পরিমেল নিয়মাবলী কি ?
কোম্পানির অভ্যন্তরের পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতির দলিলকেই পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি বলে । এটি কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল । এতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় নিয়ম- নীতি বিশদ আকারে লিপিবদ্ধ করা হয় । এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিয়োজিত পরিচালক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ক্ষমতা কর্তৃত্ব ও সম্পর্কের দিক নির্দেশ করে ।
প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বাধ্যতামূলকভাবে এরূপ দলিল তৈরি করতে হয় । তবে পাবলিক লিমিটেড কোম্পানি আইনে উল্লেখ্য পরিমেল নিয়মাবলীর নমুনা তফসিল-১কে তাদের পরিমেল নিয়মাবলী হিসেবে গ্রহণ করতে পারে । সেক্ষেত্রে এই মর্মে একটা সিদ্ধান্ত নিলেই চলে ।
এরূপ দলিলের এবং স্মারকলিপির কোন ধারার মধ্যে বিরোধ দেখা দিলে সেক্ষেত্রে স্মারকলিপির ধারা বহাল হয় এবং পরিমেল নিয়মাবলীতে প্রয়োজনীয় পরিবর্তন আনার প্রয়োজন পড়ে । এরূপ দলিল পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ সভাই বিশেষ প্রস্তাব পাস করতে হয় ।
কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে স্মারকলিপির অনুরূপ পরিমাণ নিয়মাবলীও ন্যূনতম সদস্য সংখ্যা দ্বারা স্বাক্ষর যুক্ত করে কোম্পানি নিবন্ধকের নিকট জমা দিতে হয় ।
পরিমাণ নিয়মাবলী কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বস্তু হলো :
- দৈনন্দিন কার্য পরিচালনা
- পরিচালক সংক্রান্ত নিয়মাবলী
- অন্যান্য কর্মকর্তা বা প্রতিষ্ঠানের নাম ও নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী
- শেয়ার মালিক সংক্রান্ত নিয়ম নীতি
- মূলধন সংক্রান্ত বিষয়াদি
- শেয়ার সংক্রান্ত নিয়ম
- সভা সংক্রান্ত নিয়ম
- হিসাব রক্ষণ ও নিরীক্ষা
- লভ্যাংশ সংক্রান্ত নিয়ম
- কোম্পানির ঋণ গ্রহণের ক্ষমতা ও পদ্ধতি
- কোম্পানির সিলমোহর সংরক্ষণ ও তার ব্যবহার পদ্ধতি
- কোম্পানির সদর সংক্রান্ত নিয়োগ
- তহবিল সৃষ্টি ও তার ব্যবহার পদ্ধতি
পরিশেষে বলা যায় যে , কোম্পানীর অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম-নীতির দলিলকেই পরিমেল নিয়মাবলি বলে ।
নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।
আরো পড়ুন ,,,
➡️যৌথ মূলধনী কোম্পানির মূলধন ধারণা ।
➡️যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য ।
➡️যেীথ মূলধনী ব্যবসা কাকে বলে ?