ব্যবসায় পরিবেশের ধারণা

বাংলাদেশে এক সময় পাট শিল্প ব্যাপকভাবে গড়ে উঠেছিল। পাট চাষের পিছনে প্রাকৃতিক পরিবেশে অবদান ছিল গুরুত্বপূর্ণ । সস্তা শ্রমিক ও বিশ্ববিস্তৃত বাজার এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছিল । কিন্তু পরে আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা কমে যাওয়ায় অন্য সুবিধাগুলো আর কাজে আসেনি। এখন গার্মেন্টস শিল্প ব্যাপকভাবে গড়ে উঠার পিছনে সস্তা শ্রমিক, আন্তর্জাতিক বাজারে এরূপ সামগ্রীর ব্যাপক চাহিদা ও বেসরকারি উদ্যোক্তাদের দক্ষতা ভূমিকা রেখেছে।

 দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত দুর্বলতা, দেশের দুর্বল ইমেজ ইত্যাদি এক্ষেত্রে পরিবেশের নেতিবাচক শক্তি। এরূপ শক্তির কুপ্রভাবকে যদি ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হয় এবং ইতিবাচক শক্তি ও সম্ভাবনাগুলোকে বেশি করে কাজে লাগানো যায় তবে এ খাত চমৎকার ব্যবসায় পরিবেশের কারণে আরও সামনে এগিয়ে যেতে পারবে । অর্থাৎ অনেকগুলো উপাদানের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব মিলিয়ে একটা দেশের বা খাতের ব্যবসায় পরিবেশ গড়ে উঠে।

 

একটা দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে । একটা দেশের ব্যবসায় পরিস্থিতি এর পারিপার্শ্বিক প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা সাধারণভাবে প্রভাবিত হয় । প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা দেশের অবস্থান, ভূ- প্রকৃতি, পাহাড়-পর্বত, জলবায়ু, সমুদ্র, নদ-নদী ইত্যাদি গুরুত্বপূর্ণ।

 অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বাজার ও বিনিয়োগ, শিক্ষা ও সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও আচরণ, সরকার ও সরকারি নীতিমালা, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসায় সংক্রান্ত আইন ইত্যাদি মুখ্য উপাদান বা শক্তি । এর বাইরে কিছু উপাদান বা শক্তি প্রত্যক্ষভাবে একটা ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রভাবিত করে । এর মধ্যে কিছু শক্তি থাকে; যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়। ব্যবস্থাপনার মান, আর্থিক সামর্থ্য, প্রতিষ্ঠানের সুনাম ইত্যাদি এর অন্তর্ভুক্ত।

 অন্যদিকে ক্রেতা, প্রতিযোগী সরবরাহকারী ইত্যাদি প্রতিষ্ঠানের বাহ্যিক বিষয় হলেও তাদের প্রত্যক্ষ প্রভাব একটা প্রতিষ্ঠানের ব্যবসায় কর্মকাণ্ডকে প্রভাবিত করে । অর্থাৎ উপরোক্ত সকল উপাদান বা শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে একটা দেশের ব্যবসায়ে যে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লক্ষ করা যায় তাই ব্যবসায় পরিবেশ নামে অভিহিত ।

 

আরো পড়ুন ,,,

➡️সমবায় সমিতি কি বা কাকে বলে ?

➡️যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য ।

➡️যেীথ মূলধনী ব্যবসা কাকে বলে ?

নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।

 

By Saifur Rahman Arif

আমি মোহাম্মাদ সাইফুর রহমান আরিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ব্যবস্থাপনা বিভাগের ছাত্র । ব্যবস্থাপনার একজন ছাত্র হলেও বর্তমানে কিছুদিন যাবৎ আমি অনলাইনে লিখালিখি কাজের সাথে যুক্ত রয়েছি । এবং Goafta.com সাইটটির একজন আর্টিকেল রাইটার হিসাবে কাজ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *