উত্তর: যে ব্যবসায়ের মালিক একজন মাত্র ব্যক্তি তাকে একমালিকানা ব্যবসায় বলে ।
পৃথিবীতে এ ধরনের ব্যবসায়ের সংখ্যাই সর্বাধিক বা অধিক জনপ্রিয় । এর বড় কারণ হলো স্বল্প মূলধন নিয়ে শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যে কোনো স্থানে সহজেই এ ধরনের কারবার গড়ে তোলা যায় । এই ব্যবসায় ছোট হওয়ায় যে কেউ সহজেই তা পরিচালনা করতে পারে। ক্ষেত্রগত সুবিধার কারণেও বিশ্বে এ ব্যবসায়ের সংখ্যাই সর্বাধিক বা এটি অধিক জনপ্ৰিয় ।
আরো পড়ুন…………..
➡️যৌথ মূলধনী কোম্পানির মূলধন ধারণা ।
➡️প্রাইভেট লিমিটেড কোম্পানী কাকে বলে ?
➡️যেীথ মূলধনী ব্যবসা কাকে বলে ?
নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।