প্রত্যক্ষ সেবার ধারণা

গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে । মুনাফা অর্জনের উদ্দেশ্যে এরূপ কাজ বা সুবিধাকে বিক্রয়ের জন্য উপস্থাপন করা নিঃসন্দেহে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ বিক্রয়ের ক্ষেত্রে তা যেভাবে দৃশ্যমান থাকে এবং মালিকানা হস্তান্তরিত হয় সেবার বেলায় তাকে সেভাবে সংজ্ঞায়িত করা যায় না । এক্ষেত্রে গ্রাহক সেবা পেয়েই উপকৃত, তৃপ্ত বা সন্তুষ্ট হয় । পণ্যের মতো সে এটাকে অন্যত্র নিয়ে বিক্রয় করতে বা মালিকানা হস্তান্তর করতে পারে না ।

একজন ছাত্র ১০ টাকা দিয়ে বাসে চড়ে কলেজে এলো । সে ১০ টাকার বিনিময়ে উপকার বা সুবিধা লাভ অনেক টাকা খরচ হলো । হাসপাতাল কী দিয়েছে? উত্তর হলো সেবা । সেলুনে গেলে ক্ষৌরকর্মী করছে । এক্ষেত্রে বাস কোম্পানি সেবা বিক্রেতা । একজন রোগী অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।

চুল কেটে দিল। যদি বেরিয়ে গ্রাহক ভাবে আমাকে কী দিল? তবে উত্তর বেরিয়ে আসবে সেবা । এভাবে মোবাইল ফোন,ইন্টারনেট, হোটেল, বিমান, রেলওয়ে, ব্যাংক, বিমা, পর্যটনসহ হাজারো কোম্পানি সেবা বিক্রয় করে চলেছে। বাংলাদেশের জাতীয় উৎপাদনে সেবাখাতের অবদান ছিল ৫৩.১২% । উক্ত বছরে এ খাতে প্রবৃদ্ধির হার ছিল ৬.২৫%।

প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য-Features of Direct Services

 

গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলে । পণ্যের যেমন কিছু বৈশিষ্ট্য রয়েছে তেমনি প্রত্যক্ষ সেবা ব্যবসায়েরও কিছু বৈশিষ্ট্য লক্ষণীয় । 

বৈশিষ্ট্যসমূহ নিম্নে আলোচনা করা হলো:

১. কাজ বা সুবিধা (Activities or benefits) : প্রত্যক্ষ সেবা হলো কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি যা এর বিক্রেতা ক্রেতাদের নিকট বিক্রয়ের জন্য উপস্থাপন করে । এরূপ সুবিধা বা কাজ প্রদানের জন্য বিক্রেতাকে মূলধনসহ ব্যবসায়ের সকল উপকরণ জোগাড় করতে হয় ।

একটা ক্লিনিক, এটর্নী ফার্ম, অডিট ফার্ম, সিনেমা হল, বাস কোম্পানি, মেরামতি কারখানা, ধোপা, ছুতার এভাবে বড়-ছোট সবাই কাজ, সুবিধা বা তৃপ্তি বিক্রয় করে মূলত মুনাফা অর্জনের প্রয়াস চালায় ।

২. অস্পর্শনীয় প্রকৃতি (Intangible nature) : সেবা অনুভব করা যায় বা এর দ্বারা প্রয়োজন পূরণ হয় । গ্রাহক তৃপ্তি লাভ করে । কিন্তু ক্রয়ের পূর্বে এর স্বাদ, সুবিধা, তৃপ্তি ইত্যাদি স্পর্শ বা ছুঁয়ে দেখে-শুনে নেয়ার সুযোগ কম থাকে । দোকানে যেয়ে একজন শিক্ষার্থী খাতা-কলম কিনে বাসায় নিয়ে মাকে দেখায় । এটা পণ্য ও দৃশ্যমান বস্তু ।

কিন্তু ২০ টাকা খরচ করে রিক্সায় চড়ে বাসায় এসেছে। এক্ষেত্রে সুবিধা পেয়েছে- কিন্তু এ সুবিধাকে স্পর্শনীয় বা দৃশ্যমানভাবে উপস্থাপন ছাত্রের পক্ষে অসম্ভব ।

৩. মালিকানা হস্তান্তরযোগ্য নয় (Ownership not transferable) : সেবা স্পর্শনীয় ও বাস্তব কোনো বস্তু না হওয়ায় এর মালিকানা হস্তান্তরের প্রশ্ন আসে না । একজন ব্যক্তি ম্যাসাজিং সেন্টার (যেখানে অঙ্গসংবাহন বা শরীর মালিশ করা হয়) এ যেয়ে সেবা নিয়ে ৩০০ টাকা দিয়ে আসলো । এক্ষেত্রে সেন্টারের কর্মীর দক্ষতা ও যোগ্যতা বিক্রয় হয়ে যায়নি ।

অর্থাৎ সে তার দক্ষতা ও সেবা আরও অন্য গ্রাহকদেরকেও প্রদান করবে । যা তার থেকে অভিন্ন । আবার যে ব্যক্তিটি সেবা নিলো এতে তার প্রশান্তি এসেছে ঠিক কিন্তু সে তার প্রশান্তি অন্যের কাছে বিক্রয় করতে পারবে না ।

৪. মজুতযোগ্য নয় (Not storable): সেবা মজুতযোগ্য নয় অর্থাৎ সেবা যখনই উৎপাদন হয় তখনই তা ভোগের প্রশ্ন আসে। ভিন্নভাবে বললে বলা যায়, ভোক্তা যখন ভোগের জন্য আসে তখনই সেবা উৎপন্ন বা প্রদানের প্রয়োজন পড়ে। একজন নামকরা শিল্পী গান গাইবে এজন্য টিকেট বিক্রয় হলো।

যে স্বশরীরে গান উপভোগ করতে চায় তাকে গানের সময় সেখানে উপস্থিত থাকতে হবে । বিউটি পার্লারে কর্মীরা সকল ব্যবস্থা নিয়ে বসে আছে । যখনই একজন মেয়ে গেলো তখনই সেবা দেয়ার প্রশ্ন আসছে

৫. গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান (Organization at the nearer to customer): ভোগের কেন্দ্র থেকে অনেক দূরেও পণ্য উৎপন্ন হতে পারে কিন্তু সেবার বেলায় তা সম্ভব নয় । তাই গ্রাহকদের পাশেই সেবাকেন্দ্রসমূহ গড়ে । যানবাহন মেরামত কেন্দ্র বাসস্ট্যান্ড বা এর আশেপাশে গড়ে উঠতে দেখা যায়। বিমান বন্দরের পাশে ওঠে দামি হোটেল ও রেল স্টেশনের পাশে কমমূল্যের হোটেল এ কারণেই গড়ে তোলা হয় । ব্যবসায় কেন্দ্রে ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এ কারণেই গড়ে ওঠে ।

আরো পড়ুন………

➡️হোল্ডিং কোম্পানি কাকে বলে ?

➡️যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য ।

➡️যেীথ মূলধনী ব্যবসা কাকে বলে ?

 

নিয়মিত পড়াশুনার সম্পর্কিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ ।

 

By Saifur Rahman Arif

আমি মোহাম্মাদ সাইফুর রহমান আরিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ব্যবস্থাপনা বিভাগের ছাত্র । ব্যবস্থাপনার একজন ছাত্র হলেও বর্তমানে কিছুদিন যাবৎ আমি অনলাইনে লিখালিখি কাজের সাথে যুক্ত রয়েছি । এবং Goafta.com সাইটটির একজন আর্টিকেল রাইটার হিসাবে কাজ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *