আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বিংশ শতাব্দীর জনপ্রিয় লেখক বিখ্যাত হুমায়ূন আহমেদের উক্তি ও বাণী সমূহ। হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে একজন বাংলাদেশী উপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার , গীতিকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও জনপ্রিয় একজন লেখক এবং বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে তিনি অন্যতম একজন কথা সাহিত্যিক ছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হুমায়ূন আহমেদকে বাংলার শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয়। তিনি ১৯৪৮ খ্রিস্টাব্দে ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ এর ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনায় মহাকুমার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন।
২০১২ সালের ১৯ জুলাই নিইওয়ার্ক যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । হুমায়ূন আহমেদ তার ৬৩ বছরের এই জীবনে অসংখ্য ছোট গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী, অতি বাস্তব কাহিনী, গান ইত্যাদি রচনা করেছেন।
তাছাড়া তিনি জীবনে একাধিক শিক্ষামূলক উক্তি,ভালোবাসা সংক্রান্ত উক্তি, দুঃখ-কষ্ট ও জীবন নিয়ে উক্তি লেখার কারণে আমাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
বন্ধুরা চলুন আমরা এইবার বেশকিছু জীবন সংক্রান্ত, ভালোবাসা সংক্রান্ত, শিক্ষামূলক কিছু হুমায়ূন আহমেদের উক্তি একনজরে দেখে আসি।
হুমায়ুন আহমেদের উক্তি ও কথা
১/- জীবনে কাউকে কখনো বিশ্বাস করতে যেও না। কারণ, যাকে তুমি বিশ্বাস করবে সে তোমাকে ঠকাবে।
২/ – পিথাগোরাস বলে গেছেন যে, পৃথিবীতে তিন অনেক শক্তিশালী সংখ্যা। তিনে রয়েছে আমি, তুমি এবং সর্বশক্তিমান যিনি। সেজন্য ত্রিভুবন, ত্রিকাল এবং তিন সত্যি। কবুল বলতে হয় তিনবার, তালাক ও বলতে হয় তিনবার। পৃথিবীতে মেীলিক রংও মাত্র তিনটি লাল, নীল, এবং হলুদ। বাকি সব রং এই তিন রঙের মিশ্রণে।
৩/ – সেই বেশি হাসে, যে গোপনে কাঁদে। সেই বেশী নিজেকে সুখী দেখাই যে নিরবে একা থাকে । সেই বলে সুখের কোন অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই।
৪/ – সাধারন হওয়াটাও একটি অসাধারণ ব্যাপার , সবাই সাধারণ হতে পারে না।
৫/ – তুমি দশটি সত্যের মাঝে একটি মিথ্যা মিশিয়ে দাও, সে মিথ্যাটিও সত্যি হয়ে যাবে কিন্তু তুমি দশটি মিথ্যার মাঝে একটি সত্য মিশিয়ে দাও তাহলে সত্য সত্যই থেকে যাবে মিথ্যা হবে না। সত্য আসলেই সুন্দর।
৬/ – আবেগ প্রবন মানুষ খুব বোকা টাইপের হয়ে থাকে। তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে। তাই তারা প্রতারিত হয় বেশি এবং কষ্টও পায় বেশি”।
৭/- পৃথিবীতে যদি নিজে ভালো থাকতে চাও তাহলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভাল হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও ।
৮/ – মা বাবার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা । এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে মা-বাবা ও হাসে । খেলনা যখন কাঁদে মা বাবার ও কাঁদে ।
৯/ মানুষের মন বিচিত্র জিনিস। সমস্ত নক্ষত্রপুঞ্জে যে জটিলতা ও রহস্য তার থেকেও রহস্যময় হচ্ছে মানুষের মন।
১০/ কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে তুলে ।আবার কিছু মানুষের হাতে ভাগ্য আপনা আপনি এসে ধরা দেয়” ।
জীবন নিয়ে হুমায়ুন আহমেদের উক্তি:
১১/ আমাদের মধ্যে সম্মান করা এবং অসম্মান করার দুটি প্রবণতায় রয়েছে। কাউকে পায়ের নিচে চেপে ধরতে আমাদের ভালো লাগে। আবার কাউকেই মাথায় নিয়ে নাচানাচি করতে আমাদের ভালো লাগে”।
১২./ প্রতিটা মানুষের জীবনে কষ্ট রয়েছে শুধু প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধরা প্রকাশ করে চোখের জল দিয়ে এবং বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে”।
১৩/ একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হলো আগে তার স্বপ্নটা জানা ।
১৪/ মানুষ নিজেকে লুকিয়ে রাখতে বেশ পছন্দ করে। সে চায় তাকে অন্যরা খুঁজে বের করুক”।
১৫/ এই পৃথিবীতে চোখের পানির মতো পবিত্র আর কিছু নেই। এই পবিত্র জলের স্পর্শে সব গ্লানি মালিন্য কেটে যায় ”।
১৬/ অধিকাংশ মানুষ কল্পনায় অনেক সুন্দর, অথবা সুন্দর দূর থেকে। কাছে এলেই আকর্ষণ কমে যায়। কারো সম্পর্কে যত কম জানা যায় সে ততো ভালো মানুষ।
১৭/ সাধারন হওয়াটা অসাধারণ একটি বিষয় যা সবাই পারে না ।
১৮/ মানুষ হবার অনেক যন্ত্রণার মধ্যে একটি হচ্ছে যা বলতে মন চাই তা কখনো বলা হয় না ।
১৯/ মিথ্যা বলা মানে আত্মার ক্ষয়। জন্মের সময় মানুষ বিশাল আত্মা নিয়ে পৃথিবীতে আসে। মিথ্যা বলতে যখন শুরু করে তখন আত্মার ক্ষয় হতে থাকে। বৃদ্ধ বয়সে দেখা যায় আত্মা পুরোটাই ক্ষয় হয়ে গেছে।
২০/ বেশী বুদ্ধিমান মানুষের একটা সমস্যা নিজেদের তৈরি কথা ছোট ছোট ফাঁদে তারা নিজেরাই ধরা পড়ে”।
আরো পড়ুন : প্রিয় মানুষকে নিয়ে কিছু দারুন কথা ।
প্রেম/ভালোবাসা নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি :
![বিখ্যাত হুমায়ূন আহমেদের উক্তি ও বাণীসমূহ - Humayun Ahmed Ukti & Bani Bangla [ 2023 ] 2 প্রেম ভালোবাসা নিয়ে হুমায়ুন আহমেদের উক্তি](https://goafta.com/wp-content/uploads/2022/12/প্রেম-ভালোবাসা-নিয়ে-হুমায়ুন-আহমেদের-উক্তি-300x182.jpg)
২১/ ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নাই একটি মুহুর্তই যথেষ্ট।
২২/ ভালোবাসা একটি পাখি। যখন খাঁচায় থাকে তখন মানুষ থাকে মুক্ত করে দিতে চাই। আর যখন খোলা আকাশে পাখিটাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দী করতে চাই ।
২৩/ ভালোবাসা ও ঘৃনা এই দুটোই মানুষের চোখে লিখা থাকে”।
২৪/ পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার রয়েছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে যেতে হয়”।
২৫/ এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে”।
২৬/ যে ভালবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর ।
২৭/ কাউকে ভালবাসলে তার বেশি কাছে যাবার চেষ্টা করতে নেই”।
২৮/ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালবাসার মধুর হয়। কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা বহুগুণ বেড়ে যায় ”।
২৯/ বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে যায়”।
৩০/ যে নিরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক গুণ বেশি ।
কষ্ট নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি :
![বিখ্যাত হুমায়ূন আহমেদের উক্তি ও বাণীসমূহ - Humayun Ahmed Ukti & Bani Bangla [ 2023 ] 3 হুমায়ুন আহমেদের উক্তি ও কথা](https://goafta.com/wp-content/uploads/2022/12/হুমায়ুন-আহমেদের-উক্তি-ও-কথা-300x182.jpg)
৩১/ প্রতিটি মানুষের জীবনে কষ্ট আছে শুধু প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধরা প্রকাশ করে চোখের জল দিয়ে আর বুদ্ধিমান না প্রকাশ করে মৃদু হাসি দিয়ে”।
৩২/ সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে”।
৩৩/ মানুষ ট্রেনের মত এক লাইনে চলে। তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায়”।
৩৪/ সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যে বলতে হয় অন্যদিকে থাকি”।
৩৫/ প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি করে সুসংবাদ থাকে”।
৩৬/ সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা রয়েছে মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের নীল”।
৩৭/ দুঃসময়ে কোন অপমান গায়ে মাখতে হয় না ।
৩৮/ বিপদ যখন আসে একটার পর একটা আসতে থাকে। বিপদরা পাঁচ ভাই-বোন এদের মধ্যে খুব মিল। এই ভাই-বোনরা কখনো একা কারো কাছে যায় না প্রথম একজন যায় তারপর তার অন্য ভাইয়েরা উপস্থিত হয়।
৩৯/ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলই ধরনীর আসল রূপ দেখতে পায়”।
৪০/ কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা-পয়সার কষ্ট অথবা মানসিক কষ্ট”।
মেয়েদের নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি :
![বিখ্যাত হুমায়ূন আহমেদের উক্তি ও বাণীসমূহ - Humayun Ahmed Ukti & Bani Bangla [ 2023 ] 4 ভালোবাসা নিয়ে হুমায়ুন আহমেদের উক্তি](https://goafta.com/wp-content/uploads/2022/12/ভালোবাসা-নিয়ে-হুমায়ুন-আহমেদের-উক্তি-300x182.jpg)
৪১/ কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত ।
৪২/ মেয়েদের তৃতীয় নয়ন থাকে এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি খুব সহজে বুঝে ফেলতে পারে ।
৪৩/ একটি ছেলে যখন মিথ্যা বলে তখন বুঝা যায় ছেলেটি মিথ্যা বলছে কিন্তু একটি মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার উপায় নেই মেয়েটি মিথ্যে বলছে ।
৪৪/ প্রতিটি মেয়ে হয়তো তার স্বামীর কাছে রাণী হয়ে থাকতে পারে না কিন্তু প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে ।
৪৫/ মেয়েরা গোজানো মানুষ খুব বেশি পছন্দ করে না মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ ।
৪৬/ অতিরিক্ত রূপবতী মেয়েরা বোকা হয় এতো জগতের সতঃসিদ্ধ নিয়ম ।
৪৭/ রূপবতী মেয়েদের অনুরোধ প্রত্যাখ্যান করতে নেই, প্রত্যাখ্যান ক অভিশাপ লাগে রূপের অভিশাপ”
৪৮/ মেয়েদের অনেক গুনের মধ্যে বড় একটি গুন হলো তারা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে ।
আরো পড়ুন : একটি রোমান্টিক বাসর রাতের শিক্ষণীয় গল্প ।
অনুপ্রেরণামূলক কিছু হুমায়ূন আহমেদের উক্তি :
![বিখ্যাত হুমায়ূন আহমেদের উক্তি ও বাণীসমূহ - Humayun Ahmed Ukti & Bani Bangla [ 2023 ] 5 হুমায়ুন আহমেদের উক্তি ও বাণীর ছবি](https://goafta.com/wp-content/uploads/2022/12/হুমায়ুন-আহমেদের-উক্তি-ও-বাণীর-ছবি-300x182.jpg)
৪৯/ পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের চেরাগ নিয়ে আসে। তবে খুব কম মানুষই সেই চেরাগ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে “।
৫০/ কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে করে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনা আপনি এসে ধরা দেয়।
৫১/ মানুষ শুধু মানুষের কাছ থেকে শিখবে তা কিন্তু নয়। মাঝে মাঝে পশুপাখির কাছে থেকেও অনেক কিছু শেখা যায় ।
৫২/ মানুষ ট্রেনের মত এক লাইনে চলে। তবে বিশেষ কোন ঘটনার কারণে নতুন লাইনে চলে ।
৫৩/ মনে রেখো , আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তা করেছিলে ।
৫৪/ তুমি যখন ভাল করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার শত্রু জন্মাবে ।
৫৫/ করুণাও এক ধরনের ভালোবাসা তবে তা ক্ষতিকারক ভালোবাসা এই ভালোবাসার মানুষকে অসুস্থ করে তোল ।
জীবন দর্শন বিষয়ক হুমায়ূন আহমেদের উক্তি :
৫৬/ আলোর অনুপস্থিতিকে অন্ধকার বলে। তেমনি কষ্ট বলেও কিছু নেই সুখের সাময়িক অনুপস্থিতিকে কষ্ট বলে ।
৫৭/ বিবাহ এবং মৃত্যু এই বিশেষ দিনে লতাপাতা আত্মীয়-স্বজনদের দেখা যায়। সামাজিক মেলামেশা হয় আন্তরিক আলাপ আলোচনা হয় ।
৫৮/ এই পৃথিবীতে যুক্তিহীন কিছু ঘটেনা। অযুক্তি হলো অবিদ্যা এ পৃথিবীতে অবিদ্যার কোন স্থান নেই ।
৫৯/ মানুষ হবার অনেক যন্ত্রণার মধ্যে একটি হচ্ছে যা বলতে প্রাণ কাঁদে তা কখনো বলা হয় না।
৬০/ সাধারন হওয়াটা একটা অসাধারণ ব্যাপার যা সবাই সাধারণ হতে পারে না ।
Humayan Ahemd Ukti-Bangla
৬১/ বড় বোকামি হলো বুদ্ধিমান মানুষেরাই কর “।
৬২/ হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে তবে হাসার সময় একেকজন একেকরকম হাসে ।
৬৩/ যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারবে ।
৬৪/ দুঃসময়ে কোন অপমান গায়ে মাখতে হয় না ।
৬৫/ এদেশের মানুষেরা বিনয়কে দুর্বলতা মনে করে আর বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবে ।
৬৬/ সমুদ্রের যেমন জোয়ার ভাটা রয়েছে মানুষের জীবনে আছে। মানুষের সঙ্গে এই জায়গায় সমুদ্র এর বৃহৎ মিল রয়েছ ।
৬৭/ বিপদ যখন আসে একটার পর একটা আসে। বিপদরা হলো পাঁচ ভাই-বোন এদের মধ্যে খুব মিল রয়েছে। এই ভাইবোনেরা কখনো একা কারো কাছে যাইনা। প্রথমজন যাই তারপর তার অন্য ভাই বোনরা উপস্থিত হয়।
৬৮/ ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে।
৬৯/ মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা ।
৭০/ পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই ।
আরো পড়ুন : মেয়ে পটানোর লাভ লেটার লেখার নিয়ম ।
জন্মদিন নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি
৭১/ জন্মদিন অতিরিক্ত আনন্দ উল্লাস করার কোনো কারণ নেই । কারণ জন্মদিন মানেই মৃত্যুর দিকে আরো একটি বছর কাছে যাওয়া ।
মৃত্যু নিয়ে হুমায়ুন আহমেদের উক্তি
৭২/ অসম্ভব পাওয়াফুল ব্যাক্তিরা প্রায় সময় নিঃসংঙ্গ অবস্থায় মারা যান ? ।
৭২/ মৃত মানুষের জন্য আমরা কখনো অপেক্ষা করি নাহ । আমাদের সব অপেক্ষা হলো জীবিত মানুষদের জন্য ।
৭৩/ মৃত্যু হচ্ছে একটা শ্বাশত ব্যাপার । এটিকে অস্বীকার করার কোনো রাস্তা আমাদের নেই । বরং জীবিত আছি এটাই একটা মিরাকেল ।
৭৪/ ঘুম হচ্ছে আমাদের দ্বিতীয় মৃত্যু ।
৭৫/ দুঃখ এবং কষ্ট পেলে মানুষের মাথা খারাপ হয়ে যায় । মানুষকে কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয়রা বলে “ ও মরে নাই ” ? ।
পরিশেষে – Finally
বন্ধুরা আজকের স্যার হুমায়ূন আহমেদের উক্তি সম্পূর্ণ পড়ে থাকলে নিঃসন্দেহে বলা যায় আপনি নিজেকে নিয়ে ভাবতে বাধ্য হয়েছেন । হুমায়ূন আহমেদের উক্তিগুলো শুধু আপনাকে নই বাঙালি পুরো জাতিকেই ভাবুক করে তুলেছে । তিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন কথা সাহিত্যিক কবি ও লেখক ।
আমাদের আজকের লেখাটি ভালো লাগলে আপনার বন্ধু – বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন । এবং নিয়মিত এই ধরনের লেখা পড়তে চোখ রাখুন আমাদের সাইটের ওপর । এছাড়া নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুকে ।