প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে উঠা ব্যবস্থাপনাকে উচ্চস্তরের ব্যবস্থাপনা বলে । এবং ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনার উচ্চস্তরে পড়ে কেন এর কারণ হলো পরিচালক কোম্পানীর নীতি – পলিসি বাস্তবায়নে কাজ করেন যা উপরের স্তরের ব্যবস্থাপকের কাজ ।
একজন ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির মুখ্য কর্মকর্তা । তিনি পরিচালনা পর্ষদের অধীনে ও নির্দেশনায় কোম্পানির নীতি ও পলিসি প্রণয়ন ও বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখেন । বিভাগীয় প্রধানগণ তার অধীনে কাজ করে । তাই ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে পড়ে ।
ব্যবস্থাপনা পরিচালক in english ?
ব্যবস্থাপনা পরিচালক in english : Managing Director
ব্যবস্থাপনা পরিচালক কি ?
একজন ব্যবস্থাপনা পরিচালক হলেন কোম্পানির মুখ্য কর্মকর্তা যিনি কোম্পানীর পরিচালনা পর্ষদের অধীনে ও নির্দেশনায় প্রতিষ্টানের নীতি ও পলিসি বাস্তবায়নে কাজ করেন ।
➡️ব্যবস্থাপনার কার্যাবলী ব্যাখা কর ।
➡️ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া ।
➡️ব্যবস্থাপনাকে একটা প্রক্রিয়া হিসেবে বিবেচনা করার কারণ কি ব্যাখা কর ।
নিয়মিত পড়াশুনার সম্পর্কিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ ।