একমালিকানা ব্যবসায়ের গুরুত্ব

বর্তমান বৃহদায়তন উৎপাদনের যুগে প্রাচীন ও ক্ষুদ্রায়তন প্রকৃতির একমালিকানা ব্যবসায়ের গুরুত্ব হ্রাস পাওয়ার কথা থাকলেও অদ্যাবধি এ ব্যবসায়ের গুরুত্ব কমেনি। প্রতিটা সমাজে তথা বাংলাদেশে এটা এখনও সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় সংগঠন।

একমালিকানা  ব্যবসায়ের গুরুত্ব নিম্নে তুলে ধরা হলো :

 

১. ব্যাপক সেবা প্রদান (Rendering greater services) : স্বল্প মূলধন নিয়ে অতি সহজে এ ব্যবসায় শহরের কেন্দ্রস্থল হতে শুরু করে গ্রাম-গঞ্জের সর্বত্র গড়ে ওঠে । তাই প্রয়োজনীয় পণ্য ও সেবাসামগ্রী সহজে ভোক্তা সাধারণের হাতে তুলে দিয়ে এ ব্যবসায় ব্যাপক জনগোষ্ঠীকে সেবা প্রদান করতে পারে।

 

 ২. সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি (Increase of savings and investments ) : শহর ও গ্রামাঞ্চলের ব্যাপক জনগোষ্ঠী এরূপ ব্যবসায় গড়ে তোলার মানসে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে এ ধরনের ব্যবসায় গঠন করে । যা দেশের জন্য মূলধন গঠন এবং বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা

রাখে।

৩. আয় ও সম্পদ বৃদ্ধি (Increase of income and wealth) : ব্যাপক ভিত্তিতে একমালিকানা ব্যবসায় গঠিত ও পরিচালিত হওয়ার ফলে তা ব্যাপক জনগোষ্ঠীর আয়-রোজগারের ব্যবস্থা ও ব্যক্তিগত সম্পন্ন বৃদ্ধি করে । এতে জাতীয় আয় ও সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয় ।

৪. অধিক কর্মসংস্থান (More employment) : যে কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজেই এরূপ ব্যবসায় গড়ে আত্মকর্মস্থান করতে পারে বিধায় দেশের ব্যাপক জনগোষ্ঠী এরূপ ব্যবসায় গঠন ও পরিচালনা করে। ফলে তা বেকার সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখে । আমাদের আশপাশে তাকালেই আমরা এ কথার সত্যতা উপলব্ধি করতে পারি I

৫. উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র (Proper field of training) : দক্ষ ব্যবসায়ী হওয়ার পিছনে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য। ক্ষুদ্র একমালিকানা ব্যবসায় গঠন ও পরিচালনার মাধ্যমে ব্যবসায়ী এরূপ দক্ষতা ও অভিজ্ঞতা সহজেই অর্জন করতে পারে । যা তাকে বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠায় শক্তি

ও সাহস জোগায় ।

৬. সম্পদের সুষম বণ্টন (Proper distribution of wealth) : ক্ষুদ্রায়তনের একমালিকানা ব্যবসায় দেশের আনাচে-কানাচে সর্বত্র ব্যাপকভাবে গড়ে ওঠে। ফলে বৃহদায়তন ব্যবসায়ের ক্ষেত্রে সম্পদ যেভাবে কতিপয় ব্যক্তির হাতে পুঞ্জীভূত হয় এক্ষেত্রে তার কোনোই সম্ভাবনা থাকে না। এতে সম্পদের সুষম বণ্টন সহজ হয় ।

৭. জীবনযাত্রার মানোন্নয়ন (Raising standard of living) : একমালিকানা ব্যবসায় একদিকে ব্যাপক জনগোষ্ঠীর যেমনি আয় ও সম্পদ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে অন্যদিকে সর্বত্র সহজে পণ্য ও সেবা সরবরাহ নিশ্চিত করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখে ।

উপসংহারে বলা যায়, মানুষের অভাব পূরণে প্রতিনিয়ত ব্যবসায় যে সেবা দিয়ে চলেছে তাতে মুখ্য ভূমিকা পালনকারী সবচেয়ে কার্যকর সংগঠন হলো একমালিকানা ব্যবসায় । এরূপ ব্যবসায় মানুষের অর্থনৈতিক ও সমাজ জীবনে যে ব্যাপক ভূমিকা রাখছে-সারা বিশ্বে তথা বাংলাদেশে এর ব্যাপক উপস্থিতি হতেই তার প্রমাণ মিলে ।

আরো পড়ুন……….

➡️ একমালিকানা ব্যবসায়ের ধারণা ও বৈশিষ্ট্য

➡️ একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ কি?

➡️ সমিতির প্রকারভেদ

নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।

 

By Saifur Rahman Arif

আমি মোহাম্মাদ সাইফুর রহমান আরিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ব্যবস্থাপনা বিভাগের ছাত্র । ব্যবস্থাপনার একজন ছাত্র হলেও বর্তমানে কিছুদিন যাবৎ আমি অনলাইনে লিখালিখি কাজের সাথে যুক্ত রয়েছি । এবং Goafta.com সাইটটির একজন আর্টিকেল রাইটার হিসাবে কাজ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *