ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখা = ব্যবস্থাপনা হল মানবীয় ও বস্তুগত উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্য অর্জনের প্রচেষ্টা । ছোট্ট পরিবার বা ব্যবসা থেকে শুরু করে বৃহদায়তন বহু জাতি কোম্পানি ও রাষ্ট্র সবাই তার লক্ষ্যে পৌঁছাতে সম্পদের কার্যকর ব্যবহারের চেষ্টা চালায় এজন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজসমূহ বিবেচিত হয় তাই বলা ব্যবস্থাপনা সার্বজনীন ।
একটি প্রতিষ্ঠানকে বাস্তবায়নের জন্য ছোট বড় সব প্রতিষ্ঠানকে উপায় – উপকরণাদি সংহতকরন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ সম্পাদন করতে হয় এই কারণেই বলা হয়ে থাকে ব্যবস্থাপনা সর্বজনীন ।
ব্যবস্থাপনা সার্বজনীন এই বিষয় নিয়ে গ্রিক দার্শনিক সক্রেটিসের নাম সুবেদিত । প্রায় আড়াই হাজার বছর পূর্বে গ্রিক সভ্যতাকালে তিনি ব্যবস্থাপনা সর্বজনীন এই বিষয়টি তুলে ধরেছিলেন । এনিয়ে চমৎকার একটা ঘটনার বর্ণনা রয়েছে ।
ব্যবস্থাপনা সর্বজনীন কেন তা নিয়ে সক্রেসির কাহিনী ।
তিনি একদিন তার ছাত্র ও ভক্তদের আসরে আলোচনা প্রসঙ্গে বললেন, সাবান কারখানার একজন দক্ষ ম্যানেজারকে সেনাধ্যক্ষ বা সামরিক সচিবের দায়িত্ব দেয়া হলে সে দক্ষতার সাথে তা পালন করতে পারবে । তখনকার দিনে গ্রিক সমাজে সৈন্যদের ব্যাপক প্রভাব । সেনা কর্মকর্তাগণ সক্রেটিসের এই বক্তব্যকে তাদের জন্য অপমানজনক মনে করলেন ।
কারণ তখনকার দিনে সাবান কারখানা নেহাতেই ছোট ছিল । আর ম্যানেজারের সাথে তাদের তুলনাকে তারা কোনভাবে মেনে নিতে পারছিল না । অভিযোগ রাজার দরবারে উত্থাপিত হল । রাজা সক্রেটিসকে ডেকে তার এর বক্তব্যের কারণ জিজ্ঞাসা করলেন ।
সক্রেটিস সবার সামনে বললেন, একজন সেনধ্যক্ষ উৎসাহ দেন, যুদ্ধ শেষে জয় পরাজয় নিয়ে পর্যালোচনা করেন, ভুল-ভ্রান্তি থাকলে তা সংশোধন করে পরবর্তী পদক্ষেপ নেন ।
একজন সাবান কারখানার ম্যানেজার সাবান উৎপাদনের পরিকল্পনা গ্রহণ এবং নির্দিষ্ট সময় শেষে পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে কিনা তা দেখে ভুল ভ্রান্তি থাকলে তা সংশোধন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন ।
তাই ক্ষেত্রগত পার্থক্য থাকলেও ব্যবস্থাপনা একটা সার্বজনীন বিষয় যা সকল সমাজে সর্বকালে সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য । যে কারণে সাবান কারখানার একজন দক্ষ ম্যানেজার ও প্রতিরক্ষা সচিবের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে সক্ষম । এবং এই বক্তব্যের সঙ্গে রাজাও সন্তুষ্ট হলেন ।
ব্যবস্থাপনা সার্বজনীন উক্তিটি কার ?
উত্তর : ব্যবস্থাপনা সার্বজনীন উক্তিটি হলো : গ্রীক দার্শনিক সক্রেটিসের ।
ব্যবস্থাপনা স্তর কয়টি ?
উত্তর : ব্যবস্থাপনার স্তর ৩টি । যেমন : উচ্চ , মধ্য ও নিম্ন স্তর ।
আরো পড়ুন :
➡️ ব্যবস্থাপনা কি একটি পেশা ব্যাখ্যা কর ।
➡️ব্যবস্থাপনার কার্যাবলী ব্যাখা কর ।
➡️ব্যবস্থাপনার ধারণা ব্যাখা কর ।
নিয়মিত পড়াশুনার সম্পর্কিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ ।