সাত দিনের নাম বা বাংলা – ইংরেজিতে ৭ দিনের নাম আমরা কম বেশি সবাই জানি । আমরা এটিও সবাই প্রায় জানি এক সপ্তাহ সমান ৭দিন । এবং সপ্তাহের শুরুর ১ম দিনটি হলো শনিবার এবং সপ্তম দিনটি হলো শুক্রবার । এছাড়াও সপ্তাহের প্রতিটি দিনের নিদিষ্ট আলাদা আলাদা করে নামও রয়েছে । এবং আমরা অনেকে বাংলা ও ইংরেজি সাত দিনের নামগুলো জানলেও আরবিতে সাত দিনের নামগুলো অনেকের অজানা । আর এইজন্যই আজ আমরা ( বাংলা + ইংরেজি + আরবি ) তে সপ্তাহের সাত দিনের নামগুলো জানবো এবং এইসবের নামকরণের মধ্যকার সঠিক কারনটিও খুজেঁ বের করার চেষ্টা করবো ।
সাত দিনের নাম । ৭ দিনের নাম । ইংরেজিতে সাত দিনের নাম
বাংলা | ইংরেজি | আরবি |
---|---|---|
শনিবার | Saturday | ইয়াওমুস সাব্ত |
রবিবার | Sunday | ইয়ামুল আহাদ |
সোমবার | Monday | ইয়াওমুল ইছনাইনিল আযীম |
মঙ্গলবার | Tuesday | ইয়াওমুছ ছুলাছা |
বুধবার | Wednesday | ইয়াওমুল আরবিয়া |
বৃহস্পতিবার | Thursday | ইয়াওমুল খামীস |
শুক্রবার | Friday | ইয়াওমুল জুমুয়া |
সাত দিন সপ্তাহের নামকরণের কারণ
সপ্তাহের সাত দিনের নামকরনের পেছনে রয়েছে অদ্ভুত সব কারণ । প্রাচীনকালে দেব-দেবীরা মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল । তখনকার সময় এদের প্রভাব এতটাই বেশি ছিলো যে প্রাচীনকালের মানুষরা সবকিছু এই দেবদেবীর নামেই করতো ।
প্রাচীনকালে তখনকার মানুষরা তাদের দিন শুরু ও শেষ করত দেব দেবীদের নাম নিয়ে । আর তাদের স্মরণে সপ্তাহের সাত দিনের নামকরন করা হয়েছিল । এর প্রধান কারণ হল তখনকার মানুষজন বিশ্বাস করত দেবদেবীদের নামে সপ্তাহ শুরু ও শেষ করলে তাদের মঙ্গল হতে পারে ।
শনিবার ( Saturday ) : সপ্তাহের শুরুর দিন শনিবার নামটি নামকরণ করা হয় রোমান দেবতা “ স্যাটার্ন “ এর নাম অনুসারে । “ স্যাটার্ন “হচ্ছে রোমানদের শৌর্যবীর্যের প্রতীক । এবং এই “ স্যাটার্ন “ থেকেই “ স্যাটার্নস’ডে “ । এরপর আস্তে আস্তে তা স্যাটারডে নামে পরিণত হয়ে যায় । আবার এই শনিবার বা Saturday কে ল্যাটিন ভাষায় ’ ডায়েস স্যাটার্নি ‘ ( Dies Saturni ) বলা হয় ।
রবিবার ( Sunday ) : রবিবার বা sunday দিনটি নামকরণ করা হয় ‘ মানডের বা চন্দ্রদেবীর ‘ নাম অনুসারে । মানডের অর্থ হলো মুন’স ডে বা চন্দ্রদিন । মূলত চন্দ্রদেবতাকে স্মরণ করেই এই নামটি করা হয়েছিল ।
ল্যাটিন ভাষায় এই বারটিকে বা দিনটিকে ‘ ডায়েস লুনি ‘ ( dies lunae ) বলা হয় । আরবি ভাষায় রবিবার দিনটিকে ‘ ইয়ামুল আহাদ ‘ বলা হয় । স্পানিশ ভাষায় এই দিনটিকে ’লুনস গেস ( lunes ges ) , এবং ফ্রেঞ্চ বা ফারসি ভাষায় দিনটিকে ‘ লুন্ডি ( lundi ) ‘ বলা হয় । তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে সবগুলো ভাষায় এই শব্দগুলোর অর্থ একই ।
মঙ্গলবার ( Tuesday ) : ইশ্বরের নামানুসারে মঙ্গলবার দিনটির নামকরণ করা হয় । টুই ( Tiu ) এবং টিয়া ( Twia ) এর নামানুসারে Tuesday নামকরণটি করা হয় । মূলত টুই ( Tiu ) হলেন একজন যুদ্ধের দেবতা অন্যদিকে টিয়া ( Twia ) হলেন একজন আকাশের দেবতা । ল্যাটিন ভাষায় ‘ ডায়েস মেরিটসও ‘ ( Dies mertis ) আর গ্রীক ভাষায় ‘ হেমেরাস এরিওস’ ( hemera areos ) বলা হয় মঙ্গলবার দিনটিকে ।
বুধবার ( Wednesday ) : ’ ওডিন ‘ নামক একজন দেবতার নামানুসারে বুধবার দিনটির নামকরণ করা হয় । ’ ওডিন ‘ নাম থেকে মূলত ‘ ওডেন’স ডে ‘ হয় এবং আস্তে আস্তে তা ‘ ওয়েডনেসডে ( wednesday ) ‘ হয়ে যায় । স্প্যানিশ ভাষায় ‘ মাইরকোলস ’ ( miercoles ) এবং ফ্রেঞ্চ ভাষায় ‘ হেমেরাস ’ ( hemera areos ) বলা হয় ।
বৃহস্পতিবার ( Thursday ) : বৃহস্পতিবার দিনটি বজ্র এবং বিজলি দেবতা “ থর “ এর নামানুসারে নামকরণ করা হয় । গ্রীক ভাষয় ‘ জিউস ’ এবং ল্যাটিন ভাষায় এই দিনটিকে ‘ জুপিটার ’বলা হয় ।
শুক্রবার ( Friday ) : দেবী ‘ ফ্রিয়ার ’( freeyar ) নামানুসারে শুক্রবার বা Friday দিনটির নামকরণ করা হয় । ফ্রিয়ার হলেন একজন বিয়ে বা উর্বরতার দেবী । এছাড়াও দেবী ’ ভেনাসের ( venus ) নামে দিনটি ল্যাটিনদের কাছে পরিচিত । গ্রীকদের কাছে শুক্রবার দিনটি তাদের ভাষায় দেবী ’ এফ্রোডাইটের ( aphrodite ) নামে পরিচিত ।
পরিশেষে – Finally
প্রিয় বন্ধুরা আমাদের আজকের সাত দিনের নাম বা ৭ দিনের নাম সংক্রান্ত ব্লগ পোস্টটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । সপ্তাহের নামের কারণগুলো বিভিন্ন চাকরি বা জবসের ইন্টারভিউতে জিজ্ঞাস করতে পারে তাই জেনে রাখলে বাকি প্রর্থীদের চেয়ে এগিয়ে থাকবেন ।
এছাড়াও আপনি যদি একজন সৈাদি প্রবাসী বা মাদ্রাসার ছাত্র হয়ে থাকেন তাহলে আরবিতে সাত দিনের নাম গুলো জানাও প্রয়োজন । যা আপনি আমাদের আজকের পোষ্টটি সম্পূর্ণ পড়ে থাকলে জেনে থাকবেন ।
নিয়মিত এইধরনের আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ ।
আরো পড়ুন :
➡️ নিজের সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ বাক্য ।
➡️ সুন্দরবন সম্পর্কে ১০টি বাক্য ।