যৌথ মূলধনী কোম্পানির মূলধন ধারণা

মূলধনের আভিধানিক অর্থ হলো ব্যবসায়ে নিয়োজিত অর্থ বা সম্পদ । এই মূলধনের মধ্যে যেমনি মালিক বা শেয়ারহোল্ডারদের প্রদত্ত অর্থ বা মূলধন থাকে তেমনি অন্যান্য উৎস থেকেও মূলধন সংগৃহীত হতে পারে । তাই কোম্পানি তার শেয়ারহোল্ডার ও অন্যান্যদের নিকট থেকে যে মূলধন সংগ্রহ করে তাকেই যৌথ মূলধনী কোম্পানির মূলধন বলে। উৎস বিচারে কোম্পানির মূলধন দু’ধরনের হয়ে থাকে ।

১. শেয়ার মূলধন (Share capital) : জনগণের কাছে শেয়ার বিক্রয় করে যৌথ মূলধনী ব্যবসায় যে পুঁজি সংগ্রহ করে তাকে কোম্পানির শেয়ার মূলধন বলে। সাধারণ শেয়ার বিক্রয় করে যে মূলধন সংগৃহীত হয় তাকে সাধারণ শেয়ার মূলধন বলে। আমাদের দেশের কোম্পানিসমূহ সাধারণত সাধারণ শেয়ার ইস্যু করে এরূপ মূলধন সপ্তগ্রহ করে । তবে অগ্রাধিকার শেয়ার বিক্রয় করেও ক্ষেত্রবিশেষে এ ধরনের মূলধন সংগ্রহ করা হয় ।

২. ঋণ মূলধন (Debt capital): (কোম্পানি তার শেয়ারমালিকদের বাইরে অন্য উৎস থেকে যে অর্থ বা মূলধন সংগ্রহ করে তাকে ঋণ মূলধন বলে। পাবলিক লিমিটেড কোম্পানি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ঋণপত্র বা বগু বিক্রয় করে ঋণ মূলধন সংগ্রহ করে । এর বাইরে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সংগৃহীত ঋণ, ব্যবসায় উদ ইত্যাদি কোম্পানির ঋণ মূলধনের উল্লেখযোগ্য উৎস বিবেচিত হয় ।

 

আরো পড়ুন,,,,,,

➡️হোল্ডিং কোম্পানি কাকে বলে ?

➡️যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য ।

➡️যেীথ মূলধনী ব্যবসা কাকে বলে ?

 

নিয়মিত পড়াশুনার সম্পর্কিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ ।

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *