জীবন ও ভালোবাসা নিয়ে কিছু কথা

ভালোবাসা নিয়ে কিছু কথা বা ভালোবাসার সুন্দর কিছু কথা নিয়ে আজকের লেখাটি সাজানো হয়েছে । বন্ধুরা আজকের এই লেখায় আপনারা ভালোবাসার সুন্দর কিছু কথা পড়তে পারবেন । যা আপনাদের প্রেম ও ভালোবাসা সম্পর্কে আরো সুন্দর ধারণা দিবে। 

 

একে – অপরকে ভালোবাসার মানে শুধু একে – অপরের শরীরের মোহে পড়ে যাওয়া নয় । সত্যিকার অর্থে ভালোবাসা হলো একে আপরের প্রতি মায়া – মমতা , দুঃখ – কষ্টে কেয়ার করা এবং পাশে থাকাকে বুঝায় । শত প্রতিকূল বাধাঁর মধ্যেও ভালোবাসার মানুষটিকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখাই আসল ভালোবাসা ।

 

তাহলে চলুন ভালোবাসা নিয়ে কিছু কথা ও ছবি দেখে নেওয়া যাক ।

 

ভালোবাসার কিছু কথা

 

১. তুমি কি থাকতে পারবে এই পাগলটার সাথে ,

ছোট্ট একটি ভালোবাসার পাগলাগারদে ?

 

২. আমি সবসময় তোমার হ্নদয়েই থাকবো কারণ মন ভুলে যেতে পারে কিন্তু হ্নদয় সবসময় মনে রাখবে । আমি তোমাকে ভীষণ ভালোবাসি প্রিয় !!!

 

৩.রুপের তুলনা করা যায় না তোমার ,, 

তুমি যে অপরুপা,

যায়না কিছুতেই ভোলা ,

ক্ষনিকের সেই দেখা !!!

 

৪. আমি নিঃশ্বাস নেওয়ার কথা হয়তো ভুলে যেতে পারি  – কিন্তু কখনো তোমার কথা ভুলে যেতে পারবো নাহ ।

 

৫.  তোমাকে ভালোবাসা যদি আমার পাগলামি হয় ,, তবে 

তোমাকে না পাওয়া অবদি আমি সেই পাগলামি করেই যাবো ,,,

তাতে যদি তোমার আমার প্রতি রাগ – অভিমানও হয় , তবে

ভেবে নিও আমার ভালোবাসা এভাবেই হয় ।

 

ভালোবাসা নিয়ে কিছু কথা এবং ছবি
ভালোবাসা নিয়ে কিছু কথা এবং ছবি

 

৬. ভালোবাসার মতো ভয়ানক হ্নদরোগ আর হয় না ,,

তুমি যদি কাউকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে 

নিজের অজান্তে সেও তোমার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে ।

 

৭. জীবন থেমে থাকে নাহ কারো জন্য ,

কিন্তু মনটা থেমে যায় মাঝে মাঝে ,

প্রিয় মানুষটার জন্য !!!

 

৮. তোমায় আজ শপথ করে বলতে হবে আগে – আমাদের এই প্রেম – ভালোবাসা কি চিরদিন রবে ?

 

৯. চাদঁকে ভালোবাসি আমি রাত র্পযন্ত ,

র্সূযকে ভালোবাসি দিন র্পযন্ত ,

ফুলকে ভালোবাসি আমি সুভাস দেওয়া র্পযন্ত,

কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাবো আমার শেষনিশ্বাস র্পযন্ত ।

 

১০.মন আছে বলেই আজ আমার ভালোবাসার খুব প্রয়োজন ,

স্বপ্ন আছে বলেই আজ ভালোবাসার এত এত আয়োজন ,

সুন্দর একটি মনের দেখা পাবো বলে .

অপেক্ষায় আছি সারাক্ষণ ।

 

১১. মাটির বন্ধু হলো মেঘ ,

মেঘের বন্ধু হলো বৃষ্টি ,

বৃষ্টির বন্ধু হলো শ্রাবণ ,

যে বাচিঁয়ে রাখে তা হলো সৃষ্টি ।

এই সৃষ্টির মধ্যেই তুমি,

আর তোমার মাঝেই আমি ।

 

১২. তুমি চাদঁ নও কিন্তু চাদেঁর আলো ,

তুমি ফুল নও কিন্তু ফুলের সেীরভ ,

তুমি নদী নও কিন্তু নদীর ঢেউ ,

তুমি অচেনা নও কিন্তু আমার চেনা কেউ ।

 

১৩. স্বপ্ন দিয়ে আমি আকিঁ ,

সুখের সীমানা ।

হ্নদয় দিয়ে আমি খুজিঁ,মনের ঠিকানা ।

থাকবো আমি ছায়ার মতো ,

শুধু তার পাশে ,

যদি বলে সে সত্যি আমায় ভালোবাসে ।

 

সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা

সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা
সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা

 

১৪. মানুষ ভালোবাসার জন্য ভীষণ পাগল,

একটুখানি ভালোবাসার জন্য মানুষ অবিশ্বাস্য জিনিসও করতে পারে ।

 

১৫. এই বিশাল একটা আকাশ বাতাসের জন্য ,

একটা কুলহীন সাগর শুধু নদীর জন্য ,

একটা ফুল ভোমরার জন্য,

আর আমি শুধু তোমারি জন্য ।

 

১৬. গুড়ি গুড়ি বৃষ্টি থেকে মেঘ,

হালকা হালকা করে বৃষ্টি হয় ।

ছোট্ট ছোট্ট গল্প থেকে ,

বিশাল ভালোবাসার সৃষ্টি হয় ।

মাঝে মাঝে স্বরণ করলে,

ভালোবাসার সম্পর্কটা মিষ্টি হয় ।

 

১৭. কখনো প্রথম দেখাতেই ভালোবাসা হয় নাহ ,

যা হয় তা হলো ভালো লাগা ।

আর সেই ভালো লাগা নিয়ে চিন্তা – ভাবনা করতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসা ।

 

১৮.তোমার চোখে আছে কাজল এবং কানে আছে দুল,

ঠোট যেন রক্তে রাঙা ফুল ।

তোমার চোখটা একটু ছোট কিন্তু মুখে আছে মিষ্টি হাসি ,

এমন একজন মেয়েকেই সত্যি আমি ভালোবাসি ।

 

১৯.যখন লাগবে খুব একা,

চাদঁ হয়ে দিবো তখন দেখা ।

মনটা হবে যখন খারাপ ,

তখন স্বপ্নে গিয়ে করবো তোমার সাথে আলাপ ।

কষ্ট যখন থাকবে মন আকাশে ,

তারাঁ হয়ে জ্বলবো আমি তোমারি পাশে ।

 

২০.আমার ভালোবাসাটি সেদিনই সার্থক হবে ,,

যেদিন আমার প্রিয় ভালোবাসার মানুষটি একটি ফোটাঁ

চোখের জল ফেলে বলবে ,,

আমি শুধু প্রিয় তোমাকেই ভালোবাসি ।

 

ভালোবাসার কিছু কথা শুধু তোমার জন্য

 

২১. ভালোবাসাটা কখনোই দামি হয় নাহ ,,

দামি হয় ভালোবাসর মানুষটা ।

 

২২.হাতটা সে মানুষকেই ধরতে দেওয়া উচিত,

যার স্পর্শে কোনো ধরনের মিথ্যার আশ্বাস থাকে নাহ ।

 

২৩.যারা আপনার ভুল দেখে ছেড়ে চলে যায় ,

তারা শুধু ভালো সময়টাতেই আসে ,

যারা ভুল শুধরে পাশে থাকতে চায়,

তারাই তোহ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে ।

 

২৪. একজন প্রেমিকা ততটাই সুন্দর,

তার প্রেমিকের চোখ যতটা সুন্দর ।

 

২৫. প্রকৃত প্রেমিক বা ভালোবাসার পুরুষ রাজকন্যা খুজেঁ নাহ ,

যাকে ভালোবাসে তাকেই রাজকন্যা করে রাখে ।

 

হারানো ভালোবাসা নিয়ে কিছু কথা

 

২৬. নিজের অধিকার হারানোর কথা হয়তো মেনে নিতে পারি ,

কিন্তু সে অধিকার তুমি অন্যকে দিবে , 

সে কষ্ট কিভাবে মেনে নিবো বলো ?

 

২৭. মানুষ ও সময় পাল্টায় কিন্তু স্মৃতিগুলো আগের মতোই রয়ে যায় । তার কোনো পরিবর্তন হয় নাহ

 

২৮.আমাদের জীবন আমাদের কাছে অশ্রু , হাসি , স্মৃতি নিয়ে আসে । কিন্তু সময়ের সাথে সাথে অশ্রু শুকিয়ে যায় , হাসি ম্লান হয়ে যায় কিন্তু রয়ে যায় স্মৃতি ।

 

২৯. মানুষের হ্নদয়ে সুন্দর ও ভালো স্মৃতি তৈরী করুন । কারণ আপনি যখন চলে যাবেন তখন শুধু আপনার স্মৃতিগুলোই অবশিষ্ট পৃথিবীতে থেকে যাবে ।

 

৩০. আমরা মানুষ স্মৃতি তৈরী করি জায়গা নই ।

 

মেয়েদের ভালোবাসা নিয়ে কিছু কথা

 

মেয়েদের ভালোবাসা নিয়ে কিছু কথা
মেয়েদের ভালোবাসা নিয়ে কিছু কথা

 

৩১. তরুন মেয়েদের হঠাৎ করে আসা আবেগগুলো , হঠাৎ করেই চলে যায় ।এই আবেগকে বাতাস না দিলেই হল ।কারণ আবেগ হলো বায়বীয় একটি ব্যাপার , যা বাতাস পেলেই বাড়তে থাকে । অন্য কিছূতে বাড়ে নাহ ।

 

৩২. মেয়েরা হচ্ছে জন্মদাত্রী জননী । হাজার হাজার ভুল করলেও এদের উপর কখনো রাগ করতে নেই । মেয়েদের উপর রাগ করাটাই হলো কাপুরষতা ।

 

৩৩.পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর সুন্দর একটি দৃশ্য হলো গভীর মমতায় আর্দ্র প্রেমিকার চোখ ।

 

৩৪.মেয়েদের স্বভাবই হলো সাধারণ কোনো কিছু নিয়ে বেশি মাতামাতি / চিল্লাচিল্লি করা ।

 

৩৫.অন্ধকারে একজন সুন্দরী মেয়েও যেমন অসুন্দরী মেয়ে তেমন । আসল পার্থক্যটা হলো আলোতে ।

 

৩৬.মেয়েরা জানে না যে , হাসিঁমুখে যদি পুরুষদের নিকট কিছু চায় তাহলে পুরুষরা তা দিতে বাধ্য ।

 

৩৭.উপন্যাস – গল্প হলো কমবয়সী মেয়েদের মাথা খারাপ করার গল্প ।

 

মনের মানুষ নিয়ে কিছু কথা

 

৩৮. আমি স্বপ্ন দেখি তোমার জন্য যে তুমি আসবে বলে,

অপেক্ষায় আছি তোমার জন্য যে তুমি ভালোবাসবে বলে ।

 

৩৯. কাউকে ভালোবাসা তেমন কঠিন কোনো কাজ নয় ।

কঠিন হলো কারো মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করা ।

 

৪০. প্রেম ও ভালোবাসা হলো একটি সুখ পাখি ! যা বুকের খাচাঁর মধ্যে পুষতে হয় ।

সেই প্রেম ও ভালোবাসা কাউকে হাসায় আবার কাউকে কাদাঁয় ।

 

৪১. একটা সময় ছিল ,

যখন আমি হাটঁলে আমার সাথে চাদঁটাও হাটতোহ ।

 

৪২.প্রতিটি মেয়েদের এক একটি করে Extra Boyfriend থাকে ,

যাকে মেয়েরা নিজের বেস্ট বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয় ।

 

পরিশেষে

 

আজকের ” ভালোবাসা নিয়ে কিছু কথা  ” ও “ ভালোবাসার সুন্দর কিছু কথা  ” নিয়ে লেখা আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানাবেন । ‍এইধরনের আরো সুন্দর সুন্দর পোষ্ট পেতে চাইলে কমেন্ট করে তা জানাতে পারেন ।

 

এছাড়াও নিয়মিত আপডেট ফলো করুন আমাদেরকে ফেসবুকে

 

আরো পড়ুন : 

 

?হুমায়ুন আহমেদের বিখ্যাত উক্তি ও বাণীসমূহ ।

 

?মানুষকে নিয়ে কিছু কথা ও বাণী ।

 

?রোমান্টিক বাসর রাতের গল্প ।

 

? মেয়ে পটানোর লাভ লেটার ।

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *