বিনিয়োগ সিদ্ধান্ত কি = প্রতিষ্ঠান সংগৃহীত তহবিল কোন কোন খাতে ব্যয় করা হবে সেই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করাই হল বিনিয়োগ সিদ্ধান্ত ।
ব্যয় সিদ্ধান্তের অপর নাম বিনিয়োগ সিদ্ধান্ত । প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহ অর্থ মেশিন ও আসবাবপত্র ক্রয় , কারখানা নির্মাণ খরচ ইত্যাদি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত । যেমন : একটি মুদি দোকানের জন্য রেফ্রিজারেটর ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত হলো একটি বিনিয়োগ সিদ্ধান্ত ।
আরো পড়ুন :
➡️ তারল্য কি ও তারল্য কাকে বলে ?
➡️ আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে ?
➡️ফিন্যান্স কাকে বলে বা অর্থায়ন কাকে বলে ?
এইধরনের নিয়মিত তথ্যবহুল পোষ্টের আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুকে ।