বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ও বাংলায়

বন্ধুরা আপনারা অনেকেই বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য জানতে চেয়েছেন আবার অনেকে বাংলাদেশ সম্পর্কে ৩ টি বাক্য ইংরেজিতেও জানতে চেয়েছেন । আজকের এই আর্টিকেলটি বা লেখাটি মনোযোগসহকারে পড়লে আপনি প্রিয় বাংলাদেশ সম্পর্কে ১০টি বাক্য বাংলা ও ইংরেজিতে অনায়াসে বলতে ও লিখতে পারবেন । এছাড়া বাংলাদেশ সম্পর্কে প্রায় সময় বিভিন্ন চাকরির ইন্টারভিউতে জানতে চাওয়া হয় । তাই বাংলাদেশ সম্পর্কে ৩,৫ বা ১০টি বাক্য যদি জানা থাকে তাহলে চাকরিটি নিজের করে পেতে আপনার জন্য সহজ হবে ।

তাহলে চলুন বন্ধুুরা দেখে নেওয়া যাক খুবই গুরুত্বপূর্ণ সহজ বাংলা ও ইংরেজিতে বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য  ।

 

বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে।

১. ১৯৭১ সালে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভেীম দেশ হিসাবে বিশ্বে প্রতিষ্টিত হয় = In 1971, Bangladesh was established as an independent and sovereign country in the world .

২. বাংলাদেশের সাংবিধানিক নাম হলো ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ = The constitutional name of Bangladesh is: The People’s Republic of Bangladesh .

৩. ‍বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় অষ্টম = Bangladesh is the eighth most populous country in the world .

৪. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬কোটি ৫১লাখ ৫৮হাজার ৬১৬ জন = According to the sixth census and household census, the current population of Bangladesh is about 16 million 51 lakh 58 thousand 616 people.

৫. বৈচিত্র্যময় ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ =  Our Bangladesh is a country of diverse six seasons . 

৬. বাংলাদেশ হলো ধানের , গানের , কবির ও বীরের দেশ = Bangladesh is the land of rice, songs, poets and heroes .

৭. বাংলাদেশের ৯০% মানুষ মুসলিম ধর্মালম্বী অনুসারী = 90% people of Bangladesh are Muslim followers .

৮. বাংলাদেশের পশ্চিম , উত্তর এবং পূর্ব দিকের সীমান্তে রয়েছে বিশাল ভারত , দক্ষিণ -পূর্ব সীমান্তে মায়ানমার এবং দক্ষিণ উপকূলের দিকে অবস্থিত বঙ্গোপসাগর = Bangladesh is bordered on the western, northern and eastern sides by Greater India, Myanmar on the southeastern border and the Bay of Bengal on the southern coast.

৯. বাংলাদেশের আয়তন হলো ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার = The area of ​​Bangladesh is 1 lakh 47 thousand 570 square kilometers . 

১০. বাংলাদেশের জাতীয় সংগীত হলো ঃ আমার সোনার বাংলা ( রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর ) = The national anthem of Bangladesh is: Amar Sonar Bangla (composed by Rabindranath Tagore) .

 

বাংলাদেশ সম্পর্কে ৩ টি বাক্য ইংরেজিতে

যদিও বাংলাদেশ সম্পর্কে ১০টি বাংলা ও ইংরেজি বাক্য উপরে দেওয়া হলো তবে আপনাদের সুবিধার্তে আরো ৩টি বাংলাদেশে সম্পর্কে ইংরেজি বাক্য দেওয়া হলো ।

 

১. Bangladesh was once a British colony and gained independence from Pakistan in 1971.

২. Bangladesh’s neighbouring countries are India and Myanmar .

৩. Bangladesh’s position in the world in terms of size – 94th .

 

নিজের মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে এই বাক্যগুলো ভালোভাবে মুখস্ত করার চেষ্টা করুন । এবং ছোট ভাই – বোনের সাথে চর্চা করুন । বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্যগুলো বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে বলতে পারলে আশা করা যায় অন্যদের চেয়ে চাকরি প্রার্থী হিসাবে আপনি এগিয়ে থাকবেন ।

চাকরি ছাড়াও বাংলাদেশকে নিয়ে কথা বলতে প্রায় সময় আপনার এই বাক্যগুলোর প্রয়োজন হবে । এছাড়াও অন্তত বাংলাদেশ সম্পর্কে ৩ টি বাক্য ইংরেজিতে সাবলীলভাবে বলতে পারলে আপনি সব জায়গায় এগিয়ে থাকবেন । 

আমাদের আজকের বাংলাদেশকে নিয়ে লেখা পোষ্টটি আপনার ভালো লাগলে তা কমেন্ট করে জানাবেন । আপনাদের এক একটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা । এছাড়াও নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ

 

আরো পড়ুন

➡️ সুন্দরবন সম্পর্কে ১০টি বাক্য ।

➡️Biwta এর  কাজ কি ?

➡️কম্পিউটার অপারেটরের কাজ কি ?

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

One thought on “বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ও বাংলায় [ চাকরি টিপস ]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *