বহুমুখী সমবায় সমিতি কি ?
একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য কোনো সমবায় সমিতি গঠিত হলে তাকে বহুমুখী সমবায় সমিতি বলে । অন্যান্য সমিতিসমূহের ক্ষেত্রে উদ্দেশ্য সীমিত হলেও এক্ষেত্রে অনেক ধরনের উদ্দেশ্যার্জনের চেষ্টা করা হয়। কোনো সমবায় সমিতি উৎপাদন, ক্রয়-বিক্রয়, ঋণদান ইত্যাদি বিভিন্নমুখী উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হতে পারে । একে বহু উদ্দেশক সমবায় সমিতিও বলা হয়। আমাদের দেশে অধিকাংশ সমবায় সমিতিই বহুমুখী সমবায় সমিতি হিসেবে গঠিত ও পরিচালিত হতে দেখা যায় ।
উৎপাদক সমবায় সমিতি
সমশ্রেণির উৎপাদকগণ স্বীয় অর্থনৈতিক কল্যাণের জন্য সমবায় সমিতি গঠন করলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে ।
ক্ষুদ্র উৎপাদনকারীরা কাঁচামাল সংগ্রহে, উৎপাদিত সামগ্রী বিক্রয়ে, মূলধন সংস্থান বা ঋণগ্রহণে মধ্যস্বত্বভোগীদের দ্বারস্থ হয় এবং একপর্যায়ে তাদের হাতে জিম্মী হয়ে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণে সমবায় সংগঠন তাদের সম্মিলিতভাবে ক্রয় ও বিক্রয়ে এবং সমবায় থেকে ঋণলাভে সক্ষম করে। যে কারণে মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষায় উৎপাদক সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
উৎপাদক সমবায় সমিতি
উত্তর : সমশ্রেণির উৎপাদকগণ স্বীয় অর্থনৈতিক কল্যাণের জন্য সমবায় সমিতি গঠন করলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে ।
একই এলাকার সমশ্রেণির উৎপাদকগণের মধ্যে সুসম্পর্ক প্রত্যেকের স্বার্থেই প্রয়োজন । এক্যবদ্ধ হলেই সম্মিলিতভাবে গড়া সমবায় প্রতিষ্ঠানকে তারা নিজেদের উৎপাদনের স্বার্থে কাজে লাগাতে পারে। মধ্যস্বত্বভোগী ও স্বার্থবিরোধী পক্ষের বিরুদ্ধে সম্মিলিত প্রয়াস নেয়া যায়। সরকারসহ বিভিন্ন পক্ষের সহায়তা গ্রহণ সহজ হয় । যে কারণে উৎপাদকদের নিকট এরূপ সমিতি জনপ্রিয় ।
ভোক্তা সমবায় সমিতি বলতে কী বুঝায়?
ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি গঠনপূর্বক সমবায় বিপণি স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে । এতে একদিকে যেমনি ন্যায্যমূল্যে উন্নতমানের সামগ্রী সংগ্রহ করা যায় অন্যদিকে এ বিপণি হতে অর্জিত মুনাফাও তারা নিয়মানুযায়ী ক্রয় অনুপাতে নিজেরা ভোগ করতে পারে ।
আরো পড়ুন :
➡️ বায়িং হাউজ ব্যবসার আইডিয়া ।
➡️১০টি সেরা কৃষি ব্যবসার আইডিয়া ।
নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।