ফায়ারম্যান ও ফায়ার ফাইটার এর কাজ কি বেতন কত কি যোগ্যতা দরকার

একজন ফায়ার ম্যান অথবা ফায়ার ফাইটার এর কাজ কি – একজন ফায়ারম্যান অথবা ফায়ার ফাইটারের প্রাথমিক কাজ হল তার দায়িত্বরত এরিয়ার মধ্যে কোথাও আগুন লাগলে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস টিম ও আগুন নেভানোর উপকরণ নিয়ে সেখানে দ্রুত পৌঁছানো । এবং যত দ্রুত সম্ভব আগুন নেভানো ও আগুনের মধ্যে আটকে পড়া মানুষ ও তাদের সম্পত্তিগুলো উদ্ধার বা রক্ষা করা । আগুন ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফায়ার ফাইটার অথবা ফায়ারম্যানরা উদ্ধারকাজে অংশ নেয় । 

কিছুদিন আগে ২৪ জানুয়ারি ২০২১ সালের দিকে ফায়ারম্যান পদের নাম পরিবর্তন করে ফায়ার ফাইটার করা হয় । ফায়ার সার্ভিস বা বাংলাদেশ দমকল বাহিনী হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি জরুরী গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান । 

এই প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম জনগণের সেবা করায় নিয়োজিত ।  সরকারি সেবামূলক প্রতিষ্ঠান এই ফায়ার ফাইটারের কাজ হল আগুন নেভানো ,  অগ্নি প্রতিরোধে সচেতন করা ,  সংকটময় সময়ে উদ্ধার কাজে এগিয়ে আসা,সাইক্লোন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়,বন্যার পানিতে ডুবে যাওয়া ও আহত হওয়া মানুষজনকে উদ্ধার করা, চিকিৎসা প্রদান করা, আহত রোগীদের হাসপাতালে প্রেরন করা এবং দেশি-বিদেশি অতিথি ও ভিআইপিদের অগ্নি নিরাপত্তা দেওয়া । 

 

ফায়ার ফাইটার কাজের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ?

বেসরকারি প্রতিষ্ঠানে একজন ফায়ার ফাইটার বা ফায়ারম্যান হিসেবে কাজ করতে চাইলে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট প্রয়োজন হবে । তবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হলে শিক্ষাগত যোগ্যতা বিষয়টি শিথিল করা হতে পারে ।

 

ফায়ার ফাইটার কাজের জন্য কেমন শারীরিক যোগ্যতা প্রয়োজন ?

  • উচ্চতা : পুরুষ= ৫ফুট ৬ ইঞ্চি ( সর্বনিম্ন ) , মহিলা = ৫ফুট ২ ইঞ্চি ( সর্বনিম্ন )
  • বুকের মাপ : ৩২  ইঞ্চি  ( সর্বনিম্ন ) , মহিলা =  ৩০ ইঞ্চি ( সর্বনিম্ন )
  • অবিবাহিত ও ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারি হতে হবে ।

 

ফায়ার সার্ভিস এর স্লোগান 

ফায়ার ফাইটাররা ” গতি,  সেবা এবং ত্যাগ “ এই তিনটি মূলমন্ত্রকে সামনে রেখে আগুনকে প্রতিরোধ ও নির্বাপন করে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে আসছে ।  যার ফলে ফায়ার ফাইটার বা ফায়ার সার্ভিস বাহিনীকে ‘ দ্য লাইফ সেভিং ফোর্স ‘  বাহিনীও বলা হয় ।

 

ফায়ারম্যান এর বেতন কত ?

একজন পুরুষ ফায়ার ফাইটার এর বেতন স্কেল প্রায় ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা র্পযন্ত  হয়ে থাকে । এবং এটি হল ফায়ার ফাইটার ১৭ তম গ্রেডের বেতন স্কেল । 

ফায়ার ফাইটার বা ফায়ারম্যান এর কাজে শিক্ষাগত যোগ্যতার উপর বেতন পরিবর্তন হয়ে থাকে ।  ইন্টারনেট থেকে পাওয়া তথ্যমতে ২০২২ সালের সর্বনিম্ন ফায়ার ফাইটার এর বেতন ৫হাজার ৭২৮টিএল । অন্যদিকে সর্বোচ্চ ফায়ারফাইটারের বেতন ৫ হাজার ৯৪৯ টিএল ।

ফায়ার ফাইটার এবং ফায়ারম্যানদের জন্য বেতনের বাইরে ৪ ইউনিট রেশন ও দেশ-বিদেশে প্রশিক্ষণের সুযোগ সুবিধা রয়েছে । 

 

ফায়ার এক্সটিংগুইশার কি ?

ফায়ার এক্সটিংগুইশার কি
ফায়ার এক্সটিংগুইশার কি

 

ফায়ার এক্সটিংগুইশার হল আগুন নেভানোর বা প্রতিরোধের জন্য একটি গুরুত্বপূর্ণ যন্ত্র ।  আগুন লাগার শুরুর দিকে এই ফায়ার এক্সটিংগুইশার যন্ত্রটি ব্যবহার করা হয় ।  যাতে আগুনটি চারপাশে ছড়িয়ে না পড়ে এবং বড় না হয়ে যায় । আমরা প্রায় সময়ই এই ধরনের ফায়ার এক্সটিংগুইশার বিভিন্ন হাসপাতাল ,  অফিস-আদালত ,  এবং আবাসিক এরিয়াতে দেখতে পাই । ফায়ার এক্সটিংগুইশার প্রধানত চার ধরনের হয়ে থাকে যেমন : ক্লাস এ ,  ক্লাস বি ,  ক্লাস সি ,  ক্লাস ডি । 

 

ফায়ারম্যান কাকে বলে ? 

ফায়ার সার্ভিসের কর্মী ফায়ার ফাইটারদের দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে ।  অনেকে ফায়ার ফাইটারদের ফায়ারম্যান বলে সম্বোধন করে,  আবার অনেকে দমকল বাহিনী, সেফটি পারসন, ফায়ার অপারেটর, ফায়ার পারসন ইত্যাদি বলে সম্বোধন করে থাকে ।

 

তবে নাম শুনে আলাদা আলাদা মনে হলেও ফায়ারম্যান ,  ফায়ার ফাইটার ,  দমকল বাহিনী ,  সেফটি পারসন ,  ফায়ার অপারেটর সকলের কাজ কিন্তু একটিই এবং তা হল আগুন নেভানো ও জনগণের যে কোন দুর্যোগে এগিয়ে এসে জান – মাল রক্ষা করা ।

 

ফায়ারম্যান এবং ফায়ার ফাইটার এর কাজ কি ? 

যেকোনো কাজে যুক্ত হওয়ার পূর্বে আমাদের জেনে নেওয়া উচিত কাজটি কি ? তাহলে সবার জন্য মানসিক ও শারীরিকভাবে নিজেদের প্রস্তুত রাখতে সহজ হয় । সাধারণত দুই প্রকারের ফায়ারম্যান বা ফায়ার ফাইটার দেখা যায় যেমন :  বেসরকারি সংস্থায় কর্মরত স্টাফ ও নিরাপত্তা রক্ষী বাহিনী ফায়ারম্যান । অন্যদিকে সরকারি দপ্তরে কর্মরত ফায়ারম্যান যারা নির্দিষ্ট জেলা – উপজেলায় জনগণের সুরক্ষার দায়িত্বে নিয়োজিত থাকে । 

 

ফায়ারম্যান এবং ফায়ার ফাইটারদের কাজ হলো মূলত  আগুন নেভানো এবং জরুরী দুর্যোগ অবস্থায় জনগণের জান ও মালের উদ্ধার করা ও সুরক্ষা দেওয়া ।

 

পরিশেষে – Finally 

ফায়ারম্যান , ফায়ার ফাইটার , দমকল বাহিনী বা ফায়ার সার্ভিস আমাদের জান – মাল রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্টান ।  এখানে দেশ প্রেমের সাথে কাজ করতে হয় কারণ আমরা প্রায় সময় দেখতে পাই এখানে ডিউটির সময় ছাড়াও কাজ করতে হয় । বিভিন্ন প্রকৃতিক র্দুযোগেও ফায়ারম্যান – ফায়ার ফাইটারদের এগিয়ে আসতে হয় । 

 

গভীররাতে কল-কারখানা , হাসপাতালে আগুন লাগলেও সাথে সাথে ছুটে আসতে হয় । তাই এই পেশায় যুক্ত হওয়ার পূর্বে ভেবে নিন আপনার মধ্যে সে পরিমাণ এনার্জি ও ইচ্ছা রয়েছে কিনা । যদি আপনি মনে করেন অন্যের উপকার করেই মনে প্রশান্তি পাওয়া যায় তাহলে আপনি এই কাজে যুক্ত হতে পারেন । 

 

এই চাকরি করে হয়তো আপনি মিলিয়নার বা বিলিয়ানার হতে পারবেন নাহ কিন্তু আপনি মানুষের কষ্টের মুহূর্তে আল্লাহ তায়ালার উসিলায় জান – মালের নিরাপত্তা দিয়ে পাশে থাকতে পারবেন । 

 

আমাদের আজকের লেখাটি আপনার কাছে ভালো লাগলে সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন ।  ফলো করতে পারেন আমাদের ফেসবুকে । ধন্যবাদ 

 

আরো পড়ুন : 

➡️ সেলস পিপ্রেজেন্টেটিভ এর কাজ কি ?

➡️ সেলস অফিসারের কাজ কি ?

➡️ টেরিটরি সেলস অফিসারের কাজ কি ? 

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *