পত্রিকায় লিখে আয় করার টিপস : – বিশেষ করে আজকের আর্টিকেলে ঘরে বসে কিভাবে পত্রিকায় ব্লগ বা লিখা পাবলিশ করে ইনকাম করা যায় তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ।
বিশেষ করে আমাদের বাংলাদেশের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষিত বেকার যুবকসহ আরো বিভিন্ন পেশার কর্মচারী – কর্মজীবীরা এই বিষয় সর্ম্পকে জানতে আগ্রহী।
আমাদের আজকের এই আর্টিকেলটি মূলত তাদেরকে ঘিরে যারা লেখালেখি করে এবং লেখালেখি করতে পছন্দ করে তাদের জন্য। তারা কিভাবে এই লেখালেখির মাধ্যমে টাকা উপার্জন করতে পারবে সে বিষয়ে বিস্তারিত এই পোস্টে আলোচনা করার চেষ্টা করব।
আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনি কীভাবে লেখালিখি করেই পত্রিকা থেকে এবং আরও বিভিন্ন উপায় অবলম্বন করে টাকা উপার্জন করতে পারেন সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা কিভাবে পত্রিকায় লিখে আয় করা যায় ।
পত্রিকায় লিখে আয় করার নিয়ম সমূহ :
আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন বা পছন্দ করেন তাহলে আপনি এই লিখালিখিকে টার্গেট করতে পারেন । আপনার এই লিখালিখিকে আপনি আপনার প্রফেশন হিসেবে নিতে পারবেন।
কেননা বর্তমানে রাইটারদের অনেক ডিমান্ড রয়েছে। তবে যদি আপনি পত্রিকায় লিখে আয় করতে চান তাহলে আপনাকে বেশ কিছু দক্ষতা অর্জন করতে হবে সেগুলো হলো যেমন :
১/ আপনার টাইপিং স্পিড ভালো হতে হবে ।
২/ নিজের ভেতর সৃজনশীলতা তৈরি করতে হবে ।
৩/ যেকোনো কাজে ভালো করার মন-মানসিকতা রাখতে হবে ।
টাইপিং স্পিড কেন ভালো হতে হবে?
আমরা জানি বর্তমানে যারা পত্রিকায় লেখালেখি করে থাকেন তারা কিন্তু সবাই অনলাইনের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করে থাকেন। তাই আপনি যতই সৃজনশীল হয়ে থাকুন না কেন আপনার টাইপিং স্পিডটা অনেক ভালো হতে হবে।
আপনার টাইপিং স্পিড যদি ভালো না হয় তাহলে সঠিক সময়ের মধ্যে আপনার কাজটি তাদেরকে ডেলিভারি দিতে পারবেন না যার ফলে আপনি এই কাজটি বেশিদিন করতে পারবে না। তাই যদি পত্রিকায় লিখালিখি করি টাকা আয় করতে চান।
তাহলে অনলাইনের মাধ্যমে আপনাকে লেখালেখি করতে হবে এবং লেখালেখির জন্য আপনার টাইপিং স্পিড খুবই জরুরী একটি বিষয়। তাই পত্রিকায় লিখে আয় করতে হলে দক্ষতার সাথে বাংলা, ইংরেজি ভালোভাবে স্পিডে টাইপিং করা শিখতে হবে।
টাইপিং স্পিড কিভাবে বাড়ানো যায় তা সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি মনোযোগসহকারে দেখুন ।
সৃজনশীল জ্ঞান রাখতে হবে
পত্রিকায় যখন আপনি যেকোনো নিউজ করবেন সেটাকে আপনার নিজের মত করে গদবাধাভাবে লিখলেই হবে না। আপনাকে এমনভাবে সে নিউজ বা খবরটি করতে হবে যেন সেই নিউজে সঠিক তথ্য উপাত্তগুলো সুন্দরভাবে গোছানো থাকে, যাতে করে পাঠকগণ নিউজটি সম্পূর্ণ পড়তে আগ্রহ দেখায়।
তাই পত্রিকায় লেখালেখি করতে হলে অবশ্যই সৃজনশীল জ্ঞানের অধিকারী হতে হবে ।
কেননা যেকোনো বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করা থেকে শুরু করে সঠিক তথ্য – উপাত্ত বিশ্লেষণ করে আপনাকে নিউজ করতে হবে। আর এই সৃজনশীলতা তৈরী হবে নিয়মিত লিখালিখি কাজ করার মাধ্যমেই ।
আরো পড়ুন ,
আপনি যদি এইভাবে সুন্দর করে গুছিয়ে নিউজ করতে পারেন তাহলে নিউজ পোর্টাল কোম্পানিগুলো আপনার প্রতি আস্থাশীল হয়ে উঠবে। সেই জন্য অবশ্যই পত্রিকায় লেখালেখি করে অর্থ উপার্জন করতে চাইলে সৃজনশীল জ্ঞান থাকা আবশ্যক।
কাজে ভালো করার মন মানসিকতা তৈরি করুন
বর্তমান প্রতিযোগিতাপূর্ণ এই সময়ে কেউ কারো থেকে পিছিয়ে নেই। প্রতিনিয়ত সবাই চাচ্ছে সবাইকে ছাড়িয়ে যেতে। আর সবচেয়ে বেশি প্রতিযোগিতা দেখা যায় নিউজ সাইটগুলোর মধ্যে।
তাই আপনি যদি কোন পত্রিকায় কাজ করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেই কোম্পানিতে ভালো মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
আপনি যখন একটি পত্রিকার জন্য একটি নিউজ তৈরি করবেন সেই নিউজটা যেন অনেক ভালো হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে । যদিও প্রথমদিকে তেমন একটা ভালো হওয়ার সম্ভাবনা নেই।
কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে যে নিউজ সাইটের জন্য লিখবেন সে লেখাটা যেন সকল গুরুত্বপূর্ণ তথ্য ও সঠিকভাবে বিশ্লেষণ করে লিখার চেষ্টা করবেন। চেষ্টা করতে করতে আপনি একসময় অবশ্যই সফল হবেন।
অনলাইনে পত্রিকায় লিখে আয় করার কাজ কিভাবে পাবেন?
সাধারণত আপনার যদি উপরিউক্ত গুনগুলো থেকে থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে পত্রিকায় লিখে আয় করার জন্য এখন প্রস্তুত রয়েছেন।
কারণ বর্তমানে আমরা বসবাস করছি ইন্টারনেটের প্রযুক্তিময় ডিজিটাল যুগে। তাই আপনি চাইলে তাদের কোম্পানিগুলোতে সরাসরি না গিয়ে অনলাইনের মাধ্যমে পত্রিকার নিউজ সাইটগুলোতে লেখালেখি করতে পারবেন।
অনলাইনের মাধ্যমে পত্রিকায় লিখে আয় করার জন্য আপনার কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস প্রয়োজন হবে ।
সেগুলো হলো আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে পাশাপাশি উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট কানেকশন রাখতে হবে।
বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলোর সাথে এখন আপনাকে পরিচয় করিয়ে দিব । যে ওয়েবসাইটগুলোতে আপনি নিউজ লিখে অর্থ উপার্জন করতে পারবেন সেগুলো নিম্নরূপ:
- প্রথম আলো
- জাগো নিউজ
- দৈনিক আজাদী
- দৈনিক যুগান্তর
- আমার সংবাদ
আপনি চাইলে এই ওয়েবসাইটগুলোর মধ্যে প্রবেশ করে তাদের কন্টাক্ট নাম্বারে বা ইমেইল করে তাদের সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে কি কাজ করতে চাই সেগুলো তাদেরকে জানাবেন।
তাছাড়া বিভিন্ন সময় অনলাইনে নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে তখন আপনি চাইলে সরাসরি তাদের অফিসে গিয়ে রিক্রুটমেন্ট অনুযায়ী আপনার সিভি জমা দিবেন। পরবর্তী তারা আপনাকে জাস্টিফাই করার পর বিবেচনা করে জানাবে।
লেখালেখি করে আয় করার ভিন্ন মাধ্যম
বর্তমানে লেখালেখি করে আয় করার অনেক মাধ্যম রয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হলো ব্লগিং। বর্তমানে অনলাইন থেকে আয় করার সবচেয়ে বেশি জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন একটি পেশা হয়ে দাঁড়িয়েছে ব্লগিং।
আপনি বাংলা – ইংরেজি যে কোন ভাষায় বিভিন্ন ধরনের টপিকের উপর লিখা লিখি করে মাসে অনেক টাকা আয় করতে পারবেন ব্লগিং করে।
এবং আমাদের বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কর্মচারী ও কর্মজীবীরা তাদের অবসর সময়টুকুকে কাজে লাগিয়ে অনলাইনে লেখালেখি ও পত্রিকায় লিখে আয় করছে।
ধরুন , আপনি এখন আমার এই পত্রিকায় লিখে আয় করার আর্টিকেলটি পড়ছেন। এই আর্টিকেলটি কিন্তু কোন না কোন একজন রাইটার দ্বারা লিখা হয়েছে। এবং এই লেখাটির কারণে সে রাইটার তার নির্দিষ্ট একটি পারিশ্রমিক নিয়েছে ওয়েবসাইটের মালিক থেকে।
ব্লগ লিখে আয় ২০২২
ব্লগিং বলতে মূলত ওয়েবসাইটে মধ্যে যেকোনো ধরনের বাংলা – ইংরেজি আর্টিকেল গুলোকেই বলা হয়ে থাকে। আপনি যদি অনলাইনে লিখালিখি অথবা ব্লগিং করে ঘরে বসে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনার কিছু স্টেপ ফলো করতে হবে ।
ব্লগ লিখে আয় করতে হলে কি কি করতে হবে ?
- সর্বপ্রথমন একটা ইন্টারনেট কানেকশনযুক্ত স্মার্টফোন বা কম্পিউটারের প্রয়োজন হবে ।
- অবশ্যই একটি ব্লগ ওয়েবসাইট প্রয়োজন হবে যেখানে আপনার লিখা ব্লগগুলো পাবলিশ করবেন ।
- আপনাকে এসইও ( SEO = Search Engine Optimization ) এর কাজ শিখতে হবে ।
- ব্লগকে মনিটাইজ করে তারপরও ইনকাম করতে পারবেন ।
আপনি চাইলে বিভিন্ন ওয়েবডেভলপারকে দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন অথবা ইউটিউব থেকে শিখেও আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন । সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু জানতে হবে এবং বুঝতে হবে।
অন্যদিকে আপনি যদি এতো ঝামেলা পোহাতে না চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন , আমরা স্বল্প মূল্যে ব্লগ ওয়েবসাইট তৈরী করে দিয়ে থাকি ।
আপনার ব্লগ সাইটটি তৈরি হওয়ার পরে সেখানে নিয়মিত আপনার যে বিষয়ের উপর দক্ষতা – ধারণা ও জ্ঞান রয়েছে আপনি সে বিষয়ের উপর বিভিন্ন ধরনের তথ্যবহুল আলোচনা করে আর্টিকেলগুলো ওয়েবসাইটে পাবলিশ করবেন।
আস্তে আস্তে আপনার ওয়েবসাইটটি যখন বড় হবে তখন আপনি বিভিন্ন উপায় অবলম্বন করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
ওয়েবসাইট থেকে কি কি উপায়ে টাকা ইনকাম করা যায় ?
- ব্লগকে বিভিন্ন বিজ্ঞাপন নেটওয়ার্কের সাথে মনিটাইজ করে ।
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে ।
- প্রোডাক্ট বিক্রি করে ।
- ব্রান্ড প্রমোশন করে দিয়ে ।
- ব্যাকলিংক বিক্রি করে ইত্যাদি ।
আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট সমূহ
আপনি যদি সরাসরি ব্লগিং করতে না চান অথবা বিভিন্ন নিউজ পোর্টালে যদি লিখতে না চান । যদি আপনি এই ব্যাপারগুলোকে ঝামেলা মনে করেন তাহলে আপনার জন্য সহজ উপায় হলো অন্যের ওয়েবসাইটে লেখালেখি করে আয় করার সুযোগ রয়েছে।
বাংলা – ইংরেজি যে কোন ভাষায় অন্যের ওয়েবসাইটে লেখালেখি করে আয় করতে পারবেন। এই ধরনের অসংখ্য জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে আমাদের বাংলাদেশে।
সেই ওয়েবসাইটগুলো আপনাকে প্রতিটি আর্টিকেলের জন্য নির্দিষ্ট একটি টাকা সম্মানী দেবে। যেমন ধরুন একটি ১০০০ শব্দের পোস্ট লিখলে আপনাকে তারা ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দেবে বা এরচেয়েও বেশি দিতে পারে । কতটাকা দিবে তা নির্ভর করছে আপনার লেখার কোয়ালিটির ওপর ।
আপনাদের সুবিধার্থে নিচে বেশকিছু বর্তমান সময়ের সেরা ওয়েবসাইট এর নাম দেয়া হলো যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি বাংলা আর্টিকেল লিখে দিয়ে আয় করতে পারবেন ।
বাংলা ব্লগ লিখে টাকা ইনকাম করার সাইটসমূহ :
১/ অর্ডিনারী আইটি
২/ Goafta.com
৩/ টেকটিউনস
৪/ Banglavibe.com
আপনারা চাইলেই এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন।
আর এই ওয়েবসাইটগুলোতে লেখালেখি করে আয় করার সবচেয়ে বড় সুবিধা যেটি হল আপনি প্রতিটি আর্টিকেল অনুযায়ী টাকা পাবেন।
যেমন ধরুন: আপনি একটি আর্টিকেল লিখে দিলে তারা আপনাকে ২৫০ / ৩০০ টাকা পর্যন্ত দিবে। এখন আপনি দিনে যতগুলো আর্টিকেল লিখে দিবেন ঠিক তত বেশি টাকা আয় করতে পারবেন।
আরো দেখুন, টাকা ইনকাম করার বিশ্বস্ত ১৩টি সাইট যেখানে আপনি ব্লগ আর্টিকেল লিখে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ।
আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশ ২০২২
আপনি যদি আর্টিকেল লিখে টাকাটি বা পেমেন্টটি বিকাশের মাধ্যমে নেওয়ার চিন্তা করে থাকেন তাহলে ওপরে দেওয়া সাইটগুলোতে রাইটার হিসাবে কাজ করতে পারেন ।
আমাদের অনেকের কাছে ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে আমরা প্রায় সময় অনলাইনে কেনাকাটা ও পেমেন্ট রিসিভ করতে পারি নাহ । তাই যাদের কাছে এইধরনের পেমেন্ট মেথড নেই তারা ওপরে দেওয়া সাইটগুলোতে কাজ করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন ।
ইংরেজি আর্টিকেল লিখে আয় ২০২২
বাংলার চেয়ে তুলনামূলক ইংরেজী আর্টিকেলে দাম অনেক বেশি হয়ে থাকে । আপনি যদি ইংরেজীতে ভালো দক্ষ হয়ে থাকেন তাহলে ইংরেজি আর্টিকেল লিখে আয় করতে পারবেন ।
আর্টিকেল লেখার কাজ কোথায় পাবো ?
ফাইবার,আপওয়ার্ক,iwriter এর মতো ফ্রিল্যান্সিং ও আউটর্সোসিং মার্কেটপ্লেসগুলাতে এই ধরনের কনটেন্ট রাইটিং কাজ প্রচুর পাওয়া যায় । এবং ভালো প্রাইসও দেওয়া হয় এইসব ওয়েবসাইটগুলোতে ।
ইংরেজি আর্টিকেল লেখার নিয়ম
বাংলার মতো একইভাবে আর্টিকেল লিখতে হবে । অর্থ্যাৎ এখানে শুধুমাত্র ভাষাটা পরিবর্তন হবে । সম্পূর্ণ আর্টিকেলটি কি সম্পর্কে হবে তা প্রথম ১০০ শব্দের মধ্যেই বুঝিয়ে দিতে হবে । অর্থ্যাৎ ইন্ট্রোটা আর্কষণীয় ও তথ্যবহুল হতে হবে যাতে পাঠক শুরুটা পড়েই সম্পূর্ণ আর্টিকেল পড়তে আগ্রহী হয় ।
আর্টিকেল লিখার ফরমেট ২০২২

- শুরুতে সূচনা বা ইন্ট্রো দিতে হবে সম্পূর্ণ আর্টিকেলের ।
- এরপর গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে ।
- আর্টিকেলের শেষে সম্পূর্ণ আর্টিকেলকে সংক্ষেপে রিভিউ করে দিতে হবে ।
শেষকথা – Conclusions
বন্ধুরা আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে কিভাবে আপনারা লিখা লিখি করে আয় করবেন তার সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি ।
কিভাবে আপনি আপনার লেখার দক্ষতাকে কাজে লাগিয়ে ঘরে বসে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালও পত্রিকায় লিখে আয় করতে পারবেন? এবং কিভাবে ব্লগিং করে টাকা আয় করতে পারবেন?
এই সবগুলো আমাদের এই আর্টিকেলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি।
আশা করছি আমাদের এই আর্টিকেলটি যদি সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে অনলাইনে পত্রিকায় লিখে আয় করার এবং অনলাইনে বিভিন্ন উপায় অবলম্বন করে লিখালিখি করে আয় করার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা পেয়েছেন।
আমাদের আজকের পত্রিকায় লিখে আয় করার এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে ভুলবেন না।
এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যবসা ও চাকরি সংক্রান্ত নিয়মিত আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটকে নজরে রাখুন ।
এবং আপনিও যদি পত্রিকায় লিখে আয় করতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন । আমরা প্রতিনিয়ত আমাদের সাইটের জন্য রাইটার নিয়োগ দিয়ে থাকি ।
প্রশ্ন – উত্তর পর্ব :
পত্রিকায় লেখা পাঠালে কি টাকা পাওয়া যায় ?
অবশ্যই , পত্রিকায় লেখা পাঠালে টাকা ইনকাম করা যায় । তবে পত্রিকাগুলো শুরুতে টাকা প্রদান করে নাহ । তাদের সাথে কিছুদিন কাজ করার পরই তারা সম্মানী হিসাবে নিউজ রাইটারদের টাকা দিয়ে থাকে । এছাড়ও পরিচিতি বাড়ানো , পার্সোনাল ব্রান্ডিং , টাকা ইনকাম ইত্যাদি সুবিধা পাওয়া যায় পত্রিকায় নিউজ প্রকাশ করলে ।
লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
লেখালেখি করে আয় করার অন্যতম সেরা একটি ওয়েবসাইট হলো : iwriter.com । এই ওয়েবসাইটে ৪ ধরনের কনটেন্ট রাইটার দেখা যায় । যেমন : 1 / Standard 2/ Premium 3/ Elite 4/Elite Plus ।
এছাড়াও ফাইবার ডটকম , আপওয়ার্ক ডটকম মার্কেপ্লেসে রাইটার হিসাবে কাজ করেও ভালো অর্থ আয় করা যায় ।
I have a zeal for writing.I do not have any experience.If I get any chance to write in your website,I will try to prove myself as worthy one.
A.A.M. MUZAHID
M.A. in ENGLISH(DU)
Thanks For Your Interest . But Now , we are not hiring anyone but if you want to write willingly to gathear experience then you are welcome . And You must write article in Bangla Because We publish article in this website only bangla
আমিও পত্রিকায় লেখালেখি করে আয় করতে চায়। আমি সবে এইচএসসি পরীক্ষা দিয়েছি। ভর্তি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি যদি কিছু আয় করতে পারি তাহলে আমার জন্য একটু ভালো হত।