ব্যবস্থাপনা চক্র কি ?
ব্যবস্থাপনা চক্র বলতে ব্যবস্থাপনা প্রক্রিয়ার অধীন কার্যসমূহের চক্রাকারে আবর্তিত হওয়াকে বুঝায় ।
ব্যবস্থাপনা হলো কতিপয় কাজের সমষ্টি । এইরূপ কার্যাদি একটি ধারাবাহিক কর্ম প্রক্রিয়া সৃষ্টি করে । প্রতিষ্ঠান যতদিন চলে ততদিন তা অবিরাম আবর্তিত হতে থাকে । ফলে এরূপ প্রক্রিয়ার সর্বশেষ কাজ আবার পরবর্তী প্রথম কাজের ভিত্তি হিসেবে গণ্য হয় । ব্যবস্থাপনার এরূপ ধারাবাহিক কর্ম প্রক্রিয়া ও অবিরাম আবর্তন কে ব্যবস্থাপনা চক্র নামে অভিহিত করা হয় ।
ব্যবস্থাপনা চক্রের ধাপ কয়টি ?
ব্যবস্থাপনা চক্রের ধাপ ৫টি যথা : পরিকল্পনা , সংগঠন , কর্মীসংস্থান , নির্দেশনা , নিয়ন্ত্রন ।
ব্যবস্থাপনা চক্র নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি ?
ব্যবস্থাপনা চক্র নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হলো : পরিকল্পনা ।
ব্যবস্থাপনা প্রক্রিয়া কি ?
ব্যবস্থাপনা প্রক্রিয়া বলতে ব্যবস্থাপনা কার্যসমূহের চক্রাকারে আবর্তিত হওয়াকে বুঝায় ।
আরো পড়ুন :
➡️ ব্যবস্থাপনা কি একটি পেশা ব্যাখ্যা কর ।
➡️ব্যবস্থাপনার কার্যাবলী ব্যাখা কর ।
➡️ব্যবস্থাপনার ধারণা ব্যাখা কর ।
➡️ব্যবস্থাপনাকে একটা প্রক্রিয়া হিসেবে বিবেচনা করার কারণ কি ব্যাখা কর ।
নিয়মিত পড়াশুনার সম্পর্কিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ ।