সাত দিনের নাম ।  ৭ দিনের নাম ( ইংরেজি + বাংলা + আরবি ) 

সাত দিনের নাম বা বাংলা – ইংরেজিতে ৭ দিনের নাম আমরা কম বেশি সবাই জানি । আমরা এটিও সবাই প্রায় জানি এক সপ্তাহ সমান ৭দিন । এবং সপ্তাহের শুরুর ১ম দিনটি হলো শনিবার এবং সপ্তম দিনটি হলো শুক্রবার ‍। এছাড়াও সপ্তাহের প্রতিটি দিনের নিদিষ্ট আলাদা আলাদা করে নামও রয়েছে । এবং আমরা অনেকে বাংলা ও ইংরেজি সাত দিনের নামগুলো জানলেও আরবিতে সাত দিনের নামগুলো অনেকের অজানা । আর এইজন্যই  আজ আমরা ( বাংলা + ইংরেজি + আরবি ) তে সপ্তাহের সাত দিনের নামগুলো জানবো এবং এইসবের নামকরণের মধ্যকার সঠিক কারনটিও খুজেঁ বের করার চেষ্টা করবো ।

 

সাত দিনের নাম । ৭ দিনের নাম । ইংরেজিতে সাত দিনের নাম

বাংলাইংরেজিআরবি
শনিবার Saturdayইয়াওমুস সাব্ত
রবিবারSundayইয়ামুল আহাদ
সোমবারMondayইয়াওমুল ইছনাইনিল আযীম
মঙ্গলবারTuesdayইয়াওমুছ ছুলাছা
বুধবারWednesdayইয়াওমুল আরবিয়া
বৃহস্পতিবারThursdayইয়াওমুল খামীস
শুক্রবারFridayইয়াওমুল জুমুয়া

 

সাত দিন সপ্তাহের নামকরণের কারণ 

সপ্তাহের সাত দিনের নামকরনের পেছনে রয়েছে অদ্ভুত সব কারণ ।  প্রাচীনকালে দেব-দেবীরা মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল ।  তখনকার সময় এদের প্রভাব এতটাই বেশি ছিলো যে প্রাচীনকালের মানুষরা সবকিছু এই দেবদেবীর নামেই করতো । 

প্রাচীনকালে তখনকার মানুষরা তাদের দিন শুরু ও শেষ করত দেব দেবীদের নাম নিয়ে । আর তাদের স্মরণে সপ্তাহের সাত দিনের নামকরন করা হয়েছিল । এর প্রধান কারণ হল তখনকার মানুষজন  বিশ্বাস করত দেবদেবীদের নামে সপ্তাহ শুরু ও শেষ করলে তাদের মঙ্গল হতে পারে ।

 

শনিবার ( Saturday ) :  সপ্তাহের শুরুর দিন শনিবার নামটি নামকরণ করা হয় রোমান দেবতা “ স্যাটার্ন “  এর নাম অনুসারে । “ স্যাটার্ন “হচ্ছে রোমানদের শৌর্যবীর্যের প্রতীক ।  এবং এই “ স্যাটার্ন “ থেকেই “  স্যাটার্নস’ডে “  । এরপর আস্তে আস্তে তা স্যাটারডে নামে পরিণত হয়ে যায় । আবার এই শনিবার বা Saturday কে ল্যাটিন ভাষায় ’ ডায়েস স্যাটার্নি ‘ ( Dies Saturni ) বলা হয় ।

 

রবিবার ( Sunday ) : রবিবার বা sunday দিনটি নামকরণ করা হয়  ‘ মানডের বা চন্দ্রদেবীর ‘  নাম অনুসারে । মানডের অর্থ হলো মুন’স ডে বা চন্দ্রদিন ।  মূলত চন্দ্রদেবতাকে স্মরণ করেই এই নামটি করা হয়েছিল ।  

ল্যাটিন ভাষায় এই বারটিকে বা দিনটিকে ‘ ডায়েস লুনি ‘ ( dies lunae ) বলা হয় । আরবি ভাষায় রবিবার দিনটিকে ‘ ইয়ামুল আহাদ ‘ বলা হয় । স্পানিশ ভাষায় এই দিনটিকে ’লুনস গেস ( lunes ges ) , এবং ফ্রেঞ্চ বা ফারসি ভাষায় দিনটিকে ‘ লুন্ডি ( lundi ) ‘ বলা হয় । তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে সবগুলো ভাষায় এই শব্দগুলোর অর্থ একই ।

 

মঙ্গলবার (  Tuesday ) : ইশ্বরের নামানুসারে মঙ্গলবার দিনটির নামকরণ করা হয় । টুই ( Tiu ) এবং টিয়া ( Twia ) এর নামানুসারে Tuesday নামকরণটি করা হয় । মূলত টুই ( Tiu ) হলেন একজন যুদ্ধের দেবতা অন্যদিকে টিয়া ( Twia ) হলেন একজন আকাশের দেবতা । ল্যাটিন ভাষায় ‘ ডায়েস মেরিটসও ‘ ( Dies mertis ) আর গ্রীক ভাষায় ‘ হেমেরাস এরিওস’ ( hemera areos ) বলা হয় মঙ্গলবার দিনটিকে ।

 

বুধবার ( Wednesday ) : ’ ওডিন ‘ নামক একজন দেবতার নামানুসারে বুধবার দিনটির নামকরণ করা হয় । ’ ওডিন ‘ নাম থেকে মূলত ‘ ওডেন’স ডে ‘ হয় এবং আস্তে আস্তে তা ‘ ওয়েডনেসডে  ( wednesday ) ‘ হয়ে যায় । স্প্যানিশ ভাষায় ‘ মাইরকোলস ’ ( miercoles ) এবং ফ্রেঞ্চ ভাষায় ‘ হেমেরাস ’ ( hemera areos )  বলা হয় ।

 

বৃহস্পতিবার ( Thursday ) : বৃহস্পতিবার দিনটি বজ্র এবং বিজলি দেবতা “ থর “ এর নামানুসারে নামকরণ করা হয় । গ্রীক ভাষয় ‘ জিউস ’ এবং ল্যাটিন ভাষায় এই দিনটিকে ‘ জুপিটার ’বলা হয় ।

 

শুক্রবার ( Friday ) : দেবী ‘ ফ্রিয়ার ’( freeyar ) নামানুসারে শুক্রবার বা Friday দিনটির নামকরণ করা হয় । ফ্রিয়ার হলেন একজন বিয়ে বা উর্বরতার দেবী । এছাড়াও দেবী ’ ভেনাসের ( venus ) নামে দিনটি ল্যাটিনদের কাছে পরিচিত । গ্রীকদের কাছে শুক্রবার দিনটি তাদের ভাষায় দেবী ’ এফ্রোডাইটের ( aphrodite ) নামে পরিচিত ।

পরিশেষে – Finally

প্রিয় বন্ধুরা আমাদের আজকের সাত দিনের নাম বা ৭ দিনের নাম সংক্রান্ত ব্লগ পোস্টটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । সপ্তাহের নামের কারণগুলো বিভিন্ন চাকরি বা জবসের ইন্টারভিউতে জিজ্ঞাস করতে পারে তাই জেনে রাখলে বাকি প্রর্থীদের চেয়ে এগিয়ে থাকবেন ।

এছাড়াও আপনি যদি একজন সৈাদি প্রবাসী বা মাদ্রাসার ছাত্র হয়ে থাকেন তাহলে আরবিতে সাত দিনের নাম গুলো জানাও প্রয়োজন । যা আপনি আমাদের আজকের পোষ্টটি সম্পূর্ণ পড়ে থাকলে জেনে থাকবেন ।

নিয়মিত এইধরনের আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ

 

আরো পড়ুন : 

➡️ নিজের সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ বাক্য ।

➡️ ‍সুন্দরবন সম্পর্কে ১০টি বাক্য ।

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *