সামাজিক পরিবেশ কাকে বলে?

 

সমাজ বলতে পরস্পর সম্পর্কযুক্ত মানব গোষ্ঠীকে বুঝায় । কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, শিক্ষা-সংস্কৃতি, রীতি-নীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকেই সামাজিক পরিবেশ বলে । এরূপ পরিবেশও ব্যবসায়কে বিশেষভাবে প্রভাবিত করে । এরূপ পরিবেশের দু’টি প্রধান উপাদান নিম্নে আলোচিত হলো:

সাংস্কৃতিক পরিবেশ (Cultural environment): একটা সমাজের অভ্যন্তরে দীর্ঘদিনে মানুষের মাঝে কিছু ধারণা, বিশ্বাস, মূল্যবোধ ও আচরণের ভাবধারা গড়ে ওঠে-এর সম্মিলনে ঐ সমাজে যেই পরিবেশের সৃষ্টি হয় তাকেই সাংস্কৃতিক পরিবেশ বলে । কোনো সমাজের মানুষ মিথ্যা বলা ও অন্যকে ঠকানো গর্হিত কাজ বলে মনে করে আবার কোথাও উল্টো চিত্র বিদ্যমান । আমাদের সমাজে অসাম্প্রদায়িক মনোভাব, পারিবারিক বন্ধনের প্রতি দৃঢ় অঙ্গীকার, গতানুগতিক মানসিকতা ইত্যাদি এক ধরনের সামাজিক পরিবেশ সৃষ্টি করেছে ।

⬛ ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশাসন ও আচার-আচরণ থেকে কোনো সমাজের অভ্যন্তরে যে পারিপার্শ্বিকতার সৃষ্টি হয় তাকে ধর্মীয় পরিবেশ বলে । সকল সমাজেই মানুষের ধর্মীয় বিশ্বাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের আচরণে প্রভাব বিস্তার করে । হিন্দু সমাজে পূজা- পার্বন, মুসলমান সমাজে নামাজ, রোজা, ঈদ, এভাবে মসজিদ, মন্দির, গির্জা, প্রার্থনার ভিন্ন নিয়ম-রীতি প্রতিটা সমাজে একটা ভিন্ন পরিবেশের সৃষ্টি করে। বিশ্বাসের কারণেই বৌদ্ধ সমাজে পশু পালন নিরুৎসাহিত হয় । ধর্মীয় বিশ্বাসের কারণেই তুরস্কে মদশিল্প ব্যাপকভাবে গড়ে উঠেনি ।

আরো পড়ুন……….

➡️ একমালিকানা ব্যবসায়ের ধারণা ও বৈশিষ্ট্য

➡️ একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ কি?

➡️ সমিতির প্রকারভেদ

নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।

By Saifur Rahman Arif

আমি মোহাম্মাদ সাইফুর রহমান আরিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ব্যবস্থাপনা বিভাগের ছাত্র । ব্যবস্থাপনার একজন ছাত্র হলেও বর্তমানে কিছুদিন যাবৎ আমি অনলাইনে লিখালিখি কাজের সাথে যুক্ত রয়েছি । এবং Goafta.com সাইটটির একজন আর্টিকেল রাইটার হিসাবে কাজ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *