ঘর মোছার মপ তৈরির ব্যবসা একটি নতুন ব্যবসার আইডিয়া । আগেরকার সময়ে ঘর মোছার জন্য কোন ধরনের ঘর মোছার লাঠি বা ঘর মোছার মপ ব্যবহার করা হতো না । কিন্তু সভ্যতার উন্নয়নের ফলে মানুষ দিন দিন নিজেদের স্মার্ট করে তুলছে ।
যার ফলে বর্তমানে মানুষ ঘর মোছার জন্য বিভিন্ন ধরনের মপ এবং ঘর মোছার লাঠি ব্যবহার করছে । এটির সাহায্যে খুব সহজে এবং অল্প পরিশ্রমই ঘর মোছা যায় ।
আমাদের প্রতিটা পরিবারের দৈনন্দিন ব্যবহারের জন্য ঘর মোছার লাঠি in english = A mop stick এখন একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে । তাই এখনই যদি আপনি মপ তৈরির ব্যবসা শুরু করেন তাহলে তা দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারবেন ।
মানুষ যতই উন্নত হোক না কেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য মানুষকে এই ধরনের পণ্য সামগ্রীগুলো ব্যবহার করতে হবে । ঘর মোছার মপ তৈরীর ব্যবসাটি অন্যান্য ব্যবসার চেয়ে কম প্রতিযোগিতাপূর্ণ একটি ব্যবসা ।
খুব অল্প মানুষই মপ তৈরির ব্যবসা করছে তাই আপনি চাইলে এখনই ঘর মোছার মপ তৈরির ব্যবসা শুরু করে একাই কোন ধরনের প্রতিযোগিতা ছাড়া ব্যবসা করে যেতে পারেন ।
আপনি হয়তো বর্তমানে কি ব্যবসা করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন । তাই এত সাতপাচঁ না ভেবে ঘর মোছার মপ তৈরির ব্যবসা শুরু করে দিন । খুবই অল্প পুঁজি বিনিয়োগ করে ব্যবসাটি শুরু করা সম্ভব ।
ঘর মোছার মপ তৈরি করতে কত টাকা মূলধন প্রয়োজন ?
মাত্র ১০থেকে ১৫ হাজার টাকা মূলধন বিনিয়োগ করে আপনি মপ তৈরির ব্যবসা শুরু করতে পারবেন । কারণ মপ তৈরির ব্যবসা করার ক্ষেত্রে যে কাঁচামাল এবং উপকরণগুলো ব্যবহার করা হয় তার দাম খুবই সস্তা । যা আপনি মাত্র ১০ থেকে ১৫হাজার টাকা বিনিয়োগ করে মপ তৈরির ব্যবসাটি শুরু করতে পারবেন ।
ঘর মোছার মপ তৈরির জন্য কি ধরনের ঘর মোছার মেশিন দরকার ?
মপ তৈরির জন্য আপনার দুইটি ঘর মোছার মেশিনের প্রয়োজন হবে । যা আপনি মাত্র ৪ থেকে ৫ হাজার টাকায় ক্রয় করতে পারবেন । যার মধ্যে একটি মেশিন হল সুতা মেজারিং করার জন্য অন্য আরেকটি মেশিন হল ক্যাপস লক করার জন্য এটিকে সিলিং মেশিনও বলা হয় ।
ঘর মোছার মপ তৈরির জন্য কি কি কাচাঁমাল প্রয়োজন ?
ঘর মোছার মপ তৈরি করার জন্য কিছু প্রয়োজনীয় কাঁচামালের প্রয়োজন হয় যেমন :
? সুতো
? প্লাস্টিকের লাঠি
? প্লাস্টিকের ক্যাপ ইত্যাদি
ঘর মোছার মপ তৈরির জন্য কেমন আয়তনের জায়গা দরকার ?
অন্যান্য ব্যবসার মতো ঘর মোছার মপ তৈরী করার ক্ষেত্রে আপনার তেমন বেশি জায়গার প্রয়োজন হবে না । আপনি আপনার বাসার বা ঘরের একটি কোণের মধ্যেই মপ তৈরীর ব্যবসাটি সেটআপ করতে পারবেন ।
অথবা আপনি চাইলে আলাদা কোন ছোট্ট একটি রুম ভাড়া নিয়ে সেখানে মপ তৈরির ব্যবসা শুরু করতে পারেন ।
আরো পড়ুন : কোনো ধরনের লস ছাড়া ব্যবসা করার ১০টি আইডিয়া ।
কিভাবে ঘর মোছার মপ তৈরি করা হয় ?
? সর্বপ্রথম আপনাকে সুতার বান্ডেল নিয়ে সুতা মেজারিং মেশিনের একটি প্রান্তে লাগিয়ে দিতে হবে । মেজারিং মেশিনটি আপনি যদি হাত দিয়ে কিছুক্ষণ ঘোরান তাহলে সুতাগুলো মেশিনের গায়ে জড়িয়ে পড়বে ।
? এরপর মেশিনের দু’পাশের সুতাগুলো যদি আপনি কেটে দেন তাহলে দুটি ঘর মোছার মপ তৈরির জন্য সুতা আপনি পেয়ে যাবেন ।
? এরপর এই সুতাগুলোর মাঝখানে একটি ক্লিপ লাগাতে হবে তারপর একটি ক্যাপ নিয়ে ক্যাপটার সাথে ক্লিপটা সেটআপ করে সিলিং মেশিনের ডাইসের মধ্যে দিন এবং সাথে সাথে একটা চাপ দিলে আওয়াজ শুনতে পাবেন । তখন বুঝতে পারবেন যে ক্লিপটি ক্যাপের সঙ্গে লক হয়ে গিয়েছে ।
এতোটুকু করার পর আপনার ঘর মোছার মপ তৈরীর সামনের অংশটা তৈরি হয়ে যাবে ।
? পরবর্তীতে হাতল লাগানোর জন্য যে লাঠিটি রয়েছে সেটিকে ঘুরিয়ে লাগিয়ে দেওয়ার সাথে সাথেই ঘর মোছার মপটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে ।
? এরপর একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আপনার কোম্পানির নাম এবং লোগো প্রিন্ট করে সেই প্লাস্টিকটিকে সম্পূর্ণ মপটার সাথে মুড়ে দিতে হবে । এবং এভাবে বাজারজাত করে বাজারে বিক্রি করতে হবে ।
কিভাবে ঘর মোছার মপ তৈরি করবেন তা ভালভাবে বোঝার জন্য এই ভিডিওটি দেখুন ।
মপ তৈরির ব্যবসার জন্য কি কি লাইসেন্স প্রয়োজন ?
বর্তমানে আমাদের বাংলাদেশের ছোট-বড় যে কোন ব্যবসা করার জন্যই কোনো না কোনো লাইসেন্স এর প্রয়োজন হয় । ঠিক তেমনি ঘর মোছার মপ তৈরীর ব্যবসা করার জন্য আপনাকে কিছু কাগজপত্র ও লাইসেন্স তৈরি করতে হবে । যেমন :
? ট্রেড লাইসেন্স ।
? টিন সার্টিফিকেট বা ভ্যাট সার্টিফিকেট
ট্রেড লাইসেন্স আপনি আপনার নিকটবর্তী সিটি কর্পোরেশন , পৌরসভা , উপজেলা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন । বর্তমানে অনলাইনের মাধ্যমেও ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করা যায় ।
বর্তমানে বাংলাদেশের আইন অনুযায়ী একজন ব্যক্তি ৩ লক্ষ ৫০হাজার টাকা মাসে আয় করলে তাকে আয়কর প্রদান করতে হয় । তখন আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা টিন নাম্বার সংগ্রহ করতে হবে ।
ঘর মোছার মপ বিক্রির জন্য কিভাবে মার্কেটিং করবেন ?
বর্তমানে ছোট বড় সকল ব্যবসায়ীরাই প্রধানত দুটি উপায়ে মার্কেটিং করে থাকে । যেমন : পাইকারি বা রিটেল মার্কেটিং , অথবা অনলাইন মার্কেটিং ।
তাই আপনাকে অবশ্যই উপরোক্ত এই দুইটি মার্কেটিং পদ্ধতি অনুসরণ করতে হবে । যদি আপনি আপনার ব্যবসার বিক্রি বাড়াতে চান এবং প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু তৈরী করতে চান ।
আরো পড়ুন : কুরিয়ার সার্ভিসের ব্যবসায় শুরু করার নিয়ম ।
পাইকারি অথবা রিটেল মার্কেটিং কিভাবে করবেন ?
আপনার প্রতিষ্ঠানে তৈরিকৃত ঘর মোছার মপ আপনি নিকটবর্তী বাজারগুলোতে মার্কেটিং করতে পারেন । বাজারের বিভিন্ন দোকানে আপনার তৈরীকৃত ঘর মোছার মপগুলো বিক্রি করতে পারেন ।
বাজারে যে সকল হোলসেল পাইকারি বিক্রেতার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের নিকট পাইকারি মূল্যে মপগুলো বিক্রি করুন ।
পাইকারি এবং রিটেল মার্কেটিং করার পাশাপাশি আপনাকে অবশ্যই অনলাইনেও প্রচার প্রচারণা চালাতে হবে ।
আরো পড়ুন : ১০টি লাভজনক লাখ টাকার ব্যবসায় আয়ডিয়া ।
অনলাইনে কিভাবে মার্কেটিং করবেন ?
অনলাইনে আপনার প্রোডাক্টগুলো মার্কেটিং এবং বিক্রি করার জন্য আপনি সর্বপ্রথম দারাজ ( Daraz ) , বিডি স্টলের ( bdstall ) মতো ইকর্মাস ওয়েবসাইটগুলোতে একটি সেলার একাউন্ট খুলতে পারেন । এবং সেখানে আপনার প্রোডাক্টগুলো লিস্টিং করে বিক্রি করতে পারেন ।
এছাড়াও আপনি একটি ফেসবুক পেইজ অথবা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রচারণা করে বিক্রি করতে পারেন ।
বর্তমানে ফেইসবুকের মাধ্যমে খুব সহজেই মানুষের কাছে পৌঁছানো যায় । আপনি ফেসবুকে বুস্টিং করার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার প্রোডাক্টটি পৌঁছে দিতে পারবেন ।
অনলাইনে বেশিরভাগ মানুষ খুচরা দামে প্রোডাক্ট ক্রয় করতে চাইবে । তাই আপনি ঘর মোছার মপটি অফলাইনে পাইকারিতে ১০০ টাকা বিক্রি করলেও তা অনলাইনে ১৫০টাকায় বিক্রি করতে পারবেন । অর্থ্যাৎ খুচরা বিক্রি করলে বেশি দাম পাবেন ।
ঘর মুছনির মপ তৈরির জন্য কেমন ইলেকট্রিক দরকার ?
সাধারণত প্রতিটি ব্যবসা বা কমার্শিয়াল প্রতিষ্ঠানের জন্য আলাদা ইলেকট্রিক এর প্রয়োজন হয় । তবে আপনার এই ঘর মুছনির মপ তৈরির ব্যবসাটি যেহেতু ছোট পরিসরের তাই আপনি বাড়ির লাইন ব্যবহার করেই ঘর মোছার মপ তৈরীর ব্যবসাটি করতে পারবেন ।
ঘর মোছার লাঠি তৈরির ব্যবসায় লাভ কেমন ?
![ঘর মোছার মপ তৈরির ব্যবসার আইডিয়া - Mop floor cleaner business [ 2023 ] 2 ঘর মোছার মপ](https://goafta.com/wp-content/uploads/2022/11/ঘর-মোছার-মপ-300x182.jpg)
এক একটি ঘর মোছার মপ পাইকারি মূল্যে বিক্রি করেও আপনি ২০ থেকে ২৫টা পর্যন্ত লাভ করতে পারবেন । একটা ঘর মোছার মপ সম্পুর্ন তৈরি করতে আপনার খরচ হতে পারে প্রায় ২৫ থেকে ৩০ টাকার মতো । পাইকারি মার্কেটে যা আপনি ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি করতে পারবেন ।
প্রতিদিন আপনি একটি মেশিন থেকে প্রায় ৫০০টির মতো ঘর মোছার মপ তৈরী করতে পারবেন ।
আপনি যদি সঠিকভাবে অফলাইন এবং অনলাইনে মার্কেটিং ও প্রচারণা করতে পারেন । এবং প্রতিদিন নূন্যতম যদি ১০০টি ঘর মোছার মপ বিক্রি করতে পারেন তাহলেও আপনি প্রতিদিন ২হাজার থেকে ২৫শত টাকা লাভ করতে পারবেন ।
অন্যদিকে আপনি যদি দৈনিক ৪০০ থেকে ৫০০টি মপ বিক্রি করতে পারেন অর্থাৎ দৈনিক যা আপনি তৈরি করেন তা যদি বিক্রি করতে পারেন তাহলে প্রতিদিন আপনি ৮হাজার থেকে ১২,৫০০টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ।
আরো পড়ুন : ১০টি স্মার্ট ব্যবসার আইডিয়া ।
ঘর মোছার মপ তৈরি করার ক্ষেত্রে কি সমস্যার সম্মুখীন হতে পারেন ?
প্রতিটি ব্যবসায় কমবেশি প্রতিযোগিতা ও কম্পিটিশন রয়েছে । ঠিক তেমনই ঘর মোছার মপ তৈরীর ব্যবসায়ও মোটামুটি বাজারে প্রতিযোগিতা রয়েছে । অনেক নামিদামি প্রতিষ্ঠান ও কোম্পানি ঘর মোছার মপ বাজারে বিক্রি করছে ।
তাই কাস্টমার পেতে এবং বাজার ধরতে হলে আপনাকে গুণগত মান ঠিক রেখে প্রোডাক্ট তৈরি করতে হবে ।
এই ব্যবসার শুরুতে আপনি তেমন অধিক লাভ করতে না পারলেও ধীরে ধীরে প্রচার ও বিক্রি বাড়ার সাথে সাথে ব্যবসায় লাভ বাড়তে থাকবে ।
শুরুতে অধিক লাভ না করে অল্প দামে ভালো পণ্য তৈরি এবং সাপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে । পাশাপাশি পণ্যের প্রচারণা ও মার্কেটিং করে যেতে হবে । অনেক ভালো ভালো প্রোডাক্টও সঠিক মার্কেটিংয়ের অভাবে বিক্রি না হয়ে পড়ে থাকে ।
তাই মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । অফলাইনে মার্কেটিং করার পাশাপাশি অনলাইনে প্রচুর মার্কেটিং করার চেষ্টা করুন । তাহলে দ্রুতই বাজার ধরতে পারবেন ।
আরো পড়ুন :
? কসমেটিকস ব্যবসায় শুরু করার নিয়ম ।
?১৮টি সেরা নতুন ব্যবসার আইডিয়া ।
পরিশেষে
আজকের ঘর মোছার মপ তৈরীর ব্যবসা আর্টিকেলটিতে আপনাদের সাথে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
ঘর মোছার মপ তৈরির ব্যবসা সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে তা জানাতে পারেন । এবং আগামীতে কি ধরনের আর্টিকেল বা লেখা পড়তে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন । এছাড়াও ফলো করুন আমাদের ফেসবুকে নিয়মিত আপডেট পেতে ।