এক থেকে একশ বানান । ১ থেকে ১০০ পর্যন্ত বানান । ১-১০০ বানান বাংলা

বন্ধুরা আমরা এক থেকে একশ বানান সহ ও সংখ্যাবাচক পদ এবং ১ থেকে ১০০ পর্যন্ত বানান ইংরেজি বানান পূরণবাচক পদ নিয়ে বিস্তারিত শেয়ার করব । অনেকেই আছেন ছোট ছেলেমেয়েদের জন্য এক থেকে একশ বানান ও সংখ্যাবাচক সহ জানতে চেয়েছেন।

তাই আমরা আমাদের আজকের আর্টিকেলে সবার সুবিধার্থে  ১ থেকে ১০০ পর্যন্ত বানান সংখ্যাবাচক পদসহ  এবং পূরণবাচক পদ শেয়ার করব।

 

তাহলে চলুন দেখে আসি এক থেকে একশ পর্যন্ত বানান, সংখ্যাবাচক পদ ও পূরণবাচক পদ:

সংখ্যাসংখ্যাবাচক পদপূরণবাচক পদ
একপ্রথম
দুইদ্বিতীয়
তিনতৃতীয়
চারচতুর্থ
পাঁচপঞ্চম
ছয়ষষ্ট
সাতসপ্তম
আটঅষ্টম
নয়নবম
১০দশদশম
১১এগারোএকাদশ
১২বারোদ্বাদশ
১৩তেরোত্রয়োদশ
১৪চোদ্দচতুর্দশ
১৫পনেরোপঞ্চদশ
১৬ষোলষোড়শ
১৭সতেরোসপ্তদশ
১৮আঠারোঅষ্টাদশ
১৯উনিশঊনবিংশ
২০বিশবিংশ
২১একুশএকবিংশ
২২বাইশদ্বাবিংশ
২৩তেইশত্রয়োবিংশ
২৪চব্বিশচতুবিংশ
২৫পঁচিশপঞ্চবিংশ
২৬ছাব্বিশষট্বিংশ
২৭সাতাশসপ্তবিংশ
২৮আটাশঅষ্টাবিংশ
২৯ঊনত্রিশঊনত্রিংশ
৩০ত্রিশত্রিংশ
৩১একত্রিশএকত্রিংশ
৩২বত্রিশদ্বাত্রিংশ
৩৩তেত্রিশত্রয়োত্রিংশ
৩৪চৌত্রিশচতু্ত্রিংশ
৩৫পঁয়ত্রিশপঞ্চত্রিশ
৩৬ছত্রিশষ্টত্রিংশ
৩৭সাঁইত্রিশসপ্তত্রিংশ
৩৮আটত্রিশঅষ্টাত্রিংশ
৩৯ঊনচল্লিশঊনচত্বারিংশ
৪০চল্লিশচত্বারিংশ
৪১একচল্লিশএকচত্বারিংশ
৪২বিয়াল্লিশদ্বিচত্বারিংশ
৪৩তেতাল্লিশত্রয়চত্বারিংশ
৪৪চুয়াল্লিশচতুঃচত্বারিংশ
৪৫পঁয়তাল্লিশপঞ্চচত্বারিংশ
৪৬ছেচল্লিশষ্টচত্বারিংশ
৪৭সাতচল্লিশসপ্তচত্বারিংশ
৪৮আটচল্লিশঅষ্টচত্বারিংশ
৪৯ঊনপঞ্চাশঊনপঞ্চাশৎ
৫০পঞ্চাশপঞ্চাশৎ

এক থেকে একশ বানান । ১ থেকে ১০০ পর্যন্ত বানান । ১-১০০ বানান

৫১একান্নাএকপঞ্চাশৎ
৫২বায়ান্নাদ্বিপঞ্চাশৎ
৫৩তিপ্পান্নাত্রিপঞ্চাশৎ
৫৪চুয়ান্নচতুঃপঞ্চাশ
৫৫পঞ্চান্ন পঞ্চপঞ্চাশৎ
৫৬ছাপান্নষ্টপঞ্চাশৎ
৫৭সাতান্নসপ্তপঞ্চাশৎ
৫৮আটান্নঅষ্টপঞ্চাশৎ
৫৯ঊনষাটঊনষষ্টি
৬০ষাটষষ্টি
৬১একষট্টিএকষষ্টি
৬২বাষট্টিদ্বিষ্টি
৬৩তেষট্টিত্রিষট্টি
৬৪চৌষট্টিচতুঃষট্টি
৬৫পঁয়ষট্টিপঞ্চষষ্টি
৬৬ছেষট্টিষ্টষট্টি
৬৭সাতষট্টিসপ্তষট্টি
৬৮আটষট্টিঅষ্টষষ্টি
৬৯ঊনসত্তরঊনসপ্ততি
৭০সত্তরসপ্ততি
৭১একাত্তরএকসপ্ততি
৭২বাহাত্তরদ্বিসপ্ততি
৭৩তিয়াত্তরত্রিসপ্ততি
৭৪চুয়াত্তরচতুঃসপ্ততি
৭৫পঁচাত্তরপঞ্চসপ্ততি
৭৬ছিয়াত্তরষ্টসপ্ততি
৭৭সাতাত্তরসপ্তসপ্ততি
৭৮আটাত্তরঅষ্টসপ্ততি
৭৯ঊনআশিঊনশীতি
৮০আশিঅশীতি
৮১একাশিএকাশীতি
৮২বিরাশিদ্ব্যশীতি
৮৩তিরাশিতিরাশি
৮৪চুরাশিচতুরশীতি
৮৫পঁচাশিপঞ্চাশীতি
৮৬ছিয়াশিষড়শীতি
৮৭সাতাশিসপ্তাশীতি
৮৮অষ্টআশিঅষ্টাশীতি
৮৯ঊননব্বইঊননবতি
৯০নব্বইনবতি
৯১একানব্বইএকনবতি
৯২বিরানব্বইদ্বিনবতি
৯৩তিরানব্বইত্রিনবতি
৯৪চুরানব্বইচতুর্নবতি
৯৫পঁচানব্বইপঞ্চনবতি
৯৬ছিয়ানব্বইষন্নবতি
৯৭সাতানব্বইসপ্তনবতি
৯৮আটানব্বইঅষ্টনবতি
৯৯নিরানব্বইনবনবতি
১০০একশএকশত

 

পরিশেষে 

প্রিয় বন্ধুরা আমাদের আজকের ১-১০০ বানান বাংলা আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকলে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন নাহ । এবং নিয়মিত ব্যবসা , প্রযুক্তি এবং এডুকেশনাল ব্লগ পোষ্ট পড়তে চোখ রাখুন আমাদের সাইট Goafta.com এর উপর । এবং নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ

আরো পড়ুন :

➡️বঙ্গবন্ধু সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ বাক্য ।

➡️সপ্তাহের সাত দিনের নাম ( বাংলা + ইংরেজি + আরবি  )

➡️নিজের সম্পর্কে ১০টি বাক্য ।

➡️বাংলাদেশ সম্পর্কে ১০টি বাক্য ।

 

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *