NSI তে একজন ” ওয়াচার কনস্টেবল এর কাজ কি “ আর্টিকেলে আপনাকে স্বাগতম। আজকের এই আর্টিকেলে এনএসআই ( NSI = national security information ) ওয়াচার কনস্টেবল কি ? ওয়াচার কনস্টেবল এর কাজ কি ? ওয়াচার কনস্টেবল চাকরির যোগ্যতা, বেতন ও কর্মক্ষেত্রে নিয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে এনএসআই কনস্টেবল কাজের সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবেন।
তাহলে চলুন সম্পন্ন আর্টিকেলটি এক নজরে দেখে আসি।
ওয়াচার কনস্টেবল কি? What is Watcher Constable?
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ( NSI ) নামে পরিচিত । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান ও স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এটি। এনএসআই ( NSI ) এর প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত রয়েছে।
এনএসআই ( NSI ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তাসহ, কাউন্টার ইন্টেলিজেন্স ও বৈদেশিক গোয়েন্দার ক্ষেত্রগুলোতে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করে। এনএসআই বাংলাদেশের অন্য সকল গোয়েন্দা সংস্থা যেমন: প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তর, পুলিশের বিশেষ শাখা, সেনা গোয়েন্দা এবং গোয়েন্দার মধ্যে অন্যতম বৃহত্তম সংস্থা হলো ( NSI ) এনএসআই।
এনএসআই সংস্থাটি সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এনএসআই সংস্থাটির দপ্তর রয়েছে। তাছাড়া যুগ্ম-পরিচালকের নেতৃত্বে বাংলাদেশের জেলা সমূহের স্থানীয় ইউনিট রয়েছে। বাংলাদেশের বৃহত্তম গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করছে এনএসআই ( NSI ) । প্রধান কার্যক্রমগুলোর মধ্যে মূলত বৈদেশিক সরকার, নির্দিষ্ট ব্যক্তি, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন ধর্মীয় দল এবং কাউন্টার ইন্টেলিজেন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা।
এনএসআইতে ওয়াচার কনস্টেবল পদের শিক্ষাগত ও যোগ্যতা কি ?
এইএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
উচ্চতা : পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে ৫ ফুট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ৩১ – ৩৩ ইঞ্চি পর্যন্ত।
ওয়াচার কনস্টেবল এর ট্রেনিং
নিয়োগের পর ওয়াচার কনস্টেবল এনএসআই এর ট্রেনিং অ্যাক্যাডেমিসহ বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ছয় মাসের জন্য মৌলিক প্রশিক্ষণ পান প্রশিক্ষণার্থী কনস্টেবল হিসেবে । তবে বিভিন্ন ইউনিটে সেবা প্রদান করার সময় কনস্টেবলরা তাদের দক্ষতা বিকাশ ও পেশাগত জ্ঞান বৃদ্ধির জন্য পরিষেবা প্রশিক্ষণ কোর্সও করা হয়ে থাকে।
এর মধ্যে রয়েছে যেমন : ইমিগ্রেশন ওয়ারেন্টেশন কোর্স, বেসিক নজরদারি কোর্স, এসবি সুরক্ষা কর্মকর্তাদের জন্য ওয়ারেন্টেশন কোর্স, এসসিও অফিসারদের জন্য মেডিসিন কোর্স ট্রেনিং স্কুল পরিচালিত পাসপোর্ট ভেরিফিকেশন ওয়ারেন্টেশন কোর্স।
কনস্টেবলরা টিডিএস ঢাকা, এমডিডিএস জামালপুর, বিআরটিএ এবং বাংলাদেশ-জার্মান ও বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পুলিশ টেলিকম পরীক্ষণ বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সসহ বাংলা একাডেমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিভিন্ন ইন সার্ভিস সেন্টারের ড্রাইভিং কোর্স অংশ নেয়।
ওয়াচার কনস্টেবল এর বেতন কত?
ওয়াচার কনস্টেবল সরকারি ১৭তম গ্রেডের একটি চাকরি। তাই এর বেতন স্কেল হল: ৯০০০ – ২১,৮০০টাকা পর্যন্ত বা সর্বসাকুল্যে ২১,৮০০ টাকা ।
এনএসআই ওয়াচার কনস্টেবল কি এবং এর কাজ কি?
ওয়াচ থেকে ওয়াচার । ওয়াচার কনস্টেবল এর কাজ হচ্ছে মূলত নজরদারি করা ও পাহারা দেওয়া ইত্যাদি। সহজে বলতে গেলে ধরুন আপনি এনএসআইয়ের একজন ফিল্ড এজেন্ট। আপনার বস অর্থাৎ একজন কেস অফিসার (এসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডেপুটি এসিস্ট্যান্ট ডাইরেক্টর যে কেউ হতে পারে) আপনাকে একটি অ্যাসাইনমেন্ট দিল।
এসাইনমেন্টটি হল দেশের অভ্যন্তরে কাজ করা এক বিদেশি এনজিও হাঁড়ির খবর টুকু পর্যন্ত বের করে আনা। এই কাজটি করতে হলে সেই বৈদেশি কেন্দ্রীয় সদস্য থেকে কর্মকর্তাদের গতিবিধির উপর আপনার নজরদারি থাকতে হবে।
আপনি আপনার এড্রেস কাজে লাগিয়ে (অফিশিয়াল সোর্স বা আপনার রিক্রুট করা সোর্স, যারা আন অফিশিয়ালী কাজ করে এবং শুধু আপনার জন্যই কাজ করবে) একটা লিড পেলেন। এখন সে লিডের সাথে জড়িত ব্যক্তিবিশেষ বা ব্যক্তি বর্গের উপর আপনাকে যদি নজরদারি চালাতে হয় তাহলে আপনি সরাসরি করতে বেশ ঝামেলার কাজ হবে।
সেই জন্য আপনি একজন ওয়াচার কনস্টেবল নিয়োগ দিলেন ওই সংস্থাটির গতিবিধি নজরদারি করার জন্য।
মোট কথা হল ওয়াচার কনস্টেবল এর কাজ হচ্ছে নির্দেশ অনুযায়ী কোন ব্যক্তি, গোষ্ঠী, অফিস অথবা কোন ভবনের ওপর নজরদারি করে প্রয়োজনীয় তথ্যগুলো জোগাড় করা। ইন্টেলের দুনিয়ায় এই পদে কাজ করা মানুষদের বেতন কম হলেও এদের প্রয়োজনীয়তা অনেক বেশি।
ওয়াচার কনস্টেবল পদের চাকরিপ্রার্থীদের পদোন্নতি কিভাবে হয়?
ওয়াচার কনস্টেবল পদের নিয়োগটি ১৭ তম গ্রেডের একটি চাকরি হওয়ায় । সেটি ১৫ তম গ্রেডে উন্নতি করার অনেক সুযোগ রয়েছে। যদিও সেটি অনেক একটি কষ্টের ব্যাপার অনেক পরিশ্রম অভিজ্ঞতার মাধ্যমে ১৫ তম গ্রেডে উন্নতি হবে।
ওয়াচার কনস্টেবল এর পোস্টিং কোথায় হয়?
ওয়াচার কনস্টেবল কি সাধারণত দুই জায়গায় পোস্টিং দেওয়া হয়।
১/ কারাগারের ভেতর অর্থাৎ কারাগারে যেসব লোক বন্দি রয়েছে তাদের দেখাশোনা এবং দায়িত্বে নিয়োজিত থাকবে।
২/ ফিল্ড অফিসার এর আওতায় ফিল্ডে (মাঠে) পোস্টিং দেওয়া হয়ে থাকে।
ওয়াচার কনস্টেবল এর নিয়োগ পরীক্ষা MCQ হয় নাকি লিখিত হয় ?
এনএসআই এমন একটি নিয়োগ পরীক্ষা যার অনেককিছুই সাধারণ মানুষের কাছে জানা নেই। যেমন অন্য সকল চাকরির পরীক্ষার সিলেবাস কেমন হবে, ও পরীক্ষা কোন নিয়মে হবে তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। তবে এনএসআই অন্য সকল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ব্যতিক্রম এর নিজস্ব কোন সিলেবাস নেই। তাই এনএসআই নিয়োগ পরীক্ষা সম্পর্কে আমাদের জানা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে।
সকলের মধ্যে এই প্রশ্নটিই থাকে যে ওয়াচার কনস্টেবল এর পরীক্ষা কিভাবে নেওয়া হয় ? অনেকে পার্সোনালি এই প্রশ্নটির উত্তর আমাদের কাছে জানতে চেয়েছেন। এই প্রশ্নটির উত্তর সম্ভবত সঠিকভাবে কারো কাছে জানা নেই। এক কথায় বলতে গেলে এনএসআই এর প্রতিটি চাকরি ধোয়াশার মধ্যে থাকে যা স্পষ্ট করে কথাও বলা হয়নি।
তবে পূর্বের অভিজ্ঞতা দেখে বলা যায় যে এই লিখিত পরীক্ষা হওয়ার সুযোগ অনেক কম রয়েছে, শুধু mcq পরীক্ষা নেওয়া হতে পারে। যেহেতু এই নিয়োগ পরীক্ষাটি মাধ্যমিক লেভেলের একটি পরীক্ষা সেহেতু ওয়াচার কনস্টেবল চাকরির জন্য লিখিত পরীক্ষার সুযোগ খুবই খুবই কম। তবে কিছু ব্যবহারিক পরীক্ষা ও থাকতে পারে।
NIS এর ওয়াচার কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্ততি নেওয়ার জন্য কোন কোন বিষয় পড়তে হয়?
ওয়াচার কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগের যে গাইড রয়েছে অথবা সম্প্রতি নিবন্ধনের জন্য যে গাইড আছে এই গাইডগুলো সংগ্রহ করে পড়তে পারেন। এগুলো যদিও অনেক স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন তবে আমার বিশ্বাস এই দুটি গাইড পড়লে ওয়াচার কনস্টেবল এর জন্য আপনার পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হতে পারে।
মান বন্টন:
- বাংলা-১০
- ইংরেজী-১০
- গণিত-১৫
- সাধারণ জ্ঞান-১৫
- বিজ্ঞান-১০
- কম্পিউটার-১০
- আইকিউ-১০
পরিশেষে – Finally
বন্ধুরা ওয়াচার কনস্টেবল নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো ঘুরপাক করে সে প্রশ্নগুলোর উত্তর জনতা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি ওয়াচার কনস্টেবল নিয়ে আপনাদের কিছু জানার আগ্রহ থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। যত দ্রুত সম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমাদের আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে বন্ধু-বান্ধবদের কাছে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যকে জানাতে সহযোগিতা করুন এবং নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুকে, ধন্যবাদ।
আরো পড়ুন :
➡️ সেলস রিপ্রেজেন্টেটিভ এর কাজ কি ?
➡️ টেরিটরি সেলস অফিসারের কাজ কি ?