বর্তমানে ছোট শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী বায়ো-বৃদ্ধ সকল নারী-পুরুষ রূপচর্চার জন্য বিভিন্ন কসমেটিক সামগ্রী ব্যবহার করে থাকেন।যার ফলে দিন দিন কসমেটিকস ব্যবসা প্রসারতা বৃদ্ধি পাচ্ছে।
আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে প্রতিটি মার্কেটে কসমেটিকসের অনেক দোকান রয়েছে এবং দোকানগুলোতে গ্রাহকদের ভিড়ও রয়েছে বেশ ভালো। এবং অল্প পুঁজি বিনিয়োগের ব্যবসার মধ্যে কসমেটিকস ব্যবসা অন্যতম।
তাই আপনি যদি কোন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনাকে পরামর্শ দিব বর্তমান সময়ে লাভজনক ও চাহিদাযোগ্য কসমেটিকস ব্যবসাটি শুরু করার জন্য। যে কেউ চাইলে অল্প পুঁজি বিনিয়োগ করে কসমেটিকস এর ব্যবসা শুরু করতে পারবেন।
কসমেটিকস কি? কসমেটিকস ব্যবসা করতে কত টাকা মূলধন প্রয়োজন?
ইত্যাদি সকল বিষয়বস্তু নিয়ে আমরা আজকের এই আর্টিকেলের আলোচনা করার চেষ্টা করব।তাই মনোযোগ সহকারে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।
কসমেটিকস কি ? What are cosmetics?
রূপচর্চা করার জন্য নারী-পুরুষরা যেসকল প্রসাধনী জিনিসপত্র ব্যবহার করে এককথায় তাকে বলা হয় কসমেটিকস।
কসমেটিকস ব্যবসা কিভাবে শুরু করবেন ? How to start a cosmetics business?
যেকোন ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনাকে সে ব্যবসা সম্পর্কে ধারণা রাখতে হবে। একটি ব্যবসা শুরু করার পূর্বে সঠিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, গ্রাহকদের চাহিদা ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানতে হবে।
আপনি যদি সঠিক পরিকল্পনা, সঠিক স্থান নির্ধারণ, বাজার বিশ্লেষণ, ও গ্রাহকদের চাহিদা ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে ব্যবসা শুরু করেন তাহলে খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন ।
যেকোন ব্যবসা শুরু করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হয়। যে বিষয়গুলো সঠিকভাবে মেনে চললে একজন সফল ব্যবসায়ী হওয়া যাই।
কসমেটিকস ব্যবসা শুরুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:
- সঠিক পরিকল্পনা ।
- সঠিক স্থান নির্ধারণ ।
- বাজার বিশ্লেষণ ।
- গ্রাহকদের চাহিদা ।
- মূলধন বাজেট ইত্যাদি
কসমেটিকস ব্যবসা শুরু করতে কত টাকা মূলধন লাগবে?
সাধারণত আপনি যদি ছোট পরিসরে কসমেটিকস এর ব্যবসা শুরু করতে চান তাহলে অল্প পুঁজি বিনিয়োগ করে ব্যবসাটি শুরু করতে পারবেন । যেমন:৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে কসমেটিকস ব্যবসাটি শুরু করতে পারবেন।
আবার আপনি যদি চান বড় করে ব্যবসাটি শুরু করতে চান তাহলে আপনি ৫ থেকে ১০ লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে বড় করে কসমেটিকস এর ব্যবসা শুরু করতে পারেন ।
তবে নির্দিষ্ট করে বলা মুশকিল কসমেটিকসের ব্যবসায় কত টাকা মূলধন লাগতে পারে। কারণ সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করবে আপনি কত টাকা মূলধন বিনিয়োগ করে কসমেটিকস এর ব্যবসা শুরু করতে চান। এবং কখন ব্যবসায় শুরু করছেন ।
আপনার হাতে যদি ৫০ হাজার টাকার মত মূলধন থাকে তাহলে আপনি ছোট পরিসরে কসমেটিকস এর ব্যবসা শুরু করতে পারেন। আবার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ মূলধন থাকে তাহলে বড় করে কসমেটিকসের ব্যবসাটি শুরু করতে পারেন।
আরো পড়ুন : বিউটি পার্লারের ব্যবসা করার আইডিয়া ।
কিভাবে ঘরে বসে কসমেটিকস ব্যবসা করা যায় ? How to do cosmetics business at home?
আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ মূলধন না থাকে তাহলে আপনি অল্প টাকা বিনিয়োগ করে ঘরে বসে কসমেটিকস ব্যবসা শুরু করতে পারেন ।
কারণ দোকান দিয়ে ব্যবসা করতে গেলে আপনার অনেক টাকা মূলধন বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ঘরে বসে ব্যবসা করতে চান তাহলে স্বল্প কিছু টাকা বিনিয়োগ করেই ব্যবসা শুরু করতে পারবেন।
ধরুন আপনি কসমেটিকস এর পাইকারি বাজার থেকে ৫০ হাজার টাকার পাইকারি কসমেটিক পণ্য ক্রয় করে বাসায় রেখে বিক্রি করতে পারবেন।
আপনার বাসার আশেপাশের নিশ্চয়ই অনেক বসতবাড়ি রয়েছে এবং এখানে অনেক মানুষজন রয়েছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন কসমেটিক্স সামগ্রীর জন্য মার্কেট অথবা দূর-দূরান্তে গিয়ে ক্রয় করছে।
এখন আপনি শুধু সেই বসতবাড়িগুলোতে গিয়ে বলবেন আপনার কাছে বিভিন্ন ভালো ভালো কোম্পানির ও ভালো মানের কসমেটিকস পণ্য রয়েছে। যদি আপনি ভালো মানের কসমেটিকস পণ্য দিতে পারেন এবং পণ্যের দাম ঠিক রেখে ব্যবসা করতে পারেন।
তাহলে আপনার বাসার আশেপাশের মানুষজন আপনার থেকে কসমেটিকস পণ্যগুলো খুব সহজে ক্রয় করবে।
অথবা আপনি চাইলে অনলাইনের মাধ্যমে কসমেটিকস পণ্যগুলো ঘরে বসে বিক্রি করতে পারেন। বর্তমানে ইন্টারনেটের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। তাই আপনি চাইলে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ঘরে বসে ব্যবসা করতে পারেন।
যেমন: ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে একটি পেইজ অথবা একাউন্ট খুলে সেখানে বিক্রি করতে পারেন।
ঘরে বসে অনলাইনের মাধ্যমে কসমেটিকস ব্যবসা করতে হলে আপনার যা প্রয়োজন হবে:
- একটি ইন্টারনেট কানেকশন যুক্ত ডিভাইস প্রয়োজন হবে কম্পিউটার/ ল্যাপটপ/ স্মার্টফোন ।
- ইন্টারনেট কানেকশন ।
- সোশ্যাল মিডিয়ায় একাউন্ট ।
- ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞান রাখতে হবে ইত্যাদি
দোকান দিয়ে কসমেটিকস ব্যবসা
আপনি চাইলে কসমেটিকসের দোকান দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তবে কসমেটিকসের দোকান দিয়ে ব্যবসা শুরু করতে হলে আপনাকে একটু বেশি মূলধন বিনিয়োগ করতে হবে। কেননা দোকান দিয়ে ব্যবসা করতে চাইলে অনেক খরচ রয়েছে যেমন: দোকানের এডভান্স, দোকানের ডেকোরেশন, কর্মচারী নিয়োগ, ইত্যাদি অনেক খরচ রয়েছে।
তাই আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ মূলধন থাকে তাহলে আপনি দোকান দিয়ে ব্যবসা শুরু করতে পারেন।
তবে দোকান দিয়ে কসমেটিকস এর ব্যবসা শুরু করার জন্য আপনাকে বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করে ব্যবসা করতে হবে যেমন:
- সঠিক স্থান নির্বাচন করতে হবে
- মার্কেট বিশ্লেষণ করে দোকান স্থাপন করতে হবে
- নির্দিষ্ট গ্রাহককে টার্গেট করতে হবে
- মানুষজনের লোকসমাগম আছে এমন স্থান নির্ধারণ করতে হবে
- দোকানের আকর্ষণীয় ডেকারেশন করতে হবে
- কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে ইত্যাদি
কসমেটিকস দোকান ডেকোরেশন
![কসমেটিকস ব্যবসা করার বিস্তারিত নিয়ম - Best rules of doing cosmetics business [ 2023 ] 2 কসমেটিকস দোকান ডেকোরেশন](https://goafta.com/wp-content/uploads/2022/11/কসমেটিকস-দোকান-ডেকোরেশন-300x182.jpg)
যেকোনো ব্যবসার জন্য দোকানের ডেকোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে দোকানের ডেকোরেশন সুন্দর এবং দোকান সুন্দর করে সাজানো ও পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে দোকানগুলোতে কাস্টমাররা কম্ফোর্টেবল ফিল করেন।
দোকানের ভিতর যেমন সুন্দর করে ডেকোরেশন করবেন তেমন দোকানের বাইরেও সুন্দর করে ডেকোরেশন করবেন। কেননা আপনার দোকানের সামনে দিয়ে প্রতিদিন শত শত মানুষ আসা-যাওয়া করবে।
তাই মানুষজন যাতে করে দোকানের বাইরের দিক দেখে বিবেচনা করতে পারে যে আপনার দোকানটি অনেক উন্নত মানের একটি দোকান হতে পারে। সেজন্য ভিতরে-বাহিরে সুন্দর করে ডেকারেশন ও আলোকসজ্জা করতে হবে।
দোকানের কসমেটিকস পণ্যগুলো সুন্দর করে ডিসপ্লে করা, কাস্টমারদের জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস বা জায়গা রাখা, কাস্টমাররা বসার জন্য ব্যবস্থা করা, এবং দোকানের ভেতর অযথা চেয়ার টেবিল না রাখা ইত্যাদি।
![কসমেটিকস ব্যবসা করার বিস্তারিত নিয়ম - Best rules of doing cosmetics business [ 2023 ] 3 কসমেটিকস দোকান ডেকোরেশনের ছবি](https://goafta.com/wp-content/uploads/2022/11/কসমেটিকস-দোকান-ডেকোরেশনের-ছবি-300x182.jpg)
আরো পড়ুন : কুরিয়ার সার্ভিস ব্যবসা শুরু করার নিয়ম ।
কসমেটিকস পণ্যের তালিকা
আমরা আমাদের রূপচর্চার জন্য প্রতিদিন অনেক ধরনের কসমেটিকস পণ্য ব্যবহার করে থাকি। দেশি-বিদেশি বিভিন্ন ধরনের নামিদামি ব্র্যান্ডের কসমেটিকস পণ্য রয়েছে। যেগুলো বর্তমান সময়ের নারী-পুরুষ সবাই রূপচর্চার জন্য ব্যবহার করে থাকে ।
কসমেটিকস পণ্য গুলো হলো :
- স্কিন কেয়ার প্রডাক্ট
- মেকআপ পণ্য
- চুলের যত্নের প্রোডাক্ট
- মেকআপ সরঞ্জাম ও ব্রাশ
- ফেসওয়াশ
- ফেস প্রাইমার প্রোডাক্ট
- কনসিলার প্রোডাক্ট
- কম্প্যাক্ট প্রডাক্ট
- কনট্রি প্রডাক্ট
- ব্রোঞ্জার প্রোডাক্ট
- হাইলাইটার
- স্প্রে প্রডাক্ট
- লিবিসটিক প্রোডাক্ট
- লিকুইড লিপস্টিক
- লোক পালিশ
- নেল পালিশ
- কাজল
- আলাইনার
- মাস্কারা প্রডাক্ট
- চোখের ভ্রু বৃদ্ধিকারী প্রোডাক্ট
- বিভিন্ন ধরনের ক্রিম ইত্যাদি
এই ধরনের শত শত কসমেটিকস পণ্য রয়েছে আপনি চাইলে নির্দিষ্ট কিছু কসমেটিকস পণ্য দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আবার সবগুলো কসমেটিকস পণ্য দিয়েও ব্যবসা শুরু করতে পারেন।
বাংলাদেশের কসমেটিকস পাইকারি বাজার
কসমেটিকস এর ব্যবসা শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই কসমেটিকস এর পাইকারি বাজার সম্পর্কে জানতে হবে। কোথায় কসমেটিকস এর পাইকারি বাজার রয়েছে সে ঠিকানা জেনে তারপর ব্যবসা শুরু করতে হবে। কারণ কসমেটিকস পণ্য গুলো পাইকারি অনেক কম দামে ক্রয় করে খুচরায় ভালো দামে বিক্রি করতে পারবেন।
আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম অঞ্চলে বৃহৎ যেকোনো পণ্যের পাইকারি বাজার খুব সহজে পাওয়া যায়। কসমেটিকসের পাইকারি বাজার ঢাকা-চট্টগ্রাম অঞ্চলে রয়েছে। এখান থেকে যেকেউ অনেক কম দামে পাইকারি কসমেটিক্স পণ্যগুলো ক্রয় করতে পারবে।
আপনাদের সুবিধার্থে আমাদের এই আর্টিকেলে আমরা ঢাকার কসমেটিকস পাইকারি বাজার এর কিছু ঠিকানা এবং চট্টগ্রাম কসমেটিকস পাইকারি বাজারের কিছু ঠিকানা দিচ্ছি।
আরো পড়ুন : ১০টি দারুন স্মার্ট ব্যবসার আইডিয়া ।
কসমেটিকস পাইকারি বাজার চট্টগ্রাম
রিয়াজউদ্দিন বাজার
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার সকল ধরনের পাইকারি পণ্যের জন্য অনেক নামকরা বড় একটি বাজার। রিয়াজউদ্দিন বাজারে আপনি যেকোনো পণ্য সামগ্রী পাইকারি দামে ক্রয় করতে পারবেন।
বিশেষ করে কসমেটিকস পণ্যের পাইকারি বাজারের জন্য চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার অনেক বিখ্যাত বাজার। এখানে আপনি বিভিন্ন দেশি-বিদেশি ও ভালো ভালো ব্র্যান্ডের কসমেটিকস পণ্য পাইকারি দামে ক্রয় করতে পারবেন।
রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত। চট্টগ্রাম শহরের মধ্যে যে কারো কাছে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। এছাড়াও গুগল ম্যাপ ব্যবহার করে সহজেই খুজেঁ বের করতে পারবেন ।
আপনাদের সুবিধার্থে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের কয়েকটি পাইকারি কসমেটিক্স দোকানের ঠিকানা দেওয়া হল:
MH Cosmetics & Beauty Concept/
Address: shop no-109/23,Ground floor,sofina bitan,Reazuddin Bazar,Chattogram-4000
Mobile:01872636276
Cosmetics Bazar/
Address:31/1,Gulpam Tower,Main Road,Terry Bazar,Chattogram-4000
Phone:01854-345596
Bright Cosmetics/
Address:114,ground floor,Royal plaza,C,D,A Market,Reazuddin Bazar,chattogram-4000
Phone:01815-025677
কসমেটিকস পাইকারি বাজার ঢাকা
বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বড় বৃহৎ পাইকারি বাজারগুলো অবস্থিত। ঢাকার বুড়িগঙ্গার পাশে অবস্থিত চকবাজারে সবকিছুর পাইকারি পণ্য পাওয়া যায়।
কসমেটিক্স পণ্যগুলো খুব অল্প দামে ঢাকার চকবাজার থেকে ক্রয় করা সম্ভব। আপনার যে কোন ব্র্যান্ডের কসমেটিকস পণ্য লাগুক না কেন আপনি খুব সহজে চকবাজার থেকে তা সংগ্রহ করতে পারবেন এবং অল্প মূল্যে সেগুলো ক্রয় করতে পারবেন।
চকবাজারে যেসব জায়গায় কসমেটিকস পণ্য গুলো পাইকারি ক্রয় করতে পারবেন সে মার্কেটের নাম গুলো নিচে দেওয়া হল:
- নুরজাহান মার্কেট
- মৌলভীবাজার
- বেগম বাজার
আপনারা চাইলে খুব অল্প টাকা খরচ করে ঢাকা চকবাজারের এই মার্কেটগুলো থেকে পাইকারি দামে কসমেটিকস পণ্য ক্রয় করতে পারবেন।
আরো পড়ুন : ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করার আইডিয়া ।
কসমেটিকস ব্যবসায় লাভ কেমন?
কসমেটিকস এর ব্যবসা এমন একটি ব্যবসা যার বর্তমানে প্রসরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । আপনি যত বেশি পণ্য বিক্রি করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন এটা স্বাভাবিক।
আপনি যদি বিভিন্ন দেশ থেকে কসমেটিকস পণ্য ক্রয় করে এদেশে বিভিন্ন দোকানে বিক্রি করেন তাহলে অনেক বেশি আয় করতে পারবেন। এবং অন্যদিকে আপনি যদি দোকান দিয়ে দেশের বিভিন্ন পাইকারি বাজার থেকে পণ্য ক্রয় করে কসমেটিকস ব্যবসা শুরু করেন তাহলে একটু কম মুনাফা করতে পারবেন।
আপনি বাইরের দেশ থেকে কসমেটিকস পণ্য ক্রয় করে বিক্রি করলে সেক্ষেত্রে মুনাফা করতে পারবেন ৩৫-৪৫ শতাংশ। এবং যদি বাংলাদেশ পাইকারি বাজারগুলো থেকে কসমেটিকস কত করে বিক্রি করেন তাহলে মুনাফা করতে পারবেন ১৫-২৫ শতাংশ।
সেক্ষেত্রে দেখা যায় প্রতি লাখে আপনি সর্বনিম্ন ১৫-২৫ হাজার টাকা পর্যন্ত মুনাফা করতে পারবেন । আপনি যত বেশি পণ্য বিক্রি করতে পারবেন তত বেশি মুনাফা করা সম্ভব।
আরো পড়ুন :
পরিশেষে – Finally
বন্ধুরা কসমেটিকস ব্যবসা সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করা যায় আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে কসমেটিকস ব্যবসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ধারনা পেয়েছেন ।
এবং আমাদের আজকের কসমেটিকস বিজনেস আইডিয়া আর্টিকেলটির কোন অংশ আপনাদের ভাল লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
এবং আপনার বন্ধু-বান্ধব ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়গুলো ব্যয় করে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য। আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া নিয়ে নিয়মিত আর্টিকেল পাবলিশ করে থাকি আমাদের ওয়েবসাইটে।
তাই যেকোন ধরনের ব্যবসায়িক আইডিয়ার আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকে পেইজে নজরে রাখুন।