উত্তর: যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটা অঞ্চলের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলে ।
দেশে পর্যাপ্ত খনিজ সম্পদ, মানব সম্পদ, অর্থনৈতিক সামর্থ্য, বাজার সুবিধা, প্রযুক্তিগত সুবিধা, ইতিবাচক সামাজিক ও রাজনৈতিক অবস্থা বিরাজমান থাকলে ব্যবসায়ের উন্নয়ন সহজ হয় । অন্যথায় ব্যবসায়ে অগ্রগতি অর্জন করা যায় না। যার সবকিছুই ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান সংশ্লিষ্ট । তাই বলা যায়, – ব্যবসায় পরিবেশের অনুকূল ও প্রতিকূল অবস্থা নিঃসন্দেহে ব্যবসায়কে প্রভাবিত করে ।
আরো পড়ুন ,,,
➡️যৌথ মূলধনী কোম্পানির মূলধন ধারণা ।
➡️প্রাইভেট লিমিটেড কোম্পানী কাকে বলে ?
➡️যেীথ মূলধনী ব্যবসা কাকে বলে ?
নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।