কমেন্ট করে জিতে নিন পুরষ্কার

এখন Goafta.com এর পোস্টে সর্বোচ্চ কমেন্ট করে জিতে নিন প্রতি সপ্তাহে পুরস্কার । আমাদের এই ওয়েবসাইটে নিয়মিতি প্রকাশিত বিভিন্ন পোস্টে গুরুত্বপূর্ণ কমেন্ট করে জিতে নিতে পারেন পুরষ্কার ।

 

প্রতি সপ্তাহের সেরা কমেন্ট করে বিজয়ী হতে চোখ রাখুন এই গ্রুপের ফিচার পোস্টে

 

শর্তাবলী : 

 

১/ প্রতিদিন সকাল ১০টা এবং সন্ধ্যায় ৮টার সময় ওয়েবসাইটে নতুন আর্টিকেল পাবলিশ করা হয় । তবে পোস্টের কমেন্টে কখনো (  নাইস / সুন্দর / হুম ) এমন ছোট কমেন্ট করা যাবে নাহ ।

 

২/ পূর্বের পোষ্ট অর্থ্যাৎ ( ১সপ্তাহ আগের পোস্টে ) কমেন্ট করলে তা গণ্য হবে নাহ ।

 

৩/ শুধুমাত্র ইমোজি দিয়ে বা কোনো ধরনের লিংক দিয়ে কমেন্ট করলে তা গণ্য হবে নাহ । এবং এমন করলে ব্যান করা হতে পারে ।

 

৪/ কমেন্টের মধ্যে খারাপ কোনো শব্দ বা উস্কানিমূলক কোনো কথা লিখা যাবে নাহ । 

 

৫/ পোস্টের সম্পর্কিত নয় এমন কমেন্ট করা যাবে নাহ । চেষ্টা করতে হবে পোষ্ট পড়েই যুক্তিমূলক কমেন্ট করার ।

 

৬/ পোস্টে কমেন্ট করার সময় ইমেইলটা দিয়ে কমেন্ট করবেন । এতে করে আপনার সাথে যোগাযোগ করতে সহজ হবে আমাদের । এছাড়াও যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে ।

 

৭/ সবোর্চ্চ কমেন্টকারী ৩জনকেই পুরস্কিত করা হবে ।

 

৮/কমপক্ষে ৫টি পোস্টে কমেন্ট করতে হবে ।

 

৯/ এডমিনের সিদান্তই চূড়ান্ত সিদান্ত । প্রতি সপ্তাহের বিজয়ীর নাম ওয়েবসাইটের এই পেইজে প্রকাশ করা হবে । এছাড়াও বিজয়ীর ছবি দিয়ে আমাদের গ্রুপে পোষ্ট করা হবে ।

 

১০/ পরবর্তী কোনো আপডেট না দেওয়া র্পযন্ত এই ইভেন্ট চালু থাকবে ।

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *