biwta এর কাজ কি : biwta এর কাজ হলো এটি নৌ-পরিবহন নিয়ন্ত্রণ এবং উন্নয়নসহ নৌযান সমূহের নানান ধরনের আইন ও নীতিমালা প্রণয়ন, অনুমোদন, নিবন্ধন, ইত্যাদি কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত । বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ( সংক্ষেপে Biwta – বিআইডব্লিটিএ নামে পরিচিত বা এটিকে বিআইডব্লিটিএ বলা হয়)। biwta এটি বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এবং এটি দেশের অভ্যন্তরীণ নৌ চলাচল নিয়ন্ত্রণ করেন।। biwta এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত এবং বিআইডব্লিটিএ এটি বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম সম্পাদন করে থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বা biwta এর কাজ কি তা নিম্মরুপ:
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বা (বিআইডব্লিটিএ) অধীনে বিভিন্ন পদের কাজের সুবিধা রয়েছে । আটিকেলের এই অংশে আমরা কোন পদের কি কাজ রয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানব।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন এর অধীনে যে সকল কাজ রয়েছে তা নিম্নরূপ:
বিআইডব্লিউটিএ এতে গ্রীজার পদের কাজ কি?
গ্রীজার হল নৌ-পরিবহনের বিভিন্ন ডিপার্টমেন্টের চতুর্থ শ্রেণীর একটি পদ। গ্রীজার অর্থ হল উষ্ণ প্রবাসন জল গরম করার যন্ত্র। জাহাজের চাকরির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে একটি হলো গ্রীজার। গ্রীজার পদ হলো যারা সব সময় জাহাজ বা লঞ্চে কাজ করে। জাহাজের নিচের অংশে যে মেশিনগুলো রয়েছে সেগুলো মেনটেনস করা এবং জাহাজের গতি বাড়ানো – কমানো তাছাড়া জাহাজের কোথাও কোনো সমস্যা হলে সেগুলোর সমাধান করা গ্রীজার এর কাজ। এক কথায় বলতে গেলে একজন গ্রীজার হলেন ইঞ্জিন মেকানিক বা জাহাজের ইঞ্জিন রুম ক্রোক এর একজন দক্ষ সদস্য।
বিআইডব্লিউটিএ তে সুকানি পদের কাজ কি?
সুকানি হল নৌ-পরিবহনের বিভিন্ন ডিপার্টমেন্টের চতুর্থ শ্রেণীর একটি পদ। সুকানিকে জাহাজ বা লঞ্চের মাস্টারও বলা হয়। সুকানির মূল কাজ হলো জাহাজ বা লঞ্চের গতিবিধি নিয়ন্ত্রণ করা। আমরা অনেকে সুকানিকে ড্রাইভার বলেও সম্বোধন করি। জাহাজ বা লঞ্চের নিয়ন্ত্রণই হচ্ছে সুকানি এর মূল কাজ।
বিআইডব্লিউটিএ তে ভান্ডারী পদের কাজ কি?
নৌ-পরিবহনের বিভিন্ন ডিপার্টমেন্টের চতুর্থ ক্যাটাগরির একটি পথ হল ভান্ডারী পদ।সহজ ভাষায় বলতে গেলে ভান্ডারী হলো বাবুর্চি। জাহাজ কিংবা লঞ্চের রান্নাবান্নার কাজগুলো যারা করে থাকে তাদেরকে ভান্ডারী বা বাবুর্চি বলা হয়।
বিআইডব্লিউটিএ তে তোপাষ পদের কাজ কি?
নৌ পরিবহন এর বিভিন্ন ডিপার্টমেন্টের চতুর্থ ক্যাটাগরির একটি পদ হল তোপাষ পদ।মূলত বন্দরে জাহাজ ও লঞ্চ দেখভাল করার কাজ হচ্ছে তোপাষ পদের কাজ। কোন জাহাজ বা লঞ্চ যখন ঘাটে নোংগর করে তখন সে জাহাজ বা লঞ্চ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজগুলো তোপাষ পদের কর্মীরা করে থাকে। সহজে বললে তোপাষ হলো সুইপার বা পরিচ্ছন্ন কর্মী ।
বিআইডব্লিউটিএ তে লস্কর পদের কাজ কি?
নৌ পরিবহন এর বিভিন্ন বিভাগের চতুর্থ ক্যাটাগরির একটি পদ হল লস্কর পদ। একসময় জাহাজের ভারতীয় কর্মচারীদের ডাকা হত লস্কর। জাহাজের বা লঞ্চের রশি বাধা – খোলা ও পাহারা দেওয়াই হল মূলত লস্কর পদের কাজ।
বিআইডব্লিউটিএ এতে মার্কম্যান পদের কাজ কি?
নৌ পরিবহন এর বিভিন্ন বিভাগের চতুর্থ শ্রেণীর একটি পদ মার্কম্যান। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন বা biwta বিভিন্ন বিভাগে প্রতিবছর অনেক মার্কম্যান পদে নিয়োগ দিয়ে থাকে।মার্কম্যান পদের প্রধান কাজ হল তারা জাহাজ বা লঞ্চ কোন পথ দিয়ে চলাচল করবে এবং জাহাজ ও লঞ্চের গতিপথ ও যাতায়াতের রাস্তা নির্দেশ করা। এবং জাহাজ লঞ্চ চলাচলের রাস্তার সমস্ত রক্ষণাবেক্ষণ মার্কম্যানের কাজ।
Biwta তে ট্রাফিক সুপারভাইজার পদের কাজ কি?
নৌ পরিবহন এর বিভিন্ন বিভাগের তৃতীয় শ্রেণীর একটি পদ হল ট্রাফিক সুপারভাইজার। ট্রাফিক সুপারভাইজার পদের মূল কাজ হলো বন্দরে জাহাজ – লঞ্চ প্রবেশ এবং বের হওয়ার সংকেত দেওয়া। সাধারণত কখন কোন জাহাজ বন্দরে প্রবেশ করবে এবং কোন জাহাজ কখন বের হবে এর তালিকা সময় দেখে সংকেত প্রদান করা হলো ট্রাফিক সুপারভাইজার এর কাজ।
Biwta তে টার্মিনাল গার্ড বা নিরাপত্তা প্রহরী পদের কাজ কি?
নৌপরিবহন বিভাগের চতুর্থ শ্রেণীর একটি পদ হল টার্মিনাল গার্ড। টার্মিনাল গার্ড বা নিরাপত্তা প্রহরী পদের মূল কাজ হলো বন্দর বা টার্মিনালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকা। নৌপরিবহনে যারা বন্দর্বান টার্মিনালে দায়িত্ব পালন করে থাকে তাদের টার্মিনাল গার্ড বলা হয়। এবং যারা নৌ-পরিবহন দপ্তরি অফিসে দায়িত্ব পালন করে থাকে তাদের নিরাপত্তা প্রহরী বলা হয়। এই দুই পদের বেতন ও সুযোগ-সুবিধা একই ধরনের তবে ইউনিফর্মে মধ্যে পার্থক্য রয়েছে।
Biwta নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। যদি আমরা এই ধরনের কোন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাই তাহলে যত দ্রুত সম্ভব আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার চেষ্টা করব। এবং নিয়মিত বিভিন্ন চাকরি ও ব্যবসা সংক্রান্ত আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।
পরিশেষে:
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বা (বিআইডব্লিটিএ )নিয়ে আমাদের আজকের আর্টিকেলটিতে কোন পদের কি কাজ রয়েছে তা সবিস্তার আলোচনা করার চেষ্টা করেছি। আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আর্টিকেলটি বন্ধু-বান্ধব ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যদের জানার সহযোগিতা করুন এবং নিয়মিত আপডেট পেতে ফলো করুন ফেইসবুকে ধন্যবাদ
আরো পড়ুন,
➡️কম্পিউটার অপারেটর এর কাজ কি?