প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য

প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যসমূহ শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে নিচে টেবিল আকারে দেখানো হলো ।

প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি উভয়ই আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, সীমিত দায়বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান । বিভিন্ন ক্ষেত্রে উভয়ের মধ্যে যথেষ্ট মিল লক্ষ করা গেলেও যে সকল ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয় নিম্নে তা আলোচনা করা হলো :

প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য :

পার্থক্যের বিষয় প্রাইভেট লিমিটেড কোম্পানিপাবলিক লিমিটেড কোম্পানি
০১. গঠনএ কোম্পানি গঠনে তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় এর গঠন অনেকটা সহজ ।এটা গঠনে অধিক আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় গঠন তুলনামূলকভাবে জটিল ।
০২. সদস্য সংখ্যাএর সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ এর সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ সীমা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ । ৫০ জনে সীমাবদ্ধ ।এর সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ সীমা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ ।
০৩. কার্য শুরুনিবন্ধনপত্র পাওয়ার পর এ কোম্পানি কাজ শুরু করতে পারে ।নিবন্ধনপত্র পাওয়ার পর এ কোম্পানি কাজ একে কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় ।
০৪. শেয়ার বিক্রয়এ কোম্পানি শেয়ারহোল্ডার ছাড়া অন্য কারো কাছে শেয়ার বিক্রয়ের আহবান জানাতে পারে না ।এরূপ কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানাতে পারে ।
০৫. বিবরণপত্রএ ক্ষেত্রে বিবরণপত্র বা এর বিকল্প বিবৃতি এ ক্ষেত্রে অনুরূপ পত্র বা বিবৃতি তৈরি তৈরির প্রয়োজন পড়ে না ।এক্ষেত্রে অনুরুপপত্র বা বিবৃতি তৈরী এবং নিবন্ধকের নিকট তা জমাদান অপরির্হায ।
০৬. শেয়ার হস্তান্তরএর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় ।এই কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য ।
০৭. মূলধন ও আয়তনসদস্য সংখ্যা সীমাবদ্ধ হওয়ার কারণে মূলধনের পরিমাণ এক্ষেত্রে তুলনামূলকভাবে কম হয় । ফলে প্রতিষ্ঠানও ছোট হয় । সদস্য সংখ্যা বেশি হওয়ায় এক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশি হয় । ফলে এরুপ সংগঠন বৃহদায়তন প্রকৃতিতে গড়ে ওঠে ।
০৮. ন্যূনতম মূলধনকাজ শুরুর জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ এক্ষেত্রে অপরিহার্য নয় ।
কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য একে বাধ্যতামূলকভাবে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় ।

আরো পড়ুন :

➡️ প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে ? 

➡️যৌথ মূলধনী কোম্পানির মূলধন ধারণা ।

➡️যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য ।

➡️হোল্ডিং কোম্পানি কাকে বলে ?

নিয়মিত পড়াশুনার সম্পর্কিত আপডেট পেতে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *