প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যসমূহ শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে নিচে টেবিল আকারে দেখানো হলো ।
প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি উভয়ই আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, সীমিত দায়বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান । বিভিন্ন ক্ষেত্রে উভয়ের মধ্যে যথেষ্ট মিল লক্ষ করা গেলেও যে সকল ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয় নিম্নে তা আলোচনা করা হলো :
প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য :
পার্থক্যের বিষয় | প্রাইভেট লিমিটেড কোম্পানি | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|---|
০১. গঠন | এ কোম্পানি গঠনে তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় এর গঠন অনেকটা সহজ । | এটা গঠনে অধিক আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় গঠন তুলনামূলকভাবে জটিল । |
০২. সদস্য সংখ্যা | এর সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ এর সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ সীমা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ । ৫০ জনে সীমাবদ্ধ । | এর সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ সীমা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ । |
০৩. কার্য শুরু | নিবন্ধনপত্র পাওয়ার পর এ কোম্পানি কাজ শুরু করতে পারে । | নিবন্ধনপত্র পাওয়ার পর এ কোম্পানি কাজ একে কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় । |
০৪. শেয়ার বিক্রয় | এ কোম্পানি শেয়ারহোল্ডার ছাড়া অন্য কারো কাছে শেয়ার বিক্রয়ের আহবান জানাতে পারে না । | এরূপ কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানাতে পারে । |
০৫. বিবরণপত্র | এ ক্ষেত্রে বিবরণপত্র বা এর বিকল্প বিবৃতি এ ক্ষেত্রে অনুরূপ পত্র বা বিবৃতি তৈরি তৈরির প্রয়োজন পড়ে না । | এক্ষেত্রে অনুরুপপত্র বা বিবৃতি তৈরী এবং নিবন্ধকের নিকট তা জমাদান অপরির্হায । |
০৬. শেয়ার হস্তান্তর | এর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় । | এই কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য । |
০৭. মূলধন ও আয়তন | সদস্য সংখ্যা সীমাবদ্ধ হওয়ার কারণে মূলধনের পরিমাণ এক্ষেত্রে তুলনামূলকভাবে কম হয় । ফলে প্রতিষ্ঠানও ছোট হয় । | সদস্য সংখ্যা বেশি হওয়ায় এক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশি হয় । ফলে এরুপ সংগঠন বৃহদায়তন প্রকৃতিতে গড়ে ওঠে । |
০৮. ন্যূনতম মূলধন | কাজ শুরুর জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ এক্ষেত্রে অপরিহার্য নয় । | কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য একে বাধ্যতামূলকভাবে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় । |
আরো পড়ুন :
➡️ প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে ?
➡️যৌথ মূলধনী কোম্পানির মূলধন ধারণা ।
➡️যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য ।
নিয়মিত পড়াশুনার সম্পর্কিত আপডেট পেতে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল।