অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র নমুনা
Specimen of a Partnership Deed

অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র নমুনা : অদ্য ১ জুন, ২০১১ মোতাবেক বুধবার সকাল ১০ (দশ) ঘটিকার সময় উপরোক্ত পক্ষসমূহের মধ্যে ‘মেসার্স সুমন ট্রেডিং কোং’ নামক অংশীদারি ব্যবসায় গঠনের নিমিত্তে অংশীদারি চুক্তিপত্রটি প্রস্তুত ও স্বাক্ষরিত হলো। চুক্তির অন্তর্ভুক্ত সকল পক্ষসমূহ সাবালক এবং চুক্তি সম্পাদনের যোগ্যতাসম্পন্ন । প্রত্যেকেই জন্মসূত্রে বাংলাদেশী এবং ধর্মত মুসলমান ।
চুক্তির বিষয় ও শর্তাবলি নিম্নরূপ :
- প্রতিষ্ঠানের নাম : মেসার্স সুমন ট্রেডিং কোং
- প্রতিষ্ঠানের ঠিকানা : বর্তমানে ৯৮ নবাবপুর রোড, ঢাকা প্রধান কর্মস্থলের ঠিকানা হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে সকল অংশীদারের সম্মতিক্রমে ঠিকানা পরিবর্তন করা যাবে ।
- ব্যবসায়ের কার্যসীমানা : সমগ্র বাংলাদেশ হবে এ প্রতিষ্ঠানের কর্মক্ষেত্র। প্রয়োজনে দেশের যেকোনো স্থানে শাখা অফিস প্রতিষ্ঠা করা যাবে ।
4. উদ্দেশ্য ও প্রকৃতি : বর্তমানে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি, বিক্রয় ও সরবরাহ কার্যে লিপ্ত থাকবে এবং ভবিষ্যতে সকল অংশীদারের সম্মতিক্রমে অন্য যেকোনো আইনসম্মত ব্যবসায় পরিচালনা করতে পারবে ।
- মূলধন : আপাতত ব্যবসায়ের মোট মূলধন হবে ষাট লাখ টাকা। যা অংশীদাররা সমানভাবে কার্যারম্ভের ৭ (সাত) দিনের মধ্যে সরবরাহ করবে । ভবিষ্যৎ প্রয়োজনে অংশীদারগণের নিকট হতে অতিরিক্ত মূলধন সংগ্রহ করা যাবে।
- অর্থ উত্তোলন : প্রত্যেক অংশীদার নিজ প্রয়োজনে ব্যবসায় হতে মাসিক সর্বোচ্চ দুই হাজার টাকা উত্তোলন করতে পারবে।
- উত্তোলনের ওপর সুদ: উত্তোলিত অর্থের ওপর বার্ষিক ১০% হারে সুদ ধার্য করা হবে ।
- লাভ-ক্ষতি বণ্টন হার : প্রত্যেক অংশীদার প্রদত্ত মূলধন অনুপাতে লাভ-ক্ষতি ভোগ করবে ।
- ব্যবস্থাপনা ও পরিচালনা : সকল অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। তবে প্রথম পক্ষ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবে ।
- পারিশ্রমিক: ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রথম পক্ষকে মাসিক পনের হাজার টাকা বেতন দেয়া হবে । দ্বিতীয় পক্ষ মাসিক পাঁচ হাজার টাকা ব্যবসায় হতে সম্মানী হিসেবে পাবে।
- ব্যাংকের নাম : সোনালী ব্যাংক, বঙ্গবন্ধু এভিনিউ শাখা, ঢাকা প্রতিষ্ঠানের ব্যাংকার হিসেবে কাজ করবে এবং সেখানে প্রতিষ্ঠানের নামে একটি চলতি হিসাব খোলা হবে।
- ব্যাংকের হিসাব পরিচালনা : প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষের যৌথ স্বাক্ষরে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরিচালিত হবে ।
- চুক্তি ও কাগজপত্রে স্বাক্ষর দান : প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি ও কাগজপত্রে স্বাক্ষর করার দায়িত্ব প্রথম ও দ্বিতীয় পক্ষের ওপর যৌথভাবে ন্যস্ত থাকবে ।
- কার্যারম্ভ : চুক্তিপত্র স্বাক্ষরিত হওয়ার দিন থেকে ব্যবসায়ের কাজ শুরু হয়েছে ধরা হবে।
- চূড়ান্ত হিসাব প্রকাশ : প্রতি বছর ৩১ শে ডিসেম্বর বা তার পরবর্তী সময়ে এক মাসের মধ্যে প্রতিষ্ঠানের বার্ষিক চূড়ান্ত হিসাব তৈরি ও প্রয়োজনীয় নিরীক্ষা সাপেক্ষে অংশীদারদের সভায় পেশ করতে হবে ।
- হিসাবকাল : জানুয়ারি হতে ডিসেম্বর, প্রতিষ্ঠানের হিসাবকাল হিসেবে গণ্য হবে ।
- নতুন অংশীদার গ্রহণ : প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে সকল পক্ষের সম্মতিক্রমে প্রয়োজনবোধে নতুন অংশীদার গ্রহণ করা যাবে ।
- অংশীদারের অবসর গ্রহণ : তিন মাসের নোটিশে কোনো অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণ করতে পারবে ।
- অংশীদারের মৃত্যু : কোনো অংশীদারের মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি (Nominee অথবা মনোনীত ব্যক্তি না থাকলে মৃত অংশীদারের উত্তরাধিকারগণ জীবিত অংশীদারদের মতামতের ভিত্তিতে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসায় চালাতে পারবে । অন্যথায় তার পাওনা পরিশোধ করা হবে ।
- পাওনা পরিশোধ পদ্ধতি : অবসর গ্রহণের ক্ষেত্রে বা কোনো অংশীদারের মৃত্যুর বেলায় উক্ত অংশীদারের পাওনা পরবর্তী দুই মাসের মধ্যে নির্ধারণ ও পরবর্তী তিন মাসে সমান তিন কিস্তিতে পরিশোধ করা হবে ।
- সুনাম মূল্যায়ন : উপযুক্ত মূল্যায়নের ভিত্তিতে সুনামের পরিমাণ নির্ণীত হবে ।
- সমস্যা নিরসন : অংশীদারদের মধ্যে কোনো বিষয়ে সমস্যা দেখা দিলে অংশীদারি চুক্তিপত্র অনুসারে অন্যথায় দেশের প্রচলিত অংশীদারি আইন অনুযায়ী তা মিটানো হবে ।
- বিলোপসাধন : কোনো কারণে ব্যবসায়ের বিলোপসাধন প্রয়োজন মনে হলে বাংলাদেশে বহাল ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী তা সম্পাদন করা হবে ।
- শর্তের পরিবর্তন : সকল পক্ষের সম্মতিক্রমে যেকোনো ধারার আইনানুগ পরিবর্তন করা যাবে ।
আমরা চুক্তিপত্রের উপরোক্ত ধারাসমূহ গ্রহণ ও তা পালনের প্রতিশ্রুতি প্রদানপূর্বক, স্বেচ্ছায়, সুস্থ শরীরে ও সজ্ঞানে অংশীদার হিসেবে অদ্য ১ জুন ২০১১ মোতাবেক বুধবার সকাল দশটায় নিম্নোক্ত সাক্ষীগণের সামনে চুক্তিপত্রে দস্তখত প্রদান করলাম ।
আরো পড়ুন :
➡️পেটেন্ট কি ? এবং পেটেন্টের ধারণা ।
➡️ট্রেড মার্ক কি /ট্রেডমার্ক কাকে বলে ?
➡️সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির গঠনতন্ত্র ।
নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।