অর্থনৈতিক পরিবেশ কি

 

জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তারে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত-সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে.ততই অগ্রগতি লাভ করতে পারে । জাপান মানব সম্পদের কারণে ব্যবসায়ে উন্নতি লাভ করেছে । সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার উন্নতির পিছনে অর্থনৈতিক পরিবেশের প্রভাব উল্লেখযোগ্য । খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও আফ্রিকার দেশগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশের অভাবের কারণে তা কাজে লাগাতে পারছে না ।

আরো পড়ুন……….

➡️ একমালিকানা ব্যবসায়ের ধারণা ও বৈশিষ্ট্য

➡️ একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ কি?

➡️ সমিতির প্রকারভেদ

নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।

 

By Saifur Rahman Arif

আমি মোহাম্মাদ সাইফুর রহমান আরিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ব্যবস্থাপনা বিভাগের ছাত্র । ব্যবস্থাপনার একজন ছাত্র হলেও বর্তমানে কিছুদিন যাবৎ আমি অনলাইনে লিখালিখি কাজের সাথে যুক্ত রয়েছি । এবং Goafta.com সাইটটির একজন আর্টিকেল রাইটার হিসাবে কাজ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *