বন্ধুরা আপনারা অনেকেই সুন্দরবন সম্পর্কে ১০ টি বাক্য জানতে চেয়েছেন। আজ আমরা আপনাদের জন্য সুন্দরবন সম্পর্কে ১০টি বাক্য শেয়ার করবো আমাদের এই আর্টিকেলে। সুন্দরবন হল পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। অপরূপ সৌন্দর্যের এই বন বাংলাদেশের পাঁচটি জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গের দুটি জেলায় নিয়ে বিস্তৃত রয়েছে।
সুন্দরবনে বাস করে বিশ্ব খ্যাত রয়েল বেঙ্গল টাইগার বা বাঘ। তাই সুন্দরবনের ভয়ঙ্কর সৌন্দর্য এবং অজানা রহস্য ও গৌরবময় ইতিহাসের কাছে এই দশটি বাক্য খুবই নগণ্য। তবে সুন্দরবন সম্পর্কে এই দশটি বাক্য আপনার যেকোনো সময় চাকরির পরীক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে।
তাহলে চলুন জেনে নেয়া যাক বাংলা ও ইংরেজিতে সুন্দরবন সম্পর্কে ১০ টি বাক্য ।
সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে অবস্থিত = The Sundarbans are located in the coastal region of the Bay of Bengal.
সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম বন দ্বীপ= Sundarbans is the world’s largest forest island.
সাতক্ষীরা, খুলনা, বাগের হাট, পটুয়াখালী, ও বরগুনা জেলা নিয়ে এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর পরগনা ও দক্ষিণ পরগনা জুড়ে সুন্দরবন বিস্তৃত রয়েছে = The Sundarbans are spread over the districts of Satkhira, Khulna, Bagerhat, Patuakhali, and Barguna and across the North Parganas and South Parganas of West Bengal, India.
সুন্দরবনের মোট আয়তন হল ১০,০০০ বর্গ কিলোমিটার = The total area of Sundarbans is 10,000 square kilometers.
বাংলাদেশের মধ্যে সুন্দরবনের মোট আয়তন হল-৬০১৭ বর্গ কিলোমিটার।(৬২%) = The total area of Sundarbans in Bangladesh is 6017 square kilometers (62%).
ভারতের মধ্যে সুন্দরবনের মোট আয়তন হল-৩,৯৮৩ বর্গ কিলোমিটার।(৩৮ %) = The total area of Sundarbans within India is 3,983 sq. km. (38 %).
বাংলাতে সুন্দরবনের আক্ষরিক অর্থ হলো- সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি = The literal meaning of Sundarban in Bengal is – beautiful forest or beautiful forest
মুঘল আমলে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবন টি (১২০৩-১৫৩৮)সালের জন্য ইজারা নেন। = During the Mughal period, a local king Puru took a lease of the Sundarbans (1203-1538).
সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন = Sundarbans is the largest mangrove forest in the world
সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরী নামের একটি গাছের নাম অনুসারে = Sundarbans is named after a tree named Sundari.
সুন্দরবন কোন জেলায় অবস্থিত
সুন্দরবন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা এই পাঁচটি জেলা নিয়ে বাংলাদেশের সুন্দরবন অবস্থিত। বিশেষ করে বাংলাদেশে সুন্দরবনের প্রবেশ মুখ খুলনা জেলাতে অবস্থিত রয়েছে।
পরিশেষে
সুন্দরবন সম্পর্কে ১০ টি বাক্য এই আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুবান্ধব ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যদের জানাতে সহায়তা করুন এছাড়াও নিয়মিত নানান ধরনের গুরুত্বপূর্ণ ব্লগ পড়তে ফলো করুন আমাদের ফেইসবুক পেইজ ।
আরো পড়ুন :
➡️একজনকম্পিউটার অপারেটরের কাজ কি ?