তারল্য কি = কোন সম্পদ সহজে বিক্রি করে নগদে পরিণত করার ক্ষমতাকে তারল্য বলা হয় ।
তারল্যের ঘাটতি কেন হয় ?
প্রয়োজনীয় অর্থের অতিরিক্ত বিনিয়োগ করায় তারল্য বা নগদ অর্থের ঘাটতির কারণ ।
যে কোন ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন উৎস ( যেমন : নিজস্ব অর্থ, শেয়ার, বন্ড ) থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে । এই সংগৃহীত অর্থের কিছু অংশ তারল্য বা নগদ হিসেবে রেখে বাকি অংশ বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে । তবে এই বিনিয়োগকৃত অর্থ যদি প্রয়োজনীয় নগদ অর্থ অপেক্ষা বেশি হয় তাহলে তারল্য ঘাটতি দেখা দিবে ।
আরো পড়ুন :
➡️ এক থেকে একশ র্পযন্ত বানান ।