বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য বাংলা ও ইরেজিতে বলার উপায়

বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য জানতে চেয়েছেন।বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তিনি আমাদেরকে উপহার দিয়েছেন একটি দেশ,একটি মানচিত্র । বাংলাদেশের ইতিহাসে তিনি এত বেশি অবদান রেখেছেন যে ,বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য খুবই তুচ্ছ হবে।

তবে বঙ্গবন্ধু সম্পর্কে এই দশটি বাক্য আপনার যেকোনো সময় কাজে লাগতে পারে। বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বঙ্গবন্ধু সম্পর্কে বেশ কিছু প্রশ্ন রেখে থাকে । আপনার যদি বঙ্গবন্ধু সম্পর্কে কমপক্ষে দশটি বাক্য জানা থাকে তাহলে আপনি বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইউনিভার্সিটির পরীক্ষায় উত্তর দিতে পারবেন।

তাহলে চলুন বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজি ও বাংলাতে জেনে নেয়া যাক: 

 

বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য বাংলা ও ইরেজিতে বলার উপায়

 

১. বঙ্গবন্ধু বলতে বোঝানো হয় শেখ মুজিবুর রহমানকে। তিনি জন্মগ্রহণ করেন ১৯২০ সালের ১৭ই মার্চ = Bangabandhu means Sheikh Mujibur Rahman. He was born on 17 March 1920 .

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন = Bangabandhu Sheikh Mujibur Rahman was born in Tungipara village of Gopalganj district of Bangladesh.

৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতির পিতা বা জাতির জনক বলা হয় = Bangabandhu Sheikh Mujibur Rahman is called the father of the nation of Bangladesh.

৪. বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান= The first president of Bangladesh was Bangabandhu Sheikh Mujibur Rahman.

৫. বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার ভূমিকা ছিল অনেক = He had many roles as the first president of Bangladesh and one of the political figures of South Asia.

 

৬. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন  = Bangabandhu Sheikh Mujibur Rahman played the most important role as the central figure behind the Bangladesh Independence Movement and the Bangladesh Liberation War in 1971.

 

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই  মার্চের ঐতিহাসিক ভাষণ বাংলার মানুষকে দারুণভাবে উদ্বুদ্ধ করে = Bangabandhu Sheikh Mujibur Rahman’s historic speech on 7th March greatly inspired the people of Bengal.

৮. বাংলার জনগণের কাছে বঙ্গবন্ধু” শেখ মুজিব” ও” শেখ সাহেব” পরিচিত ছিল = Bangabandhu was known as “Sheikh Mujib” and “Sheikh Sahib” to the people of Bengal.

৯. বর্তমান আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা =The current President of Awami League and the current Prime Minister of Bangladesh is Sheikh Hasina, daughter of Sheikh Mujibur Rahman.

 

১০. ১৫ই আগস্ট ১৯৭৫ সাল রাতে বিপথগামী সেনা সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিঃসংশ ভাবে হত্যা করে = On the night of August 15, 1975, Bangabandhu Sheikh Mujibur Rahman was mercilessly killed by misguided army personnel.

 

জিজ্ঞাসিত প্রশ্ন ও FAQ

শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: শেখ মুজিবুর রহমান ১৭ই মার্চ ১৯২০ সালে জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টঙ্গী পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের সর্বপ্রথম কে রাষ্ট্রপতি ছিলেন?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন।

বঙ্গবন্ধু কত সালে মৃত্যুবরণ করেন?

৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু মৃত্যুবরণ করেন।

 

পরিশেষ – Finally

আমাদের আজকের “ বঙ্গবন্ধু সম্পর্কে ১০টি বাক্য “ সংক্রান্ত ব্লগ পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন নাহ । এছাড়াও নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ

 

আরো পড়ুন : 

➡️সুন্দরবন সম্পর্কে ১০টি বাক্য ।

➡️বাংলাদেশ সম্পর্কে ১০টি বাক্য ।

➡️নিজের সম্পর্কে ১০টি বাক্য ।

By Saifur Rahman Arif

আমি মোহাম্মাদ সাইফুর রহমান আরিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ব্যবস্থাপনা বিভাগের ছাত্র । ব্যবস্থাপনার একজন ছাত্র হলেও বর্তমানে কিছুদিন যাবৎ আমি অনলাইনে লিখালিখি কাজের সাথে যুক্ত রয়েছি । এবং Goafta.com সাইটটির একজন আর্টিকেল রাইটার হিসাবে কাজ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *