ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসা

ডিটারজেন্ট পাউডার তৈরী করে কিভাবে ব্যবসা করা যায় ? এবং এই ব্যবসা শুরু করতে কি কি উপকরণ , লাইসেন্স এবং কি পরিমাণ মূলধন প্রয়োজন তার সবকিছুই জানবেন আজকের Detergent পাউডার তৈরী ব্যবসার এই লেখায় ।

 

ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসাটি বর্তমানে লাভজনক একটি ব্যবসায় রূপান্তরিত হয়েছে। এর কারণ হলো আমাদের প্রত্যেকেরই ঘরে প্রতিনিয়ত Detergent Powder ব্যবহার করা হয়। Detergent পাউডার ব্যবহারের চাহিদা পূর্বেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই সহজেই বোঝা যায় Detergent পাউডার ব্যবসার চাহিদা কেমন। 

 

তাই যারা ব্যবসা করতে আগ্রহী কিন্তু সঠিক একটি ব্যবসার আইডিয়ার অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না আমাদের আজকের ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসা আর্টিকেলটি তাদের জন্য। 

 

চাইলেই যে কেউ এই ব্যবসাটি করে খুব সহজে স্বাবলম্বী হতে পারবেন। আমাদের এই আর্টিকেলটি সম্পূন্ন পড়লে আশা করা যায় Detergent Powder তৈরির ব্যবসা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও ধারণা পাবেন। 

 

তাহলে বন্ধুরা চলুন এক নজরে দেখে নেয়া যাক ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসা শুরু করতে কি কি প্রয়োজন ও কত টাকা মূলধন লাগতে পারে ?

 

Table of Contents

ডিটারজেন্ট পাউডার কি ? What is detergent powder?

 

ডিটারজেন্ট পাউডার হলো এমন একটি পাউডার যা বিভিন্ন কেমিক্যাল এর সংমিশ্রণে তৈরি করা হয়ে থাকে। এবং Detergent পাউডার কাপড় চোপড় থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র পরিষ্কারের কাজে ব্যবহার করা হয়। 

 

ডিটারজেন্ট পাউডার তৈরির উপাদান কি কি?

 

ডিটারজেন্ট পাউডার তৈরি করতে অনেকগুলো উপকরণ বা উপাদানের প্রয়োজন হয়। সেই উপাদানগুলো হলো :

 

  • সোডা অ্যাশ লাইট (৫০%)


  • অ্যাসিড শ্লারি (১৬%)


  • সাধারণ লবণ (১০%) 


  • ইনজাম (০.০২%)


  • কালার বির্ডস দানা (৩%)


  • পারফিউম সুগন্ধি (০.০২%)


  • ক্যালসিয়াম কার্বনেট (১০%)


  • প্যাকেজিং করার জন্য আপনার ব্র্যান্ডের পলিথিন।

 

এই উপকরণগুলো হলে আপনি যেকোন ধরনের ডিটারজেন্ট পাউডার তৈরি করতে পারবেন। 

 

আরো পড়ুন : ১৩টি লাভজনক দৈনিক আয়ের ব্যবসার আইডিয়া ।

 

ডিটারজেন্ট পাউডার তৈরীর ফর্মুলা বা নিয়ম – Formula or rules for making detergent powder

 

আপনি যদি নিজে Detergent পাউডার তৈরি করে ব্যবসা শুরু করতে চান। তাহলে Detergent Powder তৈরি করার নিয়ম বা ফর্মুলা সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে চলুন কিভাবে ডিটারজেন্ট পাউডার তৈরি করা যায় সেই বিষয় সম্পর্কে দেখি নেই।

 

একটি পাত্রে সোডা অ্যাশ লাইট ৫০ % হারে নিন। তার একই পাত্রে এসিস্ট লাডি দিতে হবে। এবং দেয়ার সাথে সাথে দেখবেন আস্তে আস্তে ফেনার মতো উঁচু হয়ে তৈরি হচ্ছে Detergent Powder। ”এসিস্ট” ডিটারজেন্ট পাউডারের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এটি ফেনা তৈরি করতে বেশ কাজে লাগে। 

 

এবং আপনার ব্যবসায়ের লাভ বৃদ্ধির জন্য এবং Detergent Powder এর পরিমাণ বাড়ানোর জন্য আপনাকে সাধারণ লবণের মধ্যে এটিকে মেশাতে হবে।

 

১০% সাধারণ লবণের সাথে মিশানোর পর হাত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। মনে রাখবেন খালি হাতে সেগুলো নাড়ানো যাবে না তাই অবশ্যই খেয়াল করে গ্লাভস পরিধান করে নাড়াতে হবে। 

 

কারণ এসিস্ট লাড়ি সেই উপাদানটি একটু গরম তাই আপনার হাতের ক্ষতি হতে পারে সে জন্য গ্লাভস অথবা চামচ এই ধরনের কিছু দিয়ে নাড়াচাড়া করতে হবে। যখন দেখলেন উপাদানগুলো মিক্স হয়ে গেছে তখন আপনি এর মধ্যে ইনজাম দিবেন।

 

ইনজাম মূলত বিভিন্ন জিনিসপত্র থেকে দাগ তোলার জন্য উপকারী তাই ইনজাম তেমন বেশি দেওয়া যাবেনা পরিমাণমতো দিতে হবে।

 

এরপর লক্ষ করলেন যে সব মেশানোগুলোকে ভিজে ভিজে লাগছে তখন আপনাকে ক্যালসিয়াম কার্বনেট দিতে হবে। ক্যালসিয়াম কার্বনেট সমস্ত মেশনাগুলোকে শুকানোর জন্য কাজে দিবে।

 

এরপর আপনাকে মেশাতে হবে সব গুলোর সাথে কালার বিটস দানা। কালার বিডস দানা এই জন্য মেশাতে হবে কারণ বাজারের ডিটারজেন্ট পাউডাগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে বিভিন্ন রকমের কালারফুল কিছু দানা রয়েছে ডিটারজেন্ট পাউডারের সাথে। 

 

তাই বাজারের চাহিদা অনুযায়ী আপনাকে Detergent পাউডারের সাথে কিছু কালারফুল দানা ব্যবহার করতে হবে।

 

এরপর সামান্য একটু পারফিউম মিশিয়ে Detergent পাউডারটিকে একটি সুন্দর সুগন্ধি দিতে পারেন। যেমন আমরা বাজারের Detergent Powder ব্যবহার করার সময় দেখতে পাই সেখানে বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার হয়ে থাকে। 

 

এরপর সব মিশ্রণটা একটা স্টেনলেস স্টিলের জালি দিয়ে সুন্দরভাবে ছেকে নিতে হবে। এখন মিশ্রণটা সম্পূন্ন ছাকা হয়ে গেলে দেখতে পাবেন মার্কেটের Detergent পাউডারের মত রূপান্তরিত হয়েছে ।

 

আপনি ঘরেই তৈরি করে ফেলেছেন Detergent Powder এবং এই সমস্ত ফর্মুলা বা নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজে ডিটারজেন্ট পাউডার তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন। 

 

আরো পড়ুন : ১০টি সেরা বিনা পুজিঁতে ব্যবসার আইডিয়া ।

 

ডিটারজেন্ট পাউডার তৈরির মেশিন কোথায় পাবো?

 

সাধারণত আপনি যদি ছোট পরিসরে পাউডার তৈরির ব্যবসা শুরু করতে চান। তাহলে আপনার মেশিন এর প্রয়োজন হবে না। আপনি চাইলেই ঘরে বসেই কোন মেশিন ছাড়াই ডিটারজেন্ট তৈরি করতে পারবেন। 

 

তবে আপনি যদি বৃহৎ আকারে ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি Detergent Powder তৈরি মেশিন ক্রয় করতে হবে। 

 

বাংলাদেশের ঢাকা – চট্টগ্রাম অঞ্চলে মোটামুটি সব ধরনের মেশিনারি পাওয়া যায়। তাই আপনাদের সুবিধার্থে ঢাকার একটি মেশিনারিজ কোম্পানির ঠিকানা নিচে দেওয়া হল:

 

 এনাম মেশিনারিজৎ

 

 নলাটি বাস স্ট্যান্ড, মদনপুর, কাচপুর, নারায়ণগঞ্জ, ঢাকা

 

 মোবাইল নাম্বার:০১৭১১০৬১০৬৪/০১৯১৯০৬১০৬৪

 

ডিটারজেন্ট পাউডার তৈরির মেশিনের দাম কত ? ( What is the price of a detergent powder making machine ? )

 

বিভিন্ন মানের ও বিভিন্ন কোয়ালিটির মেশিন রয়েছে আপনি যদি একটু ভালো মানের মেশিন ক্রয় করতে চান তাহলে আপনার মেশিনটির দাম হবে ৬০ -৭০ হাজার টাকা। এবং যদি একটু নরমাল মানের ডিটারজেন্ট পাউডার তৈরীর মেশিন ক্রয় করতে চান তাহলে আপনি ২৫ – ৪০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। 

 

ডিটারজেন্ট পাউডার ব্যবসার মূলধন কেমন ? ( How is the detergent powder business capital ? )

 

আপনি যদি ছোট পরিসরে ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে Detergent powder তৈরীর মেশিন ক্রয় করতে হবে না। তাহলে আপনি মাত্র ২০-৩০ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে পারবেন।

 

?তবে আপনি যদি বড় পরিসরে ব্যবসা শুরু করতে চান তাহলে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে Detergent পাউডার তৈরির ব্যবসাটি শুরু করতে পারেন। 

 

যা সম্পূর্ণ আপনার উপর নির্ভর আপনি কেমন ভাবে ব্যবসা শুরু করতে চান ? কত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে চান ? সবকিছু আপনার উপর নির্ভরশীল। 

 

আরো পড়ুন : ৭টি ২হাজার টাকার ব্যবসার আইডিয়া ।

 

ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসা করতে কি কি লাইসেন্স প্রয়োজন হয় ? ( What license is required to manufacture detergent powder? )

 

আমরা জানি যে কোন ব্যবসা শুরু করতে হলে সরকার কর্তৃক প্রদানকৃত বৈধ লাইসেন্স সংগ্রহ করতে হবে। তাই ডিটারজেন্ট ব্যবসার ক্ষেত্রে ও সরকার কর্তৃক প্রদানকৃত লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা শুরু করা উচিত ।

 

?আপনি যদি ছোট পরিসরে Detergentডিটারজেন্ট পাউডার ব্যবসা শুরু করতে চান তাহলে ট্রেড লাইসেন্স সংগ্রহ করলেই হবে। 

 

সিটি কর্পোরেশন অথবা জেলা পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। তবে আপনি যদি বড় আকারে Detergent Powder তৈরির ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে ভ্যাট সার্টিফিকেট নিতে হবে।

 

আরো পড়ুন : গাড়ির পার্টসের ব্যবসা করার আইডিয়া ।

 

ডিটারজেন্ট পাউডার পাইকারি বাজার / ডিটারজেন্ট পাউডার পাইকারি মার্কেট ২০২২

 

ডিটারজেন্ট পাউডারের বাংলাদেশে অসংখ্য পাইকারি বাজার রয়েছে বিশেষ করে চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের পাইকারি বাজার মূল্য অন্যান্য জেলার তুলনায় অনেক ভালো। 

 

কারণ চট্টগ্রাম ও ঢাকায় পাইকারি বাজারগুলোতে অন্যান্য জেলার তুলনায় কম মূল্যে Detergent powder ক্রয় করা সম্ভব। আপনাদের সুবিধার্থে Detergent পাউডারের কয়েকটি ঢাকার পাইকারি বাজারের নাম নিচে দেওয়া হল: 

 

  • ঢাকা চকবাজার, ইমরান মেশিনারি,১/১ আবুল হাসনাত রোড, জেলখানা গেটের বিপরীত পাশে
  • মেসাস আহনাফ স্টোর,৭৬/৩ হোসেন মেনশন, বেগম বাজার ঢাকা যোগাযোগ:০১৭৮৩৯৬৮৩৭৭

 

কয়েকটি জনপ্রিয় বাংলাদেশি ডিটারজেন্ট পাউডারের নাম

 

আমাদের বাংলাদেশে অনেকগুলো জনপ্রিয় ডিটারজেন্ট পাউডার রয়েছে তার মধ্যে যেগুলো বর্তমানে সবার জনপ্রিয় ও চাহিদাযোগ্য Detergent Powder সেগুলো নিম্নে আলোচনা করা হলো:

 

হুইল ডিটারজেন্ট পাউডার – Wheel detergent powder

 

হুইল ডিটারজেন্ট পাউডার এটি আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি ডিটারজেন্ট পাউডার । বাংলাদেশ ইউনিলিভার কোম্পানি লিমিটেডের একটি পণ্য হুইল Detergent পাউডার। 

 

অনেক ক্যাটাগরির Detergent Powder রয়েছে যেমন: ২০০ গ্রাম হুইল পাউডার, ৫০০ গ্রাম হুইল পাউডার, ১ কেজি হুইল পাউডার, ২ কেজি হুইল পাউডার ইত্যাদি। হুইল ডিটারজেন্ট পাউডার মূলত ইউনিলিভার কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে সরবরাহ করে থাকে।

 

আরো পড়ুন : জুতার ব্যবসা করার আইডিয়া ।

 

সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার – surf excel powder

 

সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার এটি বাংলাদেশের আরো একটি জনপ্রিয় Detergent Powder । সার্ফ এক্সেল Detergent Powder হলো ইউনিলিভার কোম্পানি লিমিটেডের একটি পণ্য। 

 

অনেক ক্যাটাগরির surf excel powder রয়েছে যেমন: মিনিপ্যাক থেকে শুরু করে ২ কেজি ওজনের ও প্যাকেট রয়েছে । এটাও ইউনিলিভার কোম্পানির ডিস্ট্রিবিউটরদের দ্বারা সরবরাহ করে থাকে।

 

রিন পাউডার – rin washing powder

 

রিন ডিটারজেন্ট পাউডার এটিও বাংলাদেশের জনপ্রিয় ইউনিলিভার কোম্পানির প্রতিষ্ঠানের একটি পাউডার।  Rin washing powder ও অনেক জনপ্রিয় একটি Detergent পাউডার। 

 

অনেক ক্যাটাগরির Detergent Powder রয়েছে যেমন: ২০০গ্রাম থেকে শুরু করে ২ কেজি ওজনের রিন ডিটারজেন্ট পাউডার রয়েছে। এবং রিন পাউডার ইউনিলিভার কোম্পানি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটরদের দ্বারা সরবরাহ করে থাকে।

 

আরো পড়ুন : ১০টি সেরা বিদেশি ব্যবসার আইডিয়া ।

 

তিব্বত ডিটারজেন্ট পাউডার – Tibet Detergent Powder

 

তিব্বত Detergent পাউডার আমাদের বাংলাদেশের প্রাচীন একটি কোম্পানির পাউডার। এটি পূর্ব যেমন জনপ্রিয় ছিল বর্তমানেও অনেক জনপ্রিয় একটি Detergent Powder। Tibet Detergent Powder হলো বাংলাদেশের কোহিনূর কেমিক্যাল কোম্পানী প্রতিষ্ঠানের একটি ডিটারজেন্ট পণ্য। 

 

অনেক ক্যাটাগরির ডিটারজেন্ট পাউডার রয়েছে যেমন:২০০ গ্রাম থেকে শুরু করে ২ কেজি  ওজনের পর্যন্ত রয়েছে। এবং এটি কোহিনুর কেমিক্যাল প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটরদের দ্বারা সরবরাহ করে থাকে।

 

ঘড়ি ডিটারজেন্ট পাউডার – ghari detergent powder

 

বাংলাদেশের বর্তমান সময়ের একটি জনপ্রিয় ডিটারজেন্ট পাউডার হলো ঘড়ি ডিটারজেন্ট। বিভিন্ন ক্যাটাগরির Ghari White Detergent Powder রয়েছে যেমন: মিনিপ্যাক থেকে শুরু করে ২ কেজি ওজনের Ghari White Detergent Powder রয়েছে। 

 

ঘড়ি ডিটারজেন্ট পাউডার মূলত কোম্পানি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটরদের দ্বারা সরবরাহ করা হয়ে থাকে। তবে বিভিন্ন পাইকারি বাজারে গেলে Ghari White Detergent Powder পেয়ে যাবেন চাইলে সেখান থেকে নিয়েও ব্যবসা করতে পারবেন।

 

আরো পড়ুন : ফুচকা ব্যবসা করার আইডিয়া ।

 

ডিটারজেন্ট পাউডার প্যাকেজিং পদ্ধতি – Detergent powder packaging method

 

আপনি যদি লোকাল যে কোন কোম্পানির মত ডিটারজেন্ট পাউডার প্যাকেজিং করতে চান তাহলে বিভিন্ন বাজার থেকে পাইকারি দরে Detergent পাউডার প্যাকেজিং করার প্যাকেটগুলো ক্রয় করে নিন ।

তবে আপনি যদি নিজের ব্রান্ডের Detergent Powder প্যাকেট জাত করতে চান তাহলে আপনাকে যেকোনো একটি ইউনিক নাম দিয়ে Detergent Powder প্যাকে তৈরী করতে হবে। 

 

বিভিন্ন গ্রাফিক ডিজাইনার এর নিকট গিয়ে আপনার ব্রান্ডের নাম দিয়ে ডিজাইন করে প্যাকেট ছাপাতে পারেন। 

 

ডিটারজেন্ট পাউডার ব্যবসায় লাভ কেমন ?

 

ডিটারজেন্ট পাউডার ব্যবসা একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসাটি যদি সঠিক উপায়ে করতে পারেন তাহলে মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব। যেমন লো কোয়ালিটির ১কেজি Detergent Powder তৈরি করতে খরচ হবে ৩০ – ৩৫ টাকা। এবং আপনি বাজারে কেজি প্রতি বিক্রি করতে পারবেন ৫০ – ৬০টাকা ।

 

আবার যদি মিডিয়াম কোয়ালিটির ডিটারজেন্ট তৈরি করে বিক্রি করতে চান তাহলে কেজিপ্রতি খরচ হবে ৩৫-৪৫ টাকা। পাইকারি বাজারে বিক্রি করতে পারবেন ৬৫-৭৫ টাকা।

 

এছাড়া আপনি যদি হাই কোয়ালিটি Detergent Powder তৈরি করতে চান তাহলে কেজিপ্রতি খরচ হবে ৫০-৬০ টাকা এবং পাইকারি বাজারে বিক্রি করতে পারবেন ৮০-৯০ টাকা।

 

তাহলে বুঝতেই পারছেন ডিটারজেন্ট পাউডার ব্যবসায় লাভ কেমন। আপনি যদি সঠিক উপায়ে এই ব্যবসাটি পরিচালনা করতে পারেন তাহলে মাসে সহজেই লাখ টাকা ইনকাম করা সম্ভব। 

 

ডিটারজেন্ট পাউডার ব্যবসায় কি কি সমস্যা হতে পারে? 

 

ডিটারজেন্ট পাউডার ব্যবসায় কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন তা নিম্নে আলোচনা করা হল:

 

  • Detergent পাউডার এর মান ভালো থাকতে হবে। অন্যথায় বাজারে অনেক নামিদামি ব্র্যান্ডের Detergent Powder রয়েছে তাদের থেকে পিছিয়ে পড়বেন ।


  •  ডিটারজেন্ট পাউডার ব্যবসা করতে হলে ভেজাল থেকে দূরে থাকতে হবে।


  • Detergent পাউডার এর গুণগত মান ঠিক রাখতে হবে ।


  • বাজার বিশ্লেষণ করে দাম নির্ধারণ করতে হবে ।


  •  ওজনের পরিমাপ ঠিক রাখতে হবে ।


  • ব্যবসায়ীদের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে  ।

পরিশেষে – Finally

বন্ধুরা আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে ডিটারজেন্ট পাউডার তৈরি ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। Detergent পাউডার কি ? Detergent Powder ব্যবসা করতে কত টাকা মূলধন প্রয়োজন ? 

 

Detergent Powder ব্যবসায় লাভ কেমন ? বাংলাদেশের কয়েকটি নামিদামি কোম্পানির Detergent পাউডারসমূহ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। 

 

আশা করা যায় এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে থাকলে Detergent পাউডার ব্যবসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও আইডিয়া পাবেন। 

 

আমরা প্রতিনিয়ত আমাদের এই ওয়েবসাইটে নতুন নতুন ব্যবসা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। 

 

আপনারা কি ধরনের আর্টিকেল পেতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব সে বিষয়ের উপর আর্টিকেল লিখতে। 

 

আজকের এই আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ। 

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *