অংশীদারি চুক্তিপত্র কি: অংশীদারদের মধ্যকার চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে । চুক্তিই অংশীদারে ব্যবসায়ের ভিত্তি । এরূপ চুক্তি মৌখিক, লিখিত এবং লিখিত ও নিবন্ধিত যে কোনো ধরনের হতে পারে । কিন্তু তা লিখিত হওয়ায় উত্তম ।
কারণ লিখিত চুক্তি প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয় । ফলে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ এক্ষেত্রে থাকে না । আদালতেও এরূপ দলিল প্রমাণ্য দলিলের মর্যাদা পায় । এরূপ চুক্তিপত্র বিশদ বর্ণিত হয় এবং প্রতিষ্ঠান পরিচালনাকালে হতে পারে এমন সকল সমস্যার প্রয়োজনীয় সমাধানের বিষয় এতে অন্তর্ভুক্ত থাকে ।
অংশীদারি চুক্তিপত্র এরূপ ব্যবসায় পরিচলনায় যেহেতু মুখ্য ভূমিকা পালন করে তাই অংশীদারদের মধ্যকার ভবিষ্যৎ যে কোনো ভুল বুঝাবুঝিতে এরূপ দলিল যেন মুখ্য ভূমিকা পালন করতে পারে সেভাবেই তা প্রণয়ন করা আবশ্যক । এর মাধ্যমে এর প্রতিষ্ঠানের সকল অংশীদারের অধিকার, কর্তব্য ও দায়-দায়িত্ব নিরূপিত হয় ।
উল্লেখ্য অংশীদারি চুক্তিপত্রের কোনো ধারা আইন বিরুদ্ধ হওয়া উচিত নয় । এছাড়া অংশীদারি আইনের বিধান অনুযায়ী এটি লিপিবদ্ধ করা হলে ভবিষ্যৎ সমস্যা সমাধানে তা মুখ্য ভূমিকা রাখতে পারে।
আরো পড়ুন :
➡️পেটেন্ট কি ? এবং পেটেন্টের ধারণা ।
➡️সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির গঠনতন্ত্র ।
নিয়মিত এডুকেশন সম্পর্কিত তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজের সাথে ।