২০০০ টাকায় ব্যবসা করার টাইটেল দেখে আপনি হয়তো চিন্তা করছেন এটি কি সত্যি সম্ভব ? অবশ্যই সম্ভব । আপনি মাত্র ২০০০ টাকা বিনিয়োগ করে এই ছোট্ট ব্যবসাগুলো শুরু করতে পারবেন ।
আপনাদের মধ্যে অনেকেই আমাদের ওয়েবসাইটে প্রশ্ন করে থাকেন যে কিভাবে মাত্র ২০০০ টাকায় ব্যবসা শুরু করা যায় । তাদের কথা মাথায় রেখেই আজকে ব্যবসার আইডিয়া আর্টিকেলটি লিখতে বসলাম ।
আজকের আর্টিকেলে আপনাদের সাথে ৭টি অল্প পুজিঁতে লাভজনক ২০০০ টাকায় ব্যবসার আইডিয়া শেয়ার করব ।
এস ডি অ্যালমুনিয়াম কোম্পানীর মালিক সুদিপ দত্ত একসময় মাত্র ১৫টাকা দিয়ে তার ব্যবসায় শুরু করেছিলেন যা আজ প্রায় ১৬০০ কোটি টাকার ব্যবসায় রুপান্তরিত হয়েছে ।
অন্যদিকে ১৮টি শিল্প প্রতিষ্টানের মালিক আব্দুল কাদির যিনি বর্তমানে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক । কিন্তু তিনি একসময় বিষণ দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন পাড় করেছিলেন ।
মাত্র ১৬৫ টাকার জন্য তিনি এসএসসি পরীক্ষা দিতে পারেননি । সে মানুষটি একদম শূন্য থেকে শুরু করে আজকে প্রায় ১৮টি শিল্প প্রতিষ্ঠানের মালিক ।
ব্যবসা করার জন্য মূলধন এর প্রয়োজনীয়তা রয়েছে তবে মূলধনের পাশাপাশি অবশ্যই দরকার দৃঢ় মানসিকতা , দক্ষতা ও সৃজনশীলতা ।
আপনার কাছে যদি উপরের এই তিনটি দক্ষতা বা গুণাবলী থাকে তাহলে আপনি একদম অল্প পুঁজি দিয়েও একসময় একটি সফল ব্যবসা গড়ে তুলতে পারবেন । উপরের ইতিমধ্যে আপনাদের সাথে দুইজন ব্যক্তির বাস্তব গল্প শোনানো হল । আপনারা চাইলে ইন্টারনেটে তাদের নাম লিখে সার্চ করে সত্যতা যাচাই করতে পারেন ।
ব্যবসা ছোট কিংবা বড় যাইহোক আপনি যদি ধৈর্য ও সৃজনশীলতার সাথে পরিচালনা করতে পারলে তা একসময় লাভজনক ব্যবসায় পরিণত হবে । আমাদের বাংলাদেশে একটার সময় আমাদের প্রত্যেকের ঘরে ঘরে গরু – মহিষ – ছাগল এই ধরনের গৃহপালিত পশুগুলো পারিবারিকভাবে লালন পালন করা হতো ।
কিন্তু বর্তমানে তরুণ উদ্যোক্তারা এই কৃষি সেক্টরে যুক্ত হয়ে এর সম্পূর্ণ চেহারাটাই বদলে দিয়েছে । বর্তমানে বিভিন্ন খামারে হাজার হাজার গরু , মহিষ , ছাগল লালন পালন করে বাণিজ্যিকভাবে ব্যবসা করছে । কিন্তু যা এক সময় আমাদের চিন্তার বাহিরে ছিল । আমাদের কাছে এক সময় এটি ছিল একটি ছোট ব্যবসার মতো কিন্তু বর্তমানে এই সেক্টরটি অনেক বড় হয়েছে ।
উদাহরণস্বরূপ : চট্টগ্রামের মিরসরাই এলাকায় নাহার ডেইরি ফার্মের কথা উল্লেখ করা যায় । নাহার ডেইরি ফার্মে বর্তমানে প্রায় ১৫০০ এর উপর গরু রয়েছে । এবং এই গরু থেকে তারা প্রতিদিন প্রায় ৬ হাজার লিটার দুধ পাচ্ছে যা বিক্রি করে তারা লক্ষ টাকা আয় করছে প্রতিদিন ।
চ্যানেল আইয়ের মাটি ও মানুষ একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে তাদের বার্ষিক টার্নওভার প্রায় ১২০০ থেকে ১৫০০ কোটি টাকা ।
বন্ধুরা এতগুলো উদাহরণ দেয়ার অর্থ হচ্ছে আপনাদের এটি বোঝানোর জন্য যে আজকে ছোট ব্যবসাটি আগামীকালে শত কোটি টাকার ব্যবসায় রূপান্তরিত হতে পারে । তবে তার জন্য প্রয়োজনীয় দৃঢ় মানসিকতা , ধৈর্য এবং সৃজনশীলতার ।
আপনার কাছে যদি এই গুণাবলীগুলো থাকে তাহলে আপনিও মাত্র ২০০০ টাকায় ব্যবসা শুরু করে দিতে পারবেন । আপনাদের সুবিধার্থে আজকের আর্টিকেলে ২০০০ টাকায় ব্যবসা করা যায় এমন ৭টি আইডিয়া নিচে শেয়ার করা হলো ।
১/ ২০০০ টাকায় ব্লগিং ব্যবসা
বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগ তাই আজকের আর্টিকেলের প্রথম আইডিয়াটি প্রযুক্তি সম্পর্কিত আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম । আপনি গুগলে সার্চ করে আমার আর্টিকেলটি পড়ছেন অথবা অনলাইনের সাহায্যে আমার ওয়েবসাইটে এসে আর্টিকেলটি পড়ছেন ।
এবং সেই সুবাদে আমি অনলাইন থেকে ব্লগিং করে অর্থ উপার্জন করছি । ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আপনিও ব্লগিং ব্যবসা করতে পারেন ।
বিশেষ করে আপনি যদি একজন ছাত্র-ছাত্রী বা গৃহিণী হয়ে থাকেন সেক্ষেত্রে ব্লগিং ব্যবসা আপনার জন্য উপযুক্ত একটি ব্যবসা হবে ।
ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার পাশাপাশি এবং গৃহিণী ও সংসারী মহিলারা তাদের সংসারের পাশাপাশি অবসর সময়ে ব্লগিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন ।
ব্লগিং আপনি প্রধানত দুটি উপায়ে করতে পারবেন যেমন :
- আমার মত লেখালেখি করে ব্লগিং করা ।
- ইউটিউব , ফেইসবুকে ভিডিও আপলোড করে ব্লগিং করা ।
কিভাবে ব্লগিং ব্যবসা শুরু করবেন ?
আমার মত লিখালিখি করে ব্লগিং ব্যবসা করতে হলে আপনার একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে । এবং ওয়েবসাইট তৈরি করতে একটি ডোমেইন ও হোস্টিং কিনতে হবে ।
যা আপনি মাত্র ২হাজার টাকায় দিয়ে ম্যানেজ করে নিতে পারবেন । ওয়েবসাইট তৈরি করার পর সেখানে নানান বিষয় নিয়ে লেখালেখি করতে পারেন । এবং ওয়েবসাইটটিকে মনিটাইজেশন করে ব্লগ থেকে ইনকাম করতে পারবেন । অল্প টাকায় ব্লগ ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন আমাদের সাথে ।
ব্লগিং করতে যা যা প্রয়োজন :
- একটি স্মার্টফোন অথবা কম্পিউটার ।
- ইন্টারনেট কানেকশন ।
- ওয়েবসাইট এবং
- নিয়মিত ব্লগিং সম্পর্কে জ্ঞান অর্জন করা ।
- ধৈর্যের সাথে লেগে থাকা ।
২/ ঝালমুড়ি বিক্রির ব্যবসা
মাত্র ২০০০ টাকায় ব্যবসা করতে চাইলে ঝালমুড়ি বিক্রি ব্যবসাটি আপনার জন্য উপযুক্ত একটি ব্যবসার আইডিয়া হবে। ঝাল মুড়ি তৈরির কাঁচামাল যেমন : মুড়ি , সরিষার তেল , মসলা , পেঁয়াজ , মরিচ ইত্যাদি মুদি দোকান থেকে ক্রয় করে আপনি ঝাল মুড়ি তৈরীর ব্যবসা শুরু করতে পারেন ।
এই ধরনের ব্যবসায় পুঁজি কম হলেও তুলনামূলক অন্যান্য বড় ব্যবসার চেয়েও লাভের হার বেশি । আপনি মাত্র ২০০০ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা থেকে দৈনিক ৬০০ টাকা ইনকাম করতে পারবেন।
এবং যদি দৈনিক ৬০০ টাকা ইনকাম হয় তাহলে মাসে প্রায় ১৮,০০০টাকা ইনকাম করতে পারবেন ।
৩/ শরবত বিক্রির ব্যবসা ২০২২
শরবত বিক্রির ব্যবসাও অত্যন্ত লাভজনক ব্যবসার আইডিয়া । বিশেষ করে গ্রীষ্মকাল ও গরমের সময়গুলোতে প্রচুর শরবতের চাহিদা লক্ষ করা যায় ।
আপনি হয়তো এই সময়গুলোতে রাস্তাঘাট ও ফুটপাতে প্রচুর শরবত বিক্রির ব্যবসা লক্ষ করেছেন ।
একটি ভ্যান গাড়ি ভাড়া করে তারমধ্যে শরবত তৈরি করে ফুটপাতে বা বাজারের মধ্যে শরবত বিক্রি করতে পারেন । মাত্র ২০০০ টাকায় ব্যবসাটি শুরু করতে পারবেন ।
শরবত বিক্রির ব্যবসার জন্য যা যা প্রয়োজন :
- একটি ভ্যান গাড়ি প্রয়োজন ( যা আপনি ভাড়া নিতে পারেন ) ।
- একটি ফিল্টার বা বালতি ।
- কয়েকটি পানির গ্লাস ।
- শরবত তৈরির জন্য চিনি , ট্যাংক , লেবু , সেলাইন , লবণ ইত্যাদি ।
শরবত বিক্রির ২০০০ টাকায় ব্যবসাটি করে আপনি দৈনিক ন্যূনতম ৩০০ – ৫০০ টাকা ইনকাম করতে পারবেন । যা মাস শেষে প্রায় ৯০০০ থেকে ১৫০০০টাকা র্পযন্ত ইনকাম করতে পারবেন ।
৪/ চটপটি / ফুচকা ব্যবসা
চটপটি ও ফুচকা আমাদের বাংলাদেশসহ ভারতের মানুষদের কাছে অত্যন্ত পছন্দনীয় একটি খাবার হয়ে উঠেছে । বিশেষ করে মেয়েদের কাছে ফুচকা অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে ।
জনবহুল কোন স্থানে বা স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশে যদি ফুচকার ব্যবসা করা যায় তাহলে ২০০০ টাকা বিনিয়োগ করে দৈনিক অনায়াসে আপনি ৫০০ – ৬০০ টাকা আয় করতে পারবেন ।
যা প্রতিমাসে প্রায় ১৫০০ – ১৮০০০ টাকা র্পযন্ত ইনকাম করতে পারবেন ।
চটপটি / ফুচকার ব্যবসা শুরু করতে যা যা প্রয়োজন :
- একটি ছোট দোকান অথবা ভ্যান গাড়ি ।
- ফুচকা তৈরীর কাঁচামাল ।
- কয়েকটি ছোট তরকারির বাটি ( যা দিয়ে আপনি কাস্টমারকে ফুচকা সার্ভ করবেন ) ।
ফুচকার ব্যবসা সম্পর্কে আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে বিস্তারিত একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে । ফুচকার ব্যবসা সম্পর্কে A TO Z সকল বিষয়ে আলোচনা করা হয়েছে । আর্টিকেলটি পড়তে এখানে ভিজিট করুন ।
৫/ কাচাঁমালের ব্যবসা
অল্প টাকায় ব্যবসা করার জন্য কাঁচামালের বা কাঁচা শাকসবজি ব্যবসা একটি উপযুক্ত ব্যবসার আইডিয়া । আপনি মাত্র ২০০০ টাকায় ব্যবসাটি শুরু করে দিতে পারবেন । কৃষক থেকে সরাসরি তরিতরকারি ক্রয় করে এনে কাঁচাবাজারে খুচরা মূল্যে বিক্রি করতে পারেন ।
এছাড়াও পাইকারি কাঁচাবাজার থেকে কাঁচা-শাকসবজি ক্রয় করে এনে ভ্যান গাড়ির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে পারেন ।
২০০০ টাকা কাচাঁমালের ব্যবসায় বিনিয়োগ করে আপনি দৈনিক ৫০০ – ৭০০ টাকা ইনকাম করতে পারবেন । এবং এই ব্যবসাগুলো নগদ ব্যবসা হওয়ার কারণে প্রতিনিয়ত ব্যবসা পরিচালনায় আপনাকে দেখতে বেগ পেতে হবে না ।
কিভাবে কাঁচামালের ব্যবসা শুরু করবেন ? তার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত কাঁচামালের ব্যবসা আর্টিকেলটি পড়ুন ।
৬/ ফুটপাতে জুতা বিক্রির ২০০০ টাকায় ব্যবসা
জুতার ব্যবসা আমাদের বাংলাদেশেসহ সারাবিশ্বে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা হিসেবে পরিচিত । এই পণ্যটি ছোট-বড় , নারী-পুরুষ আমাদের সকলের প্রয়োজন হয় । তাই এর চাহিদা রয়েছে আকাশচুম্বী পরিমাণ ।
আপনি পাইকারি বাজার থেকে ২০০০ টাকার পরিমাণের জুতা ক্রয় করে তা বাজারে হকারে বসে খুচরা দামে বিক্রি করতে পারেন । অথবা নিজে একটি ভ্যান গাড়ি ভাড়া করে অলিতে – গলিতে যেয়ে যেয়ে জুতা বিক্রি ব্যবসা করতে পারেন ।
মাত্র ২০০০ টাকায় ব্যবসাটি শুরু করে আপনি দৈনিক প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করতে পারবেন । জুতার ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের জুতার ব্যবসার আইডিয়া আর্টিকেলটি পড়ুন ।
৭/ ২০০০ টাকায় দুধের সাপ্লাই ব্যবসা
সাপ্লাই ব্যবসা ইতিমধ্যে লাভজনক একটি ব্যবসা হিসেবে আমাদের বাংলাদেশে পরিচিতি পেয়েছে । সাপ্লাই ব্যবসার মধ্যে অন্যতম একটি ব্যবসা হল দুধের সাপ্লাই ব্যবসা ।
আমাদের বাংলাদেশে দুধের প্রচুর চাহিদা রয়েছে বিশেষ করে শহরাঞ্চলে চাহিদা থাকলেও পর্যাপ্ত পরিমান এর যোগান নেই ।
তাই আপনি বিভিন্ন দুগ্ধ ডেইরি ফার্ম থেকে দুধ সংগ্রহ করে শহরাঞ্চলে সাপ্লাই করতে পারেন । অথবা মানুষের বাসায় বাসায় দুধগুলো পৌঁছে দিয়ে দুধের সাপ্লাই ব্যবসা করতে পারেন ।
এই ব্যবসাটি আপনি মাত্র ২০০০টাকা বিনোয়োগ করেই করতে পারবেন ।
এই ব্যবসাটি করার জন্য আপনার প্রয়োজন হবে :
- কয়েকটি কলসি এবং পানির বোতল ।
- দুধ মাপার জন্য দুই-একটি পানির গ্লাস ।
- একটি ভ্যান গাড়ি ভাড়া করতে হতে পারে ।
দুধের সাপ্লাই ব্যবসাটি করে দৈনিক আপনি ৫০০ থেকে ৭০০ টাকা র্পযন্ত আয় করতে পারবেন । বেশীরভাগ সময়ই দেখা যায় ডেইরি ফার্মগুলোকে সাথে সাথে টাকা পরিশোধ করতে হয় না । আপনি দুধগুলো বিক্রি করার পর তাদের অর্থ পরিশোধ করতে পারবেন যদি তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন ।
এই ব্যবসায় লস হওয়ার তেমন সম্ভাবনা নেই বললেই চলে । এছাড়াও আপনি যদি বিভিন্ন চীজ বা পনির , মিষ্টির দোকানে দুধ সাপ্লাই দিতে পারেন তাহলে অল্পদিনেই লাখ টাকার মালিক হয়ে যেতে পারবেন । এছাড়াও সাপ্লাই ব্যবসায় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাপ্লাই ব্যবসায় আইডিয়া আর্টিকেলটি পড়ুন ।
পরিশেষে – Finally
আজকের ২০০০ টাকায় ব্যবসার আইডিয়া আর্টিকেলটিতে আপনাদের সাথে ৭টি অল্প পুঁজিতে ব্যবসা করা যায় এমন আইডিয়া শেয়ার করা হলো । আজকের আর্টিকেলটির কোন অংশ আপনাদের নিকট ভালো লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন ।
এবং আজকের বিষয় সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থাকলে তাও কমেন্ট করে জানতে পারেন । অথবা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই ঠিকানায় ।
ব্যবসার মাধ্যমে কিভাবে আমাদের বাংলাদেশের বেকারত্ব হ্রাস করা যায় এই লক্ষ্য নিয়েই আমরা আমাদের এই ব্যাবসায়িক ব্লগ ওয়েবসাইটটি শুরু করেছি । আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত নানান ধরনের ব্যবসায়িক আইডিয়া শেয়ার করা হয় ।
আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইটের উপর নজর রাখুন । ধন্যবাদ