একমালিকানা ব্যবসায়ে মালিকের অসীম দায় বলতে কী বুঝায়?

উত্তর : মালিকের অসীম দায় বলতে ব্যবসায়ে বিনিয়োগকৃত নিজস্ব মূলধনের বাইরেও মালিকের দায় সৃষ্টি

হওয়াকে বুঝায় ।

এরূপ দায়ের কারণে মালিকের নিজস্ব ব্যক্তিগত অন্য সকল সম্পত্তি প্রয়োজনে দায়বদ্ধ হয় এবং সেজন্য সে দেউলিয়াও ঘোষিত হতে পারে । কোম্পানি সংগঠনে শেয়ারহোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে । কিন্তু একমালিকানা ব্যবসায়ে মালিকের নিজস্ব মূলধন অপেক্ষাও অনেক বেশি দায়।

আরো পড়ুন……….

➡️ একমালিকানা ব্যবসায়ের ধারণা ও বৈশিষ্ট্য

➡️ একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ কি?

➡️ সমিতির প্রকারভেদ

নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।

By Saifur Rahman Arif

আমি মোহাম্মাদ সাইফুর রহমান আরিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ব্যবস্থাপনা বিভাগের ছাত্র । ব্যবস্থাপনার একজন ছাত্র হলেও বর্তমানে কিছুদিন যাবৎ আমি অনলাইনে লিখালিখি কাজের সাথে যুক্ত রয়েছি । এবং Goafta.com সাইটটির একজন আর্টিকেল রাইটার হিসাবে কাজ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *