সমবায় সমিতির সুবিধা

বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ। এ দেশের অধিকাংশ মানুষই স্বল্প বিত্তসম্পন্ন । এদেশের ক্ষুদ্র উৎপাদক, – কারিগর, শিল্পী, শ্রমিক প্রভৃতি পেশাজীবী শ্রেণির মানুষ আজ অসংখ্য সমস্যায় জর্জরিত । এরূপ একটি পরিবেশে সমবায় সংগঠন যে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না । 

সমবায় সমিতির সুবিধা  :

১. ঐক্য ও সচেতনতা সৃষ্টি (Creation of unity and realization) : সমবায়ের মূলমন্ত্র হলো ‘একতাই বল’ । বিভেদের মাধ্যমে যে শুধু দুঃখই আসে এবং ঐক্য ও সংহতিই যে শুধু শান্তি ও উন্নতি নিশ্চিত করতে পারে সমবায় সংগঠন জনগণ ও এর সদস্যদের মধ্যে সে বোধ সৃষ্টি করে। যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি ।

২. কর্মস্পৃহা সৃষ্টি ও আশাবাদ জাগ্রতকরণ (Awakening working zeal and enthusiasm) : বাংলাদেশের বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ বর্তমানে নানামুখী চাপে খুবই অসহায় এবং হতাশাগ্রস্ত । সমবায় আন্দোলন সমাজের এরূপ অসহায় মানুষের মাঝে আশাবাদ জাগ্রত ও কর্মস্পৃহা সৃষ্টি করে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে ।

৩. বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠা (Eastablishment of large scale business) : সমবায় এর সদস্যদের ঐক্যবদ্ধ করে বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশের বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী যদি সমবায় সংগঠনের মাধ্যমে একত্রিত হয়ে বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারলে তবে তাদের উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নও নিশ্চিত হতো ।

৪. সঞ্চয়ের অভ্যাস সৃষ্টি ও মূলধন গঠন (Creating habit of savings and formation of capital) : সমবায় যেকোনো সমাজেই এর সদস্যদের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে সমাজের নিম্নস্তরে মূলধন গঠনে সাহায্য করে । আমাদের দেশেও এরূপ সংগঠনের ব্যাপক প্রসার ঘটিয়ে স্বল্পবিত্তসম্পন্ন মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি এবং মূলধন গঠন করা সম্ভব ।

৫. ঋণের সুযোগ সৃষ্টি (Creation of loan facility) : আমাদের দেশে ক্ষুদ্র উৎপাদক, ব্যবসায়ী ও পেশাজীবী শ্রেণির মানুষ মারাত্মক আর্থিক সংকটের কারণে সুদী মহাজন শ্রেণির দ্বারস্থ হয় এবং ঋণের জালে আটকা পড়ে । এ শ্রেণির মানুষদেরকে উদ্বুদ্ধ করে যদি বহু উদ্দেশক সমবায় সমিতি ব্যাপকভাবে গড়ে তোলা যায় তবে সমবায়ীরা এত্থেকে ঋণ ও অন্যান্য সুবিধা পেতে পারে ।

৬. মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস (Reducing malpractices of middlemen) : আমাদের দেশের ক্ষুদ্র উৎপাদকগণ সামর্থ্যের অভাবে উপকরণ সংগ্রহ ও উৎপাদিত পণ্য বিক্রয়ে মধ্যস্থ ব্যবসায়ীদের দ্বারস্থ হয় । অনেক সময় তারা মহাজনের নিকট অত্যন্ত কমমূল্যে সামগ্রী বিক্রয় করে । অথচ তারা বহুমুখী সমবায় গঠনপূর্বক মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস করে নিজেদের আর্থিক সামর্থ্য বৃদ্ধি করতে পারে । 

৭. বেকার সমস্যা সমাধান (Solution to unemployment problem) : সমবায় মানুষের মাঝে আত্মকর্মসংস্থানেরও পথ নির্দেশ করে । এতে দেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় । অনেক বেকার বা প্রচ্ছন্ন বেকার সমবায়ের সদস্য হয়ে যেমনি কর্মসংস্থানের সুযোগ পায় তেমনি অনেক সময় বাইরের লোকদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয় ।

৮. দারিদ্র্য দূরীকরণ (Poverty alleviation) : ২০১০ সালের খানা আয়-ব্যয় জরীপের হিসাব মতে বাংলাদেশের ৩১.৫% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাসরত ছিল। পূর্ববর্তী হিসাবের ধারায় ২০১৬ সালে তা হ্রাস পেয়ে ২৩.৫ শতাংশে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এ ধরনের ব্যাপক জনগোষ্ঠীর দারিদ্র্য দূর করতে হলে সমাজের নিম্নস্তরে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও আন্দোলন গড়ে তোলা প্রয়োজন উল্লেখ্য, সমবায় সংগঠনই এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে ।

 

উপসংহারে বলা যায়, আমাদের মতো দেশে ব্যাপক ভিত্তিতে সমবায় সংগঠন গড়ে তোলার মাধ্যমে আমরা স্বল্পবিত্তসম্পন্ন ও অসহায় মানুষদের মধ্যে নতুন আশার আলো সৃষ্টি করতে পারি । অবশ্য এজন্য প্রয়োজন সমবায় সংগঠনের সুফল সম্পর্কে এ শ্রেণির জনগণকে উদ্বুদ্ধ করা । এজন্য সরকারসহ সংশ্লিষ্ট সবারই সহযোগিতামূলক ভূমিকা রাখা প্রয়োজন ।

 

➡️তথ্যসূত্র : বাংলাদেশ খানা আয় ও ব্যয় জরীপ ২০১০

➡️তথ্যসূত্র : বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭

 

আরো পড়ুন :

➡️সমবায় সমিতির প্রকারভেদ ।

➡️সমবায় সমিতির বৈশিষ্ট্য ।

➡️সমবায় সমিতি কি ?

➡️সমবায় সমিতি গঠন প্রক্রিয়া ।

➡️সমবায় সমিতির নিয়মাবলী বা আদর্শসমূহ

নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *