১৮টি সেরা নতুন ব্যবসার আইডিয়া

নতুন ব্যবসার আইডিয়া মানেই হচ্ছে দ্রুত নিজেকে একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার টেকনিক । এর প্রধান কারণ হচ্ছে নতুন ব্যবসার আইডিয়াগুলো সম্পর্কে অন্য উদ্যোক্তা ও ব্যবসায়ীদের তেমন ধারনা থাকে না ।যার ফলে বিনা প্রতিযোগিতায় মার্কেটে একাই ব্যবসা বাণিজ্য করে যাওয়া যায় ।  এবং ভালো মুনাফা অর্জন করা সম্ভব হয় । এজন্যই সৃজনশীল উদ্যোক্তারা সবসময় নতুন নতুন ব্যবসার আইডিয়ার খোঁজ করে থাকেন । 

 

আজকের আর্টিকেলটিতে আপনাদের সাথে কিছু ছোট এবং মাঝারি ব্যবসার আইডিয়া শেয়ার করব ।  যা আপনি একদম অল্প পুজিতে শুরু করতে পারবেন ।

বাংলাদেশে দিন দিন জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং এতো বিশাল জনসংখ্যার জন্য কর্মসংস্থান তৈরি করা সত্যিই একটা স্বপ্নের ব্যাপার ।  জনসংখ্যা অনুযায়ী যথেষ্ট কর্মসংস্থান না থাকার কারণে কোটি কোটি মানুষ বেকার হয়ে ঘুরছে ।

 

আন্তর্জাতিক শ্রম সংগঠন ( আইএলও ) ২০২১ এর তথ্য মতে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় ৩ কোটি । বিশ্বে বেকারত্ব বাড়ছে এমন ২০টি দেশের তালিকার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২তম ।

 

তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বাংলাদেশের বেকার সমস্যা কতটা জটিল হয়ে উঠেছে ।  আমাদের এই goafta ডটকম ওয়েবসাইটটি আমরা মূলত তৈরি করেছি বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া দিয়ে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার জন্য । 

আমরা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের তরুন তরুনীদের মাঝে উদ্যোক্তার বীজ বপন করে দিতে চায় ।

 

Table of Contents

নতুন ব্যবসার আইডিয়া ২০২৩

১/ ব্লগিং ব্যবসা

২/ অনলাইনে কোচিং / কোর্স ব্যবসা

৩/ খাবার গাড়ি 

৪/ ইউটিউব চ্যানেল 

৫/ সিসি টিভি ইনস্টল করার ব্যবসা

৬/ জিমনেশিয়াম বা ব্যায়ামাগার 

৭/ ডিজিটাল মার্কেটিং বিজনেস 

৮/ স্মার্টফোন মেরামতে ব্যবসা 

৯/ ফুচকা তৈরির ব্যবসা 

১০/ ডিটারজেন্ট পাউডারের ব্যবসা 

১১/ কুরিয়ার সার্ভিস ব্যবসা 

১২/ গাড়ির পার্টস বিক্রির ব্যবসা 

১৩/ বেকারি পণ্যের ব্যবসা 

১৪/ টি – শার্ট প্রিন্টিং ব্যবসা

১৫/ বিউটি পার্লারের ব্যবসা 

১৬/ ফটোগ্রাফি ব্যবসা

১৭/ অ্যাফিলিয়েট মার্কেটিং 

১৮/ ইকর্মাস ব্যবসা

 

তাহলে চলুন বন্ধুরা আজকের নতুন ব্যবসার আইডিয়া আর্টিকেল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক কোন নতুন ব্যবসার আইডিয়াটি আপনার জন্য উপযুক্ত একটি ব্যবসা হতে যাচ্ছে ।

 

১/ ব্লগিং ব্যবসা – Blogging business

ব্লগিং নতুন ব্যবসার আইডিয়া
ব্লগিং নতুন ব্যবসার আইডিয়া

 

ব্লগ হলো এক ধরনের অনলাইন বা ইন্টারনেটভিত্তিক ব্যক্তিগত পত্রিকা ।  একটি ওয়েবসাইটের সাহায্যে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে একটি ব্লগ পরিচালনা করা যেতে পারে ।

 

ব্লগিং ব্যবসা হল আজকের আধুনিক সময়ের অন্যতম একটি নতুন ব্যবসার আইডিয়া ।  ছোট-বড় যে কেউ চাইলেই একটি ইন্টারনেট কানেকশনযুক্ত কম্পিউটার এবং ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং ব্যবসা শুরু করে দিতে পারে ।

 

ব্লগিং মূলত দুটি উপায় অবলম্বন করে করা যায় যেমন : 

 

? ভিডিও ব্লগিং এবং

 

? ওয়েবসাইটে  লিখালিখি করে ব্লগিং করা ।

 

ব্লগিং ব্যবসা কিভাবে শুরু করা যেতে পারে ?

 

? ব্লগিং ব্যবসা শুরু করতে সর্বপ্রথম একটি বিষয় নির্বাচন করতে হবে অর্থাৎ কি বিষয় নিয়ে ব্লগে লেখালেখি করা হবে বা ব্লগটি তৈরি করা হবে তা সিলেক্ট করুন । 

 

?এরপর সে বিষয়ের সাথে আকর্ষণীয় ও মানানসই হয় এমন একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করুন ।

 

? আর্টিকেল লিখার জন্য শুরুতে লো কম্পেটিশন কিওয়ার্ডগুলো সিলেক্ট করুন ।

 

? এরপর সে কি-ওয়ার্ড গুলোর উপরে বিস্তারিতভাবে  এসইও (  SEO ) অপটিমাইজড আর্টিকেল লিখুন । 

 

?আর্টিকেল লিখার পর সেটিকে সার্চ ইঞ্জিনের জন্য On Page SEO  করুন । 

 

? এভাবে নিয়মিত কিছু আর্টিকেল পাবলিশ করার পর কিছুদিন পর পর সাইটের জন্য ব্যাকলিংক তৈরী করতে হবে ।  এর জন্য আপনার ওয়েবসাইটের রিলেটেড বিভিন্ন ব্লগিং সাইটে গেস্ট পোস্ট করতে পারেন এবং বিপরীতে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক নিতে পারেন ।

 

ব্লগিং ব্যবসা শুরু করতে কত টাকা মূলধনের প্রয়োজন হতে পারে ? 

 

ব্লগিং শুরু করতে আনুমানিক ৫ থেকে ১০ হাজার টাকা মূলধনের প্রয়োজন হতে পারে । যদি আপনি ফ্রি রিসোর্স ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে থাকেন । আপনি যদি একদম স্বল্প দামে ওয়েবসাইট তৈরীর সার্ভিস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন । 

এছাড়াও আপনাকে কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশনের জন্য মূলধন বিনিয়োগ করতে হবে ।  এর জন্য আপনার অতিরিক্ত ৩০ থেকে ৫০ হাজার টাকা মূলধন প্রয়োজন হবে ।

 

ব্লগিং ব্যবসা থেকে কেমন ইনকাম হতে পারে ? 

একটি ব্লগিং ব্যবসা থেকে আপনি প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন ।  বিশেষ করে আপনি যদি ইংরেজিতে একটি জনপ্রিয় ব্লগ তৈরী করতে পারেন তাহলে অনায়াসে প্রতিমাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হবে ।

বাংলা ব্লগ সাইটগুলো থেকেও বর্তমানে ভালো অর্থ উপার্জন করা যাচ্ছে ।

 

২/ অনলাইনে কোচিং এবং কোর্স করানো – Online coaching and courses

অনলাইনে কোচিং এবং কোর্স করানোর ব্যবসা
অনলাইনে কোচিং এবং কোর্স করানোর ব্যবসা

 

বর্তমানে নতুন ব্যবসা আইডিয়াগুলোর মধ্যে অন্যতম আরো একটি ব্যবসা হল অনলাইন কোচিং এবং কোর্স বিক্রির ব্যবসা ।  বিশেষ করে আপনি যদি একজন ট্রেইনার বা শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন ।

যেকোনো বিষয়ের উপর কোর্স তৈরি করে অনলাইনের মাধ্যমে তা বিক্রি করতে পারেন । এছাড়াও আপনি সরাসরি লাইভ ক্লাস করার মাধ্যমে অনলাইনে কোচিং করাতে পারেন ।

২০২০ সালের করোনা ভাইরাসের আক্রমনের পর থেকেই মূলত অনলাইন কোচিং ব্যবসার জনপ্রিয়তা পায় ।  আপনি বিভিন্ন ভিডিও কলিং সফটওয়্যার যেমন : জুম ( zoom ) ,  স্কাইপ ( skype ) ,  গুগোল মিটের ( Google meet ) সাহায্যে অনলাইন কোচিং ব্যবসা পরিচালনা করতে  পারবেন । 

অনলাইনে কোর্স  ও কোচিং করানোর পাশাপাশি আপনি রেকর্ডিং ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পারেন ।  এবং এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে ইনকাম করতে পারবেন ।

 

অনলাইনে বিক্রির কয়েকটি ওয়েবসাইট হলো  : 

  • ইউডেমি ( Udemy )
  • টেন মিনিট স্কুল ( 10 Minute School )
  • স্কিল শেয়ার ( Skill share ) ইত্যাদি

 

অনলাইনে কোচিং ব্যবসা বা কোর্স বিক্রি করতে হলে কি কি প্রয়োজন হবে ?

  • ইন্টারনেট কানেকশন 
  • একটি কম্পিউটার অথবা ল্যাপটপ 
  • যে বিষয় সম্পর্কে কোর্স তৈরি করতে চান সেই বিষয় সম্পর্কে পারদর্শী হওয়া ।
  • অনলাইন কোর্স বিক্রির ওয়েবসাইটগুলোর শরণাপন্ন হওয়া ।
  • ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে ভালো জ্ঞান রাখা ।  যাতে করে ছাত্র-ছাত্রীদের ভালো করে বোঝানো যায় ।

 

৩/ খাবার গাড়ি – Food truck

খাবার গাড়ির নতুন ব্যবসার আইডিয়া
খাবার গাড়ির নতুন ব্যবসার আইডিয়া

 

ফুড ট্রাক বা খাবারের গাড়ির ব্যবসাও একটা নতুন ব্যবসার আইডিয়া । বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার তৈরি করে একটি ফুড ট্রাকের মাধ্যমে রাস্তায় রাস্তায় বিক্রি করা যেতে পারে ।

মূলত যেসব গাড়িগুলোতে বিভিন্ন ফাস্টফুড খাবার বিক্রি করা হয়ে থাকে সেসব গাড়িগুলোকেই খাবারের গাড়ি বা ফুড ট্রাক বলা হয় ।

এই ধরনের ফুড ট্রাক বা খাবারের গাড়ির ব্যবসা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা । তবে এই ব্যবসা করতে হলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ থেকে রোড পারমিট নিতে হবে ।

এবং খাবারের গাড়ির ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে ।

এছাড়াও খাবার তৈরির বিভিন্ন জিনিসপত্রসহ একটি ছোট মিনি ট্রাক ক্রয় করতে হবে ।

 

৪/ ইউটিউব চ্যানেল – YouTube channel

ইউটিউব চ্যানেল নতুন বিজনেস আইডিয়া
ইউটিউব চ্যানেল নতুন বিজনেস আইডিয়া

 

বর্তমানে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমেও আপনি ব্যবসা শুরু করতে পারবেন ।  নতুন ব্যবসা আইডিয়াগুলোর মধ্যে ইউটিউব চ্যানেল বিজনেস বর্তমানে অনেক জনপ্রিয় একটি ব্যবসা হয়ে উঠেছে ।

বিশেষ করে বাংলাদেশের তরুণ-তরুণীদের কাছে এই ব্যবসার আইডিয়াটি অনেক জনপ্রিয়তা পেয়েছে ।

একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ব্যবসা শুরু করতে হলে আপনার একটি স্মার্টফোন থাকলেই হবে ।

আপনাকে স্মার্টফোনের মাধ্যমে নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও তৈরী এবং সেগুলোকে এডিট করে ইউটিউবে আপনার চ্যানেলে পাবলিশ করতে হবে  ।

নিয়মিত ভিডিও পাবলিশ করার ফলে ধীরে ধীরে আপনার চ্যানেলটি বড় হতে থাকবে ।  এবং এক সময় আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে পারবেন ।

এছাড়াও ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে , ব্র্যান্ড প্রমোশন করে , অ্যাফিলিয়েট মার্কেটিং করেও টাকা ইনকাম করতে পারবেন ।

 

৫/ সিসি টিভি ইনস্টল করার ব্যবসা – CCTV installation business

সিসিটিভি ইনস্টল করার নতুন বিজনেস আইডিয়া
সিসিটিভি ইনস্টল করার নতুন বিজনেস আইডিয়া

 

সিসিটিভি ইনস্টলেশন ব্যবসাটি একটি নতুন ব্যবসার আইডিয়া ।  পূর্বে এই ধরনের কোন ব্যবসা ছিল না মূলত সিসিটিভি আবিষ্কারের পর থেকেই এর চাহিদা বাড়তে থাকে । 

বর্তমানে প্রায় প্রতিটি স্কুল ,  কলেজ , বিশ্ববিদ্যালয় , সরকারি- বেসরকারি অফিসসহ বিভিন্ন ছোট – বড় দোকানগুলোতেও এখন সিসিটিভি ব্যবহার করা হয় ।

তবে এই সিসিটিভি ক্যামেরা সেটআপ করার কাজ সবাই জানেনা । আর আপনি এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটি সিসিটিভি ইনস্টলেশন ব্যবসা শুরু করতে পারেন।

সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এর পাশাপাশি আপনি সিসিটিভিসহ এর বিভিন্ন এক্সেসরিজ বিক্রি করতে পারেন । এই ব্যবসা সম্পর্কে অন্যদের তেমন জ্ঞান না থাকার কারণে আপনি একাই এই ব্যবসা করে যেতে পারবেন ।

শুরুর দিকে তেমন অর্ডার না পেলেও ধীরে ধীরে পরিচিতি বাড়ার সাথে সাথে নিয়মিত সিসিটিভি ইনস্টলেশন ( CCTV installation ) করার কাজ পাবেন । 

 

৬/ জিমনেশিয়াম বা ব্যায়ামাগার – Gymnasium Business

জিমের বা ব্যায়ামাগারের ব্যবসা
জিমের বা ব্যায়ামাগারের ব্যবসা

 

বর্তমানে ছোট-বড় থেকে শুরু করে তরুণ যুবক এবং বয়স্করাও এখন বিভিন্ন জিমনেসিয়ামে গিয়ে ব্যায়াম করে থাকে । অর্থাৎ বর্তমানে সকলেই তাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন ।

পূর্বে মানুষ প্রচুর পরিশ্রম করতো কিন্তু প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষ এখন অনেকটাই ঘরের মধ্যে বন্দি হয়ে গিয়েছে ।  মানুষ এখন কম্পিউটার ও মোবাইল ফোনের মাধ্যমে সকল কাজ করে ফেলছে ।

চাষাবাদ কাজও মানুষ এখন বিভিন্ন প্রযুক্তি ও মেশিনের সাহায্যে খুব সহজেই করে ফেলছে ।  যার ফলে অলস শরীরে বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণ হচ্ছে । আর এই কারনেই বিভিন্ন ডাক্তাররা ব্যায়াম করার পরামর্শ দিচ্ছেন ।

যার ফলে তৈরি হয়েছে একটি নতুন ব্যবসার আইডিয়া ( New business ideas ) ।  বর্তমানে জিমের ব্যবসা করে অনেকেই প্রতিমাসে লক্ষ লক্ষ টাকায় করছে ।

 

৭/ ডিজিটাল মার্কেটিং বিজনেস – Digital Marketing Business

ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসা
ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসা

 

বর্তমান আধুনিক যুগ হচ্ছে ডিজিটাল প্রযুক্তির যুগ তাই এই প্রযুক্তির যুগে যেকোন জিনিসের প্রচার প্রচারণা করতে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের নিকট শরণাপন্ন হতে হয় ।

যেমন :  এসইও ( seo ) ,  ফেইসবুক মার্কেটিং ( Facebook Marketing )  , ইউটিউব মার্কেটিং ( YouTube Marketing ) , ইমেইল মার্কেটিংসহ নানান ধরনের উপায় ডিজিটাল মার্কেটিং করা যায় ।

এই ধরনের কাজগুলো শিখে নিজে একটি ডিজিটাল মার্কেটিং বিজনেস শুরু করতে পারেন ।  এটি বর্তমান দিনের অন্যতম একটি নতুন ব্যবসার আইডিয়া ।

বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ডিজিটাল মার্কেটিং এর প্রচুর কাজ পাওয়া যায় । এছাড়াও আপনি একটি নিজস্ব ব্লগ খুলে সেটিকে মার্কেটিং করার মাধ্যমে আয় করতে পারেন ।

বর্তমানে বাংলাদেশের প্রায় ৭লক্ষ ৫০হাজার ফ্রিল্যান্সার রয়েছে । তারমধ্যে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার কাজ করে ডিজিটাল মার্কেটিং বিষয়টি নিয়ে । এর কারণ দিন দিন ডিজিটাল মার্কেটিংয়ের জনপ্রিয়তা বেড়েই চলছে এবং ভবিষ্যতেও এটির প্রচুর চাহিদা থাকবে ।

 

৮/ স্মার্টফোন মেরামতে নতুন ব্যবসা – Smartphone repair business

স্মার্টফোন মেরামতের ব্যবসা
স্মার্টফোন মেরামতের ব্যবসা

 

আজ থেকে ১০ বছর আগেও স্মার্ট ফোন ছিলনা কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে দিন দিন নানান ধরনের স্মার্টফোন বাজারে আসছে । তবে মানুষজন স্মার্টফোনগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে বিভিন্ন সময় ডিভাইসগুলো নষ্ট হয়ে পড়ে ।

এবং এই নষ্ট ডিভাইসগুলোকে মেরামত করার জন্য প্রয়োজন হয় স্মার্টফোন মেরামতকারী প্রতিষ্ঠানের । 

আপনি স্মার্টফোন মেরামতের কাজ শিখে এই ব্যবসাটি শুরু করতে পারেন । আনুমানিক ২ থেকে ৩মাস সময় দিয়ে আপনি স্মার্টফোন মেরামতের কাজটি শিখে নিতে পারবেন ।

বর্তমানে একটি স্মার্টফোন মেরামত করে দেওয়ার বিপরীতে ঘরে ৫০০ থেকে ২০০০ টাকা নেওয়া হয়ে থাকে । তাই আপনি যদি দৈনিক কয়েকটি স্মার্টফোন সঠিকভাবে মেরামত করে দিতে পারেন তাহলে আপনি প্রতিমাসে প্রচুর টাকা আয় করতে পারবেন । 

এই ব্যবসা করার জন্য তেমন বেশি মূলধন এর প্রয়োজন হয় না ।  স্মার্টফোনের কোন ধরনের পার্টস নষ্ট হয়ে গেলে তা আপনি গ্রাহকের টাকা আয় ক্রয় করে লাগিয়ে দিতে পারেন ।  এবং সার্ভিস চার্জ নিয়ে আয় করতে পারেন ।

 

৯/ ফুচকা তৈরির নতুন বিজনেস আইডিয়া – Fuchka making business

ফুচকা তৈরির নতুন বিজনেস আইডিয়া
ফুচকা তৈরির নতুন বিজনেস আইডিয়া

 

বর্তমানে নতুন ব্যবসার আইডিয়াগুলোর মধ্যে অন্যতম আরো একটি লাভজনক ব্যবসা হচ্ছে ফুচকা তৈরি ব্যবসা । 

ফুচকা আমাদের বাংলাদেশ , ভারত এবং পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একটি সুস্বাদু খাবার ।  বিশেষ করে মেয়েদের কাছে এই খাবারটি অনেক জনপ্রিয় ।

বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে এই ধরনের ফুচকা তৈরীর ব্যবসা প্রচুর লক্ষ্য করা যায় ।  আপনি একটি ছোট্ট ভ্যানগাড়ির মাধ্যমে ফুচকা তৈরি করে বিক্রি করতে পারেন ।

অল্প পুজিঁতে ব্যবসা করার চিন্তা করে থাকলে ফুচকা তৈরীর ব্যবসা আপনার জন্য দারুন একটি আইডিয়া । 

কিভাবে ফুচকা তৈরির ব্যবসা শুরু করবেন অথবা ফুচকা তৈরির ব্যবসা শুরু করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন হয় ইত্যাদি বিস্তারিত জানতে আমাদের ফুচকা ব্যবসার আইডিয়া আর্টিকেলটি পড়ুন ।

 

১০/ ডিটারজেন্ট পাউডারের ব্যবসা – Detergent powder business

ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসা
ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসা

 

ডিটারজেন্ট পাউডার তৈরি করে আপনিও একটি ইউনিক ব্যবসা শুরু করতে পারেন ।  বাজারের অনেক কোম্পানি ডিটারজেন্ট পাউডার ব্যবসা করলেও এর আকাশচুম্বী চাহিদা থাকার কারণে এই ব্যবসায় প্রচুর সম্ভাবনা রয়েছে ।

কম মূল্যে মোটামুটি ভালো মানের ডিটারজেন্ট পাউডার তৈরি করতে পারলে তা বিক্রি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ।

বর্তমানে বাজারে যেসব ডিটারজেন্ট পাউডারগুলো রয়েছে তা অনেক ব্যয়বহুল ।  এর কারণ হচ্ছে তারা সারা দেশব্যাপী ডিটারজেন্ট পাউডার ব্যবসা করছে ।

যার ফলে তাদের প্রচুর মার্কেটিং করার জন্য টাকা খরচ করতে হচ্ছে ।  কিন্তু আপনি শুধুমাত্র আপনার এলাকাকে টার্গেট করে ডিটারজেন্ট পাউডার ব্যবসা শুরু করতে পারেন ।

ফলে আপনি কম মূল্যে ডিটারজেন্ট পাউডার সাপ্লাই দিতে পারবেন । ডিটারজেন্ট পাউডার ব্যবসা কিভাবে শুরু করবেন অথবা ডিটারজেন্ট পাউডার কিভাবে তৈরি করবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে  ডিটারজেন্ট পাউডারের ব্যবসা আর্টিকেলটি পডুন ।

 

১১/ কুরিয়ার সার্ভিস ব্যবসা – Courier service business

কুরিয়ার সার্ভিস ব্যবসা
কুরিয়ার সার্ভিস ব্যবসা

 

কুরিয়ার সার্ভিস ব্যবসার আইডিয়াটি অনেকের কাছে নতুন ব্যবসার আইডিয়া মনে নাও হতে পারে ।  তবে আপনি এই ব্যবসাটিকে একটু নতুন মাধ্যমে শুরু করতে পারেন । 

আপনি বড় বড় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগি না হয়ে তাদের সাহায্যকারী হিসেবে কাজ করতে পারেন ।

বড় বড় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলো শহর ও জেলাগুলোতে সহজে পৌঁছতে পারলেও উপজেলা এবং গ্রামগুলোতে পৌছাতে পারেনা ।

তাই আপনি আপনার এলাকার মধ্যে কুরিয়ার সার্ভিস ব্যবসা শুরু করতে পারেন ।  এতে করে আপনি বড় বড় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলো পার্সেল ( Parcel ) আপনার গ্রামে সহজে পৌঁছে দিতে পারবেন ।

এবং ধীরে ধীরে আপনার ব্যবসা জনপ্রিয় হয়ে উঠলে এরিয়া বাড়াতে পারেন ।  এভাবে কুরিয়ার সার্ভিস ব্যবসাটিকে বড় করে একটি সফল ব্যবসা গড়ে তুলতে পারেন ।

এছাড়াও কিভাবে একটি কুরিয়ার সার্ভিস ব্যবসা শুরু করতে হয় অথবা কি পরিমাণ মূলধন প্রয়োজন হতে পারে ইত্যাদি বিস্তারিত জানতে আমাদের কুরিয়ার সার্ভিস ব্যবসা আর্টিকেলটি পড়ুন ।

 

১২/ গাড়ির পার্টস বিক্রির ব্যবসা – Business of selling car parts

গাড়ির পার্টসের নতুন ব্যবসার আইডিয়া
গাড়ির পার্টসের নতুন ব্যবসার আইডিয়া

 

জনসংখ্যা বাড়ার সাথে সাথে তার সাথে পাল্লা দিয়ে দিন দিন গাড়ির সংখ্যাও জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে । যার ফলে গাড়ির পার্টসের প্রচুর চাহিদা তৈরি হয়েছে ।

আপনি গাড়ি তৈরি বিভিন্ন পার্টস সাপ্লাই করে অথবা দোকান দিয়ে এই ব্যবসাটি পরিচালনা করতে পারেন । 

যাতায়াতের সুযোগ সুবিধা রয়েছে এমন স্থান নির্বাচন করে এই ব্যবসা দিতে হবে ।

গাড়ির পার্টস এর ব্যবসা কিভাবে শুরু করবেন তার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত গাড়ির পার্টস এর ব্যবসা আইডিয়া আর্টিকেলটি পড়ুন ।

 

১৩/ বেকারি পণ্যের ব্যবসা – Trading in bakery products

বেকারি পণ্যের ব্যবসা
বেকারি পণ্যের ব্যবসা

 

শহরের মানুষদের পাশাপাশি বর্তমানে গ্রামের মানুষদের কাছেও বেকারি পণ্যগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে । মানুষ এখন প্রচুর ব্যস্ত হয়ে গিয়েছে যার ফলে বেকারির তৈরিকৃত নাস্তাগুলোই ক্ষুধা নিবারণের শেষ সম্বল হয়ে উঠেছে ।

গ্রামের বাজারের মধ্যে একটি কক্ষ নিয়ে সেখানে বেকারির ব্যবসা শুরু করা যেতে পারে ।  অন্যদিকে শহরে হলে উঁচু এবং যাতায়াতের সুযোগ সুবিধা রয়েছে এমন স্থান নির্বাচন করতে হবে ।

উঁচু স্থান নির্বাচন করার কারণ হলো বেকারি পণ্যগুলো পানির স্পর্শে সহজেই নষ্ট হয়ে যায় ।  

অন্যদিকে যাতায়াতের সুযোগ সুবিধা ভালো হলে বেকারির পণ্যগুলো সহজেই বিভিন্ন উপজেলা এবং গ্রামগুলোতে সাপ্লাই করা যায় ।

 

একটি পণ্যের ব্যবসা শুরু করতে কি কি সমস্যা সম্মুখীন হতে পারেন অথবা কি পরিমাণ মূলধন এর প্রয়োজন হতে পারে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইটে প্রকাশিত বেকারি ব্যবসার আইডিয়া আর্টিকেলটি পড়ুন ।

 

১৪/ টি – শার্ট প্রিন্টিং নতুন ব্যবসা – T-shirt printing business

টি-শার্ট প্রিন্টিংয়ের নতুন ব্যবসা
টি-শার্ট প্রিন্টিংয়ের নতুন ব্যবসা

 

বর্তমানে নতুন ব্যবসার আইডিয়াগুলোর মধ্যে অন্যতম একটি ব্যবসা হচ্ছে টি শার্ট প্রিন্টিং ব্যবসা ।   টি-শার্ট বিক্রয় ব্যবসা একটি নতুন ব্যবসা না হলেও টি-শার্ট প্রিন্টিং ব্যবসা একটি নতুন ব্যবসা ।

বিভিন্ন পাইকারি বাজার থেকে এক কালারের বা রঙয়ের কিছু টি-শার্ট ক্রয় করে এনে সেখানে বিভিন্ন লিখা এবং ছবি প্রিন্ট করে তা বিক্রি করা যেতে পারে ।

বর্তমানে টি শার্ট প্রিন্টিং ব্যবসায় প্রচুর লাভ রয়েছে । প্রিন্টেড টিশার্টগুলো বর্তমানে কাস্টমারদের নিকট প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে ।

বিভিন্ন ইভেন্টস ( events ) এবং ট্রেন্ডিং বিষয়ের  লেখা এবং ছবি টি-শার্টের মধ্যে প্রিন্ট করা যেতে পারে ।  টি-শার্টে বিভিন্ন ছবি এবং লেখা মূলত বিভিন্ন ধরনের হিট মেশিন এর মাধ্যমে প্রিন্ট করা হয়ে থাকে ।

টি শার্ট প্রিন্ট্রিং ব্যবসা কিভাবে শুরু করবেন তার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের টি শার্ট প্রিন্টিং ব্যবসার আইডিয়া আর্টিকেলটি পড়ুন ।

 

১৫/ বিউটি পার্লারের ব্যবসা – Beauty parlor business

বিউটি পার্লারের নতুন ব্যবসার আইডিয়া
বিউটি পার্লারের নতুন ব্যবসার আইডিয়া

 

বর্তমান সময়ের অন্যতম নতুন একটি ব্যবসার আইডিয়া হলো বিউটি পার্লারের ব্যবসা ।  পূর্বে রূপচর্চা সম্পর্কে মানুষের তেমন আগ্রহ না থাকলেও সময়ের পরিবর্তনের সাথে এবং যুগ আপডেট হওয়ার ফলে সৌন্দর্যের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে ।

মানুষ এখন নিজেদের স্মার্ট ,  সুদর্শন  ও সুন্দরী হিসেবে প্রদর্শন করাতে বিভিন্ন বিউটি পার্লারের শরণাপন্ন হচ্ছে । বিশেষ করে বিভিন্ন বিয়ে , গায়ে হলুদ,  সামাজিক উৎসব, কর্পোরেট প্রোগ্রাম ইত্যাদিকে লক্ষ্য করে মানুষ বিউটি পার্লারে যাচ্ছে ।

আপনার এলাকায় যদি কোন ধরনের বিউটি পার্লার প্রতিষ্ঠান না থাকে সেক্ষেত্রে আপনি বিউটি পার্লারের এই নতুন ব্যবসার আইডিয়াটিকে কাজে লাগাতে পারেন ।

কিভাবে একটি বিউটি পার্লার ব্যবসা শুরু করবেন ?  অথবা বিউটি পার্লার ব্যবসা শুরু করতে কি কি লাইসেন্স ও কি পরিমাণ মূলধন এর প্রয়োজন তার সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইটে প্রকাশিত বিউটি পার্লার ব্যবসার আইডিয়া আর্টিকেলটি পড়ুন ।

 

১৬/ ফটোগ্রাফি ব্যবসা – Photography business

ফটোগ্রাফির নতুন ব্যবসা
ফটোগ্রাফির নতুন ব্যবসা

 

বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে ছবি তোলার জন্য মানুষ এখন প্রচুর কৌতুহলী হয়ে উঠেছে ।  যার ফলে ফটোগ্রাফির ব্যবসা হয়ে উঠেছে একটি নতুন ব্যবসার আইডিয়া ।আপনি একটি ভাল মানের ডিএসএলআর ক্যামেরা ( DSLR camera ) ক্রয় করে ফটোগ্রাফি ব্যবসা করতে পারেন ।

বিভিন্ন বিয়ে-শাদী এবং কর্পোরেট প্রতিষ্ঠানের প্রোগ্রামের ছবি ও ভিডিও তুলে দেওয়ার বিপরীতে টাকা আয় করতে পারেন । এছাড়াও স্থানীয় সাংবাদিকের সহকর্মী হিসেবে কাজ করে নিয়মিত টাকা উপার্জন করতে পারবেন ।অফলাইনে এই ধরনের  ফটোগ্রাফি কাজগুলো করে টাকা ইনকাম করার পাশাপাশি আপনি অনলাইনেও ফটোগ্রাফির ব্যবসা করতে পারবেন ।

ইন্টারনেটে ফটো ওয়েবসাইট লিখে সার্চ করলে আপনি অনেকগুলো সাইট খুজে পাবেন ।  যেখানে আপনি আপনার ক্যামেরার ফটোগুলো বিক্রি করতে পারবেন । 

 

১৭/ অ্যাফিলিয়েট মার্কেটিং – Affiliate Marketing

অ্যাফিলিয়েট মার্কেটি নতুন ব্যবসার আইডিয়া
অ্যাফিলিয়েট মার্কেটি নতুন ব্যবসার আইডিয়া

 

অনলাইনের মাধ্যমে অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রমোট করে দেওয়ার পাশাপাশি তা বিক্রি করে কমিশন লাভ করাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে । 

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ব্যবসাটিও একটি নতুন ব্যবসার আইডিয়া হয়ে উঠেছে  ।  এই ব্যবসাটি করতে হলে আপনার একটি ইন্টারনেট কানেকশন যুক্ত কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে ।

এবং অবশ্যই একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে ।   যে কোম্পানির পণ্য সামগ্রী নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তা সম্পর্কে নিয়মিত আর্টিকেল আপনার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে ।

এবং এভাবেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি একটি ব্যবসা গড়ে তুলতে পারবেন ।  কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবসা শুরু করবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন ।

 

১৮/ ইকর্মাস ব্যবসা – eCommerce business

ইকর্মাস ব্যবসার আইডিয়া
ইকর্মাস ব্যবসার আইডিয়া

 

নতুন ব্যবসার আইডিয়াগুলোর মধ্যে অন্যতম একটি ব্যবসা হল ই-কমার্স বাণিজ্য । ই-কমার্স ব্যবসা শুরু হওয়ার বয়স প্রায় ২০ থেকে ২৫ বছর হয়ে গেলেও এটি অনেকের কাছেই এখনো নতুন ব্যবসা হিসেবে পরিচিত ।বিশেষ করে আমাদের বাংলাদেশে এখনও ই-কমার্স বাণিজ্য তেমনটা প্রসারতা পায়নি ।  তাই আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে একটি ই-কমার্স বাণিজ্য শুরু করতে পারেন ।

 

শুরুতে কয়েকটি প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে যুক্ত করতে পারেন পরবর্তীতে ধীরে ধীরে পণ্যের সংখ্যা বাড়াতে পারেন । অথবা অ্যামাজন , ওয়ালমার্ট  ও দারাজের মতো multi-vendor ই-কমার্স ব্যবসা শুরু করতে পারেন ।

মাল্টি ভেন্ডর ইকমার্স ব্যবসা বলতে বুঝায় এমন একটি ই-কমার্স শপ যেখানে বিভিন্ন সেলার বা অনলাইন বিক্রেতা তাদের পণ্য সামগ্রী বিক্রি করে থাকে । এবং ওয়েবসাইটের মালিক সেলারদের থেকে একটি নির্দিষ্ট কমিশন চার্জ করে থাকে ।

 

পরিশেষে – Finally 

 

আজকের আর্টিকেলটিতে প্রায় ১৮টি  লাভজনক নতুন ব্যবসার আইডিয়ার সাথে আপনাদের পরিচয় করে দেওয়া হল । 

এখানে উল্লেখিত প্রতিটি ব্যবসায় ইতিমধ্যে আমাদের সমাজে প্রতিষ্ঠিত ব্যবসা হিসেবে পরীক্ষিত হয়েছে । তাই আপনি যদি ধৈর্য ,  একাগ্রতা , সঠিক পরিকল্পনা ও সৃজনশীলতা প্রয়োগের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে পারেন তাহলে দ্রুত সফলতা পারবেন ।

আমাদের আজকের নতুন ব্যবসার আইডিয়া আর্টিকেলটির মধ্য থেকে কোন আইডিয়াটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন ।

এবং লেখাটি ভালো লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে ভুলবেন না । ধন্যবাদ 

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *