অনলাইন টাইপিং জব বলতে বুঝায় ইন্টারনেট কানেকশনযুক্ত কম্পিউটার/ ল্যাপটপ অথবা মোবাইল ফোন ডিভাইসের মাধ্যমে টাইপিং করে কোন প্রতিষ্ঠানের হয়ে চাকরি করা ।
আজকের অনলাইন টাইপিং জব এই আর্টিকেলে আমরা আপনাদের সাথে কয়েকটি বাছাইকৃত সেরা অনলাইন টাইপিং চাকরির সাথে পরিচয় করে দেব । তাই ঘরে বসে অনলাইনে টাইপিং জব করার আগ্রহ থাকলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করুন ।
আমরা সবাই কমবেশি হয়তো ফ্রিল্যান্সিং শব্দটার সাথে পরিচিত । অনলাইন টাইপিং জবও এক প্রকার ফ্রিল্যান্সিং কাজ ।
ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজ করে আয় করার উপায়কে ফ্রিল্যান্সিং বলে ।
বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার ফ্রিল্যান্সার কাজ করছে । এবং প্রতিবছর তারা শতকোটি টাকা দেশে আয় করে নিয়ে আসছে এবং নিজেদের স্বাবলম্বী করে তুলছে ।
ফ্রীলান্সিং জবগুলোর মধ্যে অন্যতম একটি জব হল অনলাইন টাইপিং জব । এটি অন্যান্য ফ্রিল্যান্সিং কাজের তুলনায় সহজ একটি কাজ । বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে আপনি অনলাইন টাইপিং জব সম্পর্কিত কাজ পাবেন ।
অনলাইন টাইপিং জব বা চাকরি করতে কি কি প্রয়োজন ?
- ইন্টারনেট কানেকশন ।
- কম্পিউটার/ ল্যাপটপ অথবা স্মার্টফোন ।
- যোগাযোগ করার জন্য ইংরেজি ভাষায় দক্ষতা ।
- দ্রুত টাইপিং করার স্কিল থাকতে ।
- মার্কেটপ্লেস সম্পর্কে জ্ঞান রাখা ।
উপরোক্ত এই ইলেকট্রনিক ডিভাইস এবং দক্ষতাগুলো থাকলে আপনি অনলাইনে টাইপিং জব করতে পারবেন । তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের বাছাইকৃত সেরা অনলাইন টাইপিং জবসগুলো ।
১/ ডাটা এন্ট্রি জব – Data Entry Job
অনলাইন থেকে এবং ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করার সবচেয়ে সহজ কাজ বলা হয়ে থাকে ডাটা এন্ট্রিকে । আপনি যদি অনলাইনে একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ডাটা এন্ট্রি জব আপনার জন্য উপযুক্ত একটি বিষয় ।
অল্পকিছুদিন পরিশ্রম করার মাধ্যমেই আপনি ডাটা এন্ট্রি কাজ শিখে নিজেকে রপ্ত করে ফেলতে পারবেন । ইন্টারনেটে ডাটা এন্ট্রি সম্পর্কে প্রচুর ডকুমেন্টস ও টিউটিরিয়াল রয়েছে । তাই সামান্য চেষ্টা করলেই আপনিও ডাটা এন্ট্রি কাজ শিখে অনলাইনে ডাটা এন্ট্রি টাইপিং জবস করতে পারবেন ।
ডাটাএন্ট্রি জব বলতে মূলত বুঝায় বিভিন্ন ধরনের হার্ডকপি ডকুমেন্টস থেকে তথ্য বা ইনফরমেশন টাইপিং করে কম্পিউটার ডাটাবেসে সংরক্ষণ করে রাখাকে ।
এবং এই ধরনের কাজগুলো করার জন্য একজন টাইপার বা টাইপিস্টকে রাখা হয় যে তথ্যগুলো বিভিন্ন হার্ডকপি থেকে টাইপিং করে হুবহু কম্পিউটার ডাটাবেজে সংরক্ষণ করে । ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বর্তমানে ডাটাএন্ট্রির প্রচুর কাজ পাওয়া যায় ।
ডাটা এন্ট্রি কাজ করতে কি কি শেখা প্রয়োজন ?
- এমএস ওয়ার্ড ( Ms word )
- এমএস এক্সেল ( Ms Excel )
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ( Microsoft powerpoint )
- গুগল এক্সেল শীট ( Google Excel Sheet )
- গুগল ডকস ( Google Docs )
কোথায় ডাটা এন্ট্রি টাইপিং কাজ পাওয়া যায় ?
? ফাইবার ডটকম
? আপওয়ার্ক ডটকম
? ফ্রিল্যান্সার ডটকম
২/ ক্যাপচা এন্ট্রি জবস – Captcha Entry Jobs
অনলাইন টাইপিং জব অথবা অনলাইন টাইপিং চাকরির মধ্যে অন্যতম আরো একটি কাজ হল ক্যাপচা এন্ট্রি জবস ।
আমরা সবাই কমবেশি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় দেখতে পাই সিকিউরিটির জন্য নানান ধরনের পাহাড়ের চূড়া , ট্রাফিক লাইট , বাস গাড়ি , গাছপালা সিলেক্ট ও ছবি অনুযায়ী লিখা টাইপ করা ।
ঠিক একই কাজটি আপনাকে এখানে করতে হবে । অর্থাৎ ক্যাপচা এন্ট্রি জবস এর কাজ হল বিভিন্ন ক্যাপচাগুলোকে সঠিকভাবে পূরণ করা ।
ক্যাপচা এন্ট্রি জবস করতে কি কি দরকার ?
- ইন্টারনেট কানেকশন ।
- কম্পিউটার / ল্যাপটপ অথবা স্মার্টফোন ।
- ইংরেজিতে কমিউনিকেশন করার মতো দক্ষতা ।
- ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারণা ।
উপরোক্ত এই ইলেকট্রনিক ডিভাইস এবং দক্ষতাগুলো আপনার মধ্যে থাকলে আপনি খুব সহজে ক্যাপচা এন্ট্রি অনলাইন টাইপিং জবটি করতে পারবেন ।
অনলাইনে ক্যাপচা এন্ট্রি টাইপিং জব করে কেমন আয় করা যায় ?
আপনি যদি নিয়মিত দৈনিক ৪ থেকে ৫ ঘন্টা সময় ব্যয় করে এই ধরনের ক্যাপচা পুরন অনলাইন টাইপিং জবসগুলো করেন তাহলে প্রতিমাসে আনুমানিক ৮ থেকে ১২ হাজার টাকা ইনকাম করতে পারবেন ।
কোথায় ক্যাপচা এন্ট্রি টাইপিং জব পাওয়া যায় ?
- Captcha2cash
- Kolitibablo.com
- Megatypers
উপরোক্ত এই সাইটগুলোতে আপনি ক্যাপচা এন্ট্রি অনলাইন টাইপিং জব করতে পারবেন । এর জন্য সর্বপ্রথম আপনাকে এই সাইটগুলোতে গিয়ে রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করতে হবে ।
এবং পরবর্তীতে বিভিন্ন ক্যাপচা এন্ট্রি জবের এর জন্য আবেদন করতে হবে ।
৩/ অনলাইন সার্ভে জব – Online Survey Jobs
বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিগুলো তাদের পণ্য সামগ্রী এবং সেবা সম্পর্কে ফিডব্যাক ও রিভিউ নেওয়ার জন্য বিভিন্ন ধরনের সার্ভে ওয়েবসাইটগুলোর শরণাপন্ন হয়ে থাকে । আপনি এই সার্ভে ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করে এইধরনের সার্ভে প্রোগ্রামে জয়েন করতে পারেন ।
এই ধরনের ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন করার পর তারা আপনাকে বিভিন্ন ধরনের সার্ভে ফর্ম প্রদান করবে । তখন আপনাকে ফরমে দেওয়া প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে ফরমটি ফিলাপ করতে হবে ।
একেকটি সার্ভে ওয়েবসাইট একেকটি ফরম ফিলাপ করার জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ অ্যামাউন্ট প্রদান করেন ।
সার্ভে ওয়েবসাইটগুলোতে কাজ করতে হলে কি কি প্রয়োজন ?
- ইন্টারনেট কানেকশন
- কম্পিউটার / ল্যাপটপ অথবা স্মার্টফোন
- ইংরেজিতে কমিউনিকেশন করার মতো দক্ষতা
- বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করার মতো দক্ষতা
- সার্ভে ওয়েবসাইটগুলো সম্পর্কে ধারনা এবং কিভাবে পেমেন্ট সংগ্রহ করবেন তা সম্পর্কে জানা । ইত্যাদি
উপরোক্ত এই ধরনের ডিভাইসগুলো এবং দক্ষতাগুলো আপনার মাঝে বিদ্যমান থাকলে আপনিও একজন সার্ভে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন ।
কোথায় সার্ভে কাজ গুলো পাওয়া যাবে ?
- Viewpointpanel.com
- Opinionnow.in
- Swagbucks.com
- Toluna.com
উপরোক্ত এই সাইট গুলো থেকে আপনি সার্ভে অনলাইন টাইপিং জব করে অর্থ উপার্জন করতে পারবেন । এবং সেই অর্থ আপনি সরাসরি ব্যাংকে, পেপাল ( Paypal ) এবং পেওনিয়ার ( payoneer ) এর মাধ্যমে উইথড্র করতে পারবেন ।
৪/ ফরম পূরণ জব – Form filling job
অনলাইন টাইপিং জব এর মধ্যে অন্যতম আরো একটি জনপ্রিয় কাজ হচ্ছে ফরম পূরণ জব । বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যেমন : ব্যাংক , স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়, ভূমি অফিস ইত্যাদি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত গ্রাহকরা প্রচুর ফরম জমা দিয়ে থাকে ।
নিরাপদে তথ্যগুলো সংরক্ষণ করে রাখার জন্য একজন টাইপিস্টকে তথ্যগুলো টাইপিং করার মাধ্যমে কম্পিউটার ডাটাবেজে সংরক্ষণ করতে হয় ।
অনলাইনে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে এই ধরনের ফরম ফিলাপ অনলাইন টাইপিং জব পাওয়া যায় । আপনি ঘরে বসে বিভিন্ন ক্লায়েন্টের অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ফর্মগুলো পূরণ করে দিতে পারেন ।
ফরম পূরণ জব করতে কি কি প্রয়োজন ?
- ইন্টারনেট কানেকশন ।
- কম্পিউটার / ল্যাপটপ ।
- ইংরেজিতে কমিউনিকেশন করার মত দক্ষতা ।
- দ্রুত টাইপিং স্কিল ।
- এমএস ওয়ার্ড ( Ms word ) , এমএস এক্সেল ( ms excel ) এবং মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ( microsoft powerpoint ) সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন ।
উপরোক্ত এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস এবং কতগুলো থাকলে আপনি অনলাইনে ফরম পূরণ টাইপিং জবটি করতে পারবেন ।
কোথায় ফর্ম পূরন টাইপিং জব পাওয়া যায় ?
? ফাইবার ডটকম
? আপওয়ার্ক ডটকম
? ফ্রিল্যান্সার ডটকম
৫/ অনুবাদ বা ভাষান্তর জবস – Translation jobs
আপনি যদি একের অধিক ভাষায় দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে একজন অনুবাদক বা ট্রান্সলেটর হিসেবে অনলাইনে জব করতে পারেন ।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে অনুবাদের প্রচুর কাজ পাওয়া যায় । আপনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মীর ট্রান্সলেটর এসিস্টেন্ট হিসেবে কাজ করতে পারেন ।
এই ধরনের কাজগুলো আপনি ফাইবার ডটকম , ফ্রীলান্সার ডটকম , আপওয়ার্ক ডটকমে পাবেন ।
আরো পড়ুন : ইংরেজিতে বায়োডাটা লেখার নিয়ম ।
৬/ ট্রানস্ক্রিপশন অনলাইন জব – Transcription Online Jobs
অনলাইন টাইপিং জবগুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় কাজ হচ্ছে অনলাইন ট্রানস্ক্রিপশন জব । আপনি যদি কম্পিউটার টাইপিংয়ে অত্যন্ত পারদর্শী হয়ে থাকেন এবং প্রতি মিনিটে কমপক্ষে ৫০ থেকে ৬০ শব্দের বেশি টাইপ করতে পারেন তাহলে অনায়াসে আপনি ট্রানস্ক্রিপশন অনলাইন জবটি করতে পারবেন ।
ট্রানস্ক্রিপশন অনলাইন জব এর মধ্যে আপনার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের অডিও এবং ভিডিও ফাইলের তথ্যগুলোকে টাইপিং করে টেক্সট ডকুমেন্টে রূপান্তর করা ।
কোথায় ট্রানস্ক্রিপশন অনলাইন টাইপিং জব পাওয়া যায় ?
- Rev
- Scribie
- Temi
- Gmr Transcription
উপরোক্ত এই সাইট গুলোতে আপনি একজন ট্রানস্ক্রিপশন টাইপের হিসেবে জব করতে পারেন । এবং ব্যাংক, পেপাল ( Paypal ) এবং পেওনিয়ার ( payoneer ) এর মাধ্যমে টাকা রিসিভ বা উইথড্র করতে পারবেন ।
৭/ কনটেন্ট রাইটিং টাইপিং জব – Content writing typing job
আজকের অনলাইন টাইপিং জব আর্টিকেলে এখন পর্যন্ত দেওয়া সবগুলো কাজের চেয়ে আমার কাছে কনটেন্ট রাইটিং অনলাইন টাইপিং জবটি অনেক পছন্দের ।
কারণ উপরে দেওয়া কাজগুলোর চেয়ে কনটেন্ট রাইটিং কাজের যেমন মূল্য বেশি ঠিক তেমনি এ কাজে সৃজনশীলতা প্রয়োগের সুযোগ রয়েছে । যার ফলে আপনাকে একই কাজ বারবার করতে হবে না এবং কাজে অবসাদ আসবেনা ।
ইন্টারনেটে কোটি কোটি ওয়েবসাইট রয়েছে এবং এইসব ওয়েবসাইটগুলোর জন্য নিয়মিত শত শত আর্টিকেলের প্রয়োজন । এবং ওয়েবসাইটের জন্য এই আর্টিকেলগুলো লিখে থাকেন বিভিন্ন কনটেন্ট রাইটাররা ।
যার ফলে কনটেন্ট রাইটিংয়ের রয়েছে প্রচুর চাহিদা । বিভিন্ন ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে কনটেন্ট রাইটিংয়ের প্রচুর কাজ পাওয়া যায় ।
কনটেন্ট রাইটিং টাইপিং জব আয় কেমন ?
বর্তমানে একটি ১০০০ শব্দের এসইও অপটিমাইজ ( Seo Optimized ) ইংরেজি আর্টিকেল লিখে দেওয়ার বিপরীতে ৫০ থেকে ২০০ ডলার পর্যন্ত পাওয়া যায় । তবে আপনি কেমন অর্থ উপার্জন করতে পারবেন তার সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার লেখার দক্ষতার উপর ।
আপনি যত বেশি বিশ্লেষণ করে এবং নির্ভুল ও এসইও অপটিমাইজড ( Seo Optimized ) আর্টিকেল লিখতে পারবেন ততো আপনার লেখার মূল্য বাড়তে থাকবে ।
কনটেন্ট রাইটিং কাজ কোথায় পাবেন ?
- ফাইবার ডটকম
- আপওয়ার্ক ডটকম
- ফ্রিল্যান্সার ডটকম
- পিপলপারআওয়ার ডটকম
- iwritter.com
উপরুক্ত এই সাইটগুলোতে আপনি কন্টেন্ট রাইটিং এর প্রচুর কাজ পাবেন ।
কনটেন্ট রাইটিং জব এর জন্য কি কি প্রয়োজন ?
- ইন্টারনেট কানেকশন
- কম্পিউটার / ল্যাপটপ
- ইংরেজিতে ভালো দক্ষতা
- দ্রুত টাইপিং স্কিল
- বেসিক ফটোশপ
এই দক্ষতাগুলো থাকলে আপনিও একজন কনটেন্ট রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে পারবেন ।
৮/ ইমেইজ টু টেক্সট কনর্ভাটিং টাইপিং জব – Image to text converting
ইমেজ টু টেক্সট কনভার্টিং অনলাইন টাইপিং জবসে আপনাকে ক্লাইন্ট নানান ধরনের ছবি ডেলিভারি দিয়ে বলবে ছবিতে থাকা তথ্যগুলোকে টাইপিং করে ডকুমেন্ট ফাইলে সংরক্ষণ করতে ।
আবার অনেক সময় পিডিএফ ফাইল তৈরি করতেও বলতে পারে ।
ইমেজ টু টেক্সট কনভার্টিং অনলাইন টাইপিং জব করতে কি কি প্রয়োজন ?
- ইন্টারনেট কানেকশন
- কম্পিউটার / ল্যাপটপ
- কমিউনিকেশন করার মতো ইংরেজিতে দক্ষতা
- মাইক্রোসফট ওয়ার্ড , গুগোল ডকস , মাইক্রোসফট এক্সেল , গুগোল এক্সেলশীট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।
- মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।
ইমেজ টু টেক্সট কনভার্টিং কাজ গুলো কোথায় পাওয়া যায় ?
- ফাইবার ডটকম
- আপওয়ার্ক ডটকম
- ফ্রিল্যান্সার ডটকম
- পিপলপারআওয়ার ডটকম
এই ধরনের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে আপনি নানান ধরনের ইমেজ টু টেক্সট কনভার্ট করার কাজ পাবেন ।
৯/ ইমেইল এবং প্রোডাক্ট ডেস্কিপশন রাইটিং জব – Email and product description writing jobs
বিভিন্ন প্রতিষ্ঠানের ইমেইলগুলো ম্যানেজ করা এবং কাস্টমারের মেইলে নিয়মিত কোম্পানির বিভিন্ন আপডেট পাঠানো এবং নানান ধরনের প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রিপশন লিখে এই ধরনের অনলাইন টাইপিং জব করা যেতে পারে ।
গুগোল এবং ইউটিউবে বিভিন্ন ধরনের ডকুমেন্টস ও টিউটোরিয়াল পাবেন যা দেখার এবং প্র্যাকটিস করার মাধ্যমে ইমেইল রাইটিং এবং প্রডাক্ট ডেসক্রিপশন রাইটিং কাজটি শিখে নিজেকে দক্ষ করে করে তুলতে পারবেন পারবেন ।
উপরে দেওয়া ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ইমেইল রাইটিং এবং প্রডাক্ট ডেসক্রিপশন রাইটিং এর প্রচুর কাজ পাওয়া যায় ।
কাজটি টাইপিং করে করা হলেও এখানে তুলনামূলক সৃজনশীলতার পরিচয় দিতে হয় । বিভিন্ন প্রোডাক্টকে আকর্ষণীয় ও সংক্ষেপে বিস্তারিত বর্ণনা করতে হয় ।
১০/ অনলাইন প্রুফ রিডিং এবং এডিটিং টাইপিং জব – Proofreading and Editing
প্রুফ রিডিং অথবা এডিটিং বলতে বোঝায় কোন লেখা প্রকাশ করার পূর্বে তার ভুলত্রুটিগুলো পরীক্ষা করে শুধরে দেওয়া । বিশেষ ক্ষেত্রে বিভিন্ন বই পাবলিশাররা এই ধরনের কাজ দিয়ে থাকে ।
এছাড়াও গুরুত্বপূর্ণ কোন আর্টিকেল যাচাই-বাছাই করার জন্য প্রফরিডিং ও এডিটিংয়ের প্রয়োজন হয় ।
অনলাইনে এই ধরনের প্রুফরিডিং ও এডিটিংয়ের প্রচুর কাজ পাওয়া যায় । বিশেষ করে আপনার যদি ইংরেজিতে ভালো দক্ষতা থাকেন সেক্ষেত্রে প্রফরিডিং ও এডিটিং এর কাজ করে প্রতিমাসে ভালো অর্থ উপার্জন করতে পারবেন ।
১১/ নিজের ব্লগ শুরু করুন – Start your own blog
অনলাইন টাইপিং জবগুলোর মধ্যে অন্যতম আরো একটি জনপ্রিয় কাজ হল নিজের একটি ব্লগ শুরু করা । আপনি যদি লেখালিখি করতে পছন্দ করে থাকেন সেক্ষেত্রে ব্লগিং পেশা আপনার জন্য ।
আপনি নিজস্ব একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের লেখা পাবলিশ করতে পারেন ।
ব্লগিং করতে কি কি প্রয়োজন ?
- ইন্টারনেট কানেকশন
- কম্পিউটার অথবা ল্যাপটপ
- একটি ব্লগ ওয়েবসাইট
- দ্রুত বাংলা ইংরেজিতে টাইপিং স্কিল
- একটি বিষয়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বিস্তারিত আলোচনা করার দক্ষতা ।
- লেখাটিকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করার দক্ষতা।
- ধৈর্যের সাথে লেগে থাকা
উপরের এই শর্তগুলো পূরণ করে আপনিও একজন ব্লগার হয়ে উঠতে পারেন ।
১২/ অনলাইন চ্যাট এজেন্ট – Online chat agent
অনলাইন টাইপিং জবগুলোর মধ্যে অন্যতম একটি চাকরি হচ্ছে অনলাইন চাট এজেন্ট । আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের একজন অনলাইন চ্যাট এজেন্ট হিসেবে কাজ করতে পারেন ।
আমরা প্রায় সময় বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করলে কিছুক্ষণ পর একটি পপ-আপ ভেসে উঠতে দেখতে পায় । এবং সেখানে আমরা চাইলে তাদের হেলপ্লাইনের সাথে লাইভ চ্যাট করতে পারি ।
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে অনলাইন চ্যাট এজেন্টের কাজ পাওয়া যায় । বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের কাস্টমারদের সাপোর্ট দেওয়ার জন্য এধরনের অনলাইন এজেন্ট নিয়োগ দিয়ে থাকে ।
১৩/ ভার্চুয়াল এসিসটেন্ট – Virtual Assistant
অনলাইন টাইপিং জবগুলোর মধ্যে আরো একটি জনপ্রিয় কাজ হল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করা । আপনি ঘরে বসেই বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসিস্টেন্ট হিসেবে কাজ করতে পারেন ।
সেই উর্দ্ধতন কর্মকর্তার প্রতিদিনের রুটিন তৈরি করা , ইমেইল চেক করা , মিটিং টাইম সেট আপ করা , ডকুমেন্ট তৈরি করাসহ টুকিটাকি কাজগুলো আপনি ঘরে বসেই করতে পারবেন ।
বর্তমানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে । ফ্রীলান্সিং মারকেটপ্লেসগুলোতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর প্রচুর কাজ পাওয়া যায় ।
পরিশেষে – Finally
বন্ধুরা আজকের অনলাইন টাইপিং জবস আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে থাকলে আশা করি এই সম্পর্কে বিস্তারিত আইডিয়া পেয়েছেন ।
আজকের অনলাইন টাইপিং জবসগুলোর মধ্যে আপনার কাছে কোন চাকরিটি সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন ।
এবং আগামীতে কি ধরনের আর্টিকেল পড়তে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন । এবং নিয়মিত বিভিন্ন ধরনের আর্টিকেল এবং আপডেট পেতে ফলো করুন আমাদেরকে ফেসবুকে ।
[…] ? ১৩টি সেরা অনলাইন টাইপিং জবস । […]
[…] ➡️ ১৩টি বেস্ট অনলাইন জব যা মেয়েরাও করতে প… […]