শিল্প কি বা শিল্প কাকে বলে ?
প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ ও এতে উপযোগ সৃষ্টির সকল প্রচেষ্টাকে শিল্প বলে। শিল্পকে উৎপাদনের বাহনও বলা হয় । প্রাকৃতিক সম্পদের রূপ অথবা আকার পরিবর্তনের মাধ্যমে শিল্প এর নতুন উপযোগ তৈরি করে। যেমন: হ্যাচারি, হাঁস মুরগির খামার রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি শিল্পের উদাহরণ।
শিল্প কি বা শিল্প কাকে বলে এই প্রশ্নের উত্তরে সংক্ষেপে বলা যায় যে প্রক্রিয়া বা কর্মপ্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ ও এর প্রক্রিয়াজাত করার মাধ্যমে ব্যবহারের যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে শিল্প বলে ।
শিল্পকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে যেমন:
১/ প্রাথমিক শিল্প:
প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়ায় প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। যেমন:জমিতে ফসল ফলানো, খনি থেকে সম্পদ উত্তোলন, বন থেকে কাঠ সংগ্রহ, নদী ও সাগর থেকে মুক্তা, শামুক, ঝিনুক ইত্যাদি সংগ্রহ, জমিতে বীজ রোপন করে চারা গাছ উৎপাদন, হ্যাচারিতে রেনু থেকে পোনা উৎপাদন, গাভী, হাঁস মুরগি হাঁস-মুরগি পালন এ সকল এসকল কিছু প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। আবার প্রাথমিক শিল্পকে তিন ভাগে ভাগ করেছে যেমন: কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প।
কৃষি-শিল্প :
কৃষি কাজের সাথে জড়িত শিল্প কৃষি শিল্প বলে । আমাদের বাংলাদেশ কৃষি কাজের মধ্যে ফসল, মৎস্য, প্রাণিসম্পদ এবং বন চারটি উপখাত অন্তর্ভুক্ত।
প্রজনন শিল্প :
অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তারকরণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে ।
নিষ্কাশন শিল্প :
যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে । যেমন : ভূগর্ভ হতে খনিজ সম্পদ সংগ্রহ, সমুদ্র বা নদী হতে মাছ ও জলজ সম্পদ সংগ্রহ করা নিষ্কাশন শিল্পের মধ্যে পড়ে ।
২ / উৎপাদন বা প্রস্তুত শিল্প:
শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা সদ্য প্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকে উৎপাদন বা প্রস্তুত শিল্প বলে। যেমন: তুলা থেকে কাপড় ও বস্তু উৎপাদন খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক ব্যবহার করে লোহা ও ইস্পাত সামগ্রী উৎপাদন এসবই প্রস্তুত শিল্পের অন্তর্ভুক্ত।
উৎপাদন বা প্রস্তুত শিল্পকে আবার চার ভাগে ভাগ করেছে যেমন: বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, সংযোজন শিল্প।
বিশ্লেষণ শিল্প :
একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথককরণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরিকে বিশ্লেষণ শিল্প বলে । যেমন : খনিজ তেল পরিশোধন এর মাধ্যমে পেট্রোল, কেরোসিন, ডিজেল প্রস্তুত করা বিশ্লেষণ শিল্পের মধ্যে পড়ে ।
যৌগিক শিল্প :
যে শিল্পে পৃথক পৃথক পদার্থের সংমিশ্রন করে নতুন দ্রব্য তৈরি করা হয় তাকে যৌগিক শিল্প বলে । যেমন লৌহ আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর ইত্যাদি পদার্থ মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় ।
প্রক্রিয়া ভিত্তিক শিল্প :
যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত হয় তাকে প্রক্রিয়া ভিত্তিক বা পর্যায়ভুক্ত শিল্প বলে ।যেমন তুলা হতে বস্ত্র , আখ হতে চিনি উৎপাদন এই শিল্পের উদাহরণ ।
সংযোজন শিল্প :
কোন শিল্পে উৎপাদিত উপকরণ বা অংশবিশেষকে একত্রিত করে নতুন সামগ্রী উৎপাদন শিল্পকে সংযোজন শিল্প বলে । যেমন বিমান, জাহাজ, মোটরগাড়ি, রেল ইঞ্জিন ইত্যাদি এই শিল্পের আওতায় পড়ে
৩/ নির্মাণ শিল্প :
যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, দালানকোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে।
৪/ সেবা পরিবেশক শিল্প :
যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। যেমন: গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি সেবা সরবরাহকৃত প্রতিষ্ঠান ।এই প্রতিষ্ঠানগুলো সেবা পরিবেশন শিল্পের অন্তর্ভুক্ত।
আরো পড়ুন :
➡️আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে ?
নিয়মিত নানান ধরনের শিক্ষণীয় ব্লগের আপডেট পেতে ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেইজ ।