মার্কেটপ্লেস । বিশেষত এটিকে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মার্কেটপ্লেস হিসেবে বলা হয়ে থাকে । ২০১০ সালে ইসরাইলের একটি কোম্পানি এই প্রতিষ্ঠানটি তৈরি করে ।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ফাইবার তাদের যাত্রা শুরু করার দু’বছরের মধ্যেই প্রায় ৩০ লক্ষ সার্ভিস বা ডিল সম্পাদন করেন । 

ফাইবার ডটকম এই ওয়েবসাইটে আপনি অনলাইনে বিক্রি করা যায় বা সার্ভিস দেওয়া যায় এমন যেকোন কাজ করে টাকা ইনকাম করতে পারবেন । 

বর্তমানে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোর মধ্যে ফাইবার সবচেয়ে জনপ্রিয় অবস্থানে রয়েছে । Similarweb এর তথ্য মতে বর্তমানে ফাইবার ডটকম প্রতি মাসে প্রায় ৬৫ মিলিয়ন ট্রাফিক পাচ্ছে ।

ফাইবার ডট কমে আপনি যে যে সার্ভিস প্রদান করতে পারবেন তা হল :

  • ভিডিও এডিটিং ।
  • গ্রাফিক ডিজাইন ।
  • ওয়েব ডিজাইন ।
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ।
  • ডাটা এন্ট্রি কাজ ।
  • এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ।
  • কনটেন্ট রাইটিং । 
  • বিজনেস কনসাল্টিং ও  অ্যানালিটিকস ।
  • প্রোগ্রামার ।
  • লাইফস্টাইল পরামর্শক ও প্ল্যানার ।

ইত্যাদি সার্ভিস প্রদান করে আপনি এই বিশাল বড় মার্কেটপ্লেস ওয়েবসাইটটি থেকে ডলার আয় করতে পারবেন ।  ফাইবারের তথ্যমতে প্রায় প্রতি সেকেন্ডে ৪টি ডিল বা লেনদেন সম্পন্ন হয় ।

তাহলে বন্ধুরা নিশ্চয় ধারণা করতে পারছেন  ফাইবার ডটকম ওয়েবসাইটটি অনলাইন থেকে ডলার বা টাকা আয় করার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি মার্কেটপ্লেস ।

টাকা ইনকাম করার ওয়েবসাইট হিসাবে আমার কাছে সেরা একটি উপায় হলো ফাইবার মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করা ।

আমাদের বাংলাদেশের বিশাল ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে জড়িত একটা অংশ এই ফাইবার মার্কেটপ্লেসে কাজ করে ডলার আয় করছে । 

তবে ফাইবার ডটকম থেকে ডলার আয় করার পূর্বে অবশ্যই আপনার নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে হবে । ইতিমধ্যে ফ্রিল্যান্সিং সেক্টরে প্রচুর মানুষ যুক্ত হচ্ছে যার কারণে দিন দিন এর প্রতিযোগিতা বেড়েই চলছে ।

নিজেকে একটি নির্দিষ্ট কাজে দক্ষ করার পাশাপাশি আপনাকে ফাইবার ডটকম মার্কেটপ্লেস সম্পর্কেও খুঁটিনাটি ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে ।  ফাইবার ডটকম এই মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জানতে আপনি এই ফাইবার সাকসেস কোর্সটি করতে পারেন । 

২/ আপওয়ার্ক – Upwork

mkae money with upwork
mkae money with upwork

ফাইবার ডটকমের মত আপওয়ার্কও হচ্ছে একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং ওয়েবসাইট । 

যেখানে আপনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন সার্ভিস যেমন :  ওয়েব ডিজাইন,  গ্রাফিক ডিজাইন , ওয়ার্ডপ্রেস, এসইও অপটিমাইজেশন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং ইত্যাদি সার্ভিস প্রদান করে অর্থ উপার্জন করতে পারবেন । 

এটিও অনলাইন থেকে টাকা ইনকাম করার ওয়েবসাইট হিসাবে দারুন একটি উপায় ও প্লাটফর্ম ।

ফাইবারের তুলনায় আপওয়ার্কে প্রফেশনাল বায়ার পাওয়া যায় ।  যার ফলে এখানে কাজ করে বা সার্ভিসিং দিয়ে ফাইবারের তুলনায় অধিক অর্থ উপার্জন করা যায় । 

আপওয়ার্কে একটি নির্দিষ্ট কাজের জন্য বায়ার আপনাকে ঘণ্টাপ্রতি অথবা ফিক্সড প্রাইসে কাজ করাতে পারে । এর পূর্ব নাম ছিল ওডেস্ক ডটকম যা বর্তমানে  আপওয়ার্ক ডটকম হিসেবে পরিচিত ।

উইকিপিডিয়ার তথ্যমতে আমরা জানতে পেরেছি আপওয়ার্কে বর্তমানে  সারা বিশ্ব থেকে প্রায় এক কোটি ফ্রিল্যান্সার কাজ করছে ।  এটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে ক্যাম্পবেল  ক্যালিফোর্নিয়াতে ।

প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে ।  তাই আপনি নির্দ্বিধায় অনলাইন ক্যারিয়ার গড়ে তুলতে চাইলে আপওয়ার্কে একজন ফ্রীল্যান্সার হিসেবে কাজ করতে পারেন ।

 

৩/ ফ্রিল্যান্সার – Freelancer

make money with freelancer
make money with freelancer

ফ্রিল্যান্সার ডটকমও অত্যন্ত জনপ্রিয় একটি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইট ।  এখানেও আপনি উপরে দেওয়া ফাইবার এবং আপওয়ার্ক এর মত সার্ভিস বিক্রি করতে পারবেন ।

ফ্রিল্যান্সারদের কাছে এই সাইটটি অত্যন্ত জনপ্রিয় । এটি ফাইবারের তুলনায় কম চার্জ কেটে থাকে । সাধারণত ফ্রিল্যান্সার ডটকম ফ্রিল্যান্সারদের থেকে ১০% করে কমিশন নেয় ।

তাই একজন ফ্রিল্যান্সারের জন্য টাকা ইনকাম করার ওয়েবসাইট হিসাবে পারফেক্ট ।

আরো পড়ুন,,

এই মার্কেটপ্লেসে আপনি বড় বড় প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার তৈরি , ওয়েবসাইট ডিজাইন , গ্রাফিক ডিজাইন , কনটেন্ট রাইটিং , এসইও অপটিমাইজেশন , ডিজিটাল মার্কেটিং , ভিডিও এডিটিং ,  বিজনেস কনসাল্টিং  ইত্যাদি সার্ভিস দিতে পারবেন ।

ফ্রিল্যান্সার ডটকম ২০০৯ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে তাদের যাত্রা শুরু করেন । 

তাই অনলাইন থেকে ডলার বা টাকা ইনকাম করার চিন্তা করে থাকলে শুরুতে কোনো একটি কাজে নিজেকে দক্ষ করে তুলুন ।  এইসব মার্কেটপ্লেসগুলোতে প্রচুর কাজ রয়েছে কিন্তু যথাযথ দক্ষতা না থাকলে সফল হওয়াটা প্রায় স্বপ্নের মত ।

৪/ ইউটিউব – Youtube

make money with youtube
make money with youtube

 

ইউটিউব ডটকম হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম একটি ওয়েবসাইট ও সেরা টাকা ইনকাম করার ওয়েবসাইট ।  এবং সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম । ইউটিউব আজ থেকে প্রায় ১৭ বছর আগে ২০০৫ সালের ১৪ তারিখ তাদের যাত্রা শুরু করে ।

বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম ইউটিউব প্রতিষ্ঠা করলেও বর্তমানে এটির মালিক গুগোল । ২০০৬ সালের অক্টোবর মাসে গুগোল ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ইউটিউব ক্রয় করে নেয় । 

এই ইউটিউব ওয়েবসাইট টিকে কাজে লাগিয়ে সহজেই অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব ।  

ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে কি করতে হবে ?

  • একটি  ইউটিউব চ্যানেল খুলতে হবে ।
  • চ্যানেলটি থেকে ইনকাম এর জন্য ইউটিউবে মনিটাইজেশন পলিসি ফলো করতে হবে । ইউটিউব এর বর্তমান শর্ত অনুযায়ী মনিটাইজেশন পেতে হলে আপনাকে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব অর্জন করতে হবে ।
  • এরপর আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে অর্থ উপার্জন করতে পারবেন ।
  • এছাড়াও আপনি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি , স্পনসর  করেও ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন ।

 

একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় তার সম্পর্কে ধারণা না থাকলে ভিডিওটি দেখুন ।

ইউটিউব থেকে মাসে কত টাকা আয় করা যায় ?

একটি ইউটিউব চ্যানেল থেকে কেউ প্রতিমাসে ১,০০০ ডলার আয় করছে আবার অন্য কেউ ১০,০০০ ডলারও আয় করছে । অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে কি পরিমান টাকা ইনকাম হবে তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার চ্যানেলের ভিডিও গুলো কি পরিমান মানুষ দেখছে এবং কোথায় থেকে দেখছে তার ওপর ।

যত বেশি পরিমাণ মানুষ আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখবে আপনার ইনকাম ততবেশি হবে ।

ইউটিউব প্রায় ৬৮% টাকা বা ডলার ভিডিও পাবলিশারদের দিয়ে থাকে এবং বাকি ৩২% ইউটিউব নিয়ে থাকে  । 

তবে আপনি যদি ইংরেজি ভাষায় এবং ইউরোপ ও আমেরিকান দেশগুলোকে টার্গেট করে ইউটিউব ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি অধিক অর্থ উপার্জন করতে পারবেন । 

ফোর্বস এর তথ্য মতে ইউরোপ ও আমেরিকার দেশগুলোকে টার্গেট করে ভিডিও তৈরি করলে প্রতি ১মিলিয়ন ভিউজ থেকে আপনি প্রায় $৫,০০০ ডলার র্পযন্তও ইনকাম করতে পারবেন ।

অন্যদিকে আপনি যদি বাংলায় ইউটিউব চ্যানেল করে থাকেন সেক্ষেত্রে ইংরেজি চ্যানেলের চেয়ে তুলনামূলক খুবই কম ইনকাম করতে পারবেন ।

বি: দ্র: ইউটিউব ভিউজ এর উপর নির্ভর করে কোন অর্থ প্রদান করে না ।  ইউটিউব অর্থ প্রদান করে তাদের বিজ্ঞাপন কতজন দেখেছে এবং আগ্রহ প্রকাশ করে ক্লিক করছে তার ওপর । 

৫/ ফেসবুক – Facebook 

make money with facebook
make money with facebook

ফেইসবুক ডটকম হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ।  সামাজিক যোগাযোগ মাধ্যম ক্যাটাগরির মধ্যে facebook.com সবার শীর্ষ স্থানে অবস্থান করছে ।

এবং ইউটিউবের মতো ফেসবুকও সেরা একটি টাকা ইনকাম করার ওয়েবসাইট ।

ফেইসবুক তাদের ব্যবহারকারীদের টাকা ইনকাম করার সুযোগ করে দিয়েছে ।  বর্তমানে যে কেউ চাইলে একটি ফেইসবুক পেইজ তৈরি করে সেই পেইজে মনিটাইজেশন অন করে অর্থোপার্জন করতে পারবে ।

ফেইসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ?

1.একটি ফেসবুক পেইজ থাকতে হবে ।
2.পেইজটিতে মিনিমাম ৫টি অরিজিনাল অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে  ।
3.পেইজে কোন ধরনের পলিসি প্রবলেম থাকা যাবে না ।
4.পেইজটিকে ফেসবুকের নিয়ম অনুযায়ী মনিটাইজেশন এর জন্য আবেদন করার পূর্বে দুই মাসের মধ্যে ৬ লক্ষ মিনিট ওয়াচটাইম পূরণ করতে হবে ।
 5.পেইজে অবশ্যই ১০ হাজার ফলোয়ার থাকতে হবে ।

তাহলেই ফেসবুক মনিটাইজেশন এর জন্য আবেদন করা যাবে ।  এবং মনিটাইজেশন অ্যাপ্রুভ হলে সেই ফেসবুক পেইজ থেকে ভিডিও পাবলিশ করে টাকা ইনকাম করা যাবে ।

একটি ফেসবুক পেইজ কিভাবে তৈরি করতে হয় তার সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন ।

 

৬/ থিমফরেস্ট – Themeforest.net

make money with themeforest
make money with themeforest

 

থিমফরেস্ট ডট নেট হচ্ছে একটি অত্যন্ত জনপ্রিয় টেমপ্লেট ও সফটওয়্যার  বিক্রির মার্কেটপ্লেস ও ওয়েবসাইট ।  এই  মার্কেটপ্লেসে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করার সফটওয়্যার পাবেন ।

ওয়েবসাইট তৈরি করার অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যার wordpress-এর হাজার হাজার থিমস ও প্লাগইন এই মার্কেটপ্লেসে পাওয়া যায় ।

এছাড়াও বিভিন্ন ধরনের অডিও, ভিডিও, এবং গ্রাফিক্স ডিজাইন টেমপ্লেট এই মার্কেটপ্লেসে ক্রয়-বিক্রয় করা হয় । 

আপনি  অনলাইন থেকে স্থায়ী টাকা ইনকাম করার ওয়েবসাইট খুজেঁ থাকেন তাহলে থিমফরেস্ট বেস্ট অপশন আপনার জন্য ।

থিমফরেস্ট থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ?

1.নিজের তৈরিকৃত সফটওয়্যার ,  টেমপ্লেট ,  ও অডিও –  ভিডিও বিক্রি করা ।
2.একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে থিমফরেস্টর প্রোডাক্টগুলো বিক্রি করে দিয়ে  কমিশন লাভ করা ।

থিমফরেস্টকে কাজে লাগিয়ে ফখরুল ভাই কিভাবে ৫০ লক্ষ টাকা আয় করেছেন তা জানতে এই ভিডিওটি দেখুন ।

 

 

৭/ Teespring

টিস্প্রিং হল একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার ডিজাইনকৃত টি-শার্ট আপলোড করে ইনকাম করতে পারবেন ।

আমার কাছে অনলাইন থেকে টাকা ইনকাম করার ওয়েবসাইট হিসেবে এই সাইটটি খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে ।

টিস্প্রিং মূলত আপনার ডিজাইনকৃত টিশার্টটি তাদের স্টরে বা শপে প্রদর্শন করে থাকে এবং কেউ যদি আপনার ডিজাইনকৃত টি-শার্টটি অর্ডার করে তখন টিস্প্রিং সেটি তৈরি করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে থাকে । 

আরো পড়ুন,,

এবং সেই সাথে  টিস্প্রিং আপনাকে একটি কমিশন দিয়ে থাকে । টিস্প্রিং কি পরিমাণ কমিশন দিয়ে থাকে তার একটি স্ক্রীনশট দেওয়া হল ।

teespring কমিশন রেট
teespring কমিশন রেট

৮/ Amazon

make money with amazon affiliate
make money with amazon affiliate

Amazon.com হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে জায়ান্ট এবং বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ।  অ্যামাজন ডটকমে বর্তমানে প্রায় এক কোটির উপর প্রডাক্ট রয়েছে । 

প্রতিদিন লক্ষ লক্ষ পণ্য ও সেবা তারা ক্রয়-বিক্রয় করছে । বৃহৎ এই ই-কমার্স প্রতিষ্ঠানটি সকলের জন্য একটি আয়ের উপায়ও তৈরি করে দিয়েছে ।

অর্থ্যাৎ টাকা ইনকাম করার ওয়েবসাইট হিসেবে আপনি বিশ্বের সেরা ইকর্মাস প্রতিষ্টানকে কাজে লাগাতে পারবেন । [ ব্যাপারটা আসলেই দারুন ]

বর্তমানে যে কেউ চাইলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে একটি ইন্টারনেট কানেকশনযুক্ত কম্পিউটার  ও ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজনের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবে ।

 অ্যামাজন থেকে কিভাবে টাকা আয় করা যায় ?

1.অ্যামাজনে নিজের প্রোডাক্ট বিক্রি করে  আয় করতে পারবেন ।
2.অ্যামাজনের প্রোডাক্টগুলো  অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কমিশন লাভ করতে পারবেন ।

বর্তমানে অ্যামাজন অ্যাফিলিয়েট অত্যন্ত জনপ্রিয় একটি বিষয় ।  এটি সারাবিশ্বে বর্তমানে একটি ট্রেন্ডিং ব্যবসা হিসেবে গড়ে উঠেছে ।  অ্যামাজনের প্রচুর জনপ্রিয়তার কারণে সহজেই তাদের পণ্যগুলো মার্কেটিং করে বিক্রি করা যায় ।

অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে কি কি প্রয়োজন ?

  • অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে ।  এবং
  • সেই ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তা নিয়ে  বিভিন্ন আর্টিকেল পাবলিশ করতে হবে ।
  • ওয়েবসাইটে যথেষ্ট পরিমাণ আর্টিকেল পাবলিশ ও ডিজিটাল আসতে থাকলে তখন আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আবেদন করতে পারেন ।
  •  পরবর্তীতে তারা আপনার ওয়েবসাইটটিকে ফলোআপ করে অ্যাপ্রভাল দিলে আপনি তাদের অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন ।

Amazon.com বর্তমানে তাদের অ্যাফিলিয়েট মার্কেটারদের সর্বোচ্চ ১০%  কমিশন দিচ্ছে । তবে বিভিন্ন প্রোডাক্ট এর উপর নির্ভর করে কমিশনের পার্সেন্ট । তুলনামূলক দামি প্রোডাক্টগুলোতে বেশি কমিশন পাওয়া যায় ।

৯/ Bluehost 

make money with bluehost
make money with bluehost

Bluehost .com ওয়েবসাইটটি হচ্ছে একটি হোস্টিং সেলার সাইট ।  ইন্টারনেটে প্রতিদিন হাজার হাজার নতুন নতুন ওয়েবসাইট যুক্ত হচ্ছে ।

ছোট – বড় সকল প্রতিষ্ঠানে এখন তাদের সেবা ও পরিষেবাগুলোকে অনলাইনমুখী করার চেষ্টা করছে । তাই সকলেই এখন নিজেদের প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করছে ।

আর একটি ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো হোস্টিং ।  হোস্টিং ছাড়া কখনো একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয় । হোস্টিং হচ্ছে আমাদের মোবাইলে থাকা মেমোরি বা কম্পিউটারের হার্ডডিস্ক এর মত ।

যেখানে বিভিন্ন ধরনের ছবি , অডিও , ভিডিও , লিখা ইত্যাদি মজুত থাকে ।  একটি ওয়েবসাইটে যেসকল ডিজাইন , ছবি , লিখা , অডিও , ভিডিও আমরা দেখতে পাই তার সবকিছুই হোস্টিংয়ে মজুত

 থাকে ।

তাই একটি ভালো হোস্টিং ওয়েবসাইটের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন ।   Bluehost  হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি হোস্টিং কোম্পানি ।

তাই টাকা ইনকাম করার ওয়েবসাইট খুজেঁ থাকলে এখুনি Bluehost এর অ্যাফিলেয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে নিন ।

Bluehost থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ?

  • অ্যাফিলিয়েট মার্কেটিং করে  Bluehost  থেকে টাকা ইনকাম করা যায় ।
  • Bluehost থেকে ইনকাম করতে হলে অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে যেখানে হোস্টিং সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা আর্টিকেল থাকবে । ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন আমাদের সাথে
  • পরবর্তীতে তাদের একটি প্রোগ্রামের যুক্ত হতে হবে ।

অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা করা হয়েছে । আপনারা ইতিমধ্যে মার্কেটিং সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন । 

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমরা অনেকেই অনেক ধরনের প্রোডাক্ট সিলেক্ট করে থাকি । তবে আমার কাছে সবসময় আফিলিয়েট মার্কেটিং করার জন্য ডিজিটাল প্রোডাক্টগুলোকেই লাভজনক মনে হয় ।

এর প্রধান কারণ হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট গুলোতে  ডেলিভারি করার কোন ঝামেলা থাকেনা ।

পেমেন্ট করার সাথে সাথেই কাস্টমার তার ডিজিটাল প্রোডাক্টটি ডাউনলোড করে নিতে পারে ।

এছাড়াও ডিজিটাল প্রডাক্টে  ফিজিক্যাল প্রোডাক্ট এর তুলনায় অনেক বেশি কমিশন পাওয়া যায় । এর কারণ হচ্ছে এখানে বারবার  প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে না । 

কারণ ডিজিটাল প্রোডাক্ট একবার তৈরি করলে সেটিকে বারবার ব্যবহার করা যায় ।

আরো পড়ুন,,

এছাড়াও এটি ডেলিভারি করার জন্য কোন ধরনের খরচ পোহাতে হয় না ।  যার ফলে এই ডিজিটাল প্রোডাক্ট গুলো থেকে প্রোডাক্টের মালিকরা যেমন অধিক লভ্যাংশ পায় তেমনি অ্যাফিলিয়েট মার্কেটার প্রচুর কমিশন পায় ।

১১/ নিজের ব্লগ সাইট

বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যতগুলো ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হলো তার সবকটি হলো অন্যান্যদের ওয়েবসাইটকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করা পদ্ধতি ।

কিন্তু নিজের একটি ব্লগ সাইট তৈরি করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারলে কেমন হয় ? 

জি,বন্ধুরা আপনি চাইলে নিজের একটি ব্লগ ও ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন । আর টাকা ইনকাম করার ওয়েবসাইট না খুজেঁ নিজেই নিজের বস হয়ে যান ।

নিজের ব্লগ ওয়েবসাইট থেকে কিভাবে টাকা আয় করা যায়?

1.বিভিন্ন ধরনের বিজ্ঞাপন নেটওয়ার্ককে ওয়েবসাইটের সাথে সংযুক্ত করে ।
2.অ্যাফিলিয়েট মার্কেটিং করে ।
3.প্রোডাক্ট বিক্রি করে ।
4.বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ড প্রমোশন করে ।
5.ব্যাকলিংক বিক্রি করে ।

 

আরো নানান উপায় অবলম্বন করে নিজের ব্লগ সাইট থেকে আপনি টাকা আয় করতে পারবেন । কিভাবে ফ্রিতে প্রফেশনাল একটি  ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয় তা জানতে এই ভিডিওটি দেখুন ।

 

 

ইউটিউব , ফেইসবুক  বা বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করার চেয়ে নিজের একটি ব্লগ সাইট তৈরি করে সেখান থেকে অর্থ উপার্জন করাই সবচেয়ে বেস্ট আমি মনে করি । 

এর প্রধান কারণ হচ্ছে ,  ইউটিউব , ফেইসবুক  ও মার্কেটপ্লেসগুলো অন্যদের ওয়েবসাইট হওয়ার কারণে যেকোন সময় ব্লক খাওয়া বা রেস্ট্রিকশন এর মত ঝামেলায় পড়তে হয় ।

তাই আপনি যদি দীর্ঘমেয়াদী স্থায়ী ইনকামের উপায় গড়ে তুলতে চান তাহলে অবশ্যই একটি ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করুন ।

ব্লগিংয়ে সফল হতে হলে আপনাকে এসইও ( SEO ) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে । ইউটিউবে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর উপর প্রচুর ভিডিও রয়েছে ।  

এছাড়াও একটি আর্টিকেলকে রেঙ্ক করাতে কি কি ফ্যাক্টর কাজ করে থাকে তা সম্পর্কে বিস্তারিত জানতে ব্যাকলিংকোর এই আর্টিকেলটি পড়ুন

বাংলাদেশী টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২২

বাংলাদেশী টাকা ইনকাম করার অন্যতম ২টি ব্লগ ওয়েবসাইট হলো : Goafta.com এবং Ordinaryit.com । উপরে এতক্ষণ বন্ধুরা আপনাদের সাথে অনেকগুলো ইন্টারন্যাশনাল টাকা ইনকাম করার ওয়েবসাইট নিয়ে আলোচনা করলাম ।

কিন্তু আপনাদের মধ্যে অনেকেই টাকা আয় করার বাংলাদেশী ওয়েবসাইট সম্পর্কেও জানতে চেয়েছেন ।

এছাড়াও অনেকেই পেমেন্ট মেথড জটিলতার কারণে বাংলাদেশী টাকা ইনকার করার সাইট খোজঁ করছিলেন । 

আর তাদের জন্যই ২টি বিশ্বস্ত ওয়েবসাইট নিচে দেওয়া হল । তাহলে চলুন বাংলাদেশী টাকা আয় করার ওয়েবসাইটগুলো দেখে নেওয়া যাক ।

১২/ অর্ডিনারী আইটি

make money with ordinaryit
make money with ordinaryit

অর্ডিনারি আইটি হল একটি বাংলা ব্লগ ওয়েবসাইট যেখানে আপনি একজন কনটেন্ট রাইটার হিসেবে কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন ।

তারা প্রায়ই তাদের ওয়েবসাইটের জন্য বিভিন্ন কনটেন্ট রাইটারদের ভাড়া করে থাকে । তারা মূলত মাসিক হিসেবে কনটেন্ট রাইটারদের বেতন দিয়ে থাকে ।

আপনি যদি ভালো লিখালিখি করে থাকেন বা লেখালেখি করা যদি আপনার শখের কাজ হয়ে থাকে তাহলে এই শখের কাজটিকে কাজে লাগিয়ে অর্ডিনারী আইটি থেকে অর্থ উপার্জন করতে পারবেন ।

বাংলাদেশী টাকা ইনকাম করার ওয়েবসাইট হিসাবে এটি খুবই বিশ্বস্ত ।

১৩/ Goafta.Com

make money with goafta
make money with goafta

Goafta.Com হচ্ছে একটি বাংলাদেশী অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট । এই ওয়েবসাইটে আপনি একজন কনটেন্ট রাইটার হিসেবে ব্লগ লিখে টাকা ইনকাম করতে পারবেন ।

এই ওয়েবসাইটটি প্রতি ২টি আর্টিকেল লেখার পর পর টাকা দিয়ে থাকে । আপনি যদি লেখালিখিতে পারদর্শী হয়ে থাকেন বা একজন লেখক হয়ে থাকেন সেক্ষেত্রে Goafta.Com ওয়েবসাইটে ব্লগ লিখে টাকা ইনকাম করতে পারবেন ।

বিশেষ করে আপনি যদি ব্যবসার আইডিয়া, টেকনোলজি ও  জব টিপস সম্পর্কে ভালো লেখালিখি করতে পারেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে ।

এই ওয়েবসাইটটি থেকে বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার পেমেন্ট নিতে পারবেন । আর্টিকেল রাইটার হিসাবে কাজ করতে যোগাযোগ করুন এই পেইজ থেকে

পরিশেষে – Conclusions

বন্ধুরা , আজকের “ টাকা ইনকাম করার ওয়েবসাইট ” আর্টিকেলটিতে ১৩টি দারুন ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে ।  আজকের লিস্টে দেওয়া প্রতিটি ওয়েবসাইট অত্যন্ত বিশ্বস্ত যেখান থেকে আপনি নিশ্চিন্তে কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন ।

আমাদের আজকের লিস্ট এর মধ্য থেকে আপনার কাছে কোন ওয়েবসাইটটি অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য সেরা মনে হয়েছে তা কমেন্ট করে জানাবেন ।

এছাড়াও আপনার জানা বিশ্বস্ত কোন ওয়েবসাইট থাকলে সেটিও কমেন্ট করতে পারেন ।  আমরা আমাদের আর্টিকেলটিকে আপডেট করার চেষ্টা করব ।

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *