আন্তর্জাতিক অর্থায়ন কি - আন্তর্জাতিক অর্থনীতি বলতে কী বোঝায়

আন্তর্জাতিক অর্থায়ন কি ?

যে অর্থায়নে আমদানি রপ্তানি খাত এবং বাণিজ্য ঘাটতি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় তাকে আন্তর্জাতিক অর্থায়ন বলে । একটি দেশের অর্থনীতিতে আমদানি রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আমদানি করলে নিজ দেশ থেকে অর্থ বিদেশে চলে যায় এবং রপ্তানি করলে বিদেশ থেকে অর্থ দেশে চলে আসে ।  আমদানি রপ্তানি কম হলে বাণিজ্য ঘাটতি দেখা দেয় । এগুলো ব্যবস্থাপনা করাই হল আন্তর্জাতিক অর্থায়ন ।

আরো পড়ুন : 

➡️ফিন্যান্স কাকে বলে ? ফিন্যান্স বলতে কি বুঝায় ?

➡️এক থেকে একশ র্পযন্ত বানান ।

নিয়মিত শিক্ষনীয় পোষ্ট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ 

By MD Imran hossan

২০১৯ সাল থেকে যুক্ত আছি এই টেকনোলজির দুনিয়ার সাথে । যদিও আমার পড়াশোনা ব্যবসা ও বাণিজ্য নিয়ে । ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়ার পাশাপাশি বর্তমানে লিখালিখি ও ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছি । নিজের জ্ঞান কে অন্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছি Goafta.com ওয়েবসাইট । স্বপ্ন দেখছি একটি বিশ্বস্ত ব্যবসায়িক ব্লগ গড়ে তোলার । এবং নিজে যতটুকু জানি তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার , তাতে যদি কারো শস্য পরিমাণও উপকার হয় তাতেই আমার প্রশান্তি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *