বিউটি পার্লার ব্যবসা করে কোটিপতি - চমকে যাবেন আপনিও

বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরা নিজেদের অর্থোপার্জনের একেকটি উপায় বের করছে এবং তারমধ্যে অন্যতম জনপ্রিয় একটি ব্যবসার উপায় হলো বিউটি পার্লার ব্যবসা । বর্তমানে অনেক তরুণী তাদের পড়াশুনার পাশাপাশি বিউটি পার্লার ব্যবসা করে নিজেদের খরচ বহনের সাথে পরিবারকেও সাহায্য করছে ।

 

বর্তমান সময়ে বিউটি পার্লারের ব্যবসা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে, ছেলে – মেয়ে এবং বায়ো বৃদ্ধ-বৃদ্ধা সকলে তাদের রূপচর্চা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য বিউটি পার্লারের দ্বারস্থ হচ্ছে। 

 

বর্তমান সময়ে বেকারত্বের এই যুগে ছেলেদের পাশাপাশি মেয়েরা ও আয়ের পথ হিসেবে বিউটি পার্লারের ব্যবসার দিকে দিন দিন ঝুঁকছে। 

 

তাই দেখা যাচ্ছে মেয়েরা তাদের পড়াশোনা ও সংসারের কাজের পাশাপাশি বিউটি পার্লারের প্রশিক্ষণ নিয়ে অল্প পুঁজি বিনিয়োগ করে শুরু করছে বিউটি পার্লারের লাভজনক ব্যবসাটি।

 

তারই সবচেয়ে বড় উদাহারণ হলেন গৃহবধূ লুৎফা সানজিদার বিউটি পার্লারের সফলতা । যিনি মাত্র ১৫হাজার টাকায় বিউটি পার্লারের ব্যবসায় শুরু করেন যেখান থেকে বর্তমানে কোটি টাকা ইনকাম করছেন । যার গল্প বর্তমানে নবম – দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে লাখো শিক্ষার্থীরা পড়ছে । এই নারী উদোক্তা দেখিয়েছেন ইচ্ছাশক্তি এবং সাহস যদি থাকে তাহলে সকল নারীরাও পাড়বে নিজেদের স্বাবলম্বী একজন নাগরিক হিসাবে গড়ে তুলতে । 

 

 

দেখা যাচ্ছে ব্যস্ততার এই সময়ে মানুষ নিজেদের শরীরের যত্ন ঠিকভাবে না রাখতে পারার কারনেও নিয়মিত বিউটি পার্লারের দ্বারস্থ হচ্ছেন রূপচর্চা ও সৌন্দর্য বর্ধনের সেবা নেওয়ার জন্য। 

 

আবার দেখা যায় এই ফ্যাশন সচেতনতার যুগে নিজেকে আকর্ষনীয় ও সুদর্শন করে তুলবার জন্য প্রায় সকল বয়সের তরুণ-তরুণীরা বিউটি পার্লারে গিয়ে রূপচর্চা করে থাকেন নিয়মিত। 

 

আমরা আগে শুনতাম যে বিউটি পার্লারে শুধু মেয়েরা যায় কিন্তু বর্তমানে মেয়েদের পাশাপাশি ছেলেরাও বিউটি পার্লারে গিয়ে তাদের রূপচর্চা ও সৌন্দর্য বর্ধনের সেবাটি নিচ্ছেন।

 

তাই দিন যাওয়ার সাথে সাথে বিউটি পার্লারের ব্যবসা এতটা জনপ্রিয়তা লাভ পেয়েছে যে শহর থেকে গ্রামগঞ্জের প্রতিটা জায়গাতে ছড়িয়ে পড়েছে বিউটি পার্লার ব্যবসা। 

 

তাই আপনারা যদি বিউটি পার্লার ব্যবসা করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন ।

 

আশা করা যায় বিউটি পার্লার ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য ও সম্পূন্ন একটি ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনার বিউটি পার্লার ব্যবসা সম্পর্কে বিস্তারিত ।

Table of Contents

বিউটি পার্লার সাধারণত ৩প্রকারের হয়ে থাকে যেমন :

 

১/ লেডিস বিউটি পার্লার

 

২/ বয়েস বিউটি পার্লার বা সেলুন 

 

৩/ লেডিস এবং বয়েস উভয় বিউটি পার্লার বা সেলুন 

 

লেডিস বিউটি পার্লার ২০২২

 

আমাদের চারপাশে যেসব বিউটি পার্লার আমরা দেখতে পাই তার বেশিরভাগই হচ্ছে লেডিস বিউটি পার্লার । বিভিন্ন গায়ে হলুদ , বিয়ের সাজঁ ও বিভিন্ন সামাজিক প্রোগ্রামের জন্য বাঙালি মেয়েরা এখন বিউটি পার্লারে ভিজিট করে ।

 

লেডিস বিউটি পার্লারে শুধুমাত্র মেয়েদেরকেই সার্ভিস দেওয়া হয় । মেকাপ করা , চোখের ভ্রু স্টাইল , চুল কাটিং এবং স্ট্রেট করা সহ নানান ধরনের সার্ভিস দিয়ে থাকে এই লেডিস বিউটি পার্লারগুলো ।

 

বিউটি পার্লার ব্যবসা করতে কত টাকা মূলধন প্রয়োজন?

 

আমরা জানি যে কোন ব্যবসা শুরু করতে হলে অবশ্যই মূলধনের প্রয়োজন পড়ে। তাই বিউটি পার্লার ব্যবসা শুরু করতে হলেও আপনাকে মূলধন বিনিয়োগ করতে হবে। বিউটি পার্লার ব্যবসা করতে কত টাকা মূলধন এর প্রয়োজন তা সঠিকভাবে বলা মুশকিল। 

 

কারণ আপনি কোন ধরনের বিউটি পার্লার ব্যবসা শুরু করতে চান তা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর।

 

যেমন : আপনি যদি বড়সড়ো করে একটি বিউটি পার্লার ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার অনেক টাকা বিনিয়োগ করতে হবে তুলনামূলক ছোট পার্লারের চেয়ে । 

 

আবার অন্যদিকে আপনি যদি ছোটখাটো বিউটি পার্লার ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি স্বল্প মূলধন বিনিয়োগ করেও বিউটি পার্লার ব্যবসাটি শুরু করতে পারবেন।

 

আরো পড়ুন ,,

 

যেমন : ধরুন আপনি যদি ছোট করে বিউটি পার্লার ব্যবসা করতে চান তাহলে ১৫ থেকে ২০,০০০ টাকা বিনিয়োগ করার মাধ্যমে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এই টাকা দিয়ে আপনি আপনার বাড়িতে বসে বাড়ির আশেপাশের মানুষজনদের সেবা দিতে পারেন। 

 

অথবা ১০ থেকে ১৫ হাজার টাকায় প্রয়োজনীয় বিউটি পার্লারের প্রসাধনী ক্রয় করে বাড়িতে বাড়িতে গিয়েও পরিষেবা দিয়ে আয় করতে পারেন।

 

আবার অন্যদিকে যদি আপনি একটি বিউটি পার্লারের দোকান তৈরি করে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে কমপক্ষে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। 

 

কারন একটি বিউটি পার্লার দোকান তৈরি করতে গেলে আপনার প্রয়োজন হবে দোকান ভাড়া, দোকানের এডভান্স, দোকান ডেকোরেশন এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে হবে।

 

আর যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ মূলধন থাকে তাহলে আপনি আধুনিক মানের একটি বড় বিউটি পার্লার ব্যবসা শুরু করতে পারেন। ৫ থেকে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি  আধুনিক মানের একটি বিউটি পার্লার ব্যবসা শুরু করতে পারবেন। 

 

কিভাবে বিউটি পার্লার ব্যবসা শুরু করবেন?

 

আপনি যদি বিউটি পার্লারের ব্যবসা শুরু করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে বিউটি পার্লারের প্রশিক্ষণ নিতে হবে। 

 

যেহেতু বর্তমান সময়ে সকল বয়সের ছেলেমেয়েরা রূপচর্চার সম্পর্কে সচেতন এবং ছোট বড় সকল প্রকার দিবস ও বিভিন্ন অনুষ্ঠানে ছেলে-মেয়েরা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বিউটি পার্লারের দ্বারস্থ হচ্ছেন।

 

তাই দিন দিন বিউটি পার্লার এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে আপনি চাইলেই বিউটি পার্লার এর উপর প্রশিক্ষণ নিয়ে খুব সহজে এই ব্যবসাটি শুরু করতে পারেন। বর্তমানে অনেক তরুণ-তরুণী রয়েছে যারা এই এই ব্যবসাটি খুব অল্প টাকা বিনিয়োগ করে বাড়িতে বসেই শুরু করেছে ।

 

আপনিও চাইলে প্রশিক্ষণ নেওয়ার পর পর আপনার বাড়িতে বসে বিউটি পার্লার ব্যবসাটি শুরু করতে পারেন। তবে বেশি কাস্টমার পাওয়ার জন্য আপনাকে এমন একটি স্থান নির্বাচন করতে হবে যেখানে যাতায়াতের সুযোগ সুবিধা রয়েছে এবং মানুষের আনাগোনা রয়েছে বেশি । 

 

তাই ছেলে মেয়ে উভয়ের রূপচর্চার প্রসাধনী ও সরঞ্জাম রেখে একটি বিউটি পার্লার স্থাপন করতে পারলে বেশ লাভবান হবেন। 

 

বিউটি পার্লার ব্যবসা শুরু করতে কি কি জিনিস লাগে?

 

বিউটি পার্লারের এই ব্যবসাটি শুরু করতে হলে আপনাকে সর্ব প্রথম বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী বা কসমেটিক ক্রয় করতে হবে। এছাড়াও এই ব্যবসা করার জন্য বিভিন্ন ধরনের মেকআপ ব্রাশ ও আরো বিভিন্ন সরঞ্জাম ক্রয় করতে হবে। 

 

যে প্রসাধনী সামগ্রীগুলো ও সরঞ্জামগুলো প্রয়োজন তা নিম্নরূপ:

  • বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য সামগ্রী
  • মেকআপ ব্রাশ
  • ওয়াটার স্প্রে
  • বড় আয়না
  • চেয়ার
  • টেবিল
  • হেয়ার ড্রায়ার
  • বিভিন্ন ধরনের পিঠা
  • টাওয়াল
  • কাঁচি
  • চিরুনি ইত্যাদি 

 

স্বল্প দামে কোথায় কসমেটিকস পাওয়া যায় ?

 

বিউটি পার্লারের ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী ক্রয় করতে হবে। আর এই জন্য আপনি চাইলে আপনার এলাকার বড় বড় কসমেটিকসের দোকানগুলো থেকে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য ক্রয় করতে পারেন। 

 

তাছাড়া আপনি যদি অল্প মূল্যে বেশি পরিমাণে কসমেটিকস প্রোডাক্ট ক্রয় করতে চান তাহলে বড় বড় পাইকারি বাজারগুলো থেকে কসমেটিকস প্রোডাক্টগুলো অল্প দামে ক্রয় করতে পারবেন।

 

আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি জ্বালাতে বড় বড় পাইকারি বাজার রয়েছে বিশেষ করে চট্টগ্রাম ও ঢাকা এই দুই জেলাতে বাংলাদেশের বড় বড় পাইকারি বাজার রয়েছে । 

 

তাই আপনি যদি একসাথে অনেকগুলো কসমেটিকস পণ্য ক্রয় করতে চান তাহলে ঢাকা অথবা চট্টগ্রামের যেকোনো কসমেটিকস এর পাইকারি বাজার থেকে ক্রয় করতে পারেন। 

 

আরো পড়ুন ,,


 

কোথায় বিউটি পার্লার ব্যবসা শুরু করা যায় ?

 

বর্তমানে আপনার বাড়ি যেখানে রয়েছে আপনি চাইলে সেখানেই শুরু করতে পারেন বিউটি পার্লার এই ব্যবসাটি। কারণ গ্রাম কিংবা শহর প্রতিটি জায়গায় বিউটি পার্লার ব্যবসার প্রসারতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। 

 

শহরের সাথে সাথে গ্রামগঞ্জের মানুষও এখন অনেক স্বাস্থ্য সচেতন ও রূপচর্চা সৌন্দর্য বর্ধনের প্রতি অনেক গুরুত্ব রাখে ।

 

তাই আপনি চাইলে আপনার বাড়িতে বসে বিউটি পার্লার ব্যবসা শুরু করতে পারেন অথবা আপনার এরিয়ার আশেপাশে হাট-বাজারগুলোর মধ্যে একটি দোকান নিয়ে সেখানে ব্যবসা করতে পারেন।

 

যেসব স্থানে মানুষের আনাগোনা বেশি ও লোকসমাগম রয়েছে সেসব স্থানে বিউটি পার্লার ব্যবসাটি বেশ ভালোভাবে চলবে। তাই আপনি যদি এসব স্থানে একটি বিউটি পার্লার স্থাপন করতে পারেন তাহলে খুব সহজেই সফল হওয়ার সম্ভাবনা থাকবে । 

 

বিউটি পার্লারের নামের লিস্ট

 

বিউটি পার্লার ব্যবসার জন্য আপনাকে সুন্দর ও ইউনিক একটি নাম সিলেক্ট করতে হবে । একটি সাধারণ নামও একসময় লক্ষ – কোটি টাকার ব্র্যান্ডে পরিনত হয় । যেমন : facebook.com এই নামটির দাম এখন হাজার হাজার কোটি ডলার ।

 

তাই ইউনিক এবং এমন নাম রাখুন যাতে মানুষ নাম শুনেই বলতে পারে এটি একটি বিউটি পার্লারের নাম । 

 

তাই আপনাদের সুবিধার্থে বিউটি পার্লারের বেশ কয়েকটি সুন্দর সুন্দর নাম দেওয়া হল:

 

  • Style paradise
  • Beauty cares
  • Beauty Garden
  • Beauty Land
  • Uniquestyle
  • Girly Girl
  • The Makeover place
  • Keep it cute
  • Makeover paradise
  • Beautifly
  • Magic Touch
  • Etc

 

বিউটি পার্লার ডেকোরেশন কেমন হবে?

 

আপনি যে কোন ব্যবসা শুরু করতে চান না কেন সব ব্যবসার জন্য ডেকোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই বিউটি পার্লারের ব্যবসার ক্ষেত্রে ডেকোরেশন এর গুরুত্ব অপরিসীম। 

 

তাই আপনি যদি  বিউটি পার্লারের ব্যবসা করতে চান তাহলে ডেকোরেশন এর দিকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ বিউটি পার্লারের ডেকোরেশন যত বেশি সুন্দর হবে তত বেশি আপনার কাস্টমাররা আকৃষ্ট হবে।

 

বিউটি পার্লারের ভিতরে ও বাহিরে সুন্দর করে সাজাতে হবে যাতে করে কাস্টমাররা বাহির থেকে বুঝতে পারে যে ভিতরে কি রকম অবস্থা রয়েছে। 

 

অনেকেই বাহিরে ডেকোরেশন তেমন গুরুত্ব দেয় না যার ফলে অনেক কাস্টমার বাহিরের বাজে ডিজাইন দেখে ভিতরে আর  প্রবেশ করে না।

 

সেজন্য অবশ্যই বিউটি পার্লারের ভিতরে যেমন সৌন্দর্য বজায় রাখতে হবে ঠিক তেমনি বাহিরে সুন্দর করে ডিজাইন করে আলোকসজ্জা করে রাখতে হবে যাতে করে চলতিপথে সাধারণ জনগণের চোখে সর্বদা আপনার দোকানটির ডেকারেশন দৃষ্টি আকর্ষণ করতে পারে।

 

বিউটি পার্লারের কোর্স কোথায় পাওয়া যায়?

 

বর্তমানে বিউটি পার্লারের কোর্স প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনি চাইলে আপনার এলাকার যে ক’টি বিউটি পার্লার রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন । এছাড়া বাংলাদেশের প্রায় প্রতিটি বড় বড় শহরে একাধিক ইনস্টিটিউশন গড়ে উঠেছে বিউটি পার্লারের কোর্স শেখানোর উপর । 

 

প্রাইভেট ইনস্টিটিউটে বড় বড় বিউটিশিয়ানদের নিয়ে অনেক ধরনের সেমিনার ও ট্রেনিং দিয়ে থাকে। 

 

আপনি যদি ভবিষ্যতে একজন ভালো বিউটিশিয়ান হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

 

যদিও এই প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে বিউটি পার্লারের প্রশিক্ষণ নিতে গেলে আপনাকে মোটা অংকের টাকা গুনতে হবে। তারপরও আপনি কিন্তু ভালোভাবে এবং অভিজ্ঞ বিউটিশিয়ানদের কাছ থেকে বিউটি পার্লারের টুকিটাকি সকল প্রকার কাজ শিখে নিতে পারবেন।

 

বাংলাদেশের বিউটি পার্লার কোর্স প্রশিক্ষণ কেন্দ্র ২০২২

 

আর্টিকেলের এই অংশে আপনারা ঢাকা এবং চট্টগ্রামের যে সকল ভালো বিউটিশিয়ান ট্রেনিং সেন্টার রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন।

 

চট্টগ্রাম বিউটি পার্লার প্রশিক্ষণ কেন্দ্র :

 

1/ Asha Beauty Parlors and Training center,

Address: 451,Raja Miya Sawdagar Marker,Commerce college Road,Agrabad commercial Area Agrabad ,chattagram 4100

Phone: 01916014305

 

2/ Ramaniya Beauty Parlors and Training center,

Address: satadal club,47 jamal khan lane south-west side of Asker Dighi Near ,Chattogram.

Phone: 01842743439

 

3/  Luminas Beauty Parlors and Training center,

Address: 9QFC+GHR,saber mansion ,mostafa hakim college road,north kattali,4217 chattagram .

Phone: 01628046843

 

4/ Lucy Beauty Parlors and Training center,

Address: momin Road ,chattogram

Phone: 01861-289080

 

ঢাকার বিউটি পার্লার প্রশিক্ষণ কেন্দ্র সমূহ :

 

1/ Nice beauty parlor and training center 

Address: Q9VF+5F9 ,DHAKA 1216

Phone: 01714825662

 

2/ Aroma beauty  parlor and training center 

Address: 374/b Taltola Mor, Dhaka 1217

Phone : 01920350441

 

3/  Sokhi beauty  parlor and training center 

Address: House 15,Road 2 ,Block E banasree,Dhaka 1219  

Phone: 01673-024273  

 

বিউটি পার্লারে কোন কোন কাজ করা যায় ?

 

বিউটি পার্লারের ব্যবসা করতে চাইলে আপনাকে অবশ্যই জানতে হবে প্রতিটা বিউটি পার্লারে কোন কোন কাজগুলো করা হয়ে থাকে এবং গ্রাহকরা কোন ধরনের কাজে বেশি সন্তুষ্ট হয় সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। 

 

যদিও বর্তমান সমাজের প্রতিটা বিউটি পার্লারে বিভিন্ন ধরনের কাস্টমার সার্ভিস দেওয়া হয়। তবে  সাধারণত প্রতিটি বিউটি পার্লারে যে সকল কাজ করা হয় তা নিম্নরূপ:

 

  • মেয়ে ও ছেলেদের চুল কাটা
  • চুলে রং করা বা বিভিন্ন ধরনের কালার করা
  • ফেসিয়াল বা মুখ পরিষ্কার করা
  • হাত ও পায়ের মালিশ করা
  • ভ্রু প্লাক করা
  • আন্ডার  আমস আন্ডার বডি মেসেজ করা
  • চেহারার চুল দাড়ি গোঁফ
  • গায়ে হলুদের কনে সাজানো
  • বিবাহের কনে সাজানো
  • বডি স্পা করা
  • বডি মেসেজ করা ইত্যাদি 

 

 

বিউটি পার্লার সামগ্রী গুলো কি কি ?

 

বিউটি পার্লারের ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই বিউটি পার্লারে একাধিক কসমেটিক্স সামগ্রী রাখতে হবে যেমন:

 

  • প্রাইমার
  • ফেসওয়াশ
  • লিপিস্টিক
  • নেলপালিশ
  • কাজল
  • ফেস ক্লিনার
  • লিফ লস
  • টিথ ক্লিনার 
  • ফাউন্ডেশন
  • কনসিলার
  • সিসি ক্রিম
  • বিবি ক্রিম
  • ফেস পাউডার
  • ইম্প্যাক্ট
  • হাইলাইটার ইত্যাদি 

 

 

বিউটি পার্লার ব্যবসা করতে কি কি লাইসেন্স এর প্রয়োজন হয় ?

 

আপনি যদি গ্রামগঞ্জে বিউটি পার্লারের ব্যবসাটি শুরু করতে চান তাহলে আপনার তেমন কোন লাইসেন্সের প্রয়োজন হবে না। 

 

অন্যদিকে আপনি যদি শহরের মধ্যে বিউটি পার্লার ব্যবসাটি শুরু করতে চান তাহলে আপনাকে বেশ কয়েকটি লাইসেন্স সংগ্রহ করতে হবে লাইসেন্সগুলো নিম্নরূপ:

 

  • ট্রেড লাইসেন্স ।
  • টিন সার্টিফিকেট/ভ্যাট রেজিস্ট্রেশন ।
  • দোকানের চুক্তিনামা । [ দোকানের জমিদারের সাথে দোকান নেওয়ার সময় যে চুক্তি করেছিলেন সেটির কথায় বলা হয়েছে  ]

 

তাছাড়াও এসকল লাইসেন্সগুলো যদি আপনি সংগ্রহ করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে আপনার ব্যবসা বড় করার জন্য বিভিন্ন ব্যাংক থেকে লোন নিতে সহজ হবে । এবং চেষ্টা করতে হবে ব্যবসার সকল হিসাব নোট করে রাখার তাহলে ব্যাংক লোন দেওয়ার সময় ব্যবসার লেনদেন দেখতে চাইলে সহজেই দেখাতে পারবেন ।

 

বিউটি পার্লার ব্যবসার মার্কেটিং কিভাবে করবেন ?

 

বর্তমান যুগ আধুনিক প্রযুক্তির যুগ তাই আপনি চাইলে তথ্যপ্রযুক্তির এই যুগে ইন্টারনেট এর মাধ্যমে খুব সুন্দর ভাবে আপনার বিউটি পার্লার ব্যবসার মার্কেটিং করতে পারবেন। 

 

পাশাপাশি পুরনো পদ্ধতি ব্যবহার করে বিউটি পার্লার ব্যবসা মার্কেটিংও করতে পারেন।

 

যেমন : ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি মাধ্যম ব্যবহার করে দিন দিন মানুষ নিজেদের ব্যবসার প্রসারতা ব্যাপকহারে বাড়াচ্ছে। তাই আপনিও চাইলেই আপনার বিউটি পার্লার ব্যবসার নামে একটি ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম একাউন্ট, ইত্যাদির মাধ্যমে বহু সংখ্যক মানুষের মধ্যে প্রচার প্রচারণা করতে পারবেন।

 

অথবা আপনার বিউটি পার্লারের ব্যবসা সম্পর্কে বিস্তারিত লিখে লিফলেট আকারে বা ব্যানার আকারে তৈরি করে বিভিন্ন রাস্তাঘাটে , অলিতে-গলিতে লাগিয়েও মার্কেটিং করতে পারেন।

 

বিউটি পার্লার ব্যবসায় আপনার কাস্টমার কারা হবে?

 

বিউটি পার্লার ব্যবসা করলে সাধারণত আমরা আমাদের গ্রামগঞ্জে দেখি মেয়েরাই customer হয়ে থাকেন। কিন্তু শহর অঞ্চলের দিকে লক্ষ্য করলে দেখা যায় মেয়েদের পাশাপাশি ছেলেরাও নিজেদের সুন্দর – হ্যান্ডসাম করতে পার্লারের নিকট অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে ।

 

তাই মেয়েদের পাশাপাশি বর্তমানে ছেলেরাও আপনার কাস্টমার হবে যদি আপনি ছেলেদের রূপচর্চার জন্য ব্যবস্থা রাখেন আপনার বিউটি পার্লারে। 

 

আমরা আমাদের দেশে থেকেই বিভিন্ন দিবস ও বিভিন্ন অনুষ্ঠান যেমন বিবাহ,  গায়ে হলুদ, জন্মদিন, আকিকা ইত্যাদি অনুষ্ঠানে ছেলেমেয়েরা তাদেরকে সুন্দরভাবে প্রদর্শনের জন্য বিউটি পার্লারের দ্বারস্থ হয়ে থাকেন। 

 

বিউটি পার্লার ব্যবসার সাথে আর কি কি ব্যবসা করা যায় ?

 

বিউটি পার্লার ব্যবসার সাথে আপনি চাইলে আরো বহু ধরনের ব্যবসা একই সাথে পরিচালনা করতে পারেন পারেন। 

 

যেহেতু বিউটি পার্লারের সর্বাধিক কাস্টমার মহিলা বা মেয়ে মানুষ হয়ে থাকে আপনি চাইলে মেয়েদের ব্যবহৃত সকল প্রকার প্রসাধনী সামগ্রী আপনার বিউটি পার্লারে বিক্রি করতে পারেন। তাছাড়াও বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা জিনিসপত্র বিক্রি করতে পারেন।

 

সাধারণত বিউটি পার্লারে  ব্যবসার পাশাপাশি যে সকল জিনিস গুলো বিক্রি করতে পারেন তা হলো নিম্নরুপ:

  • মহিলাদের প্রাইভেট পোশাক
  • স্যানিটারি ন্যাপকিন
  • বিভিন্ন কসমেটিকস প্রসাধনী
  • বাচ্চাদের খেলনা ইত্যাদি 

 

জিজ্ঞাসিত প্রশ্ন

 

মেকআপ পার্লার ব্যবসা কোথায় করা যায় ?

উত্তর: গ্রাম ও শহরের যে কোন জায়গায় বিউটি পার্লার ব্যবসা করা যায়।

বিউটি পার্লার তৈরি করতে কত বড় জায়গা প্রয়োজন ?

উত্তর: ১০/১০ ফিটের একটি ঘর লাগবে বিউটি পার্লার ব্যবসা করতে ।

বিউটি পার্লার ব্যবসা করতে কত টাকা মূলধন লাগে?

উত্তর: সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে বিউটি পার্লার ব্যবসা শুরু করা সম্ভব। তবে এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কত টাকা মূলধন বিনিয়োগ করে বিউটি পার্লার ব্যবসাটি শুরু করতে চান।

বিউটি পার্লার ব্যবসায় লাভ কেমন?

উত্তর: অন্যান্য ব্যবসার তুলনায় বিউটি পার্লার ব্যবসায় লাভের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। প্রতিমাসে কমপক্ষে ৩০,০০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব যেকোনো ছোট বিউটি পার্লার ব্যবসায়।

 

পরিশেষে

আজকের এই আর্টিকেল আমরা বিউটি পার্লার সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। 

 

আজকের এই আর্টিকেলের কোন অংশ আপনার ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। 

 

পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর আর্টিকেল পেতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ ।

 

আরো পড়ুন ,,



By Saifur Rahman Arif

আমি মোহাম্মাদ সাইফুর রহমান আরিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ব্যবস্থাপনা বিভাগের ছাত্র । ব্যবস্থাপনার একজন ছাত্র হলেও বর্তমানে কিছুদিন যাবৎ আমি অনলাইনে লিখালিখি কাজের সাথে যুক্ত রয়েছি । এবং Goafta.com সাইটটির একজন আর্টিকেল রাইটার হিসাবে কাজ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *