সাপ্লাই ব্যবসা আমাদের বাংলাদেশের অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় একটি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে । সাপ্লাই ব্যবসা করে অসংখ্য মানুষ স্বাবলম্বী হয়েছেন এবং অনেকেই কোটিপতি ইতিমধ্যে হয়ে গিয়েছেন । এই ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের বাংলাদেশ।
অনেক ব্যবসায়ী আছেন যারা শুধু বিভিন্ন নির্মাণাধীন বাড়ি , ব্রিজ, সেতু, কিংবা রাস্তাঘাটে রড, সিমেন্ট বালু, ইট এগুলো সাপ্লাই দিয়ে ভালো ব্যবসা করছেন।
তাছাড়া অনেকেই দেখা যায় গার্মেন্টস অ্যাকেসরিজ যেমন: সুতা, ট্যাগ, বোতাম, লেবেল, জিপারসহ বিভিন্ন পণ্যের সাপ্লাই ব্যবসা করে ভালো সফলতা অর্জন করছে।
আমাদের বাংলাদেশের অনেকেই অনেক ধরনের পণ্য সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা করে বেশ সফলতা অর্জন করছে প্রতিনিয়ত।
তাই আমরা আমাদের আজকের এই আটিকেলে supply business কি? কিভাবে সাপ্লাইয়ের ব্যবসা শুরু করা যায়? এবং সাপ্লাই ব্যবসা করতে কত টাকা মূলধনের প্রয়োজন পড়ে তার বিস্তারিত খুঁটিনাটি বিষয়সহ আলোচনা করার চেষ্টা করব ।
তাই যারা সাপ্লাইয়ের ব্যবসা করতে আগ্রহী তারা আমাদের আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
আশা করা যায় আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে supply business সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য ও ধারণা পাবেন । তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের এই আলোচনা সাপ্লাইয়ের ব্যবসা।
সাপ্লাই ব্যবসা কী? what is supply business ?
উৎপাদনমূলক বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক পণ্য সামগ্রী ও কাঁচামাল সরবরাহ করাকে সাপ্লাই ব্যবসা বলে। আবার অনেকের কাছে এটা সরবরাহকারী ব্যবসা হিসেবেও পরিচিত।
যেকোনো ছোট থেকে শুরু করে বড় ধরনের পণ্যদ্রব্য ও কাঁচামাল সামগ্রীর সাপ্লায়ার হতে পারেন।
কিভাবে সাপ্লাই ব্যবসা শুরু করবেন ?
আপনি যেকোনো সরকারি কোম্পানি অথবা বেসরকারি ও প্রাইভেট কোম্পানিগুলোতে যেকোনো পণ্য সামগ্রী সাপ্লাই দিতে পারবেন। সরকারি কোম্পানিগুলোতে পণ্য সামগ্রী অথবা কাঁচামাল সাপ্লাই দিতে হলে আপনাকে কিছু নিয়ম নীতিমালা মানতে হবে।
আবার বেসরকারি প্রাইভেট কোম্পানিগুলোতে যেকোনো জিনিস সাপ্লাই দিতে হলে আপনাকে সাপ্লাইয়ার লিস্টে বা সরবরাহকারি হিসেবে তালিকাভুক্ত হতে হবে।
আবার কিছু সাপ্লাই ব্যবসা আছে যেগুলো করতে এই ধরনের কোনো কাগজপত্র প্রয়োজন হবে না।
সাধারণত সাপ্লাইয়ার হতে হলে আপনাকে মৌলিক ও গুরুত্বপূর্ণ চারটি ডকুমেন্ট এর প্রয়োজন হবে সেগুলো নিম্নরূপ :
১/ সাপ্লাই ব্যবসায় এর জন্য আপনার একটি ট্রেড লাইসেন্স লাগবে । যেখানে লিখা থাকবে আপনি একজন সরবরাহকারী।
২/ আপনার একটি টিন সার্টিফিকেট এর প্রয়োজন হবে।
৩/ একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে ।
৪/ ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে ।
এই কাগজগুলো থাকলে আপনি একজন সাপ্লাইয়ার হিসেবে বিবেচিত হবেন । এবং আপনি যে কোন কোম্পানির সাথে supply business করতে পারবেন ।
সাপ্লাই ব্যবসায়ে আয় বা মুনাফা কেমন?
সাপ্লাই ব্যবসায় যদি লাভের কথা বলি তাহলে সেটি আপনার কল্পনার চাইতেও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি কোম্পানিগুলো থেকে প্রতিমাসে ২ / ৩ টি করে অর্ডার পেয়ে থাকেন ।
তাহলে আপনি মাস শেষে অনায়াসে ২ থেকে ৩ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি ৮ থেকে ১০ লক্ষ টাকার একটি অর্ডার পেয়ে থাকেন দেখা যাবে আপনি সেখান থেকে প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
আপনি যদি নিজে পণ্য উৎপাদন না করেন তাহলে ১০ থেকে ১৫ লক্ষ টাকা দিয়ে সাপ্লাই ব্যবসাটি শুরু করতে পারবেন।
প্রথমদিকে আপনাকে নিজের থেকে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে কাজ নিতে হবে । যখন আপনি কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিবেন তখন পরবর্তীতে কোম্পানিগুলো কাজ দেওয়ার জন্য আপনাকে খুঁজবে।
supply business করে আপনি অনায়াসে প্রতিমাসে ৩ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন । যদি আপনি আরো বেশি টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে দেখা যাবে আরও বেশি টাকা আয় করতে পারবেন । আমাদের বাংলাদেশের অনেকেই আছেন সাপ্লাইয়ের ব্যবসা করে কোটিপতি হয়ে গেছেন ।
সাপ্লাই ব্যবসা করতে কত টাকা মূলধন এর প্রয়োজন পড়ে
সকলে জানি যে কোন ব্যবসা শুরু করতে হলে আমাদের প্রথমেই প্রয়োজন পড়ে মূলধনের। ব্যবসায়ের জন্য মাল ক্রয় থেকে শুরু করে সকল কাগজপত্র এবং নিজস্ব গোডাউন অফিস সবকিছুর জন্য টাকার প্রয়োজন পড়ে।
সেজন্য আপনি যে ব্যবসায় শুরু করেন না কেন আপনার অবশ্যই মূলধন বা পুজি নিয়ে ব্যবসা শুরু করতে হবে।
অন্যান্য ব্যবসার তুলনায় সাপ্লাই ব্যবসায় তুলনামূলক একটু বেশি মূলধনের প্রয়োজন পড়ে এর কারণ হলো সাপ্লাই ব্যবসার ক্ষেত্রে বেশি পরিমাণে পণ্যদ্রব্য বা কাঁচামাল সামগ্রী ক্রয় করতে হয়।
যেহেতু বেশি মালামাল ক্রয় করতে হবে সেহেতু অবশ্যই আপনার একটু বেশি মূলধনের প্রয়োজন পড়বে।
আপনি যত বেশি মূলধন বিনিয়োগ করতে পারবেন ততবেশি সাপ্লাইয়ের ব্যবসা থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
এবার চলুন আমরা বেশ কয়েকটি বর্তমানে লাভজনক Supply business সম্পর্কে জেনে নিই :
১/ গার্মেন্টস এক্সোসরিজ সাপ্লাই
আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প হিসেবে সবার প্রথমে রয়েছে গার্মেন্টস শিল্প।
এবং এই গার্মেন্টশিল্পের প্রশস্ততা দিন দিন বেড়েই চলছে ফলে এখানেই তৈরি হচ্ছে নানামুখী কর্মসংস্থানের ।
তাই আপনি চাইলে গার্মেন্টসের এক্সোসরিজ সাপ্লাই ব্যবসাটি শুরু করতে পারেন।
গার্মেন্টসের জন্য যেসব এক্সোসরিজগুলো প্রয়োজন হয় সেগুলো নিম্নরূপ:
- বোতাম ।
- লেবেল ।
- সুতা ।
- ট্যাগ ।
- জিপার ।
এবং বিভিন্ন ধরনের ছোটখাট জিনিস ।
আপনি যদি গার্মেন্টস এর চাহিদা অনুযায়ী এগুলো সরবরাহ করতে পারেন তাহলে ভাল আয় করতে পারবেন।
যারা এই পণ্য সামগ্রীগুলো সরবরাহ করে তাদেরকে বলা হয় সাপ্লাইয়ার বা টেন্ডার। আপনি অল্প পুঁজি বিনিয়োগ করে এই ব্যবসাটি শুরু করতে পারবেন।
আপনি প্রথমে আমাদের বাংলাদেশে যে সকল ছোট ছোট গার্মেন্টস শিল্পগুলো রয়েছে তাদেরকে এই ধরনের মালগুলো সাপ্লাই করবেন । পরবর্তীতে বড় বড় গার্মেন্টসগুলোতে আপনি সাপ্লাই করতে পারেন এই পণ্য সামগ্রীগুলো।
২/ খাবারের বা ফুড সাপ্লাই ব্যবসা
বড় বড় কর্পোরেট বা শিল্পপ্রতিষ্ঠান রয়েছে এমন এলাকায় খাবারের সাপ্লাই ব্যবসায়ের ব্যাপক চাহিদা রয়েছে ।
এর কারণ সবাই ব্যস্ততার কারণে নিজেদের সাথে করে বাসা থেকে তাদের খাবারগুলো নিয়ে আসতে পারেনা।
ফলে কর্মজীবীরা চাই টাকার পরিমাণটা একটু বেশি হলেও মানসম্মত এবং পরিষ্কার খাবার খেতে ।
আপনি চাইলেই ভালো একজন দক্ষ বাবুচির সাহায্যে পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন ধরনের খাবার তৈরি করে সেগুলো বড় বড় কর্পোরেট অফিসের কর্মজীবীদের কাছে সাপ্লাই দিতে পারেন ।
বর্তমানে খাবারের বা ফুড সাপ্লাই ব্যবসাটি আমাদের বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে । তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রুচিশীল খাবার এবং খাবারের স্বাদ যেন ভালো থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
৩/উপহার সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা
আমাদের দেশে প্রতিবছর ছোট-বড় প্রায় সব কোম্পানিগুলোই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
এবং কোম্পানি প্রতিষ্টানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল-কলেজ-মাদ্রাসা- ইউনিভার্সিটিগুলোও বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
এবং এই সকল অনুষ্ঠানে পুরস্কার হিসেবে সবাইকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে।
আপনি চাইলে উপহারসামগ্রীর সাপ্লাইয়ের ব্যবসা করে এই ধরনের ছোট – বড় কোম্পানি অথবা বিভিন্ন স্কুল-কলেজ-ইউনিভার্সিটি ও মাদ্রাসাগুলোতে সাপ্লাই দিতে পারেন।
আপনি পাইকারি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন ধরনের নতুন উপহার ও ভালো মানের উপহার ক্রয় করে এনে তা পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোতে বেশি দামে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন ।
৪/ ব্যাগের সাপ্লাই ব্যবসা ২০২২
আমরা প্রায়ই দেখি যে বিভিন্ন কোম্পানি তাদের নিজেদের প্রচার প্রসারের জন্য কোম্পানির নিজস্ব লোগো ব্যবহার করে ব্যাগ তৈরি করে থাকে। বর্তমানে এই ধরনের ব্যাগ তৈরি করার চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আপনি চাইলে এই ব্যাগ তৈরির সাপ্লাই ব্যবসাটি শুরু করতে পারেন ।
প্রথমেই যারা ব্যাগ তৈরি করে তাদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান থেকে অর্ডার নিয়ে পারেন। তারপর যে কোম্পানিগুলো আপনাকে তাদের লোগো লাগিয়ে ব্যাগ ক্রয় করতে চাচ্ছে তাদের নিকট আপনি বিক্রি করতে পারবেন। এই ব্যবসাটি আপনি স্বল্প পুঁজি খাটিয়ে শুরু করতে পারবেন।
৫/ টি-শার্টের সাপ্লাই ব্যবসা ২০২২
আপনি যদি বিভিন্ন প্রাইভেট অথবা সরকারি স্কুল-কলেজ-ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করে টি-শার্টের Supply business করতে পারেন । তাহলেও আপনি সেখান থেকে লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন।
কারণ প্রতিবছর আমরা দেখি হাজার হাজার স্টুডেন্টরা তাদের গ্রেজুয়েশন এবং বিভিন্ন বোর্ড পরীক্ষার আগে তারা নানান ধরনের র্যাগ ডে ও বিদায়ী প্রোগ্রামের আয়োজন করে থাকে ।
এবং তারা সবাই মিলে স্কুলের নাম এবং তাদের কত তম ব্যাচের নাম সেটি উল্লেখ করে টি-শার্ট তৈরি করে থাকে বিভিন্ন সাপ্লাইয়ারদের কাছ থেকে।
এবং এর পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান প্রতিবছর তাদের বনভোজন আয়োজন করার সময় সকল কর্মচারীর জন্য প্রতিষ্টানের লোগো সম্বলিত একটি টি-শার্ট তৈরী করে থাকে ।
আর এই টি-শার্টগুলো তারা সংগ্রহ করে বিভিন্ন সাপ্লাইয়ারদের কাছ থেকে। তাই বুঝা যায় টি-শার্টের সাপ্লাই ব্যবসাটির কেমন চাহিদা রয়েছে ।
বলতে গেলে সারা বছরই টি-শার্টের সাপ্লাই ব্যবসার চাহিদা রয়েছে । আপনি চাইলে এই সাপ্লাই ব্যবসাটি শুরু করে দিতে পারেন। এছাড়াও টি-শার্ট প্রিন্টিং ব্যবসার মাধ্যমে টাকা আয় করতে পারবেন ।
৬/খাতা-কলমের সাপ্লাই ব্যবসা
বিভিন্ন ছোট বড় দোকান থেকে শুরু করে ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠানেও খাতা কলমের ব্যবহার বেশ লক্ষণীয়। ছোট বড় কর্পোরেট অফিসগুলোতে ডায়েরি বা প্যাড খাতা প্রচুর ব্যবহার করা হয়ে থাকে ।
বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার হয় খাতা-কলমের।
তাই আপনি চাইলে এই কোম্পানীগুলোতে ডায়েরি এবং দামি দামি কলমের সাপ্লাই করে অনেক টাকা আয় করতে পারবেন।
আর এই ব্যবসাটি করতে আপনার তেমন বেশি মূলধনের প্রয়োজন হবেনা । আপনি অল্প মূলধন বিনিয়োগ করে এই ব্যবসাটি শুরু করতে পারবেন।
৭/ স্টেশনারি সাপ্লাই ব্যবসা
আমরা প্রায়ই দেখি বিভিন্ন প্রাথমিক স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এর আশেপাশে অনেক স্টেশনারীর দোকান রয়েছে এবং দোকানগুলোতে প্রচুর ভীড় সবসময় থাকে ।
এর কারণ স্কুল পড়ুয়া ছাত্র – ছাত্রীদের ব্যবহারযোগ্য পণ্যসামগ্রীগুলো যেমন : বই – খাতা, কলম – পেন্সিল, রাবার, ষ্টাপ্লাজার ,প্যাড খাতা, রং, খাম ,অ্যালবাম ,আট পেপার ইত্যাদি ছাত্র-ছাত্রীরা স্টেশনারি দোকানে পেয়ে থাকেন।
আপনি চাইলে আপনার এলাকা বা এরিয়াতে এই লাভজনক স্টেশনারির সাপ্লাই ব্যবসাটি শুরু করে দিতে পারেন ।
স্টেশনারি Supply বিজনেনের মধ্যে ব্যাপক লাভ রয়েছে এর কারণ হলো স্টেশনারি পণ্যসামগ্রীগুলোর ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য অনেক কম হয়ে থাকে ।
তাই আপনি বিভিন্ন স্টেশনারি দোকানে অনেক কম মূল্যে এই পণ্যগুলো ক্রয় করে একটু বেশি মূল্য বিক্রি করতে পারবেন ।
৮/ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজেক্টে কাঁচামাল সাপ্লাই ব্যবসা
বিভিন্ন সরকারি-বেসরকারি কাজে কাঁচামালের ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন মানুষ তাদের প্রয়োজনে মার্কেট, বিল্ডিং, স্কুল-কলেজ, ও মাদ্রাসা নির্মাণ করে থাকেন।
আপনি চাইলে নির্মাণাধীন কাঁচা মালের সাপ্লাই ব্যবসাটি শুরু করতে পারেন । যেমন : রড , সিমেন্ট , ইট , বালু , পাথর ইত্যাদি ।
এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বড় বড় বিল্ডিংসহ বিভিন্ন নির্মাণাধীন প্রজেক্ট রয়েছে । আপনি যদি ভালো পরিমাণের মূলধন বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি এই কোম্পানিগুলোর নির্মাণাধীন কাজে কাঁচামালগুলো সাপ্লাই করতে পারবেন।
আমাদের বাংলাদেশে অনেকে রয়েছেন এই কাঁচামালের সাপ্লাইয়ের ব্যবসা করে ব্যাপক অর্থ উপার্জন করেছেন ।
আপনার যদি পর্যাপ্ত পরিমাণ মূলধন বিনিয়োগ করার সক্ষমতা থাকে তাহলে আপনিও এই ব্যবসাটি শুরু করতে পারেন। এই ব্যবসাটিও অত্যন্ত লাভজনক একটি সাপ্লাই ব্যবসা।
৯/ সুপারির সাপ্লাই ব্যবসা
আমাদের বাংলাদেশের জন্য আরও একটি অর্থ লাভজনক ব্যবসা হল সুপারির Supply business । সংস্কৃতি প্রিয় জাতি হিসেবে বাংলার মানুষ পান-সুপারি অনেক আগে থেকেই খেয়ে থাকেন।
কারো বাড়িতে মেহমান আসলে মিষ্টির সাথে পান-সুপারি আনা যেন বাধ্যতামূলক আমাদের বাংলাদেশের মানুষের।
আপনি চাইলে এই সুপারির সাপ্লাই ব্যবসাটি করে ভালো অর্থ উপার্জন করতে পারবেন । সুপারির মধ্যে তিন ধরনের সুপারি রয়েছে । যেমন : শুকনা সুপারি, কাঁচা সুপারি, ও মজানো সুপারি ইত্যাদি ।
অনেকেই অনেক ধরনের সুপারি খেতে পছন্দ করেন কেউ কাঁচা সুপারি খাই কেউ আবার মজানো সুপারি খাই।
আপনি চাইলে সুপারির মৌসুমে সস্তায় বেশি পরিমাণ সুপারির ক্রয় করে পরবর্তীতে সেগুলোর দাম বৃদ্ধি পেলে বিভিন্ন বাজারে সাপ্লাই দিতে পারেন ।
১০/ বাদামের সাপ্লাই ব্যবসা ২০২২
অপেক্ষার প্রহর কাটাতে বাদামের বিকল্প নেই । বন্ধুদের সাথে আড্ডায় বাদাম চিবাতে চিবাতে গল্প করার মজাই যেন অন্যরকম।
স্টেডিয়ামে বা বাসে-রেলে দূরপাল্লার সঙ্গী হয় এই বাদাম। তাই বলা যায় আমাদের বাংলাদেশের বাদামেরও ব্যাপক চাহিদা রয়েছে।
আপনি চাইলে এই বাদামের সাপ্লাই ব্যবসাটি করতে পারবেন।
বাদামের মৌসুমের সময় কৃষকদের নিকট থেকে অল্প মূল্যে বেশি পরিমাণে বাদাম ক্রয় করে পরবর্তীতে সেগুলো বাজারের বিভিন্ন ছোট- বড় দোকানে বাদাম সাপ্লাই করে ভালো অর্থ উপার্জন করতে পারবেন।
এবং বাদামের চাহিদা বলতে গেলে সারা বছরই হয়েছে আপনি সারা বছরই এই ব্যবসা করতে পারবেন।
আমাদের বাংলাদেশের অতন্ত লাভজনক একটি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে বাদামের সাপ্লাইয়ের ব্যবসা। আপনি বাদামের ব্যবসাটি অল্প মূলধন বিনিয়োগ করেই শুরু করতে পারবেন ।
এই বাদামের সাপ্লাই ব্যবসা শুরু করতে বেশি মূলধনের প্রয়োজন হবে না।
পরিশেষে – Conclusions
বন্ধুরা আমাদের আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম সাপ্লাই ব্যবসা নিয়ে। Supply business কি? কিভাবে সাপ্লাই ব্যবসা করা যায়? সাপ্লাই ব্যবসা করতে কত টাকা মূলধন এর প্রয়োজন পড়ে?
এবং Supply business করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয় ? এই সকল বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের আজকের এই আর্টিকেলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি।
আশা করা যায় আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে যারা Supply business করতে আগ্রহী তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা পাবেন।
এবং আমরা আমাদের আজকের এই আর্টিকেলে সেরা ১০টি সাপ্লাই ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । যে সাপ্লাইয়ের ব্যবসা গুলো বর্তমানে জনপ্রিয়তার মধ্যে রয়েছে সেগুলো সম্পর্কেই আলোচনা করা হয়েছে ।
আমাদের আজকের এই আর্টিকেলটি যদি ভালো লাগে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন এবং সর্বপরি এই ধরনের চাকরি সংক্রান্ত ও ব্যবসা সংক্রান্ত নতুন নতুন ধারণা পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ।
আরেকটি কথা আপনাদের কারো কাছে যদি কোন ব্যবসা সংক্রান্ত আইডিয়া থাকে তাহলে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব সে বিষয়ে সাজিয়ে-গুছিয়ে একটি আর্টিকেল লেখার জন্য।